নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

সামু ব্লগারদের কবিতা আসরে নিমন্ত্রণ, আপনার অংশগ্রহণ একান্ত কাম্য

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৯


আমাদের সকলের সুপ্রিয় ব্লগার নীলপরি আপুর একটা ব্যতিক্রমি ইচ্ছার প্রকাশ করেছেন, তা হলো ব্লগে প্রথম কবিতার চার লাইন লিখে পোষ্ট করা হবে। পরবর্তীতে শ্রদ্ধেয় পাঠাক কবি'রা পরবর্তী চার লাইন লিখবেন, তা দ্রুত মূল পোস্টে যুক্তকরে ডান পাশে লেখকদের নাম আপডেট থাকবে। আসেন আজকের কবিতার নাম "ভালোবাসা" রেখে যার যার চারটি লাইন মন্তব্যের ঘরে রেখে গিয়ে আন্তরিকতার সাথে সকলের সাথে যুক্ত হই, গড়ে তুলি একটা বিশাল কবিতা।আসেন ভালোবাসা সম্পর্কে চার লাইন লিখি --

___________ ভালোবাসা ______


মনতো আর হয়না বুড়ো ইচ্ছেতে'ই পরিবর্তন,
ভালো লাগার নাই উপমা মিললে একবার মন,
ভালোবাসা বহুরূপী'ই তবে একই ভাব গুরুত্ব;
কারো কাছে খেলনার বিষয় কারো কাছে রত্ন। __নাঈম জাহাঙ্গীর নয়ন

ভালো তো আমি তোমায় বাসি
হয়ত নিজের চেয়ে বেশি,
তুমি কবে এসে বলবে
আমিও তোমায় ভালোবাসি।__কৃষ্ণ কমল দাস

ভালোবাসা আসে কভু ধীর পায়
ভেঙে দিতে স্বপ্ন আর সংশয়,
ভালোবাসা আসে ঝরাতে চোখের জল
হৃদয়ের যত রোদন করে নিষ্ফল।।__যবড়জং

হৃৎকলমের টানে আবোল তাবোল লিখে যাই যা-ই আসে মনে।
নেইকো আগা, নেইকো মাথা, দাঁড়ি কমার নেইকো অবকাশ।
খামখেয়ালে লিখে চলি- মন্দলাগার, ভালোলাগার কথাগুলি।
আর কিছু না থাক্‌, সেখানে থেকে যায় ভালোবাসার প্রকাশ।__টুটুল

তোমার মনের স্পর্শসীমা যতোই ঘটাক বিকর্ষণ
ভালোবাসা আনে প্রবল থেকে প্রবলতর আকর্ষণ!
যতোই তুমি দাওনা কেনো প্রগাঢ় ব্যথা
ভালোবাসা দিয়েই লিখবো আমাদের এক প্রেমগাথা!___নীলপরি

এইযে আমার কাব্যকলা এইযে আমার উচাটন
জানো নাকি কিসের তরে মনটা থাকে সারাক্ষণ
জানি তুমি বুঝতে পারো হওনা স্বীকার দোটনায়
একবার যদি হাতটা বাড়াও হৃৎপিন্ডটা দেব হায়।__বাকপ্রবাস

তোমার সেই ভালবাসা
জীবনের শ্রেষ্ট নষ্টালজিয়া দিনগুলি
ভালবাসার সব রঙ চিনেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালোবেসে।__স্বপ্নের শঙ্খচিল

হৃদপিন্ডটা নিয়ে তুমি যাবে প্রেমের দেশে 
সেখান থেকে ফিরবে তুমি বীরাঙ্গনার বেশে।
মমতার মাঠে তোমার হাতে হবে বীজ বোনা।
ভালোবাসা ফলবে হেতায় হবে খাঁটি সোনা, __যুক্তি না নিলে যুক্তি দাও

ভালবাসা তোমার খোঁজে-
এই পৃথিবীর গভীর গোপন গহিনে দিয়েছি ডুব
তোমারে না পেয়ে এ জীবন ভরে গেছে হাহাকারে
এ হৃদয় তবু খুঁজে ফিরে অবাক বিষ্ময়ে তাকেনা চুপ।__মোঃ মাইদুল সরকার

রাতের বেলা গভীর অনুভূতি
দিনের বেলা অধীর
সখি কবে হবে পরিণয়
আমাদের প্রেম চিরঅক্ষয়।__সেলিম আনোয়ার

প্রতিদিন কথা হয় প্রাণ খুলে
কথার মালা ফুরায় না শেষ
ভালোবাসি ভালোবাসার এ কথাটি
বলতে পাইনা সাহস।।।__আকিব হাসান জাভেদ

অবেলার গান গেয়ে চলেছি পৃথিবীর শেষ প্রান্তে;
হঠাৎ দেখেছি সাগর চোখ, চেয়েছি কিছু জানতে।
তোমার পদ্ম চোখের মনিতে, লেখা যে শ্লোক
সে ভাষা বুঝতে চাই, চোখে চোখ রাখা হোক।__নয়ন বিন বাহার

কবিতারা আজ দিয়েছে ছুটি ,
ছুটব কিছু রঙ্গিন প্রজাপতির পিছু ।
মেঘে মেঘে জমে থাকা অভিমান 
বৃষ্টির ধারায় হবে  পুন্য স্নান ।__শাহারিয়ার ইমন

এই যে বুকের মাঝে সব কিছু বিলিন হয়ে যায়।
আমাদের ক্রোধ-হিংসা-লোভ-লালসা-আত্ব অহংকার-ঘৃনা 
সব কিছু এই বুকের ভেতর থেকে সরিয়ে এখানে চাষাবাদ করতে চাই 
শুধু ভালবাসা আর ভালবাসা।__মোস্তফা সোহেল

যেদিন ঝিলপাড়ে প্রথম হেঁটেছিলাম: 
তারপরে প্রায়ই পাশে হাঁটা। 
মুখ ফুটে বলতে পারিনিকো কভূ।। 
তুমি প্লেটোনিক লাভের কথা বলতে ; 
আমি ঢুকে যেতাম তোমার শ্বাসপ্রশ্বাসে, 
ঘ্রাণ নিতাম তোমার সুবাসের। 
শুধু মুখে বলতে পারিনি কোনওদিন, 
আমি তোমার ভালোবাসি।।__পদাতিক চৌধুরি

প্রতারণা করতে জানিনা, তোমাকে ভালোবাসতে জানি।
তোমাকে দেখলে কাঁদে মন কেন জানি,
তুমি কি বুঝতে পার আমার ভালোবাসা?
হারালে পাবেনা কখনো এই পরশ ভালোবাসা।__বোরহান উদদীন রাব্বানী

ভালবাসি কথাটা বলতে না পেরেও আমি সুখ খুঁজে পাই,
কারণ- তোমার সাথে তো দু-কদম হাটা হয়। 
হাঁটতে হাঁটতে তো - তোমার চোখে তাকিয়ে থেকে নিজেকে খুঁজে পাই।__ ফেনা

হয়তো তুমি কোন দিন বুঝবে
তোমার দিকে তাকিয়ে থাকার মানে
তখন তুমি কি থাকবে,আমার পাশে
আমার হাতটি ধরে হাটতে।__মোঃ হোসাইন খাঁন

ভালবাসা সে তো এক পাগলের আশা।
নি:শ্বাথ আঙ্গিনা জুড়ে একরাশ ছবি আঁখা।
দেওয়া - নেওয়া কিছুই বোঝেনা ...সুধু তোমার আশায় এক ছুটে চলে যাওয়া ।
ভালবাসা শুধু মুখে নই - তাকে মনের গভীরে লুকিয়ে রাখা।__সাহিনুর

যদিও ভালবাসি একথাটি বলতে পারিনি ঢের; 
তবে-তোমার প্রেমের চুম্বকত্বের টানে
চৌম্বক পদার্থের মতো যেভাবে থেকেছি তোমার বুকে; 
তাতে কি তুমি পাওনি কিছুই টের?___হাবিব স্যার


গল্প, কবিতা কিংবা গানে--
যেখানেই প্রেম বাসা বেঁধে ফেলে দুটি হৃদয়ের মাঝখানে,
সেখানেই থেমে যাই। গল্পের কথায়, কবিতার ছন্দে ছন্দে
প্রেমের কাহিনী শুনি, আর সুর মেলাই গানে মনের আনন্দে।____খায়রুল আহসান

সকল কবিদের অংশগ্রহণে আমাদের নীলপরি আপু খুবই মুগ্ধতা প্রকাশ করছেন। আমার পক্ষ থেকে পরি আপুর লেখা আমার সুরকার একটা গান উপহার দিলাম অংশগ্রহণকারী সকলকেই। গান শুনুন আর ভালোবাসা সম্পর্কে নিজের চারলাইনের কাব্য লিখে ফেলুন।



[আপনার ভাগেও একদিন পড়বে এভাবে পোষ্ট করার জন্য, এটা তিনদিন পরপর বা পাঁচদিন পরপর অথবা সপ্তাহখানেক পরেও হতে পারে।]

মন্তব্য ৯৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৪

কৃষ্ণ কমল দাস বলেছেন: ভালো তো আমি তোমায় বাসি
হয়ত নিজের চেয়ে বেশি,
তুমি কবে এসে বলবে
আমিও তোমায় ভালোবাসি।


০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে নিজের চালাইন রেখে যাওয়ার জন্য,। কথা ছিল একজনের লিখার পরবর্তী চারলাইন, যা আগের চার লাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনার চার লাইন পূর্বের চার লাইতের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তবুও নিয়ম অনুযায়ী তা মূল পোষ্টে যোগ হবে।

কৃতজ্ঞতা কবিতার আসরে যুক্ত হওয়ার জন্য।

শুভকামনা জানবেন।

২| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৯

রাকু হাসান বলেছেন:

ভালো তো , :) হোক বিশাল কবিতা :-B

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার চাল লাইন কই, চার লাইন দেন ভাই, নয়তো কবিতা হবে কেমনে? আশায় রইলাম

শুভকামনা আপনার জন্য

৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০০

নীলপরি বলেছেন: আমার ইচ্ছেটার এতো সুন্দর প্রকাশ ঘটিয়েছেন দেখে আমি বিমুগ্ধ হলাম ।
আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন ।
সাথের ছবিটাও সুন্দর হয়েছে

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এখন চার লাইন দিয়ে নিজে অংশগ্রহণ করে নিমন্ত্রণ রক্ষা করেন আপু।


আপনার কাছে ভালো লেগেছে জেনে আনন্দিত হয়েছি, যাক, একটা দুশ্চিন্তা দূর হলো।

শুভকামনা জানবেন

৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২০

যবড়জং বলেছেন: ভালোবাসা চার অক্ষরের মহাকাব্য,..........। তবুও চার লাইন লিখতে বলেছে বটে ।।

ভালোবাসা আসে কভু ধীর পায়
ভেঙে দিতে স্বপ্ন আর সংশয় ,
ভালোবাস আসে ঝরাতে চোখের জল
হৃদয়ের যত রোদন করে নিশ্ফল ।।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর বলে গেছেন ভাই, কবিতার আসরে অংশগ্রহণের মাধ্যমে কৃতজ্ঞ করলেন।

শুভকামনা জানবেন


শুভকামনা জানবেন।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৫

টুটুল বলেছেন: হৃৎকলমের টানে আবোল তাবোল লিখে যাই যা-ই আসে মনে।
নেইকো আগা, নেইকো মাথা, দাঁড়ি কমার নেইকো অবকাশ।
খামখেয়ালে লিখে চলি- মন্দলাগার, ভালোলাগার কথাগুলি।
আর কিছু না থাক্‌, সেখানে থেকে যায় ভালোবাসার প্রকাশ।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বলেছেন ভাই, কবিতার আসরে অংশগ্রহণ করে কৃতজ্ঞতা করলেন, আপনার লেখা চার লাইন আপডেট হচ্ছে।

শুভকামনা আপনার জন্য

৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪২

নীলপরি বলেছেন: একটু ব্যস্ত হয়ে গেছিলাম । এসে সকলের মন্তব্যগুলো পড়ে খুব ভালো লাগছে ।
হুম এবার আমিও লিখছি ।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার আশায় রইলাম, ধীরে ধীরে অংশগ্রহণ বাড়ছে, আপনার নিমন্ত্রণ অনেকেই আন্তরিকভাবে নিচ্ছে।

৭| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: নয়নভাই,

আর বোধহয় আপনাদের সঙ্গে থাকতে পারলাম না। আপুনি সহ কবি কূল আল বিদায় ।

কবিতা পাঠের নামে এ শাস্তি মেনে আর থাকা যায়না।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃখিত করলেন ভাই, এটা শাস্তি ভাবছেন কেন আন্তরিক না ভেবে!! আপনাকে চারলাইন দিতেই হবে এমন কোন কিছু নাই। এইযে আপনি অংশগ্রহণ করলেন তাতেই আমরা কৃতজ্ঞ আপনার কাছে, আপনাদের সহযোগিতাই তো কাম্য ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৮| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫১

নীলপরি বলেছেন: তোমার মনের স্পর্শসীমা যতোই ঘটাক বিকর্ষণ
ভালোবাসা আনে প্রবল থেকে প্রবলতর আকর্ষণ!
যতোই তুমি দাওনা কেনো প্রগাঢ় ব্যথা
ভালোবাসা দিয়েই লিখবো আমাদের এক প্রেমগাথা!


চার লাইন লেখার চেষ্টা করলাম

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারন লিখেছেন আপু, আপডেট করছি এখনি,
আপনার অংশগ্রহণ আমাদের আরো উৎসাহিত করবে।

শুভকামনা জানবেন সবসময়

৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৬

নীলপরি বলেছেন: @পদাতিক চৌধুরি -- এটা কী বললেন স্যর ? আপনার লেখা কবিতা আমি পড়েছি । খুব সুন্দর লেখেন আপনি । তাই আপনাকে লেখার জন্য আবারো অনুরোধ করলাম

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্যবাদ আপু, @পদাতিক চৌধুরী ভাইয়ের কাছে নিরাশ হবো না এই বিশ্বাস আছে আমার, আপনার এমন অনুরোধ অবশ্যই চৌধুরী ভাই গুরুত্ব দেবেন।

শুভাকামনা ও ভালোবাসা নিরন্তর

১০| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৫

শাহিন-৯৯ বলেছেন:



ওয়াও একসাথে প্রতিভার মিলনমেলা দেখবে এবার ব্লগবাসী। চমৎকার উদ্যোগ। উদ্যোগদাতার জন্য রহিল একরাশ কাশফুলের শুভেচ্ছা।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই এমন আন্তরিক অন্তর সেতু গড়ার জন্য জিনি খুবই চিন্তা করেছেন, সেই নীলপরি আপুর প্রতি আমারও কৃতজ্ঞতা।
সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন পরি আপু। পরি আপুর লেখা গান শুনেন ভাই-----

১১| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৮

বাকপ্রবাস বলেছেন: এইযে আমার কাব্যকলা এইযে আমার উচাটন
জানো নাকি কিসের তরে মনটা থাকে সারাক্ষণ
জানি তুমি বুঝতে পারো হওনা স্বীকার দোটনায়
একবার যদি হাতটা বাড়াও হৃৎপিন্ডটা দেব হায়।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারন লিখেছেন ভাই, আপনার অংশগ্রহণ আমাদের কৃতজ্ঞ করেছে, আপনার লাইন চারটি আপডেট হচ্ছে পোষ্টে।
দোয়া করবেন ভাই। যেন পরি আপুর ইচ্ছে পূর্ণ করতে পারি আমরা।
শুভকামনা জানবেন সবসময়।

পরি আপুর লিখা কবিতা গান হয়ে গেছে

১২| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৬

বাকপ্রবাস বলেছেন: গানের কথাগুলো খুব সুন্দর। সুর আর কন্ঠও দারুণ হয়েছে।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নীলপরি আপু অনেকদিন আগে তার কবিতাটিকে গানের সুর করে গাইতে অনুরোধ করেছিলেন, সময় সুযোগের অভাবে অনেকদিন পর আজ গেয়েছি। প্রশংসা টুকু আমাকে অনুপ্রাণিত করবে ভাই।

শুভকামনা জানবেন সবসময়

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমার সেই ভালবাসা
জীবনের শ্রেষ্ট নষ্টালজিয়া দিনগুলি
ভালবাসার সব রঙ চিনেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালোবেসে ।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃখিত ভাই, দেরি হয়ে গেল, এখনই আপডেট করছি আপনার চার লাইন। কবিতার আসরে অংশগ্রহণ করে কৃতজ্ঞ করলেন ভাই।

শুভকামনা আপনার জন্য

১৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২০

বাকপ্রবাস বলেছেন: কথা : বাকপ্রবাস / সূর ও সংগীত : হানিফ (ইরাক প্রবাসী)
পথ চলা

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর, ভালো লাগা জানবেন, মন্তব্যে আসায় কৃতজ্ঞতা জানবেন, কবিতার আসরে অংশগ্রহণ করে কৃতজ্ঞ করেছেন ভাই। আপনার কাব্যটুকু চমৎকার হয়েছে।

শুভকামনা আপনার জন্য সবসময়

১৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


কবিরা সব সময়ই সৃজনশীল মানুষ

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চমৎকার বলেছেন শ্রদ্ধেয়, অনুপ্রাণিত হওয়ার জন্য এটুকুই যথেষ্ট।
কৃতজ্ঞতা জানবেন কবিতার আসরে আসার জন্য।

আপনার কাছ থেকে চার লাইন পেলে আনন্দিত হইতাম।

শুভকামনা জানবেন সবসময়

১৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অভিনব এ উদ্যোগকে আগেই স্বাগত জানিয়েছি।
যদিও এমন একটা ইচ্ছে আমার আর শায়মা'পুর অনেক আগে থেকে ছিলো কিন্তু কেন যেন আর হয়ে উঠেনি করা।
বাস্তবায়নই মুখ্য। আপনি তা করে দেখিয়েছেন। আপনাকে সাধুবাদ।

বাকপ্রবাসের চারলাইনে এতই মুগ্ধ যে নিজের আর লিখার সাহসই হলোনা..................

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির প্রশংসা সত্যিই আনন্দিত ও উৎসাহিত।
তবে আপনার কাছে চারলাইন চাই, চাই।

শুভকামনা জানাবেন,

১৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:






হৃদপিন্ডটা নিয়ে তুমি যাবে প্রেমের দেশে
সেখান থেকে ফিরবে তুমি বীরাঙ্গনার বেশে।
মমতার মাঠে তোমার হাতে হবে বীজ বোনা।
ভালোবাসা ফলবে হেতায় হবে খাঁটি সোনা,

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের কবিতার আসরে অংশগ্রহণ করার জন্য
এখনই আপনার চারলাইন আপডেট করা হচ্ছে।

শুভকামনা জানবেন সবসময়

১৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩১

নজসু বলেছেন: সুন্দর প্রয়াস।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা জানবেন কবিতার আসরে আসার জন্য,

চারলাইন রেখে যুক্ত হলে আনন্দিত হবো,

শুভকামনা আপনার জন্য সবসময়

১৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০০

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই,যাক অবশেষে লেখা পোষ্ট দিলেন।রাতে ব্লগে ছিলাম না তাই দেখা হয়নি।
আপনি যে চার লাইন দিয়েছেন ভাল লেগেছে।তবে একটা কথা কি,একজন চার লাইন লিখল,পরে সেটার সাথে মিল রেখে লিখতে গেলে অনেক ভাবনার বিষয় আছে।তবে হুট করে ভেবে মিলিয়ে লেখা একটু কঠিন।আর সব সময় একজনের চার লাইনের সাথে আরও চার লাইন মেলানো হয়তো সম্ভব না।
তবে যারা মিলিয়ে লিখবে তাদের লেখা গুলো পরপর দিবেন।আর আপনার কাছে যে গুলো উপযুক্ত মনে হবে না সে গুলো মূল পোষ্টে দেওয়ার দরকার নেই।সবার কমেন্ট শেষে মিল রেখে আপনিই সমস্ত কবিতাটি মেলাবেন।মূল কবিতা যতটুকু বড় করা যায় তত টুকুই করবেন।আর যাদের কমেন্ট তেমন মিলবে না কিন্তু চারটি লাইন সুন্দর খুব তাদের কমেন্ট গুলো মূল কবিতার শেষে যোগ করে দিতে পারেন আলাদা করে।
সুন্দর একটি আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ।সত্যি ভালবাসা নিয়ে অনেকেই খুব সুন্দর চার লাইন প্রকাশ করেছেন।
এবার আমি তাৎক্ষনিক ভাবে লেখা চার লাইন শেয়ার করছি।যদিও মিল নেই আপনার চার লাইনের সাথে।


এই যে বুকের মাঝে সব কিছু বিলিন হয়ে যায়।
আমাদের ক্রোধ-হিংসা-লোভ-লালসা-আত্ব অহংকার-ঘৃনা
সব কিছু এই বুকের ভেতর থেকে সরিয়ে এখানে চাষাবাদ করতে চাই
ভালবাসা আর ভালবাস।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর পরামর্শ রেখে গেছেন ভাই প্রাথমিকভাবে সবার কাব্য যুক্ত করছি, সবশেষে সবগুলো মিলে একটা কবিতা হবে, এটার দায়িত্ব অন্য একজনকে নিতে হবে। আগে সবার লেখা জড়ো হোক পরে ভাবা যাবে।

আপনার পরামর্শ গুরুত্বপূর্ণ, নীলপরি ও বিজন দাদার সাহায্য চাওয়া হবে এই পরামর্শ বাস্তবায়নে

শুভকামনা জানবেন সবসময়

২০| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালবাসা তোমার খোঁজে-
এই পৃথিবীর গভীর গোপন গহিনে দিয়েছি ডুব
তোমারে না পেয়ে এ জীবন ভরে গেছে হাহাকারে
এ হৃদয় তবু খুঁজে ফিরে অবাক বিষ্ময়ে তাকেনা চুপ।


সুন্দর আয়োজন।

ধন্যবাদ নয়ন ভাই ও নীলপরী আপুকে।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতার আসরে অংশগ্রহণ ারার জন্য কৃতজ্ঞতা জানবেন,
খুব সুন্দর কাব্য রেখে গেছেন ভাই। যুক্ত করে দিয়েছি।

শুভকামনা আপনার জন্য সবসময়

২১| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার কন্ঠের প্রথম গান গুনলাম।

সুর ও সংগীতে মুগ্ধ।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি দুই বছর আগে থেকেই নিজের লেখা গানগুলো সুর ধরে রাখতেই গেয়ে রাখছি, ফেসবুক ইউটিউবে আমার গানের আপডেট আছে সবগুলো। সময় পেলে দেখে দিবেন একবার।

প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

শুভকামনা আপনার জন্য সবসময়

২২| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৬

বিজন রয় বলেছেন: বটে বটে!! এই তাহলে আপনাদের আয়োজন!!!

আমাকে তো অনেক পুরানো ব্লগার সেবু মোস্তাফিজ এর সেই শত কবির বন্দনা-‍"আসুন একটা কবিতা লিখি" বিষয়ে দুটি কথা.... মনে করিয়ে দিলেন।

দেখবো এবার ব্লগকবিদের প্রেমরাগ

এই উদ্যোগে আমি কি শামিল হতে পারি??

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবশ্যই আপনাকে শামিল হতে দেখলে সকলেই আনন্দিত হবেন, আমি হবো কৃতজ্ঞ ।
আপনার চারলাইন চাই দাদা। এবং কি সবশেষে আপনাকেই বিচরকের আসনে আসিন হতে হবে দাদা। এই কাজটি আমার দ্বারা হবে না ভাই।

দোয়া করবেন, আপনার কাব্য দিবেন,
শুভকামনা জানবেন সবসময়

২৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: রাতের বেলা গভীর অনুভূতি
দিনের বেলা অধীর
সখি কবে হবে পরিণয়
আমাদের প্রেম চিরঅক্ষয় ।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবির অংশগ্রহণে কৃতজ্ঞতা ও ভালোবাসা, যুক্ত করে দিয়েছি আপনার চার লাইন।

শুভকামনা আপনার জন্য সবসময়

২৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৩

আকিব হাসান জাভেদ বলেছেন: প্রতিদিন কথা হয় প্রাণ খুলে
কথার মালা ফুরায় না শেষ
ভালোবাসি ভালোবাসার এ কথাটি
বলতে পাইনা সাহস।।।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতার আসরে অংশগ্রহণ করে কৃতজ্ঞ করলেন ভাই, আপনার কাব্য যুক্ত করা হয়েছে।

সুন্দর লিখেছেন ভাই,

শুভকামনা আপনার জন্য

২৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১০

নতুন নকিব বলেছেন:



ভালো উদ্যোগ। অভিনন্দন।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাকেও অভিনন্দন, আপনার কাছেও সামান্য চারলাইন আশা করছি কবি,

শুভকামনা আপনার জন্য সবসময়

২৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৭

নয়ন বিন বাহার বলেছেন: অবেলার গান গেয়ে চলেছি পৃথিবীর শেষ প্রান্তে;
হঠাৎ দেখেছি সাগর চোখ, চেয়েছি কিছু জানতে।
তোমার পদ্ম চোখের মনিতে, লেখা যে শ্লোক
সে ভাষা বুঝতে চাই, চোখে চোখ রাখা হোক।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা কবিতার আসরে অংশগ্রহণ করার জন্য।
আপডেট করেছি ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়

২৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৮

শাহারিয়ার ইমন বলেছেন: কবিতারা আজ দিয়েছে ছুটি ,
ছুটব কিছু রঙ্গিন প্রজাপতির পিছু ।
মেঘে মেঘে জমে থাকা অভিমান
বৃষ্টির ধারায় হবে  পুন্য স্নান ।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ কাব্য রেখে গেছেন ভাই, কৃতজ্ঞ কবিতার আসরে অংশগ্রহণ করার জন্য।

আপডেট করেছি ভাই,

শুভকামনা আপনার জন্য

২৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০০

মোস্তফা সোহেল বলেছেন: এই যে বুকের মাঝে সব কিছু বিলিন হয়ে যায়।
আমাদের ক্রোধ-হিংসা-লোভ-লালসা-আত্ব অহংকার-ঘৃনা
সব কিছু এই বুকের ভেতর থেকে সরিয়ে এখানে চাষাবাদ করতে চাই
শুধু ভালবাসা আর ভালবাসা।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আবারো সুন্দর কাব্য রেখে যাওয়ার জন্য আন্তরিক ভালোবাসা নিবেন।

এটিও আপডেট করে দিয়েছি।

শুভকামনা আপনার জন্য সবসময়।


আগের মন্তব্যে আপনার পরামর্শ গুরুত্বপূর্ণ ভাই, ভাবা হচ্ছে।
দোয়া রাখবেন ভাই

২৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২

পদাতিক চৌধুরি বলেছেন: যেদিন ঝিলপাড়ে প্রথম হেঁটেছিলাম:
তারপরে প্রায়ই পাশে হাঁটা।
মুখ ফুটে বলতে পারিনিকো কভূ।।
তুমি প্লেটোনিক লাভের কথা বলতে ;
আমি ঢুকে যেতাম তোমার শ্বাসপ্রশ্বাসে,
ঘ্রাণ নিতাম তোমার সুবাসের।
শুধু মুখে বলতে পারিনি কোনওদিন,
আমি তোমার ভালোবাসি।।

শ্রদ্ধেয়া পরি আপুনির অনুরোধ রক্ষার্থে ও প্রিয় নয়নভায়ের দেওয়া পড়া করতে গতকাল রাতজেগে এই অখাদ্য ছড়াটুকু নামিয়েছি । আর কখনও কবিতা লেখার রাস্তায় যাবোনা। শুনেছি নিরামিষ খাবারের পাশে আমিষ খাদ্যেরও ব্যবস্থা থাকে। আমাদের জন্য তাই নয়নভায়ের কাছে অনুরোধ চার লাইন কবিতা নয় বরং দুপাতা গদ্য লিখতে বলা হোক। হা হা হা। ♥♥

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ বলেছেন ভাই।

তবে আপনার রাতজাগা বিফল হয়নি, সুন্দর লিখেছেন, আপডেট করে দিয়েছি ভাই।
কৃতজ্ঞতা সাথে ভালোবাসা আমার পক্ষ থেকে আপনার জন্য।

শুভকামনা জানবেন সবসময়

৩০| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫১

বোরহান উদদীন রাব্বানী বলেছেন: প্রতারণা করতে জানিনা, তোমাকে ভালোবাসতে জানি।
তোমাকে দেখলে কাঁদে মন কেন জানি,
তুমি কি বুঝতে পার আমার ভালোবাসা?
হারালে পাবেনা কখনো এই পরশ ভালোবাসা।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কাব্য রেখে গেছেন ভাই, মুগ্ধতা কথামালায়, আপডেট হয়েগেছে আপনার অসাধারণ কাব্য।
কবিতার আসরে অংশগ্রহণ করার জন্য কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা জানবেন ভাই সবসময়।

৩১| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০১

ফেনা বলেছেন: ভালবাসি কথাটা বলতে না পেরেও আমি সুখ খুঁজে পাই,
কারণ- তোমার সাথে তো দু-কদম হাটা হয়।
হাঁটতে হাঁটতে তো - তোমার চোখে তাকিয়ে থেকে-
নিজেকে খুঁজে পাই।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ লিখেছেন ভাই, দারুণ কথামালা। আপডেট করে দিয়েছি,। কবিতার আসরে অংশগ্রহণ করার জন্য কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়

৩২| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৪

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই আমার চার লাইন কবিতাটি একই।প্রথমে টাইপো ছিল তাই পরে আবার দিয়েছি ২৮ নং মন্তব্য।
পোষ্টে দুবার দিয়েছেন।এডিট করে দিয়েন।উপরের টা বাদ দিয়েন।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
আচ্ছা ভাই তা ঠিক করে নিচ্ছি।

আপনার লেখা গানটি চমৎকার ছিল, কিন্তু আপনি মাত্রা মেপে লেখেননি, গানের জন্য তিন চার মাত্রা উত্তম।
তবুও আশাবাদী আপনার কাছে আরো সুন্দর কথামালা পাবো।

আমার বুকের ভিতর আছে একটা সমুদ্র

প্রথমদিকে কি যেন করতে বলেছেন তা বুঝিনি আমি ক্লিয়ার।

৩৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৮

ফেনা বলেছেন: যেদিন ঝিলপাড়ে প্রথম হেঁটেছিলাম:
তারপরে প্রায়ই পাশে হাঁটা।
মুখ ফুটে বলতে পারিনিকো কভূ।।
তুমি প্লেটোনিক লাভের কথা বলতে ;
আমি ঢুকে যেতাম তোমার শ্বাসপ্রশ্বাসে,
ঘ্রাণ নিতাম তোমার সুবাসের।
শুধু মুখে বলতে পারিনি কোনওদিন,
আমি তোমার ভালোবাসি।। ____ পদাতিক চৌধুরী

ভালবাসি কথাটা বলতে না পেরেও আমি সুখ খুঁজে পাই,
কারণ- তোমার সাথে তো দু-কদম হাটা হয়।
হাঁটতে হাঁটতে তো - তোমার চোখে তাকিয়ে থেকে নিজেকে খুঁজে পাই। ____ ফেনা

এইভাবে দিলে মনে হয় ভাল লাগত। ধন্যবাদ ভাল থাকবেন।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, সবার কবিতা জমা হওয়ার পর মূল কবিতা আবারো এডিট করা হবে, যেভাবে মোটামুটি একটা পূর্ণাঙ্গ কবিতা গড়া যায় তার চেষ্টা করা হবে। দোয়া রাখবেন।

শুভকামনা ও পরামর্শে কৃতজ্ঞতা

৩৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২২

মোঃ হোসাইন খাঁন বলেছেন: হয়তো তুমি কোন দিন বুঝবে
তোমার দিকে তাকিয়ে থাকার মানে
তখন তুমি কি থাকবে,আমার পাশে
আমার হাতটি ধরে হাটতে ।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কাব্য গড়েছেন ভাই, কবিতার আসরে অংশগ্রহণ কারার জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন।
আপডেট করে দিয়েছি আপনার কাব্য,
শুভকামনা আপনার জন্য

৩৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নয়নভাই,

এখন একটি বিষয় চোখে পড়লো। প্রিয়কবি ফেনাভাই যেভাবে আমার দুকথার সঙ্গে ওনার কথামালা সাঁজালেন সেটা থেকে সুন্দর একটি স্তবক ও তার প্রতিস্তবকের যেন নমুনা পাওয়া গেল। দারুণ একটি আইডিয়া দিলেন ফেনাভাই। এখন আপনি বা নীলপরি আপু মিলে এডিট করে একটি পূর্নাঙ্গ কবিতা করতে পারেন ।


অংশগ্রহণকারী সকল কবিকে জানাই শুভেচ্ছা।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, আপনাদের পরামর্শ আমাদের মাথায় আছে, সকল কবিদের অংশগ্রহণ শেষে পরো কবিতা নতুন করে এডিট করে আবারো আপডেট বা নতুন পোস্ট দেয়া হবে। এখন জাষ্ট সবার কাব্য যুক্ত করা হচ্ছে, এডিট হবে।
দোয়া করবেন। মনে হয় আরও একদিন দেখা উচিৎ, কারণ এখনো অনেক সুপ্রিয় কবির কাব্য পাইনি। তাই একটু সময়ের অপেক্ষা করতেই হবে ভাই।

কৃতজ্ঞতা সুন্দর গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে আন্তরিক সহযোগিতা করার জন্য।

শুভকামনা জানবেন সবসময়

৩৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৬

সাহিনুর বলেছেন: ভালবাসা সে তো এক পাগলের আশা।
নি:শ্বাথ আঙ্গিনা জুড়ে একরাশ ছবি আঁখা।
দেওয়া - নেওয়া কিছুই বোঝেনা ...সুধু তোমার আশায় এক ছুটে চলে যাওয়া ।
ভালবাসা শুধু মুখে নই - তাকে মনের গভীরে লুকিয়ে রাখা ।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কাব্য গড়েছেন ভাই, মুগ্ধ কথামালায়, আপডেট করে দিয়েছি।
কবিতার আসরে অংশগ্রহণ কারার জন্য কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা আপনার জন্য

৩৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জেনে আন্তরিক ধন্যবাদ, আপনার চারলাইন পাইলে কৃতজ্ঞ ও আনন্দিত হবো ভাই।

দোয়া রাখবেন
শুভকামনা আপনার জন্য সবসময়

৩৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৩

হাবিব বলেছেন:




যদিও ভালবাসি একথাটি বলতে পারিনি ঢের;
তবে-তোমার প্রেমের চুম্বকত্বের টানে
চৌম্বক পদার্থের মতো যেভাবে থেকেছি তোমার বুকে;
তাতে কি তুমি পাওনি কিছুই টের?

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ, সুন্দর কাব্য, কথামালায় মুগ্ধতা জানবেন ভাই, আপডেট করে দিয়েছি।
কবিতার আসরে অংশগ্রহণ কারার জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন।

শুভকামনা আপনার জন্য

৩৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার স্বকন্ঠে আমার একটা লিখা গাইবেন বা আবৃতি করবেন বলে কথা দিয়েছিলেন, মনে আছে?

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মনে তো আছে ভাই, আমি আবৃতি করতে তেমনটা পারিনা, তবে গানের সুর ধরতে পারলে গাইতে পারি। পরি আপু সোহেল ভাই কবির ভাই ডাানা ভাই বিলিয়ার ভাইয়ের গানগুলো অনেকদিন আগেই কথা দিয়েছিলাম, সময় সুযোগ না হওয়ায় অনেক দেরি হয়েছে গানগুলো গাইতে। আপনার গানও সুর করবো। একটু সহজসরল ভাষায় লেখবেন। তাতে সুর খুঁজতে সুবিধা হয় আমার।

আপনি একটা লিখুন ভাই, গানে সাধারণত মাত্রা তিন চার যাইই হোক প্রতি দুই তিন লাইন পর শেষে শব্দের মিল রাখতে হয়, নয়তো সুরকরে গাইতে অনেক ঝামেলা।

কথা দিলাম ভাই আপনার একটা কবিতা সুর করে গান গাইবো। আপনাদের আন্তরিক ভালোবাসা আমাকে সবসময় আপনাদের জন্য নিবেদিত রাখে ভাই।
দোয়া করবেন

৪০| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯

আকতার আর হোসাইন বলেছেন: বাহ, বেশ ভাল উদ্যোগ। মনোমুগ্ধকর।

আমিও কবিতা দিতাম। কিন্তু খুঁজতে অনেক সময় লাগবে বলে দেয়া হল না।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সময় কোন ব্যাপার না আমরা কমপক্ষে তিনদিন পর এডিট করে একটা কিতা গড়বো।

আপনাে প্রশংসা পেয়ে উৎসাহিত হল ভাই। লিখে ফেলুন চার লাইন, আশায় থাকবো।

শুভকামনা আপনার জন্য

৪১| ১০ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:২১

সোহানী বলেছেন: সোহানী নাম দেখে একটু ভয় পেয়েগেছিলাম....... আমি এবং কবিতা!!!!!!!.... যাক ভয় দূর হয়েছে, ভট্টাচার্য্য সাথে দেখে!!!

অসাধারন লাগলো নয়ন।

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা নামের খুব একটা প্যাচ লেগেছে, যাক, আপনি এখানে এসেছেন এতেই অনেক খুশি, আর প্রশংসা আমাদের প্রচেষ্টা সার্থক করেছে।

দোয়া করবেন আপু।

৪২| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৮

নীলপরি বলেছেন: এই পেজটা দেখে অভিভূত হলাম । সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ।
@পদাতিক চৌধুরি বলেছেন - অনুরোধ রাখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ স্যর । :)

শুভকামনা রইলো

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্যবাদ আপু,
শুভকামনা সবসময়

৪৩| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১১

নীলপরি বলেছেন: পোষ্ট প্রিয়তে নিলাম ।
@সোহানী - আমার নামটা সুহানি হবে । যেতেতু ভিডিওতে নীলপরি নামটা লেখাই আছে তাই আমিই ওনাকে বলেছি যে আর এডিট করতে হবে না । :)

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা জটলা ছাড়নোর জন্য।
শুভকামনা

৪৪| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২১

বিজন রয় বলেছেন: অবশ্যই, আমার পক্ষে যা যা করা সম্ভভ সবই করবো।

এই পোস্ট আমার নজরেই আছে।

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জেনে অত্যন্ত আনন্দিত হলাম দাদা আপনি সহযোগিতা করবেন।

সকল কবিদের কাব্যগুলো আমি কেবল একের পর এক আপডেট করেঁছি, কিন্তু পূর্ণাঙ্গ কবিতা তো আর এভাবে হবে না। এডিট করতে হবে কোন চার লাইনের পর কোন চারলাইন একটি সুন্দর কবিতা গড়ে উঠবে সেই বিচারের কাজটা দাদা আপনাকেই নিতে হবে। মোট কথা সকলের কাব্য এক করে একটা পূর্ণাঙ্গ কবিতা উপহার দিবেন সামুবাসীকে, সবার লআইন গুলোর পাশে কবির নাম অবশ্যই রাখবেন।

অনুরোধ ভাই, এই কাজটা করে আমাদের শেষ কাজটুকু করবেন, প্রত্যাশা।

৪৫| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৮

বিজন রয় বলেছেন: কবিতার সাথে কবির নামটি বোল্ড করে দিন।

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা সেটাই করতে চেয়েছিলাম, পরে বাকা করে দেই। ভোল্ট করে দিলেই ভালো হবে বুঝতে পারছি।

আপনি ভাই কবিতাটি পূর্নাঙ্গ করে দিবেন দাদা, আমি কবির নাম গুলো োল্ড করে দিবো পরে আপনাকে।

৪৬| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৩

বিজন রয় বলেছেন: এডিট করতে হবে কোন চার লাইনের পর কোন চারলাইন একটি সুন্দর কবিতা গড়ে উঠবে সেই বিচারের কাজটা দাদা আপনাকেই নিতে হবে। মোট কথা সকলের কাব্য এক করে একটা পূর্ণাঙ্গ কবিতা উপহার দিবেন সামুবাসীকে, সবার লআইন গুলোর পাশে কবির নাম অবশ্যই রাখবেন।

হ্যাঁ, অবশ্যই, আমি এই দায়িত্ব মাথা পেতে নিলাম।
যত কষ্টই হোক আমি করবো, কথা দিলাম।

আমার উপর যে বিশ্বাস আর নির্ভরতা দেখালেন তার মর্যাদা আমি রাখবোই।
আমাকে শুধু বলবেন কখন করতে হবে।

তবে কপি করবো কিভাবে??

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি দাদা, অনেক আনন্দিত হয়েছি আপনাি অনুরোধ রেখেছেন। আন্তরিক ভালোবাসা জানবেন নিরন্তর। মনে হয় এখন আর কোন কবি অংশগ্রহণ করবেননা। এখান এডিটের কাজ করা যেতে পারে।

আমি আপনার কোন এক পোষ্টে মন্তব্যের ঘরে রেখে আশি আর অনুরোধ করে আসি। আপনি মন্তব্যেরের নাম সহ কপি করতে সুবিধা হবে পরে আপনার ব্লগস্পট বা সাইটে বা সামুতেই এডিট করে নিতে পারেন।


দুঃখিত ভাই প্রতি উত্তরে দেরি হলো, আসলে গতকাল একটি গান ভুল গেছিলাম, সেটাই আজ শুদ্ধ করতে আবারো গেয়ে ভিডিও করে আপডেট করলাম।

গানটি হলো -

৪৭| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৭

খায়রুল আহসান বলেছেন: গল্প, কবিতা কিংবা গানে--
যেখানেই প্রেম বাসা বেঁধে ফেলে দুটি হৃদয়ের মাঝখানে,
সেখানেই থেমে যাই। গল্পের কথায়, কবিতার ছন্দে ছন্দে
প্রেমের কাহিনী শুনি, আর সুর মেলাই গানে মনের আনন্দে।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই সুন্দর কবিতা রেখে গেছেন শ্রদ্ধেয় প্রিয় কবি।

কেন যেন আমি নতুন কোন পোস্ট করতে পারছিনা, আপনার লাইনগুলো এড করতে পারছিনা, নতুন পোস্ট করতে পারলেই যুক্ত করবো।


দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয় কবিবর

৪৮| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪

খায়রুল আহসান বলেছেন: আপনার কন্ঠ শ্রুতিমধুর। খালি গলায় গাওয়া গানগুলো ভাল লেগেছে।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক দেরি হয়ে গেল শ্রদ্ধেয় প্রিয় কবির প্রেরণাময় প্রশংসায় আনন্দ প্রকাশ করতে, মনে কষ্ট নিবেননা শ্রদ্ধেয় প্রিয়।

প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
দোয়া রাখবেন কবিবর।

শ্রদ্ধা ভালোবাসা ও শুভকামনা জানবেন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.