নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

বিলিয়ার রহমান রিয়াজ ভাইয়ের লেখা রোমান্টিক গানটির সাথে আমার দুটি গান

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৩

ফিরে আসুন 'বিলিয়ার রহমান রিয়াজ' ভাই, আমরা আপনার অনুপস্থিতিতে মর্মাহত ভাই, আপনাকে ফিরে পেতে চাই আবার আমাদের প্রিয় সামহোয়্যারইনব্লগ-এ
এক/-

গান : তুমি আমার একমুঠো ঘুম
লেখক : বিলিয়ার রহমান রিয়াজ
সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন

তুমি আমার একমুঠো ঘুম
ইচ্ছে দেয়াল, জলজ পদ্ম ফুল।
তুমি স্বপ্ন দেখার ইচ্ছে সখি
আমার ভুল অভুল।
তুমি খোলা চোখে বৃষ্টির গান
স্নিগ্ধ সবুজ ভোর।
তুমি এলোচুলের ঊর্বশী সে
লাগাও চোখে ঘোর।
কি নাম বলো রাখি তোমার
আমার হৃদয় পাতায়।
তুমি সখি হয়েই থেকোগো সখি
অচেনা এই জীবন খাতায়।

তুমি ফাগুন মাসের মল্লিকাগো
কোমল কোমল সুর
তুমি বৃষ্টি ভেজা বাদলা দিনের
বেদনা সে মধুর।
তুমি রোদেলা দিনে মেঘ গো সখি
শীতের ভোরে রোদ।
তুমি মোনের দামের চাইতেও দামি
করো মোনেই অবরোধ।
কি নাম বলো রাখি তোমার
আমার হৃদয় পাতায়।
তুমি সখি হয়েই থেকোগো সখি
অচেনা এই জীবন খাতায়।

তুমি স্বপ্ন হয়ে এসেও তবু
সত্যি হলে না।
মেঘের স্রোতে ভাসতে গিয়ে
আর ধরাই দিলেনা।
তুমি আশার রোদে তাপ ছড়িয়ে
শীতল হয়ে হয়ে
এ মরুর ধরায় আমায় রেখে
গেলে একাই হারিয়ে..............।
কি নাম বলো রাখি তোমার
আমার হৃদয় পাতায়।
তুমি সখি হয়েই থেকোগো সখি
অচেনা এই জীবন খাতায়।


গীতিকা: ১
বিলিয়ার রহমান রিয়াজ
২৩ জুলাই, ২০১৮ ইং।

সেদিন রিয়াজ ভাইয়ের ফেসবুক পেজ-এ পোষ্ট করা গীতিকা পড়ে ভাইকে বলেছিলাম গানটির সুর প্রকাশ করে দিন, তিনি আমাকে অনুমতি দেন যে আপনি আপনার মতো করে গেয়ে শুনাতে পারেন। আমি চেষ্টা করেছি ভাইয়ের কথামতো একটা সুরে গানটি গাইতে, এবং পেরেছি গতকাল। রেকর্ড করে আমার ব্লগ বন্ধুদের গানটি না জানিয়ে থাকতে পারলাম না, আজ পোষ্ট করেই দিলাম। আমার আনন্দবোধ হচ্ছে বিলিয়ার ভাইয়ের লেখটিতে কোনপ্রকার এডিট করতে হয়নি, সুন্দর লিখেছেন তিনি তাই আমি এই প্রথম অন্যের লেখা কোন কবিতা সম্পূর্ণ সুর করে গাইতে পারলাম কোনপ্রকার এডিট করা ছাড়াই। এই আনন্দ আরও বেড়ে যেতো যদি বিলিয়ার ভাই মানঅভিমান ভুলে আবারো ব্লগে এসে একটু উৎসাহিত করে যেতেন। আমার মতো অনেকেই তার ফেরার অপেক্ষায় দিন গুনছি। ফিরে আসুন বিলিয়ার রহমান রিয়াজ ভাই, ফিরে আসুন আমাদের মাঝে, আপনার প্রতীক্ষিত সময়ের অবসান করুন ভাই ......।
____
দুই/-

গান : তোর পিরিতে জীবন আমার গেল
  কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন

আমার বন্ধু বিনোদিয়া'রে
তোর পিরিতে জীবন আমার গেল।।
এরচেয়ে তুই মারতিস প্রাণে।।
সেই'তো অনেক ভালো ছিল...।
তোর পিরিতে জীবন আমার গেল।

খোদাই করে লিখেছিলাম
নাম'টি গাছের গায়ে,
অক্ষর গুলো গেঁথে আছে
আজও মোর হৃদয়ে।।
না জানিয়া মরছি আমি।।
জীবনে আর নাই আলো...
তোর পিরিতে জীবন আমার গেল।

নাম'টি আছে নেই-যে তুই
এখন অনেক দূরে,
তোকেই ঘিরে স্মৃতি'রা সব
আজও আমায় পুড়ে।।
এই কি ছিল ভাগ্যে লিখন।।
অন্তর পুড়ে হবে কালো...
তোর পিরিতে জীবন আমার গেল।

হঠাৎ যদি কখনো তোর
আমায় মনে পড়ে,
তিল পরিমাণ ঠাই দিস যদি
তোর ওই অন্তরে।।
নয়ন বলে রাখবো বুকে।।
চাইবো'না আর কোন ভালো...
তোর পিরিতে জীবন আমার গেল।


গানটি গত দুদিন আগেই লিখেছিলাম, ফেসবুকে পোষ্টও করেছিলাম, কিন্তু গাওয়ার সুযোগ হয়নি, খালি গলায় গান গাওয়াটা এখন কেমন যেন সংকোচবোধ হয়, তবে নীলপরি আপুর উৎসাহদান আমাকে সাহস যুগিয়ে ছিল, তাই রেকর্ড করে সুরটা জানান দিলাম। আপনারা যারা আন্তরিক উৎসাহদানে আমাকে অনুপ্রাণিত করেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, ভালোবাসা সবার জন্য সবসময়।

তিন/-

গান : মধুমাখা রব নাম বলো'রে
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন

আল্লাহ্' বলো'রে...,
মধুমাখা রব নাম বলো'রে।।
স্রষ্টা'র নামে শুরু কর
রাসূল-এঁর পথ ধর
আল্লাহ্ নামের সফলতা
দুনিয়া আখেরাতে।
মধুমাখা রব নাম বলো'রে।
আল্লাহ্' বলো'রে...,
মধুমাখা রব নাম বলো'রে।।

সৃষ্টি নিয়ে সুখে থাকো
দমে দমে আল্লাহ্'র নাম,
রাসূল-এঁর প্রেমিক সাজো
সজীব রাখো মন ও প্রাণ।।
মানুষ হয়ে মানুষ ভজো
স্রষ্টা'কে সন্তুষ্ট রাখো,
জেনে রাখো আল্লাহ্'র প্রেম
প্রাণে প্রাণে ছড়িয়ে।
মধুমাখা রব নাম বলো'রে।
আল্লাহ্' বলো'রে...,
মধুমাখা রব নাম বলো'রে।।

কি কারণে আইছো ভবে
পাইছো কি তাঁর দরশন,
অকারণে'ই ঘুরছো শুধু
খুঁজছো প্রেম বৃন্দাবন।।
খোঁজে দেখো দয়ার সাগর
আল্লাহ্ ক্বলবের ভিতর,
এই প্রেমেতে জয়ী হলে
ঠেকবে না রোজ হাসরে।
মধুমাখা রব নাম বলো'রে।
আল্লাহ্' বলো'রে...,
মধুমাখা রব নাম বলো'রে।


গানটি লিখেছিলাম মাস ছয়েক আগে, ব্লগে পোষ্টও করেছিলাম, কিন্তু গানটি গেয়ে শুনানোর জন্য রেকর্ড করার সময় হয়নি। গতকাল রেকর্ড করেছি, ভাবলাম ব্লগে থাকুক। আমি এধরণের গান এটাই প্রথম লিখেছি, জানিনা কতটুকু ভালো লিখতে পেরেছি, যেটুকুই হোক তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আমার প্রিয় শিল্পী 'পরীক্ষিত বালা'র প্রতি। তার একটি গান শুনেই আমার এই গানটি লেখার উৎসাহ খোঁজে পাই।

সবশেষে আমার এই সামান্য লেখাগুলো পড়ে আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত, ভুল ত্রুটি হতে পারে আমার, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাররজন্য অনুরোধ রইল। ভুল ধরিয়ে শুধরে দেয়ার অধিকার সবার জন্য, কৃতজ্ঞ রইবো। ভালোবাসা সবার জন্য।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:


গান ৩টি শুনলাম, ভালো গেয়েছেন। আপনি কোন ধরণের বাদ্যযন্ত্র শেখার চেষ্টা করে দেখতে পারেন।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত হলাম শ্রদ্ধেয় সময় নষ্ট করে গান তিনটি শুনেছেন জেনে, প্রেরণা হয়ে থাকবেন শ্রদ্ধেয়।

হ্যা, বাদ্যযন্ত্র শিখতে পারলে আমার সুর ও গান দুইই আরো ভালো করতে পারতাম। চেষ্টা করেছিলাম কিছুদিন কিন্তু কোন বাজনা শিখতে পারিনি, পরে আর চেষ্টা করার সুযোগ হয়ে উঠেনা।
দোআ করবেন শ্রদ্ধেয় প্রিয়। ঢাকায় পোষ্টিং, দেখি এবার একটা সুযোগের চেষ্টা করতে পারবো।

শুভকামনা জানবেন সবসময়, আপনার শারীরিক সুস্থতা কামনায়

২| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৮

শায়মা বলেছেন: ভাইয়া তোমার গলা শুনে আমি মুগ্ধ!


কিন্তু কিছু উচ্চারণ আরও সুন্দর করে ফেলো .....

ঘুম, জলজ, স্নিগ্ধ, ঘোর, কোমল, ভেঁজা এসব এসব এসব! :)

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার মুগ্ধতা শুনে অনেক অনেক খুশিখুশি লাগছে আপু, দোআ করবেন।

হ্যা উচ্চারণে অনেক সময় একটু ব্যতিক্রম হয়ে যায়, এটা অসতর্কতা আর লোকলজ্জার ভয়ে তাড়াহুড়ো করার কারনে হয়ে থাকে, তারপর আবার সুর সম্পর্কে আমার অজ্ঞতাও কারণ হতে পারে।
কৃতজ্ঞতা জানবেন আপু গানগুলো শুনে সময় নষ্ট করার জন্য।
দোআ করবেন আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়।

৩| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৪

সনেট কবি বলেছেন: প্রিয় কবি এখন প্রিয় গিতিকার ও সুরকার। বেশ লাগল।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ রাখবেন শ্রদ্ধেয় প্রিয় কবিবর, গান গুলি শুনেছেন জেনে আনন্দিত ও উৎসাহিত হলাম।


শুভকামনা জানবেন, সুস্থ সুন্দর সময় পার করুন প্রত্যাশা

৪| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:৪৯

কাওসার চৌধুরী বলেছেন:


ভাল লাগলো; আপনার কবিতাগুলো আমার ভাল লাগে।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় শ্রদ্ধেয় গুণধর লেখক ভাইয়ের কাছে আমার লেখা ভালো লাগা আমার জন্য অনেক প্রেরণার, সাহসের, অনুপ্রেরণার।
দোআ রাখবেন শ্রদ্ধেয় প্রিয়।

শুভকামনা জানবেন সবসময়

৫| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: শুনেছি, বিলিয়ন ভাইয়ের কবিতাটা বেশ গেয়েছেন। সামনে আরো ভালো কিছু শুনবার প্রত্যাশা রইলো। শুভকামনা ...

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম প্রশংসা পেয়ে, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
হ্যা, দোআ রাখবেন ভাই।

শুভকামনা জানবেন।

৬| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনুপ্রাণিত হলাম ভাই। মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
দোআ রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.