নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| কি করি এখন ||

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ২:৩১



কোন মিস্তিরি বানায় দিল এত সুন্দর দেহ,
উচুঁ নিচু ঢেউ যমুনায় মন'যে হারাই গেল!
একনজরে কেড়ে নিল আমার পাগল মন,
যেদিক তাকাই দেখি তারে কি করি এখন!

চোখতো নয় পদ্ম কলি চাহনিতে কি মায়া,
বারে বারে বলছে এ'মন থাকবে হয়ে ছায়া।
দুধে-আলতা গায়ের রঙ অঙ্গে লাগে দোল
উদাস হয়ে থমকে দাঁড়াই শুনে মুখের বোল।
মিষ্টি-ভাষী চলন বাঁকা উড়ন্ত ওই হৃদয়,
কোন সাধনে কি উপায়ে করবো তারে জয়!

স্বপ্ন কত দেখছি জেগে ভাবছি মনের মতো,
তাকে ঘিরেই দ্বীন দুনিয়া আমার সুখ যতো।
ঘুম'না আসে কে'বা জানে একলা জেগে রই
আমার মাঝে নেই'যে আমি কেমন করে কই।

বন্ধু যদি হইতো আমার বলতো কাছে এসে,
চল'না দুজন বসবো আজ রমনায় বটমূলে-
কত'কথা বলবো দুজন করবো কত আদর,
উষ্ণ পরশ লাগিয়ে বুকে নেবো মনের খবর।
সুখের নেশা মাতাল করে এসব যখন ভাবি,
কেমন করে যাবো কাছে জানাব প্রেম দাবী।


মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর ।

ঈদ মুবারক, প্রিয়,নাঈমভাইকে।

২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত করলেন শ্রদ্ধেয় প্রিয়, প্রেরণা হয়ে থাকবেন,
দোয়া রাখবেন শ্রদ্ধেয়।

ঈদ মোবারক, শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন

২| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৫৬

বর্ণা বলেছেন: ভালো লাগলো

২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম,
দোয়া রাখবেন ভাই,

ঈদ মোবারক,

৩| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:১৭

বিজন রয় বলেছেন: প্রেমিকের স্বপ্ন দেখা সত্যি হোক।
++++

২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবির কাছে প্লাস পেয়ে অনেক আনন্দিত হলাম, উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।
দোয়া রাখবেন দাদা,

ঈদ মোবারক,
শুভকামনা সবসময়

৪| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: if the heart is not moved, then what is the point of moving the beads of the tasbih?

২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: Why do you know why my brother is shy, say English, I do not understand English, then left a difficult question, brother, know about how ignorant people like me are.

ঈদ মোবারক ভাই,
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন সবসময়

৫| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত ও আনন্দিত হলাম কবিবর, প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন শ্রদ্ধেয়।

ঈদ মোবারক
শুভকামনা জানবেন সবসময়

৬| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১

সনেট কবি বলেছেন: নিতান্ত সুন্দর কবিতা।

২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় শ্রদ্ধেয় কবির প্রশংসা আমার জন্য খুবই আনন্দের ও উৎসাহের।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয়।

ঈদ মোবারক
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন সবসময়

৭| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:
কাব্য ভাল লাগল! ঈদের শুভেচ্ছা নাইম ভাই!

২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো জেনে আনন্দিত হলাম কবিবর, প্রেরণাদানে কৃতজ্ঞতা জানবেন প্রিয় ভাই।
দোয়া রাখবেন।

ঈদ মোবারক,
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন

৮| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মুবারক ! B-)

২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক হাসু মামা, শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

শুভকামনা আপনার জন্য

৯| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৯

ব্লগার_প্রান্ত বলেছেন: অন্তর ভাঙা কবির কবিতা পড়লাম

২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়েছেন জেনে ধন্য হলো আমার সামান্য লেখাটি।
দোয়া রাখবেন ভাই,

ঈদ মোবারক,
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন

১০| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫২

নীলপরি বলেছেন: খুব সুন্দর আবেগে ভেজা কবিতা । ++++

আশাকরি আপনার ঈদ খুব ভালো কাটছে ।
ঈদ মোবারক

২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি আপুর প্রশংসা সবসময় আমার জন্য প্রেরণার, উৎসাহের, আনন্দের।
প্রেরণাদানে কৃতজ্ঞতা জানবেন আপু,
দোয়া রাখবেন।

হ্যা আপু, ঈদ ভালোই কাটলো
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন সবসময়

১১| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩১

ওমেরা বলেছেন: আবেগ দিয়ে লিখা কবিতা খুব সুন্দর লাগল ।

২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত হলাম আপু, প্রেরণা হয়ে থাকবেন।

ঈদ মোবারক,
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়

১২| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৯

জাহিদ অনিক বলেছেন:
কবিতা বরাবরের মতই- আপনার যেই একটা লেখার স্ট্যাইল আছে সেইভাবেই হয়েছে। নাম দেয়া না থাকলে বুঝতে পারতাম আপনারই লেখা।
সহজ সরল মনের আকুতি, প্রেমের বেদনায় পোড়া।

শুভেচ্ছান্তে

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ২:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রাপ্তির কথা জানিয়ে গেলেন কবি ভাই, আমার লেখার ধরণ দেখেই বুঝতে পারেন এটা আমার জন্য সত্যিই অনেক পাওয়া।
দোয়া রাখবেন কবিবর।

শুভেচ্ছা ভালোবাসা ও শুভকামনা আপনার জন্য সবসময়

১৩| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৮

চাঁদগাজী বলেছেন:


কিছুই বলতে হবে না, কিছুই করতে হবে না, সবই আছে হৃদয়ে

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ২:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়, সুন্দর অনুভব রেখে গেছেন, মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য
সুস্থতা কামনায়

১৪| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫১

বাকপ্রবাস বলেছেন: বন্ধু তুমি দুরে কেন কাছে আসো আরো
কবির মতে তোমার জন্য হচ্ছে নীলা গাঢ়
সেই রঙ্গেতে রাঙ্গিয়ে দিয়ে রাখবে মাথায় তুলে
বন্ধু তুমি দাও ধরা দাও সমাজ রীতি ভুলে।

=
কবিতা ভাল লেগেছে

২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
অসাধারণ মন্তব্য, ভালো লাগা জানবেন ও ভাই। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।



দারুণভাবে বলছেন ও ভাই
প্রিয়কে মোর হয়ে,
সত্যি সত্যিই আসবেন চলে
একবার যদি শুনে।
ভরবে আমার হৃদয়'এর ঘর
বন্ধু কাছে এলে,
আর কিছুইনা চাই গো ভবে
ভালবাসা তার পেলে।

অপেক্ষা তার ঘুচবে ও'ভাই
এ ভীষণ যন্ত্রনা,
দিন তো কাটছে কোনমতে
রাত্রি আর কাটে না।
বন্ধুর ও মুখ দেখছি কত'ই
সারারাত জাগিয়া,
তন্দ্রা চোখে বিষণ্ণ মনের
কষ্ট সেও বুঝল না।

করবেন নাকি আমার হয়ে
দিবেন একটি খবর,
নাইবা যদি পাই বন্ধু-রে
দেয় যেন মোর কবর।
কি লাভ বলেন বাঁচতে ভবে
মিলবেনা তার নজর,
কেউ না জানে বুঝবে না কেউ
বুকে কষ্টের নহর।

দারুণ মায়া আপনার মনে
বুঝেছি অনুভবে,
আন্তরিক এই মন্তব্য রেখে
ঠাঁই নিলেন হৃদয়ে।
কৃতজ্ঞতা আর ভালোবাসা
রাখছি আপনার তরে,
প্রেরণা হয়ে থাকবেন ও'ভাই
শুভকামনা শুভেচ্ছান্তে।

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৩

খায়রুল আহসান বলেছেন: কবিতায় হৃদয়ের আকুলতা প্রকাশ পেয়েছে অবলীলায়।
৮ম লাইনের শেষ শব্দটা 'বুল' থেকে বোল করে দিবেন। তাহলে শব্দটাও শুদ্ধ হবে, ছন্দটাও মিলবে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৪:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় সুপ্রিয় কবিবর এর মন্তব্য সবসময় আমার জন্য অনেক প্রেরণার, আমি অনেক উৎসাহ ও আনন্দিত হই আপনার মতো গুণী লেখকের মন্তব্য পেলে। প্রেরণা হয়ে থাকবেন কবিবর, প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

ভুল ধরিয়ে শুধরানোর সুযোগ দিয়ে যে আন্তরিকতার পরিচয় দিলেন তাতে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রাখছি।
দোয়া করবেন শ্রদ্ধেয় কবিবর।

শুভকামনা আপনার জন্য সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.