নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

কতনা চোখের জল ঝরালে তুমি | কে জানে...(একের ভিতর তিন)

১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

১/ গান-

কতনা চোখের জল ঝরালে তুমি,
তবুও তোমাকে ভুলতে পারিনা।
অনেক পুড়েছি তোমায় ভালবেসে,
বিনিময় পেয়েছি শুধু ছলনা।

পুড়ে পুড়ে জেনেছি সোনা খাঁটি হয়,
বিরহের আগুনে পুড়ে প্রেমিক হৃদয়।
আগের মতই আছো এই জীবনে,
চাই না কিছুই আর তোমাকে ছাড়া।

ভুলবো কি করে তুমি জীবনের প্রাণ,
তুমি ছাড়া পৃথিবী মনে হয় শ্মশান।
মনের আকাশে চাঁদ সূর্য তুমি,
তপ্ত দেহ বুকে চৈত্র খরা।
কতনা চোখের জল ঝরালে তুমি
তবুও তোমাকে ভুলতে পারিনা।

গান : কতনা চোখের জল ঝরালে তুমি
কথা : নাঈম জাহাঙ্গীর নয়ন

গানটি এসডি রুবেলের গাওয়া 'অনেক বেদনা ভরা আমার এজীবন' গানটির সুরে নিজের কথা দিয়ে সাজানো, গেয়েও রেখেছি খালি গলায়। জানিনা কতটুকু মিলাতে পেরেছি, তবুও যদি একটু ভালো লাগে তো তাতেই আমার ভালো লাগা, প্রেরণা।

২/
Who knows without me
      ____Naim Jahangir Noyon

Coming out of business hours
Night bed,
Emptiness surrounds the sky of the mind,
Dreams are all like a white cloud,
The frozen body-minded courtyard.

Heartache and chest in the chest,
I slept many nights in the morning,
By the angle of sleeping eyesight,
How many dark tears have spread;
Still, you came to your imagination,
Who knows without me - sleeping in the night is nighu

Warmth, fourpus,
They are constantly thrilled and are happy;
The sound of loud breath in the pair,
Pull your drunk lips into the shaking lips,
How many nights are satisfied with the chase away in a chain?

আরে নাহ! আমি ইংরেজি বলতে পারিনা। নিচের কবিতাটি গত পরশু রাতের শেষ প্রহরে লিখেছিলাম কোনমতো। আজ কৌতুহলী হয়ে ট্রান্সলেট অ্যাপে পেষ্ট করি। সেখান থেকেই তুলে এনেছি ইংরেজিটুকু। জানিনা কতটা মিলেছে, তবুও ভাব নিলাম আর কি।


কে জানে আমি ছাড়া
__নাঈম জাহাঙ্গীর নয়ন

সারাদিনের কর্মব্যস্ততা পেরিয়ে এসে
রাতের শূন্য বিছানায়,
শূন্যতা ঘেরা মনের আকাশ জুড়ে,
স্বপ্ন'রা সব ভেসে বেড়ায় সাদা মেঘের মতো,
নিথর দেহ-মনের আঙিনায়।

হৃদয়ের ছটফটানি আর বুকের দহনে,
অনেক রাত ভোর করেছি নির্ঘুম,
ঘুমহীন চোখজোড়ার কোণ বেয়ে,
গড়িয়েছে কতো গাঢ়তর অশ্রুজল;
তবুও কল্পনার সিঁড়ি মাড়িয়ে তোমারি আগমণ,
কে জানে আমি ছাড়া- ঘুমে মগ্ন রাত্রি নিঝুম।

উষ্ণতায় ভরে উঠে চারিপাশ,
বারবার শিহরিত হতে থাকে দেহমন কাঙ্ক্ষিত সুখে;
যুগল বক্ষস্থে ঘন নিঃশ্বাসের শব্দ,
রুদ্ধ মাতাল ঠোট জোড়া তোমার ওই কম্পিত ঠোঁটে,
বন্ধ দুচোখে শিকল বাহুদ্বয়ে তৃপ্ত কতনা রাত।

৩/
আমারও মন চায়
    ___নাঈম জাহাঙ্গীর নয়ন

তোমার স্ট্যাটাস দেখেই বুঝতে পারছি
ও'মনে আজ বৈশাখী ঝড়,
হৃদয় জুড়ে অস্থিরতা, সর্বাঙ্গে যেন বিঁধছে কাঁটা।
কিসের এত কষ্ট তোমার বুকের ভিতর,
দিয়েছো কি মন সে পাষাণ লয় না খবর!!
মনের কষ্ট গুলো লুকিয়ে রাখি হাসি দিয়ে,
কেউ বুঝতেই পারেনা
বুকের ভেতর আগ্নেয়গিরির দহন জ্বালা।
এমন কিছু কষ্ট বুকে চেপে রেখেছি
যা কাউকে বলতে পারিনা,
আসলে বলার মতো
একজন বন্ধুর সন্ধান মিলল না কখনো।

ভাবতে পারো বন্ধু তুমি বলতে মনের কথা,
আদরে সোহাগে তোমার ঘুচবে সকল ব্যথা।

সবাই কি সবকিছু ভুলতে পারে!!
কিছু আঘাত গেঁথে যায় হৃদয়ে,
যতই পুরাতন হোক তা ফিরে ফিরে আসে।
নিশিত একেলা জাগি শূন্য মোর বিছানা,
বুকের মাঝারে তুমি দুচোখে স্বপন রঙিলা!
চাঁদ যদি মোর হইতে বন্ধু মাঝরাতের আকাশে,
ঘুম ভাঙিলেই ভরাইতে মন মধুর প্রেম আলাপে।

এমন গরম দিনে
কাঠফাটা রোদ্দুরে পূবাল হাওয়া,
তপ্ত দেহ-মনে তোমার কোমল স্পর্শ পাওয়া।
বন্ধু তুমি শীতের কাঁথা গরমকালে শীতল পাখা,
বুকের সাথে বুক মিলিয়ে করতে নিশিভোর;
আজও এ'মন তোমায় খুঁজে, আবেগে বিভোর।
বিকেলের সোনা ঝরা রোদ্দুর মেখে গায়,
কতনা প্রহর কাটিয়েছি দুজন নির্জন নিরালায়।

ভেঙে ফেল বন্ধু তোর মৌন দেয়াল,
আছি তোর স্বপ্নে বিভোর হইসনা বেখেয়াল।

আমারও মন চায় তোমার পাশে বসে
প্রিয় মুখটির দিকে চেয়ে থাকি অপলক,
মেঘ-কালো দীঘল চুলে বুলাই হাত,
গভীর ভালোবাসায় চুমো দেই
ওই কাজল-কালো চোখের পাতায়।

মন্তব্য ৩৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


দেখা যাচছে, আপনার অনেক কথা জমে গেছে!

১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ঠিক ধরেছেন শ্রদ্ধেয়, সময় সুযোগ হয় না লেখার, এগুলো বেশ কয়েকদিন ধরেই লিখেছি ফেসবুকে, সময় মিলাতে পারিনা তাই ব্লগে পোষ্ট করতে পারিনা। আজ ভাবলাম ব্যস্ততা একটু কম পোষ্ট করি, তবুও কোনরকম পোষ্ট করা শেষ হতেই আবার বেরহতে হয়েছিল, এখন আসলাম, জানিনা কতক্ষণ থাকতে পারবো।

প্রথমে আপনাকে পেয়ে মনে খুব আনন্দবোধ করছি, দোআ রাখবেন শ্রদ্ধেয় প্রিয়

২| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

জাহিদ অনিক বলেছেন:

গানটা খুব খুব সুন্দর নাইম ভাই !!!
বেশ দরদ দিয়ে গেয়েছেন। লিরিকটাও ভালো ছিল।
একদম পারফেক্ট বিরহের গান।


কে জানে আমায় ছাড়া- who knows without me বাংলা ইংরেজী দুইটাই চমৎকার। সাদা মেঘের মত স্বপ্ন ভাসে আর নিথর দেহক্বে - ফ্রজেন বডী এটাও বেশ সুন্দর হয়েছে।

১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ আনন্দবোধ করছি সুপ্রিয় কবি ভাইয়ে আন্তরিক প্রশংসা পেয়ে, এটা অনেক প্রেরণাদায়ক।

ইংরেজিটা করার ইচ্ছে আপনার কবিতা দেখেই জেগেছিল। আমি তো আর ইংরেজি পারিনা, ভাবলাম অ্যাপ তো আছে, দেখি কবিতাটির ইংরেজি বেরহয় কিনা, মোটামুটি মিল দেখেই পোষ্টে রেখে দেয়ার সিদ্ধান্ত। প্রেরণা হয়ে উৎসাহিত করেছেন কবিবর অজান্তেই, কৃতজ্ঞতা সেজন্য।

গানটি আমার প্রিয় গানের মধ্যে একটি, কিন্তু সেকাল সেকাল মনে হল, তাই নতুন করে সাজানোর ইচ্ছে, ভালো লাগায় অনেক উৎসাহিত হলাম। দোআ রাখবেন কবিবর।

৩| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

এ.এস বাশার বলেছেন: লিরিকটা খুব সুন্দর । গানটি পাবলিশ হওয়ার অপেক্ষায় রইলাম। শুভকামনা আপনার জন্য।

১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন। উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।
দোআ রাখবেন ভাই।

পাবলিশ করার মতো আমি নই কখনো, আমার গান ভালো লাগে তাই লিখি, সুরের জানান দিতে নিজের বাঁকা গলায় গেয়ে রাখি। যদি কোন সময় কেউ মনের ভুলে গায় সেটাই হবে আমার সার্থকতা।

শুভকামনা জানবেন সবসময়

৪| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

সিগন্যাস বলেছেন: ১ নং গানটাই সবচেয়ে ভালো । বাকিগুলোও ভাল ।সুন্দর কাজ করেছেন

১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যাক তাইলে ভালোটাই এক নম্বরে রাখতে পেরেছি, আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন ভাই। উৎসাহদানে কৃতজ্ঞ রইলাম।
দোআ রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৫| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১২

নীলপরি বলেছেন: প্রথম দুটো তো ভালো লেগেছেই । ৩নং টাও অসাধারণ লেগেছে । অনবদ্য পোষ্ট ।

অনেক শুভকামনা রইলো

১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই পোষ্টটির জন্য আপনার প্রেরণা কাজ করেছে আপু, আপনি না বললে হয়তো আজ পোষ্টই করতাম না। সবসময় আপনার কাছ থেকে প্রেরণা উৎসাহ পাই, সেজন্য কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা রাখি আপনার প্রতি।
দোআ রাখবেন আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়।
শুভসন্ধ্যা

৬| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

সোহানী বলেছেন: ভালো লাগলো নয়ন।

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম আপু, ফেবুতে আপনার প্রশংসা গানটিকে ব্লগে প্রকাশ করার সাহস যুগিয়েছে, কৃতজ্ঞতা জানবেন আপু।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

শুভকামনা জানবেন সবসময়

৭| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

সনেট কবি বলেছেন: এক কথায় অসাধারণ।

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন আছেন শ্রদ্ধেয় কবিবর ? অনেকদিন পর ব্লগে এসেও আপনাদের সবার উৎসাহদানে বড়ই মুগ্ধ আমি।
অনেক অনেক কৃতজ্ঞতা রাখছি।
দোআ রাখবেন শ্রদ্ধেয় প্রিয় কবি।

শুভকামনা ও সুস্থতা কামনায়

৮| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৩

সাহসী সন্তান বলেছেন: প্রথমটাই বেটার! বাকিগুলো মোটামুটি! তার পরেও আপনার প্রচেষ্টাকে সাধুবাদ ভাই...

শুভ কামনা জানবেন!

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত করলেন ভাই, উৎসাহিত হলাম আপনার কাছে সাধুবাদ পেয়ে।
প্রেরণাদানে কৃতজ্ঞতা রইল।
দোআ রাখবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়

৯| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: বিরহ বোধহয় কাউকে সৌন্দর্যে পরিপূর্ণতা দান করে। তিনটি কবিতা পরপর দেওয়ায় আমাদের পড়তে ও তুলনামূলক আলোচনা করতে সুবিধা হয়েছে। যেকারনে প্রথমটা হৃদয় ছুঁয়ে গেছে।

এটা ঠিক যে আপনার ব্লগে আজ আমি প্রথম । তবে শুরুতেই প্রেমে পড়েগেলাম। +++

নিরন্তর শুভকামনা মান্যবরেষু কবিকে।

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক মন্তব্যে হৃদয় ঘরে জায়গা করে নিলেন প্রথম সাক্ষাতেই, গ্রেট ভাই।
আন্তরিক উৎসাহদানে বুক ভরা ভালোবাসার সাথে অনেক অনেক কৃতজ্ঞতা।
দোআ রাখবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়।

১০| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা করি শ্রদ্ধেয় কবিবর।
প্লাসে কৃতজ্ঞ রইলাম।

শুভকামনা জানবেন সবসময়

১১| ১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৭

মলাসইলমুইনা বলেছেন: নয়ন ভাই,
ভালো ভালো ভালো, মুগ্ধ মুগ্ধ মুগ্ধ !!!

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত, উৎসাহিত, অনুপ্রাণিত হবো ভাই।
দোআ রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

১২| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৩

ধ্রুবক আলো বলেছেন: গাজী ভাইয়ের কমেন্টটা মনে ধরছে +।

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, তিনি সবসময় ভিতরকার কথা খুঁজে বের করেন।

দোআ রাখবেন ভাই।

শুভকামনা রইল

১৩| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতা গুলো বেশ হয়েছে। অনেক দিন পর দেখা কবি! শুভেচ্ছা রইল!

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: লেখার প্রশংসা আমাকে আনন্দিত করলো ভাই, উসাহিত হলাম প্রিয় কবি ভাইয়ের প্রশংসায়।

সময়গুলো ব্যস্ত হয়ে গেছে ভাই, বর্তমান কর্মস্থল অনেকটা ব্যস্ততম হওয়ায় সময় হয় না ব্লগে ঘুরার, ভুলতেও পারিনা আপনাদের তাই মাঝেমধ্যে হুটকরে ঢুকে পরি।
দোআ রাখবেন কবিবর।

শুভকামনা জানবেন সবসময়

১৪| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৯

রাজীব নুর বলেছেন: ব্লগে অনেকদিন পর আপনার কবিতা পেলাম।

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, লেখার মতো সময় হয় না, ব্লগে ঘুরতে সময় একটু বেশিই লাগে, তা নাহলে পোষ্ট পড়ে মন্তব্যও রাখা যায় না, তাই ঢুকা হয় না। আপনাদের ভালোবাসা হারাতে চাইনা বলেই মাঝেমধ্যে পোষ্ট দেয়ার আগ্রহ তাড়ায় আমাকে।
দোআ করবেন ভাই।

শুভকামনা সবসময়

১৫| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৪

কুঁড়ের_বাদশা বলেছেন:

এই তুমিরা বড়ই নিষ্ঠুর
বোঝেনা তারা বোঝেনা!!!!!!!!!!! :P

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ বাদশা ভাই, এই তুমি'রা বড়ই নিষ্ঠুর প্রকৃতির! বড় কঠিন তাদের হিয়া, আমাদের বুকফাটা আত্ম-চিৎকার পৌঁছে না তাদের কানে, বোঝেনা প্রেম-জ্বালা।

দোআ করবেন ভাই,
শুভকামনা জানবেন সবসময়

১৬| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: নয়ন ভাই বেশ কিছুদিন পর লিখলেন! আর লিখলেন তো লিখলেন একেবারে মনের গভীরে আলোড়ন তোলা কাব্যগাথা! মনের অব্যক্ত কষ্টগুলো খুব সুন্দরভাবে লেখনীতে তুলে এনেছেন। এত কষ্ট নিয়ে বেঁচে থাকা সত্যিই মুশকিল। কামনা করি খুব তাড়াতাড়ি আপনার কষ্টের পরিসমাপ্তি হোক! শুভকামনা সবসময়!

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সম্রাট ভাই, আপনাদের আন্তরিক উৎসাহ আমাকে অনুপ্রাণিত করে বারবার, অনেক আনন্দিত হই।
সেজন্য কৃতজ্ঞতার শেষ আমার মনে।
দোআ রাখবেন ভাই।

শুভকামনা আপনার জন্যও সবসময়

১৭| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেকদিন পরে ভাই পোস্ট দিলেন।

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা হাসু ভাই, অনেকদিন পর গতকাল ঢুকতে সাহস করেছি ব্লগে। মোটরসাইকেল এর হাইড্রোনিক ব্রেক জ্যাম সারাতে বসে বসে ব্লগ দেখতে পারছি, নয়তো এখন আর সময় পাই না ভাই আগের মতো। বর্তমান কর্মস্থল অনেকটা ব্যস্ততম।
দোআ রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

১৮| ১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৮

নতুন নকিব বলেছেন:



Good! Thanks. We are missing you, dear!

১৪ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব আনন্দিত করলেন শ্রদ্ধেয়, অনেক প্রের্ণাদায়ক আমার জন্য আপনার মতো গুণীজনের প্রশংসা, অনুপ্রাণিত হবো সামনের দিনে।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
দোআ রাখবেন ভাই।

আমিও মিস করি আপনাদের, মনেরগহনে থাকে ছটফটানি ব্লগে আসার জন্য, তবুও বেশিসময় থাকতে পারিনা, অনেকসময় আসায় হয় না ব্যস্ততার জন্য।
আপনাদের আন্তরিকতায় মুগ্ধ ভাই, কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা সকলের প্রতি।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.