নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতি হয়ে ফিরে এসো

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৫৩



প্রকৃতির সামান্য অবহেলায় বৃক্ষের দেখো
ডালপালা থেকে সব পাতা ধীরেধীরে
শুকিয়ে শুকিয়ে পড়ে যেতে থাকে,
এক সময় মানুষের কঙ্কাল মনে হয় যেন বৃক্ষটাকে।
কোনো পাতা নেই,
সবুজতা হারিয়ে কেমন যেনো
ধূসর বাদামী বর্ণের হয়ে যায় কাণ্ড গুলো।
পাতাহীন শূন্য সব শাখাপ্রশাখা নিয়ে বৃক্ষটির
বেঁচে থাকবার যন্ত্রণাটুকু,
তুমি অনুভব করেছো কি কখনো...?
মৃতের মতো জীবিত বিবর্ণ গাছটিকে
কতটা কষ্ট বুকে নিয়ে
প্রকৃতির সদয়ের প্রতীক্ষায় দিন গুনতে হয়,
কখনওকি তুমি সেই কষ্ট বুঝতে পেরেছো...?

না! তুমি বুঝনি কখনো,
তোমার মনে সেই কষ্ট অনুভূত হয়নি কখনওই!
জানো, এখনও মাঝেমধ্যে তোমার শূন্যতা
আমাকে সেই মৃতের মতো জীবিত
বিবর্ণ গাছটির মতোই করে তুলে!
কোনো ভাষা নেই-তোমার ভাবনায় নির্বাক,
নেই বুঝি দেহে কোনো প্রাণ-ও,
অনুভূতিরা সব যেন কেমন ভোঁতা হয়ে যায়।
তখন আর কোনো আনন্দই
আমাকে উদ্বেলিত-উচ্ছ্বসিত করতে পারেনা,
যেন! জীবন থেকে সব সুখানুভূতি হারিয়ে গিয়ে-
কষ্টের মহাসাগরে ডুবে যেতে থাকি…,
তুমি একটি বারও আমার প্রতি
তোমার ভালোবাসার হাতটি বাড়াও না...!
আমি ডুবে যাই,
বেদনার মহাপ্রলয়ে হারিয়ে যেতে থাকি,
আমার কষ্টগুলো তোমাকে কখনো কাঁদায় না;
তোমার অনুভূতিতে আমার কামনা গুলো
অনুভূত হয় না কখনওই...!
অথচ দেখো,
সেই মৃতের মতো বিবর্ণ বৃক্ষটির প্রার্থনা
ঠিকই শুনে প্রকৃতি-
ঠিকই বুঝে বৃক্ষের বুকে জমে থাকা বেদনা,
আবারও ভরিয়ে দেয় ডালপালা পাতায় পাতায়।
বৃক্ষটি ফিরে পায় তার হারানো সৌন্দর্য,
দক্ষিণা বাতাসে বৃক্ষ দোলায় সবুজ পাতা-
এ'যেন প্রকৃতিকে হাত নেড়ে জানানো কৃতজ্ঞতা।

বৃক্ষের প্রতীক্ষার অবসান হলেও…
আমার প্রতীক্ষা-কষ্টের প্রহর গুলো হয় না শেষ!
তুমি আসো না ফিরে এই মৃত হৃদয়ে প্রাণ হয়ে,
আমার কষ্টের মহা সাগরে
আসে না ভেলা হয়ে তোমার ভালোবাসা…।
আসলে তুমি আমাকে ভালোবাসো না,
দেখাও যা সবই তোমার ছলনা।
তুমি ছলনাময়ী-
প্রতারণা করে খোঁজে পাও সুখ!
আমি প্রতারিত হয়েও ভালোবেসে যাই,
তোমার প্রতীক্ষায় গুনি প্রহর
দিনের পরে মাস বছর- যুগের পরে যুগ...!
আমি সেই দিনটির প্রতীক্ষায় বেঁচে আছি
যেদিন থাকবেনা তোমার জন্য কোন অপেক্ষা।

যদি তোমার হৃদয় কখনো নরম হয় বন্ধু,
কোন মায়ায় যদি ফিরে এসে বলো-
'আমি এসেছি প্রিয়…এই হাতটি কি ধরবে...?'
মুহূর্তেই জীবনের কষ্ট-যন্ত্রণা সবকিছু ভুলে
হাত দুটি ধরে নেবো…
তুমি প্রকৃতি হয়ে ফিরে এসো
ছাড়বো না কভু ও'হাত আর কোন ঝড়তুফানে।
মনের ভিতর রাখবো হৃদয় রাজ্যের রানী করে,
দেখবো ওমুখ মন-আনন্দে
সকাল সন্ধ্যা রাত গভীরে জীবনের বাঁকে বাঁকে;
হবো পৃথিবীর মহা-সুখী,
বলবো, ‘ভালোবাসা’ আমি পেয়েছি…
পেয়েছি যাকে আমি ভালোবাসি।।


২৩ জানুয়ারি ২০১৭ইং

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৩৮

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার কবিতা। যেমন তার শব্দচয়ন, তেমনি প্রকাশ ভঙ্গি। আপনার কবিতায় একটা আলাদা টান আছে, আবেগ আছে। কবিতা লেখা একটা কঠিন শিল্প। যা আপনি সুনিপুণ হাতে সৃষ্টি করেছেন।
শুভ কামনা প্রিয় নয়ন ভাই।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার উদার প্রশংসা আমাকে আনন্দি ও উৎসাহিত করে গেল শ্রদ্ধেয়, অনুপ্রাণিত হবো সামনের দিনে।
প্রেরণাদানে কৃতজ্ঞতা রাখছি।
দোআ করবেন শ্রদ্ধেয় প্রিয় ভাই।

শুভকামনা আপনার জন্য, শ্রদ্ধা ভালোবাসা জানবেন সবসময়।

২| ২৭ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৪০

চাঁদগাজী বলেছেন:


আপনার বিরহের পদ্যগুলো একদিন প্রকৃতিকেও কাঁদাবে, মনে হয়!

২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার উদার মনকে প্রকৃতির মতোই নির্ভেজাল রূপমহল মনে হয় আমার কাছে, শ্রদ্ধা ও ভালোবাসা রাখি সবসময় আপনার মনে।
আপনার মন্তব্য পড়ে অনেক তৃপ্ত আমার মন সৃষ্টিসুখে। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
দোআ করবেন শ্রদ্ধেয় সুপ্রিয়।

শুভকামনা জানবেন, সুস্থ সুন্দর হোক আপনার আগামী

৩| ২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৫

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা

২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় সুপ্রিয় কবিবর এর প্রশংসা আমার জন্য অনেক আনন্দের, এ আমার অনেক বড় প্রাপ্তধন। উৎসাহদানে কৃতজ্ঞতা জাসবেন শ্রদ্ধেয়। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক এমনটাই প্রত্যাশা সবসময়।

শুভকামনা আপনার জন্য, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৯

নীলপরি বলেছেন: বাহ ! প্রেম ও প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে কবিতাকে এক আলাদা উচ্চতায় নিয়ে গেছে । মেঘদূতের কথা মনে করিয়ে দিল । অসামান্য লাগলো কবিতা । ++++++

দোষর = ধূসর বুঝিয়েছেন কী ?

টাইপো
সাজে < সাঁঝে

শুভকামনা

২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই কৃতজ্ঞ করেছেন আপু আন্তরিক সহযোগিতায়, আমার ভুল গুলো শুধরানোর সুযোগে আমি অনেক আনন্দিত আপু। এই আন্তরিকতা যেন না হারাই কভু সেই প্রত্যাশা সবসময়।

বারাবরই আপনার উদার উৎসাহদান আমাকে অনুপ্রাণিত করে, দেয় অনেক আনন্দ, অনুপ্রাণিত হই নতুন লেখায়।
দোআ করবেন আপু।

আপনার উদার মনে শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়।
সুখসমৃদ্ধি আর নিবিড় আনন্দময় হোক আপনার আগামী।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৪

নীলপরি বলেছেন: নাহ ! আমারও ভুল হয়েছে । একটা জায়গা খেয়াল করিনি ! দুঃখিত ।

সকাল সন্ধ্যা সাঁঝে ......... এই লাইনটা একটু দেখবেন প্লিজ
কারণ - সন্ধ্যা অর্থ সাঁঝ

২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সমস্যা নেই আপু, সাঁঝের বেলা আর সন্ধ্যা বেলা একই এটা আমিও বুঝি। আমি মূলত 'সকার সন্ধ্যা সাঁঝে' এর সাঁঝে শব্দটি শ্রুতিমধুর মনে করেই লিখেছি। সন্ধ্যা আর সাঁঝ অর্থ একই হলেও ভালো লাগছে পড়তে।
আচ্ছা অসামঞ্জস্য মনে হলে 'সকাল সন্ধ্যা রাত গভীরে' লাগিয়ে দিচ্ছি।

আপনার দায়িত্ববোধ আমাকে অনেক শিক্ষা দিয়ে গেল আপু, দায়িত্ববোধেই জীবনের প্রতিচ্ছবি ভেসে ওঠে তা আবারো বুঝলাম।
কৃতজ্ঞতা রইল আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: মনের মধ্যে কষ্ট না থাকলে এরকম লেখা সম্ভব নয়।

২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর বলেছেন ভাই, বুঝেছেন মনের ভেতর জমে থাকা কষ্ট।
কষ্ট তো কমবেশি সবার মনেই আছে, আমারও কিছু কষ্ট খুব পিড়া দেয়।

আন্তরিকতায় কৃতজ্ঞতা রইল ভাই।
শুভকামনা জানবেন সবসময়

৭| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৯

নীলপরি বলেছেন: সাঁঝের বেলা আর সন্ধ্যা বেলা যে একই এটা আমিই খেয়াল করিনি । আপনি এডিট করার পর মনে হোলো , আরে দুটো মানেই তো এক । সেটাই বলতে চেয়েছি । তাও ঠিক ভাবে বোঝাতে পারিনি । কিছু মনে করবেন না ! খুব একটা ভালোর মধ্যে দিয়ে যাচ্ছি না । লেখাতেও অলসতা আসছে । তাও চেষ্টা করছি ।
আর কবিতার গ্রামার আমি কিছু বুঝি না । তবে টাইপো থাকলে ঠিক করার চেষ্টা করি । আমার ভুল হলে যেমন আপনারা সাহায্য করেন । একটা বিষয়ে আপনি একমত হবেন কিনা জানিনা , আমি দেখেছি আমরা যদি একটা ইংরেজি বানান ভুল করি তবে সবাই এমন করে যেন ,ভয়ানক ভুল হয়ে গেছে । বাংলায় ভুল হলে সেটা গর্বের বিষয় হয়ে যায় ! তাই আমরা যারা লিখি তারা সবাই একটু সচেতন হলে ভালো হয় । এই রে ! বিরাট , এক বক্তব্য রেখে ফেললাম বোধহয় ! :)

তবে , 'সকাল সন্ধ্যা রাত গভীরে' লাগিয়ে আরো জোড়ালো লাগছে ।
আপনার শুভকামনা শ্রদ্ধার সাথে নিলাম আর আপনাকেও শুভকামনা ।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না না আপু মোটেও বিরাট বক্তব্য হয়ে যায়নি। তাছাড়া আপনার বক্তব্য থেকেই তো আমি জানবো, শিখবো। হ্যা অবশ্যই শিখি আমি আপনাদের আলোচনা বক্তব্য থেকে। আমার কাছে এসে কেউ যদি খোলামেলা বক্তব্য রেখে যায়, আমি আনন্দিত হই, কারণ, সেই বক্তব্য থেকে অনেককিছু শিখার থাকে, আমি শিখি। কিছু মনে করার প্রশ্নই উঠে না। তবে হ্যা, অনেকসময় অলসতা লাগে, যথার্থ প্রতিমন্তব্য লিখতে পারিনা, তখন কেমন যেন খারাপ লাগে এই ভেবে যে, আমার কাছে নিজের সময় নষ্ট করে এত সুন্দর কথাগুলো বলে গেল অথচ আমি যথাযথ তার উত্তর দিতে পারলাম না! আমি প্রত্যেকের বক্তব্যে কিছুনা কিছু শিক্ষা নিয়ে থাকি। এই দেখুন না আপনার অলসতা ভেঙে রেখে যাওয়া কথাগুলোতে কত সুন্দরভাবে আপনার মনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে! কতটা দায়িত্ববোধ মন থাকলে এভাবে সবিস্তর বুঝানোর ক্ষমতা পায় মানুষ!
আপু, কিছু মনে করার কোন কারণ আমি খুঁজে পাইনা, আমি যতটুকু গুছিয়ে লিখতে পারছি তা সবটুকুই সামু ও আপনাদের আন্তরিক সহযোগিতা উৎসাহদানের ফল। আমাকে অনেকে অনেকভাবে সহযোগিতা করেছে, অনেকভাবে বুঝিয়েছে, আমার লেখা আরেকটু ভালো করতে, শব্দগুলো আরো শুদ্ধ করতে টাইপো যাতে না থাকে লেখার বিষয় অনেকভাবে অনেকের কাছে সহযোগিতা পেয়েছি আমি। সেজন্য সামু ব্লগ ও আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা আর কৃতজ্ঞতার শেষ নেই কখনো। এই দেখেন কত কথা বলে ফেললাম, কিছু মনে করবেননা।

হ্যা, আপনার সাথে একমত হতেই হয়, আসলে বাস্তব যে সেরকমই। ইংরেজী বানান ভুল হলে সবাই যেভাবে গুরুত্ব দিয়ে শুদ্ধ করতে চায় সেই তুলনায় বাংলা শব্দের বেলায় অনেকটা উদাসিন। হ্যা, আমাদের বাংলা লেখায় আরো সাবধানতা দরকার ভুলের ব্যাপারে। দোআ করবেন আপু।

রাত গভীরে সংযোগে আরো জোড়াল মনে হওয়ায় ভালো লাগছে। কবিতার ব্যাকরণ আমিও কিছু জানিনা আপু। আমার কাছে পাঠে শ্রুতিমধুর করতে পারাটাই প্রাধান্য পায় প্রতিটি লেখায়, হয়তো পারিনা তবে চেষ্টা করি একটু সুন্দর করতে।
দোআ করবেন আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়।

৮| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৫

সুমন কর বলেছেন: ২ নং মন্তব্যে চাঁদগাজী ভাই কিন্তু সত্যই বলেছেন। কষ্টটা বেশ ফুটিয়ে তুলেছেন, তবে একটু বড় হয়ে গেছে...

ভালো লাগল।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক মন্তব্য, আনন্দিত হলাম প্রিয় কবির কাছে প্রশংসিত হয়ে। উৎসাহদানে কৃতজ্ঞ।
দোআ করবেন কবিবর।

হ্যা ভাই, একটু বড়ই হয়ে গেছে। চেষ্টা করবো এর পর থেকে ছোট করে লিখতে।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়

৯| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ডালপালাহীন শুকনো গাছটা যেন একজন পোড়খাওয়া প্রেমিকের কঙ্কাল। কবিতা ভালো লাগলো নাঈম ভাই। শুভেচ্ছা।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় মানৃষটির কাছে ভালো লাগা জেনে অনেক আনন্দিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন ভাই। শুভেচ্ছা ও উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন। দোআ করবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়

১০| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: খুবই ভালো লাগলো ভাইয়া। উপমা আর চরণ আজ আমাকে কাঁদিয়ে ছাড়লো।

০১ লা মে, ২০১৮ রাত ৩:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর সুপ্রিয় কবিবর এর দেখা পেলাম, ভালো আছেন নিশ্চয় সবদিক থেকে।

কবিতার প্রশংসা আর অনুভূতি জেনে অনেক আনন্দিত সৃষ্টিসুখে, উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

শুভকামনা আপনার জন্য, ভালোবাসা সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.