নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

অধরাই থেকে গেলে তুমি

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:০২



ভালোবাসার মানুষ হারিয়ে-
প্রেমিক হয় জীবন্ত লাশ, আর প্রেমিকা!
সুখ স্বাচ্ছন্দে করে স্বামীর বাড়িতে বসবাস।
হয়তো হবেনা কেউ দ্বিমত এখানে, আমিও না;
তবুও ভালোবাসি, ভালবাসে মানুষ ধরণী তলে।

ভালোবাসার আঠা বলতে যা বুঝেছি-
তার নাম হলো বিশ্বাস।
আমার তো মনে হয় এমনই-
বিশ্বস্ত না হয়ে কভু জয় করা যায়না কারো মন।
বিশ্বাস এক দিনে হয়না গাঢ় কখনো কারো প্রতি,
অনেকদিনের হিসেবের জের-যোগফলে-
তিলতিল করে জমতে থাকে হৃদয়ের মনিকোঠায়।
সেই বিশ্বাসে একবার মজলে মন
মন মানুষের সাথে ঘর বাঁধতে লাগেনা বেশিক্ষণ।
ভালো'বাসলে বিশ্বাসে বাঁধা পড়ে যায় বিচারবুদ্ধি,
আর, অবিশ্বাসে ভালোবাসা হারায় মন-
জীবনের চারিদিক তখন ভরে ওঠে তিক্ততায়।

অন্তরে তুষের আগুন বলতে যা বুঝি-
তার নাম দিয়েছি অবিশ্বাস,
যা তিলে তিলে জ্বালিয়ে পুড়িয়ে-
নিঃশেষ করে দেয় হৃদয়ের সমস্ত সুখ-
স্বাদের জীবনে নেমে আসে বিতৃষ্ণা, নাভিশ্বাস।
বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বে পড়ে-
কতো প্রাণ বেঁচে থেকেও স্বাদ নেয় মৃত্যুর...!
তা কজনইবা জানতে পারি!
অগোচরেই থেকে যায় সবসময় ঝরা ফুলের গন্ধ।
অবিশ্বাস মনের ভিতর পুষে রাখতে নেই,
প্রকাশ করতে হয় মুখ ফোটে;
প্রকাশ'ই দিতে পারে-
অবিশ্বাসের বিষাক্ত দুঃসহ বেদনার থেকে মুক্তি।

ঝরে পড়া ফুল আর ঝরাপাতার গল্প-
কেউ শুনতে চায়'না,
ব্যর্থ জীবনে আসেনা কভু পূর্ণিমা রাত-
সুখের আলো! সেতো সবসময় থেকে যায় অধরা!
মন তখন অশান্ত,
প্রশান্ত মহাসাগরীয় মোহনা যেন নয়ন যুগল;
তফাৎ-হীন আমার সূর্যোদয় আর সূর্যাস্ত,
নির্ঘুম রাতে বড়ই বিষাক্ত- একাকীত্বের ছোবল।

বহুকাল আমি রাত্রির বুকে দাপিয়ে বেড়িয়েছি,
নিকষকালো আঁধারের বুকচিরে-
শূন্যময় জন-বিরহকাতর পথের সাথে করেছি বন্ধু্ত্ব;
কতনা কষ্টে ব্যথাহত হৃদয়ভারে হয়েছি সিক্ত!
কেউ ছিল না ওই ঝলসানো চাঁদটি ছাড়া!
রাত্রি চাঁদ আর অাঁধারের সাথে এই প্রেম বহুদিন ধরে,
বহুকাল একসাথে আমাদের এই পথচলা;
আজও আমি দাঁড়াতে পারলাম না শেষপ্রান্তে,
এই পথের আজও হলো না শেষ....!
রয়ে গেলাম আগের মতই- অধরাই থেকে গেলে তুমি।


___
অধরাই থেকে গেলে তুমি' - ২৩ ডিসেম্বর ২০১৮'ইং, ঢাকা
(ছবিটি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার বোয়ালী ব্রিজের নিচে নৌকা থেকে তুলেছিলাম পনেরো সালে।)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৩৬

বলেছেন: বাহ বাহ - তুষের আগুনের নাম অবিশ্বাস +++



দারুণ দীর্ঘ কবিতায় কবির যত দীর্ঘশ্বাস।


দারুণ লেখা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার প্রশংসা সত্যি আমার জন্য অনেক প্রেরণার, অনেক আনন্দের, অনেক উৎসাহের।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক শ্রদ্ধেয়।

শুভকামনা আপনার জন্য সবসময়।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


প্রকৃতি নারীকে বিবিধ অনুধাবন ও অনুভুতির ক্ষমতা দিয়েছেন, তাঁদের ভালোবাসায় অনেক স্তর আছে; প্রেমিককে ভালোবাসাই নারীর জন্য শেষ ভালোবাসা নয়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন শ্রদ্ধেয়, আপনার মতবাদে শ্রদ্ধা রাখি।

হ্যা বিশ্বাস করি, প্রেমিকের ভালোবাসাই নারীর একমাত্র ভালোবাসা নয়, তাদের চাওয়া ভিন্নও হতে পারে।
আমার কাছে 'নারীর মন আর কচু পাতায় পানি একই মনে হয়, দুটোই ভারসাম্যহীন'।

শুভকামনা আপনার জন্য সবসময়, আশাকরি সুস্থ আছেন।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
সহজ সরল ভাষা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত হলাম সুপ্রিয় ভাই, উৎসাহও পেলাম অনেক। প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

ফাল্গুনী শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.