নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

সোনার চেয়েও দামী মোদের সোনার বাংলার মাটি (ছবিব্লগ)

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:২৮



গল্প কবিতা গানে বরেণ্য সব লেখক কবি সাহিত্যিক গুণীজনদের বলে যাওয়া বাংলার মাটির গুণগান অনেক শুনেছি। রূপকথার কথা ভেবে ঘুরেছি কল্পনার জগতে দিবাস্বপ্ন মোহে।প্রকৃতপক্ষে এ স্বপ্ন নয়, নয়'তো ও'ভাই কল্পনার রূপকথা, এ যে সত্যি, এ যে মহা বাস্তবতা! এই বাংলার রসাল মাটির রসে সোনার চাষাবাদ করা হয়, ফলে সোনার ফসল। সোনালী ধানের সাথে খেলা করে সোনালী রোদ্দুর। চারিদিক সবুজের মেলা, মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে বয়ে চলা নির্মল সুশীতল বাতাসে বসে বছর শেষে তৃপ্তির ঢেকুর আমরাই তুলি। গৌরব আর সুখাবহে উঁচু শিরে আমরাই ছাড়ি তৃপ্তির শ্বাস। সাবাস বাঙালি আর বাংলার ভূমি, সকল দেশের সেরা ও'ভাই আমার দেশের মাটি।

প্রত্যন্ত পল্লী গাঁয়ের মেঠোপথ মাড়িয়ে সবুজের সন্ধানী মনটাকে নিয়ে চলেন সোনা ফলানো মাটির খুব কাছাকাছি। দেখুন বাংলার সোনা ফলা ফসলের মাঠ। ঢেউ খেলে চলা ফসলের দোলায় দোলবেই আপনার মন, মুহূর্তে ভরে উঠবে বিষাদিত শূন্য হৃদয় সুখের আবেসে। খুঁজে পাবেন কর্মব্যস্ত যান্ত্রিক জীবনের তৃপ্তি আর মনের খেয়াঁলেই গেয়ে উঠবেন 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি'।








ছবিগুলো নেত্রকোনা জেলার মদন উপজেলা শহর থেকে কদমশ্রী পথে সিএনজি থেকে মুঠোফোনে তোলা

আমার বর্তমান কর্মস্থল হাওড় অঞ্চলে, এখানে মাটির খুব কাছাকাছি দেশের শেকড়ের মানুষদের সাথে থাকি। পল্লী গাঁয়ের মানুষদের মুখের হাসি দেখেছি এবার কাঙ্ক্ষিত ধানের ফলন ভরা মাঠে। গতবছরের অকাল পাহাড়ি ঢলে ভেসে যাওয়া সুখ এবার ফিরে এসেছে কৃষকের ঘরের দোয়ারে। পর্যাপ্ত মাছের দিন শেষে ফসলে ভরে উঠেছে হাওড় অঞ্চলের ফসলা মাঠ। অতি নিচু জমিটিরও পানির নিচে জমে থাকা মাছ ধরে সেখানে রোপণ করা ধানগাছ এখন সোনালী ধানে ধানে ভরে উঠেছে। ভরে উঠেছে কৃষকের মনও নিবিড় আনন্দে। কোনপ্রকার খরচ নেই, নেই রোপণ ব্যতীত কোনপ্রকার পরিশ্রমও। সোনার মাটি সোনার ফসলে ভরে দেয় মাঠ, নতুন স্বপ্নে কৃষকের চোখ চকচকে হয়ে উঠে।

কোন এক সিনেমায় মিঠুনের বলা কিছু কথা খুব মনে পড়ে গেলো আজ, "আমাকে তিনটি জিনিষ দেন শ্রম, সততা আর দেশপ্রেম, আমি আপনাদের সোনার বাংলা উপহার দেবো"। আজ এ পথে যেতে যেতে কথাগুলোর সত্যতা উপলব্ধি করলাম।

[আপনাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত ]

মন্তব্য ৫৫ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মাটি ও মানুষের গল্প। আপনার অনুভব আমার ভেতরেও টেনে নিলাম। খুব সুন্দর।

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, কৃষকের মনে এবার ভালো ফসলের খুশি।

প্রশংসাটুকু প্রেরণা হয়ে থাকুক ভাই।

শুভকামনা জানবেন সবসময়

২| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৮

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




সবুজ ধানের দৃষ্টিকাড়া ছবি দেখে মনে হলো - " সে যে আমার সোনাফলা মাটি .................."

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, আজ গিয়েছিলাম হাওড়ের পথে, এবার যেমন ধান রোপণ করেছে তেমন ফসলও হয়েছে ভালো। গতবারের দুঃখ ভুলে নতুন আনন্দ কৃষকের মাঝে। আমার কাছে মনে হল বরেণ্য লেখকরা ঠিকই বলেছেন, সোনার চেয়েও দামী বাংলার মাটি। সত্যি সত্যি এই মাটিতে সোনা ফলে।

মনকাড়া মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:০১

শায়মা বলেছেন: খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি ....

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু, এই মাটিতে সোনার ফসল ফলাই বারোমাসি .....

সোনার চেয়েও খাঁটি মোদের সোনার বাংলার মাটি' শিরোনাম দিতে গিয়ে দামী লাগিয়ে দিলাম ভয়ে। যদি সোনার চেয়েও খাঁটি বলায় কেউ আবার বিরক্তি মনে করেন তো।

প্রিয় আপুর মন্তব্য পেয়ে ধন্য পোষ্ট, কৃতজ্ঞতা।

শুভকামনা জানবেন আপু।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবিবর এর প্রশংসা পেয়ে ধন্য সামান্য পোষ্টটি।
কৃতজ্ঞতা রাখছি শ্রদ্ধেয় উৎসাহদানে।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন সবসময়।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফসলের ছবির মত রাজনীতিবিদদের মনটাও যদি সুন্দর হত...

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১২:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অত্যন্ত কাঙ্ক্ষিত একটা কথা বলে গেছেন ভাই। যদি দুর্নীতিবাজ মুক্ত হতো আমাদের দেশের রাজনীতিবিদরা তবে সকল পাওয়াই হয়ে যেতো।

আমি আশাবাদী মানুষ, স্বপ্ন দেখতে ভালোবাসি। দুর্নীতি মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেই যাবো।

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৩

সাদা মনের মানুষ বলেছেন: এসব দেখলে মনটা ভরে যায়, ইচ্ছে করে হারিয়ে যাই ঐ সৌন্দর্য্য পানে

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিক বলেছেন ভাই, বিকেলবেলা মিষ্টি রোদে সোনা ফলা ফসলের মাঠে কিংবা সবুজের প্রান্তরে কখনো পূবাল কখনওবা দক্ষিণা বাতাসে মিশে যেতে কে না চায়!

মন্তব্যের ঘরে পেয়েই ধন্য এ পোষ্ট, মন ছুঁয়া কথায় ভরিয়ে গেলেন মন অন্তর।
কৃতজ্ঞতা রাখছি ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৪

চাঁদগাজী বলেছেন:



চট্টগ্রামে ধান চাষ বন্ধ হয়ে গেছে; আপনার ছবিগুলো আমাকে আমার কৃষক জীবনের দিনগুলোকে মনে করিয়ে দলো

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গতবছরের ধান পানিতে ডুবে যাওয়ার কষ্ট এবার ভুলে গেছে কৃষক। খুব সুন্দর ধন হয়েছে সব জায়গায়। এই অঞ্চলে এমন জায়গা আছে যেখানে শুধু রোপণ করা ছাড়া কোন পরিশ্রমই করতে হয় না। তবুও খুব ভালো ফলন।
টেনশন একটু আছে শিলাবৃষ্টির, পানির সমস্যা এবার তেমন আশঙ্কা নেই, পনেরো বিশ দিনের মধ্যে পুরো ফসলি জমির ধান সোনালী রূপে সেজে উঠবে। কিছুকিছু জমি ইতিমধ্য কাটাও হয়েগেছে। ফলন ভালো, কৃষকের মনও ভালো। এখন ঠিকমতো প্রক্রিয়াদি করতে পারলেই কৃষকের সার্থকতা, অনেকটা তৃপ্তির হবে।

আপনার পুরনো দিন মনে করিয়ে দিতে পেরে আনন্দিত বোধ করছি।

শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন, শুভকামনা সবসময়।

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৭

সাদা মনের মানুষ বলেছেন: [img|https://cdn140.picsart.com/253307302011202.gif?r24

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৭

সাদা মনের মানুষ বলেছেন:

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, সকাল সকাল গরমাগরম চা পেয়ে ধন্য, তৃপ্তিকর পরিবেশনা।
কৃতজ্ঞতা রাখছি ভাই।

সুস্থ সুন্দর আনন্দময় হোক আপনার প্রতিটিক্ষণ,
শুভকামনা জানবেন সবসময়।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩২

ধ্রুবক আলো বলেছেন: ছবি গুলো দেখে মন জুড়িয়ে গেলো +++

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ফসল ভরা বাংলার মাঠ সবারই কাম্য, কৃষকের সার্থকতা।
মন্তব্যে অনেক অনেক মুগ্ধতা।
প্লাসগুলো প্রেরণা হয়ে থাকবে ভাই।

শুভ সকাল,
শুভকামনা সবসময়

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪০

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর ছবি গুলো!!

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছবিগুলো সিএনজিতে চলতি পথে মোবাইলে তুলেছি ভাই, রাস্তা ভাঙাচোরা হওয়ায় ঝাঁকি ছিল প্রচুর, নয়তো আরো একটু স্পষ্ট হতে পারতো। ভালো লাগা জেনে আনন্দিত হলাম ভাই, অনেকটা উৎসাহিত।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়

১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যদি দাড়িয়ে ছবি গুলো তুলতে পারতেন তবে আরো মনোহর হত।

আমাদের দেশটি ছবির মতন
মাটির তলায় এর ছড়ানো রতন।

ধন্যবাদ।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দাঁড়াতে পারিনি ভাই, আমরা গিয়েছিলাম একটা কাজে। ধান দেখে ভালো লাগলো, যেখানে গেলাম সেখানে কয়েকজনের সাথা কথা বলে তাদের আনন্দ অনুভূত হল। ভাবলাম লিখেফেলি একটা কিছু। ধন্যবাদ পেয়ে ধন্য।

সুন্দর বলে গেছেন ভাই, রতন আমাদের খুঁজে বের করতে হবে।

শুভকামনা জানবেন ভাই সবসময়

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: আহা !! গ্রামে কতদিন যাই না !!


ছবিগুলো দেখে আমার গ্রামের কথা মনে পড়ে গেল ।


ছবিগুলো সুন্দর হয়েছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শহরবাসী মানুষের গ্রামের প্রতি অঢেল টান সবসময় থাকে, থাকাটাই স্বাভাবিক। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব কাছে টানে।

গ্রামে যাবেন ভাই মাঝেমধ্যে, খুব ভালো লাগবে দেখবেন। গ্রামের মানুষদের খাঁটি ভালোবাসায় মুগ্ধ হবেন।

প্রশংসা পেয়ে ধন্য ছবিতোলা।

শুভকামনা জানবেন ভাই সবসময়।

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৩

কাছের-মানুষ বলেছেন: চমৎকার সব গ্রাম বাংলার ছবি।
এই ছবিগুলোই সত্যিকারের বাংলাকে তুলে ধরে।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর কাছের-মানুষ ভাইটিকে পেয়ে ভালো লাগছে।

হ্যা ভাই, আমাদের দেশ আমাদের বিশ্বজয়ী প্রকৃতিরূপ। আমরা অনেকসময় মন দিয়ে দেখতেই চাই না!

সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা রইল ভাই,
শুভকামনা জানবেন সবসময়।

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৬

তারেক_মাহমুদ বলেছেন: এ সব ছবিগুলো দেখলেই মন ভাল হয়ে যায়।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মনের কথাটাই বলে গেছেন ভাই, বাংলার সোনা ফলা মাঠপ্রান্তর জুড়ে মুগ্ধতা খেলা করে।
সুশীতল বাতাসে বেরোয় তৃপ্তির শ্বাস।
আমি ভালোবাসি তাকে যে ভালোবাসে বাংলাকে।

সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা রইল তারেক ভাই।
শুভকামনা রইল অাপনার জন্য

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ছবিগুলো অসাধারণ। বিশেষ করে সবার নিচেরটার উপরেরটা।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন আছেন শাহাদাৎ ভাই,
আমি এখন একটু ব্যস্ত সময় পার করি, তাই আগের মতো সময় থাকতে পারিনা ব্লগে।

নিচের ছবিটি ব্রিজের নিচে পূর্ব পাশ থেকে নেয়া, তার উপরেরটা থেকে ব্রিজের উপর দাড়িয়ে নেয়া।
প্রশংসা পেয়ে ছবিতোলা সার্থক মনে করছি ভাই।

শুভকামনা জানবেন সবসময়

১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০০

সনেট কবি বলেছেন: চমৎকার ধানের কাব্য। দেখে খুব ভাল লাগলো।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যথার্থ প্রশংসা করে গেছেন শ্রদ্ধেয় কবিবর।
অনেকদিন পর সুপ্রিয় কবির আন্তরিক প্রেরণাদায়ক উৎসাহদানে আমি অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম।
প্রশংসা আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা।
দোআ করবেন শ্রদ্ধেয় কবিবর।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়

১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০০

বিদেশে কামলা খাটি বলেছেন: শ্রমিকদেরকে দেশেই কাজ দিতে হবে। বিদেশে কামলা পাঠিয়ে সোনার দেশ গড়া সম্ভব নয়। কামলা কিছু টাকা কামাই করতে পারে। কিন্তু উন্নয়ন করতে হলে দেশেই উৎপাদন করতে হবে।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একদম মনের মতো ও সার্বজনীন গ্রহণযোগ্য দাবী তুলেছেন।
আমিও স্বপ্ন দেখি বাংলাদেশ শ্রমিকের খাতা থেকে নাম কাটিয়ে ফেলুক।
আমাদের দেশ থেকে দুর্নীতিদমন করতে না পারলে অনেক স্বপ্ন অধরাই থেকে যাবে দেশের। এদেশের রাজনীতি দুর্নীতিবাজ মুক্ত হওয়া দরকার।

শুভকামনা আপনার জন্য সবসময়।

১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবিবর এর ভালো লাগা জেনে আনন্দিত হলাম।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানাই।
দোআ করবেন শ্রদ্ধেয়।

শুভকামনা জানবেন সবসময়

২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৯:২৯

হাফিজ বিন শামসী বলেছেন:
কৃষকের মুখের হাসি আর পাকা ধানের হাসিতে নিবিড় এক মিল রয়েছে। দুটিতেই যেন সোনা ঝরে।
অনেক দিন গ্রামে যাওয়া হয় না। ছবিগুলো দেখে বেশ ভালো লাগলো।

অনেক অনেক ধন্যবাদ।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১০:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন ভাই, কৃষকের হাসিতেই যে হাসে দেশ।

মাঝেমধ্যে গ্রামে যাওয়ার নিমন্ত্রণ রইল, গ্রাম ও গ্রামের মানুষ দুই'ই আন্তরিক, মুজূর্তে মোচে দিবে আপনার কর্মব্যস্ত জীবনের ক্লান্তি।

শুভকামনা জানবেন সবসময়।

২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো আপনার পোষ্ট টি।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার ছবিতোলা সার্থক হল আপনার ভালো লাগা জেনে।
অনেক আনন্দিত হলাম ভাই মন্তব্য পেয়ে।

শুভকামনা জানবেন সবসময়

২২| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪১

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!!

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় শ্রদ্ধেয় কথাসাহিত্যিক কবি আপুর প্রশংসা পেয়ে অনেক আনন্দিত।
উৎসাহদানে কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা।
দোআ রাখবেন আপু।

শুভকামনা জানবেন সবসময়।

২৩| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: বাংলার মাটির গুনাবলী বলে শেষ করা যায়না । এ যেমন সোনা ফলায় তেমনি জন্ম দেয় অপরূপ পাকৃতিক শোভা । মাঠ ভরা পাকা ধান খেতের ছবি দেখে ভাল লাগল । শুধু মদন উপজেলাই নয় পুরা নেত্রকোনার ছবিই মনের পর্দায় ভেসে উঠে । নেত্রকোনার সুসং দুর্গাপুরের উত্তরে পাথারিয়া পার হলেই শুরু হয় বাংলাদেশ সীমান্তের উপারে থাকা গারো পাহার । এপারেও পাহারের মত ছোট ছোট টিলা যেখানে বসত করে গারু ও হাজং নৃতাত্তিক জনগুষ্ঠির মানুষ । দুর হতেই দেখা যায় গারু পাহারের অপরূপ দৃশ্য । পথে পরে খাল বিল নদী ও ফসলের মাঠ । সেখানে হাটা পথ ছাড়া গতি নাই । নদীর ধারে পথ পথের ধারে মাঠ , মাঠের পরে মাঠ পেরুলেও সেখানকার সবুজ ফুরায় না । হেমন্তের শেষে অআমন খেতে পাকা ধানের সমারোহ দেখলে চোখ জোড়ায় । সে সাথে চোখের সামনে তো ভেসে থাকে গারু পাহারের দৃশ্য , যতই পাহারের কাছে যাওয়া যায় ততই শুনা যায় বাতাসে ভেসে মর্মর শব্দ । সেখানকার লোকেরা বলে গারু পাহার পাতা খাচ্ছে । গারো পাহারটি নেত্রকোনার প্রাকৃতিক মনোরম সৌন্দর্যের আধার ।প্রকৃতি প্রায় ঝুলি উজাড় করে দিয়েছে এ গারো পাহাড় ও ততসংলগ্ন এলাকাকে সাজাতে। বিচিত্র স্বাদের প্রকৃতির অলংকার যেন মানায় এই ভূস্বর্গকেই। পাহাড়ের ঢাল , ছোট ছোট নদী, পাহাড়ী ঝরণা, নানা প্রজাতির গাছ, সৌন্দর্য-মেশা উঁচুনীচু পথ দিয়ে ঘুরে ঘুরে দেখার মজাই আলাদা। সবুজে সবুজে উদ্ভাসিত এই গারো পাহাড়ী এলাকা । পাহাড়ের পাদদেশে অসমতল উঁচুনীচু টিলার মধ্যদিয়ে বয়ে গেছে ঝরণা যা ছড়ার আকারে নেমে এসেছে অআমাদের সমতল ভুমে । যার স্বচ্ছ জলরাশিতে ভেসে ওঠে আগন্তুকের প্রতিচ্ছবি। পাহাড়ী ঢালের মাঝে মাঝে সমতল ভূমি। সমতল ভূমিতে সবুজ শস্য ক্ষেত। পায়ে চলার দুর্গম পথে সেখানে চলাচল করে মানুষ। কোথাও কোথাওপাথারিয়ার টিলার ওপর দেখা যাবে ছোট ছোট কুড়ে ঘর। সবুজ গাছের ফাঁকে ফাঁকে নীল আকাশ। সব মিলিয়ে আল্লাহর সৃষ্টিতে ভরপুর এই পাহাড়ি এলাকা । যা দেখে চোখ ধাঁধিয়ে যায়। সেখানকার পাহারী নদী ও ঝরণা অববাহিকায় ধান চাষ হয়। সেই ধান খেত দেখলে চোখ জুরায় ।

সেখানে আরো আছে সোমেশ্বরী নদী ্স্চ্ছএর পানি খুবই স্বচ্ছ , সোমেশ্বরীর মূল ধারা চৈতালি হাওর হয়ে জারিয়া-ঝাঞ্জাইল বাজারের পশ্চিমদিক দিয়ে কংশ নদী সঙ্গে মিলিত হয়েছে। কংস ও সোমেশ্বরী মিলিত স্রোত বাউলাই নদী নামে পরিচিত। প্রবাহ পথে নদীটি ফুলপুর, নালিতাবাড়ি, হালুয়াঘাট, ধোবাউড়া, পূর্বধলা, র্দুর্গাপুর, নেত্রকোনা সদর, বারহাট্টা, মোহনগঞ্জ ও ধর্মপাশা উপজেলার উপর দিয়ে প্রবাহিত । এই নদীগুলীর দুই তীরে ফষলের খেতে সবুজ ও পাকা ধানের সমারোহ দেখলে সেখানকার কৃষকের মত আমাদের চক্ষু মন জোড়ায় , ধন্যবাদ নেত্রকোনা এলাকার ধান খেতের সুন্দর অপরূপ দৃশ্যগুলি এখানে তুলে ধরার জন্য ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রাখছি আপনার কথাগুলো রেখে যাওয়ায়। আপনার লেখাতে ফুটে উঠেছে পুরো নেত্রকোনা জেলা। আমার সামান্য লেখাটিকে গুরুত্ববহ করে গেছেন শ্রদ্ধেয় প্রিয় ভাই।

সুস্থ সুন্দর সুখসমৃদ্ধিতে ভরে থাকুক আপনার প্রতিক্ষণ
শুভকামনা জানবেন সবসময়।

২৪| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৮

মিরোরডডল বলেছেন: অসাধারণ সুন্দর!!!!
মন টা ভালো হয়ে গেলো

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দবোধ করছি আপনার মন ভালো করতে পেরে।

এ আমাদের সোনার বাংলা
সোনার চেয়েও খাঁটি,
কাব্য গল্পে শেষ হবে না
যতই গুণগান করি।

শুভকামনা জানবেন সবসময়।

২৫| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৩

জাহিদ অনিক বলেছেন: বাংলার গ্রামের ছবি ব্লগ ভালো লাগলো কবি।

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত করলেন কবিবর,
প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা জানবেন কবি সবসময়

২৬| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: সুন্দর

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞতা রাখছি ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

২৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৩

বিদেশে কামলা খাটি বলেছেন: মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ফসলের মাঠের আয়তন কমে গেছে। আফসোস!

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এটা তো স্বাভাবিক যে জমি কমবে।
তবে, ফসলি জমি রক্ষা করার ব্যবস্থা করা দরকার। অনেক পতিত জায়গা এখনো আছে, তাই কলকারখানা বা বাড়িঘর তৈরিতে ফসলি জমির উপর নিষেধাজ্ঞা করা যেতে পারে।

২৮| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৭

নীলপরি বলেছেন: সময় নষ্ট নয় , সময় ভালো হয়ে গেলো আপনার শব্দ ও ছবিতে ভরা পোষ্ট দেখে ও পড়ে । অনবদ্য । ++++++

শুভকামনা ।

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভরসাপূর্ণ মন্তব্য, অনেক আনন্দিত হলাম আপু, প্রেরণা হয়ে থাকবেন।
দোআ করবেন আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.