নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

সাম্যতার লোভ তীব্র করো

০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:৩৪



বলবো কী ভাই লোভের কথা হবেনা তো শেষ,
লোভী যারা এই জগতে তারাইতো থাকে বেশ।
বিশ্বাসেতে স্রষ্টা মিলে লোভের মাঝে সফলতা,
অতিলোভে তাঁতী নষ্ট নয়তো এটা মিথ্যে কথা।

ক্ষমতার লোভে অন্ধ নেতা লুচ্চার লোভে নারী,
কৃপণের লোভ অর্থ-কড়ি অকর্মার লোভে চুরি।
সৎ লোকের আত্মসম্মান দুষ্টু লোকের সুযোগ,
সাধক যাঁরা মানুষ খুঁজে চতুর খোঁজে নির্বোধ।

পড়ছে বেটা ঘোর বিপদে টাকার লোভে পড়ে,
ভাবছে শুধুই দিনেরাতে সুখ পাইলো না ঘরে।
টাকার দিকে তাকিয়ে থেকে হয়নি দেখা বউ,
নিজের ঘরে একলা ভাবে নাই বুঝি তার কেউ।

লোভ মানুষের বড় শত্রু যা ধ্বংস করে বিবেক,
বিবেকহীন পশুর স-ম লোভ ভুলায় সে হিসেব।
লোভীর হৃদয় প্রেম খুঁজে'না নারীর লোভে টক,
টাকার লোভে'ই অন্ধ নারী প্রেম করা তার সখ।

শব্দর লোভী লেখক কবি গায়কের লোভ সুরে,
এদের লোভে স্বাগত জানাই শ্রদ্ধা রাখি এবুকে।
পর উপকার লোভেই কর অন্যের সুখে উৎসব,
ত্যাগ কর লোভ নিজের তরে গড়তে হবে জগৎ।

লোভ করো নিজ স্বপ্ন-সাধে সত্য ন্যায়ের পথে,
মানব প্রেমে-ই তৃপ্তি ও'ভাই ভরবে জীবন সুখে।
সাম্যতার লোভ তীব্র করো এরচেয়েও সুখ নাই,
টাকা-পয়সা তুচ্ছ পেলেই মানুষের হৃদয়ে ঠাঁই।


৫-১০-২০১৮ইং, শেরপুর
ছবিটি গুগলের থেকে নেয়া

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০০

স্বচ্ছ দর্পন বলেছেন: সাম্যতায় সকল সুখ বিরাজমান। ভালো লিখছেন


আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো ।
স্বচ্ছ দর্পন ব্লগ

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে আনন্দিত হয়েছি, প্রেরণা হয়ে থাকবেন ভাই।

শুভকামনা আপনার জন্য।

অবশ্যই আপনার ব্লগে ঘুরে আসবো ভাই।

২| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: পড়লাম

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই, মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞতা।

শুভকামনা জানবেন

৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০২

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: ভাল লাগল কবিতাটা পড়ে।

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন ভাই

শুভকামনা আপনার জন্য

৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: এক কথায় মনোমুগ্ধকর।

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই , প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

শুভকামনা আপনার জন্য সবসময় ভাই

৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫২

নজসু বলেছেন: লোভী ব্যক্তি নিজের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকতে চায় না।
হাতে যা আছে তাতে সুখী না থেকে অন্যায়ভাবে আরো বেশি কিছু পাওয়ার ইচ্ছা পোষণ করে।
তাই তাদের পেট কখনও ভরে না।

ছন্দে ছন্দে সত্যি কথন।

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর মন্তব্য রেখে গেছেন ভাই, প্রেরণা হয়ে থাকবে প্রশংসা টুকু।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৬| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০২

নষ্টজীবন® বলেছেন: আপনার কবিতা যত পড়ি পড়তেই মন চায় , সুন্দর কবি, ভালো লাগলো সাম্যের গান।

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত করলেন ভাই , প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়

৭| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৪

নষ্টজীবন® বলেছেন: আপনার জন্যও শুভকামনা সবসময় থাকবে ভাই।
আপনি সুন্দর কবিতা লিখেন।

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আবারো এসে শুভকামনা জানিয়ে যাওয়ায় কৃতজ্ঞতা ও ভালোবাসা রাখছি ভাই।
দোয়া রাখবেন

শুভকামনা আপনার জন্য সবসময়

৮| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২২

বাকপ্রবাস বলেছেন: সুন্দর। আপনি যেহেতু শিল্পী তায় লেখায় গানের প্রভাব থাকে। এই লেখাগুলো আপনি গান হিসেবেও ব্যাবহার করবেন নিশ্চয় মনেমনে

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পেয়ে উৎসাহিত হলাম, গান এতবড় হয় না, তাছাড়া গান ভেবে লেখিনি।

দোয়া রাখবেন ভাই

শুভকামনা আপনার জন্য সবসময়

৯| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৮

সনেট কবি বলেছেন: মনোমুগ্ধকর।

০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবিবর এর প্রশংসা প্রেরণা হয়ে থাকবে, উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়।
দোয়া রাখবেন।

শুভ সন্ধ্যা

১০| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৩

এস এম ইসমাঈল বলেছেন: সত্যের ছন্দময় প্রকাশ, শুভেচছা একরাশ ।

০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত হয়েছি ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রকখবেন ভাই।

শুভকামনা সবসময়
শুভ সন্ধ্যা

১১| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর শব্দের আল্পনা।

শুভকামনা প্রিয় নয়নভাইকে।

০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় চৌধুরী ভাইয়ের প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে,
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়
শুভ সন্ধ্যা

১২| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৬

উদাসী স্বপ্ন বলেছেন: মাত্রা গুনে লিখেছেন দেখি। দুয়েকটা জায়গার শব্দের সিলেকশন বাদে কবিতাটা পড়তে মজা হয়েছে

০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, কয়েকটি জায়গায় লাইনের সামঞ্জস্য রাখতে গিয়ে একটু ব্যতিক্রম হয়ে গেছে।
প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়
শুভ সন্ধ্যা

১৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

সৈকত জোহা বলেছেন: যাক আপনি ফিরে এসেছেন ।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, আপনাদের সবার এমন আন্তরিক ভালোবাসা হারাতে চাইনা, দোয়া করবেন ভাই, মৃত্যুর আগে পর্যন্ত আপনাদের মাঝে থাকতে চাই। আপনাদের ভালোবাসায় শ্রদ্ধা ও ভালোবাসা রাখছি।

শুভকামনা আপনার জন্য সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.