নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

আসবে কি সে

০১ লা মে, ২০১৮ রাত ২:১০



আজ সকালে হবে কি সেই সূর্য দেখা,
অনেক আশা স্বপ্ন সে যে মন বাসনা। 
ইচ্ছে সকল হচ্ছে জড়ো তাকেই ঘিরে,
আসবে কি সে আলোর মতো সুনয়না!
নিশিত জাগি স্বপ্ন বুনি একলা ঘরে
প্রভাত সূর্য দেখবো নিয়ে প্রিয়তমা;
শিশির ভেজা ঘাস পাড়িব খালি পায়ে, 
স্বপ্ন কথা বলবো ঘুচবে নীরবতা।

চন্দ্র হয়ে রইছে গাঁথা মনের ঘরে,
সূর্য হয়ে তাপ ছড়ায় সে অপরূপা।
তাকে নিয়েই আমার যতো গল্প সুখে,
হৃদয় মাঝে স্বর্গ যে তার ভালোবাসা।

অমৃত সুখ লাগে যেনো তার ছোঁয়াতে,
অন্ধকারে ডুববে ভুবন তাকে ছাড়া।



ছবি গুগোল থেকে

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৮ রাত ২:২৫

চাঁদগাজী বলেছেন:


অনেক কল্পনা, অনেক স্বপ্নে ভরা পদ্য

০১ লা মে, ২০১৮ রাত ২:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক শ্রদ্ধা ভরে ধন্যবাদ। মন্তব্যে মুগ্ধতা আর কৃতজ্ঞতা।

দোআ রাখবেন শ্রদ্ধেয় প্রিয়

শুভকামনা আপনার জন্য সবসময়

২| ০১ লা মে, ২০১৮ ভোর ৬:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্বপ্ন পূরণ হোক।

০১ লা মে, ২০১৮ বিকাল ৩:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলহামদুলিল্লাহ্,
দোআ রাইখেন ভাই। মন্তব্যে কৃতজ্ঞতা রইল।

শুভকামনা আপনার জন্য

৩| ০১ লা মে, ২০১৮ সকাল ৮:২০

সনেট কবি বলেছেন: কেন সে আসবে না? আসতে তাকে হবেই!

০১ লা মে, ২০১৮ বিকাল ৩:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভরসার কথা, মনের জোর বর্ধন করে গেলো অনেক।
কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয় কবিবর।
দোআ করবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়

৪| ০১ লা মে, ২০১৮ সকাল ১০:১৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: অমৃত সুখ লাগে যেন তার ছোঁয়াতে

বাহ চমৎকার কবিতার লাইন।

শুভেচ্ছা রইল। আরো লিখুন এবং আমাদের অমৃত পান করার সুযোগ দিন।

০১ লা মে, ২০১৮ বিকাল ৩:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় কবিবর এর প্রেরণাদায়ক প্রশংসা পেয়ে অনেক আনন্দিত হলাম।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন সুপ্রিয়।
দোআ রাখবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়

৫| ০১ লা মে, ২০১৮ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: কবিতার প্রতিটি লাইন গভীর আবেগ থেকে আসা।

০১ লা মে, ২০১৮ বিকাল ৩:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা পগেছেন জেনে আনন্দিত হলাম ভাই, অনেক প্রেরণাদায়ক আপনার মন্তব্য।
উৎসাহদানে কৃতজ্ঞ। দোআ করবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়।

৬| ০১ লা মে, ২০১৮ রাত ৯:১৪

নীলপরি বলেছেন: এতো ,সুন্দর করে আশা কম জনই করতে পারে! খুব ভালো লাগলো আবেগময় কবিতা ।

১৩ ই মে, ২০১৮ রাত ১১:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
অনেক প্রেরণাদায়ক, অনেক আনন্দের প্রশংসা, আন্তরিক উৎসাহদানে সবসময় কৃতজ্ঞতা রাখি আপু।
দোআ করবেন আপু।

অনেকদিন পার হয়ে গেলো প্রতিউত্তর দিতে, সেজন্য দুঃখিত আপু, আসলে এর মধ্যে আর ব্লগে সময় দিতে পারিনি ব্যস্তাতায়।

শুভকামনা আপনার জন্য সবসময়

৭| ০১ লা মে, ২০১৮ রাত ১১:০৭

কথাকথিকেথিকথন বলেছেন:



আসবে সে হয়ত আসবে না । তাকে ছাড়াই হোক আলোময় !

কবিতা ভাল লেগেছে ।

১৩ ই মে, ২০১৮ রাত ১১:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর বলেছেন আপু, অনেক ভরসাদায়ক। সহানুভূতিশীল উৎসাহদানে কৃতজ্ঞতা রইল।
দোআ করবেন আপু,

শুভকামনা আপনার জন্য সবসময়

৮| ০৩ রা মে, ২০১৮ রাত ৯:০৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: কথাগুলো সে যেন শুনতে পায়। সেই শুভকামনা রইলো।

১৩ ই মে, ২০১৮ রাত ১১:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় কবি ভাইয়ের শুভকামনায়।
দোআ করবেন কবিবর

শুভকামনা জানবেন সবসময়।

৯| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:০২

জাহিদ অনিক বলেছেন:


সে আশবে না, আসলে আর এই প্রতীক্ষা থাকবে না

২১ শে মে, ২০১৮ দুপুর ২:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর বলেছেন কবিবর, আসলে আর থাকবেনা অপেক্ষা।

অনেক দেরি হয়ে গেল প্রিয় কবির প্রতিউত্তর দিতে, দুঃখিত কবি।

শুভকামনা জানবেন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.