নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| এলোমেলো ||

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৫২



আমি আর লিখতে পারিনা বন্ধু
এখন আর হয় না কোন গান,
কবিতার শব্দরা সব এলোমেলো
গানের হয় না তেমন সুর তাল।
সকল গল্পই মলিন লাগে জীবনের গল্পের কাছে
জীবন আমার হারিয়ে গেছে ভুল মানুষের প্রেমে।
নিজেকে কোথাও পাই না খুঁজে
মনে হয় আমি পৃথিবীর জঞ্জাল।

সেদিন গুলো বড্ড পিড়া দেয় বন্ধু
চোখের সামনে ভেসে উঠে প্রায়'ই,
কেউ ছিলনা সেদিন তোমার পাশে
আমি ছিলাম তখনও ছায়ার মতই।
তোমার অন্ধকার বোধাতীত জীবনের একাকীত্ব
ঘুচাইতে চেয়েছি পাশে থাকাটাই ভেবেছি দায়িত্ব।
চারিধারে আজ প্রিয় মানুষ কতশত
ভুলেছ হায় বিরক্তিকর আমার সবই!

হারিয়ে যাওয়া দিনক্ষণ মুহূর্ত বন্ধু
কতদিন লিখতে চেয়েছি কতভাবে,
হয়নি লিখা আজো বেদনার কারণ
কি যাতনায় পুড়ে হৃদয়- কি তাপে।
এলোমেলো, বড্ড এলোমেলো শব্দ- জীবনকথা,
কিছুতেই হয় না সারিবদ্ধ-সুমিষ্ট সবি যেন তিতা।
আলোহীন জীবন আজ নিমপাতা
বড্ড বেরসিক ব্যর্থতা শুধু চারিধারে!



[ছবিটি গুগোল থেকে নেয়া]

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


কবিতার মর্মবাণী করুণ থেকে আরো করুণ হচ্ছে ক্রমেই

২৩ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একটু করুণই করতে চেয়েছিলাম, ভাবনার সাগরে ডুবে থাকা অন্তর মাঝেমধ্যে কাঁদতে চায় পারিনা, তখন মনখেয়ালে লিখে রাখি।
দোআ করবেন শ্রদ্ধেয় যেন সুখের হাওয়া বয় আমার আশপাশে।

শুভকামনা জানবেন।
শুভ সকাল।

২| ২৩ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আশাবাদী না হলে চলবে কেন? জীবন তো অনেক বড়। আামদেরকে আশাবাদী হতে হবে।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, আমাদের আশাবাদী হতে হবে, স্বপ্ন ভাঙবে তবুও স্বপ্ন সাজাতে হবে। জীবন একটাই, জীবনটাকে কাজে লাগাতে চেষ্টা করতে হবে। মন্তব্যে অনেক আন্তরিকতার ছোঁয়া পেলাম। কৃতজ্ঞতা জানবেন।
দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।
শুভ সকাল

৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৫

নীল মনি বলেছেন: কবিতা তো জীবনের কথা বলে।সব কষ্ট দূর হয়ে আলো আসুক জীবনে।শুভ কামনা

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পেয়ে আনন্দিত, প্রেরণা হয়ে থাকবেন। উৎসাহদানে কৃতজ্ঞতা রইল।
দোআ করবেন

শুভকামনা আপনার জন্যও সবসময়।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: অনবদ্য।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত বোধ করছি মন্তব্য পেয়ে, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
মন্তব্য অনুপ্রাণিত করায় কৃতজ্ঞতা রাখছি ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

শুভকামনা জানবেন ভাই সবসময়

৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫১

মোস্তফা সোহেল বলেছেন: সব অন্ধকার দূর হয়ে জীবনে আলো ফিরে আসুক।
শুভকামনা কবি।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে অনেক আন্তরিকতার ছোঁয়া পেলাম ভাই, আনন্দের ভরে গেলো আমার মন।
এই আন্তরিকতা যেন ধরে রাখতে পারি সবসময়, দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন ভাই, ভালোবাসা সবসময়।

৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৬

নীলপরি বলেছেন: আপনি খুব অন্তর থেকে লেখেন । তাই অন্তরকে নাড়া দেয় । এটাও সেরকম । আলাদা করে কোনো লাইন কোট করবো নাহ । প্রতিটা শব্দই মনকে ছুঁয়েছে ।
আপনার কবিতাগুলোকে সুন্দর হওয়ার জন্য মেকাপ লাগাতে হয়না । আপনার কবিতাগুলো নিজ গুণেই পবিত্র আর সুন্দর ।
+++++++++++++++

শুভকামনা ।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আন্তরিক প্রশংসা রেখে গেছেন আপু, কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা আপনার প্রেরণাদানে।

আমার প্রতিটি লেখায় আপনার আন্তরিক প্রেরণাদায়ক মন্তব্য আমাকে অতি উৎসাহিত করে, আনন্দিত করে, দিয়ে যায় বুকভরা সাহস। নিজের মধ্যে যেটুকু সংকোচবোধ কাজ করে তা মুহূর্তে দূরে সরে যায়, আমি অনুপ্রাণিত হই নতুন লেখার। আপনার মতো ভাবুক কবি'র কাছে প্রশংসা সত্যি আমাকে প্রাণবন্ত করে যায় নিবিড়ভাবে। এ যে আমার জন্য অনেক অনেক সৌভাগ্যের মনে হয় আপু। এমন আন্তরিক উৎসাহ থেকে যেন বঞ্চিত না হই কখনো এমন প্রত্যাশা সবসময় পুষি অন্তর মনে।
দোআ করবেন আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়, প্রিয় কবি আপুর জন্য শ্রদ্ধা ভালোবাসা নিরন্তর।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০১

নীলপরি বলেছেন: আপনার শুভকামনা আমি শ্রদ্ধার সাথে গ্রহন করলাম ।

ভালো থাকবেন ।
নিরন্তর শুভকামনা ।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুখসমৃদ্ধি আর আনন্দময় হোক আপনার আগামীর প্রতিক্ষণ কামনা স্রষ্টায়।

দ্বিতীয়বার মন্তব্য রেখে আমার আনন্দবোধ অনেক অনেক বাড়িয়ে গেলেন আপু, কৃতজ্ঞতা রাখছি

৮| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৮

সোহাগ তানভীর সাকিব বলেছেন: ভালো লাগল।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে অনেক আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহদানে কৃতজ্ঞতা রইল ভাই।
দোআ করবেন।

শুভকামনা আপনার জন্য

৯| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৩

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,





জীবনের গল্পের কাছে বাকী সব গল্পই মলিন । সে গল্পে মানুষ জোনাকি লুকিয়ে রাখে চোখে, পলকে অশ্রুজল !

সে জোনাকিরা আলো জ্বালাক এবার চোখে ।

ভালো হয়েছে ।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অাপনার প্রশংসা আমার জন্য অনেক প্রাপ্তির, অনেক প্রেরণার, অনেক সাহসের।
অনেক আনন্দিত হলাম শ্রদ্ধেয় সুপ্রিয় ভাইয়ের কাছে উৎসাহ পেয়ে।
প্রেরণাদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
আশীর্বাদ থেকে যেন বঞ্চিত না হই কভু এই প্রত্যাশা।
দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

১০| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১০

ইমরান আল হাদী বলেছেন: কবি তার বেদনা কবিতা ছাড়া আর কিভাবে প্রকাশ করবে.......

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন ভাই, কাব্যরস পূর্ণ অনেক প্রেরণাদায়ক।

উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
দোআ করবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়।

১১| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২১

জাহিদ অনিক বলেছেন:


এই ব্যর্থতাগুলো সব জমে জমে পাহাড় হোক; সব ব্যর্থতা একদিন গলে গিয়ে সফলতার নহর বইবে।

কবিতার আকুলতা গভীর। শুভেচ্ছা কবি

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা প্রিয় কবি, ব্যর্থতা গুলো কোনদিন সফলতা হবে সে বিষয়ে আশাবাদী থাকতেই হয়, আমিও আশাবাদী।
দোআ করবেন কবিবর।

সুন্দর কামনায় কৃতজ্ঞতা রইল।
শুভকামনা আপনার জন্য সবসময়

১২| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: জীবনটাই প্রাপ্তির আর অপ্রাপ্তির সমীকরণ মেনে চলা.....



কবিতা ভালো লিখেছেন ।।

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবি ভাইয়ের প্রশংসা আমাকে অনেক আনন্দিত করে গেল, অনুপ্রাণিত হবো সামনের দিনে।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
দোআ করবেন কবিবর।

হ্যা ভাই, তবে, এই সমীকরণে ভুল হয়ে যায় মাঝেমধ্যে, তখন বিষাদময় মনে হয় চারিধার।

শুভকামনা আপনার জন্য সবসময়।

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: এত ভাল লাগে কেন আপনার কবিতা?
জবাব চাই।

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হয়তো কিছু লোকানো আছে মনের কোণে দুঃখ বেদনা
হয়তো কারণ সেটাই।

শ্রদ্ধেয় প্রিয় কবি কথাসাহিত্যিক ভাইয়ের কাছে ভালো লাগা জেনে অনেক আনন্দবোধ করছি, অনেক উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন। উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়।
দোআ করবেন।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৭

খায়রুল আহসান বলেছেন: হৃদয়স্পর্শী কবিতা! হৃদয়ের কান্নাগুলো কবিতায় নূপুরের ছন্দ হয়ে বাজে।
আল্লাহ রাব্বুল 'আ-লামীন যেন এই "অন্তর ভাঙা যুবকের" মনে শান্তির প্রলেপ বুলিয়ে দেন!

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলহামদুলিল্লাহ্
আপনার আন্তরিক স্নেহাশিসে ধন্য আমি, ধন্য আমার লেখা। অনেক প্রেরণাদায়ক, অনেক উৎসাহের, অনেক আনন্দবোধ করছি সৃষ্টিসুখে শ্রদ্ধেয় সুপ্রিয় কবিবর এর প্রেরণাদায়ক প্রশংসা পেয়ে। কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা আপনার উৎসাহদান ও আশীর্বাদে।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

শুভ সন্ধ্যা

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম আপনার ভালো লাগা জেনে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
উৎসাহদানে কৃতজ্ঞতা রইল।

শুভকামনা আপনার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.