নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

আমি পেয়েছি ভালোবাসা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০২




কবির মনের আকাশ জুড়ে আজ সাদাকালো মেঘের মতই ভেসে বেড়াচ্ছে মহা-কালের চিন্তা'রা সব, যেন মাথার ভেতর ভ্রমর দিয়ে কেউ ছিদ্র করার চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। নাহ! আর যেন সহ্য করতে পারছেনা কবি! সবকিছু'তে কেমন যেন বিষাদের ছায়া দেখতে পাচ্ছে, ঘরে আর থাকতে পারছেনা কিছুতেই...! কেউ যেন টানতে টানতে কবিকে আজ নিয়ে যেতে চাইছে ঘর থেকে বাহিরে, দিগন্তের পথের দিকে! কবির মন আজ বড়ই উদাস- অস্থির তার সময়গুলো বড্ড পিড়াপীড়ি করছে, নিয়ে যেতে চাইছে দূরে কোথাও...! যেথা পড়ে আছে মনের মানুষ, হয়তো মিলবে দেখা তার, কেন যেন দেখতে আজ জেগেছে দারুণ সাধ! তাই কবি মনে মনে স্থির করেই নিলো আজ আর থাকবেনা ঘরে, ছুটে যাবে যায় দুচোখ যেদিক। তেপান্তরের পথেঘাটে প্রান্তরে খুঁজতে থাকবে- মিলে যদি কোথাও চোখদুটো'র স্থবিরতা, পেয়ে যায় যদি মন-বন্ধনের খোঁজটি আবার...।

পড়ন্ত বিকেলের সূর্যটা পশ্চিম আকাশে হারিয়ে যাবে তাই লজ্জায় কেমন লাল করে রেখেছে মুখ, পশ্চিম আকাশ যেন সূর্যকে বিদায় জানাতেই সেজেছে রঙিন সাজে! চারিদিকে স্বর্ণালী রোদের ঝিলিক, দূর বনের দিকে নজর, রঙিন আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল কবি কিছুক্ষণ। কি যেন ভাবছে কবি মনে মনে, হয়তো গোধূলির এই ক্ষণে রঙের নেশায় কবির চোখ মুগ্ধতায় হয়েছিল স্থির, দেহ'মন হয়েছিল তাই স্তব্ধ কিছুক্ষণ। আবারও হাটতে থাকে কবি, হেঁটে চলেছে পাথরের পিচ করা পথের একপাশ দিয়ে। মাঝেমধ্যে হঠাৎ ইঞ্জিন চালিত গাড়ির শব্দে দু'দিকে তাকিয়ে দেখে কবি...। হঠাৎ চঞ্চল হয়ে ওঠে কবির চোখ, কবি নিজেও অনেকটা চঞ্চল হয়ে ওঠেছে মনে হয়! মনে মনে কি যেনো ভাবছে! কোন সাড়াশব্দ নেই মুখে, হাঁটার গতিও কিছুটা কমে এসেছে...! কিছুক্ষণ পর চিৎকার করে বলে উঠে- 'হ্যা চিনেছি, এই পথে এসে-ছিলাম, এই পথ মাড়িয়েছি বহুদিন আগে, সেদিন হাত'টি ধরে হাঁটছিল আমার প্রিয় সেই মানুষ!' মনের অজান্তেই হয়তো কথাগুলো বলে আবারও চুপচাপ হাঁটতে থাকে কবি। বারবার দুচোখে ভেসে ওঠছে যেনো হারিয়ে যাওয়া সেই দিনগুলো! কৈশোরের শেষ আর যৌবনারম্ভের দিনগুলোই কবিকে নীরব করে যায় বারবার! আর কোন ভাবনা কবিকে করতে পারেনা কখনওই এতটা স্তব্ধ ! আবারও স্তব্ধ হয়ে যায়, কোন কথা নেই মুখে আর, মাটির দিকে চেয়ে নিরবে হেঁটে যেতে থাকে কবি। জানেনা এই পথচলার কোথায় হবে শেষ।

মাঠঘাট পেরিয়ে কবি ছুটছে পথ থেকে পথে! কতো সময় হাঁটছে কবি কিছুই অনুমান করতে পারছেনা। তবে বুঝতে পারছে মনের ঘরে যেন জোছনার আলো আজ! কোথায় যেন দেখেছে কবি, মনের কিছু সুখের আনাগোনা! চারিদিকে পূর্ণিমার চাঁদের আলোয় আলোকিত, গাছের ডালে পাখির বাসাটিও অনেকটা স্পষ্টতই যাচ্ছে বোঝা। নিজের ছায়ার পিছু পিছু হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্তিতে ভরে গেছে কবির পা-দুটো, ক্লান্তি মনে হয় এসেছে কবির মনেও অনেকটা! ক্লান্তিতে ভরেই উঠার কথা কারণ, সেই বিকেল থেকে এখন রাত প্রায় শেষের পথে, কিছু সময় পরেই হয়তো দেখবো সোনালী প্রভাত! তবুও থামছে'না কবি- হেঁটেই চলেছে ধীর পায়ে কুয়াশার বুক চিরে। শূন্যতা ঘেরা রাত্রির শেষ প্রহর, ক্লান্তি ভুলে মনে আজ অনেক স্বপ্ন কথা কবির! হাঁটছে মনের কোণে সেই সুখের আলো নিয়ে, রাতশেষে হয়তো আজ দেখবে প্রিয় সেই মুখ, যে মুখ দেখে কাটিয়ে দিতে পারে কবি লক্ষ কোটি বছর! স্বর্ণালী জ্যোৎস্নার আলো মাখা সেই উজ্জল মুখটি দেখবার আশায় অনেক পথ মাড়িয়েছে কবি, অনেকদিন- যুগের পরও আরেকটি যুগ।

আজও কবি হেঁটে চলেছে গ্রামের মেঠো পথ ধরে। কত সময়, কতদূর- কোন গ্রাম, কিছুই আর বুঝে উঠতে পারছেনা কবি! আলো আঁধারের পথ ধরে কেবল হাঁটছে সামনের দিকে। মাঝেমধ্যে মনে হচ্ছে বাড়িঘরের পাশ দিয়ে আঁকাবাঁকা পথের বাঁকে অনেকটাই অন্ধকার যেন জমাট বেঁধে আছে। তবুও থামেনি কবির পা দুটো কখনোই, এখন একটু গতিময়! হয়তো পাশের মসজিদে মুয়াজ্জিনের আযানের ধ্বনি কানে আসাতেই তাড়াহুড়ো, যদিও ভোর, তবুও কিছুটা অন্ধকার চারিদিকে আবছা দেখাচ্ছে সবকিছু। দূরের আকাশ অনেকটাই আলোকিত, হয়তো কিছুক্ষণ পরেই সূর্য মামা হেঁসে উঠবে পূবের আকাশে, মুছে দিবে যাবে সব অন্ধকার। প্রিয় মুখটি দেখার যে হলো না সৌভাগ্য এখনও! নির্মল বাতাসে শীতের রাতজাগা চোখে ক্লান্তি একটু বেশিই থাকার কথা ছিলো! কিন্তু কবির চোখে আজ কোন ক্লান্তি নেই, যেন স্বাদ নিচ্ছে নীরবতার। চোখের পাতায় দৃশ্যত চারিদিকে জলভার বায়ুর স্রোত, শীত চলে যাওয়ার পথে, তবুও ঠাণ্ডার যেন আজ প্রচণ্ড জোর! ঠাণ্ডায় যেন কেঁপে উঠছে কিছুক্ষণ পর পরই কবির শরীর, তবুও থামছে না কবি। নিজেও জানে'না হয়তো কোথায় হবে তার এই কাল রাত্রির শেষ! সারারাত হেঁটে মাঠঘাট পেরিয়ে এসেছে কবির পা, কাঙ্খিত চোখজোড়া স্বর্ণালী ভোরের আশায়। প্রিয়তম হয়তো বসেই আছে দক্ষিণা জানালা খুলে, ভীষণ প্রতীক্ষায়।

মেঘ'হীন রাত্রির আকাশে পূর্ণিমা-চাঁদের আলোয় আলোকিত সারারাত হেঁটেই শেষে থামলো পা-দুটো, স্থির হলো কবি পাকা পুকুরপাড় পেয়ে। যদিও সারারাত কুয়াশা পড়ে ভিজে আছে, তবুও হাত দিয়ে কোনরকম একটু মুছে বসে পড়লো। সামনের বাড়ির দিকে তাকিয়ে আছে, কবির চোখদুটো একটি খোলা জানালায় স্থির। জানালার ভেতর চকচকে একজোড়া চোখ, শত জন্মের প্রতীক্ষা যেন স্পষ্ট ওই চোখে! কবি অনেকক্ষণ দেখলো চোখদুটো অপলক, যেন শত জন্মের তৃষ্ণা আজ কবির দু'চোখে! হঠাৎ চোখ যেন ঝাপসা হয়ে উঠছিল, সরিয়ে নেয় কবি! মনে হচ্ছিল সাত সাগরের পানি জমে উঠছিল দুই চোখে!
মাটির দিকে তাকিয়ে থাকে কবি, দেখতে থাকে দুব্বা ঘাসে শিশিরকণা। আহ! কতো স্বচ্ছ, ঠিক যেন প্রিয়ার টলটলে দুই চোখ, ছুঁয়ে দিলেই ঝরে পড়বে মাটিতে! রাতের কান্নার যেন শিশির'ই একমাত্র প্রমাণ। শূন্যতা আর নিঃস্বতায় রাতের চোখেও নীরবে বহে কান্নার ঢল। কবির ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠে, মনে মনে ভাবে- যত গোপনেই কাঁ'দো হে রাত, তোমার গোপনীয়তা কখনোই কবির চোখকে ফাঁকি দিতে পারবেনা। কবির মন ঠিক বুঝে নেবে- সুনসান নিঝুম নিরবতা ঘেরা তোমার সময়গুলো কতটা কষ্টে কাটে, এই শূন্যতা ও'বুকে কতো বেদনার, এযে কতো কালের দুঃখ তোমার।

একা একা হাসছিলে কেন?
হঠাৎ কোন কোমল কণ্ঠে এমন প্রশ্ন শুনে শিহরিত হয় কবি, থেমে যায় মনের সব কথা।
মাথাটা ঘুরিয়ে চোখদুটো স্থির নির্মল কোমল উজ্জ্বল মুখপানে।
কি হলো কবি, তুমি কি দিবে না উত্তর, বলবেনা কোন কথা আমার সঙ্গে!
কবি কিছুই বলে না শুধু চেয়ে থাকে অপলক।
নাইবা যদি বলবে কথা এই পাপিষ্ঠার সাথে, তবে কেন কবি তোমার এই ছেলেমানুষী...?
কেনইবা তবে রাতজেগে অহেতুক এ'পথচলা...? বলো কবি, আজ তোমাকে বলতেই হবে,
কি পাওয়ার আশায় এমন ঠান্ডা শীতের রাতে কুয়াশার বুক চিরে ছুটতে হলো তোমাকে...?
নির্বাক কবির চোখ থেকে জল গড়িয়ে পড়ছে!
কেনো কাঁদছো কবি...?
কেনো আমাকে বসিয়ে রাখলে সারারাত খোলা জানার পাশে...?
রাতের কান্নার শব্দ শুনেছি টিনের চালে, ভেজা বাতাসে ভিজিয়েছি দুই চোখের পাতা,
এভাবে কত রাত আমার কেটে গেছে ঘুমহীন চোখে স্বপ্ন সাজিয়ে! কই, আজও তো সেই স্বপ্ন আমার হলো না পূরণ!
তোমার চোখের জল'তো আমি চাইনি কবি! রাতের পর রাত তুমি কেন বিসর্জন দিচ্ছো!
তবুও চুপ, কেবল নীরবে ভাসছে কবির দু'নয়ন।
কবির চোখদুটো মুছে দিয়ে এবার বলছে-
শুন তবে তুমি-
আর যদি কোন রাত তোমার কাটে নির্ঘুম,
ভেবে নিও সারারাত আমার চোখ বইছে হয়ে নদী।
খোলা আকাশের নিচে বসেই যদি পার হয় তোমার কোন রজনী-
তবে মনে রেখো সেদিন মরে গেছি আমি।
কবি এবার দাঁড়িয়ে পূব আকাশের রক্তিম সূর্যের দিকে চেয়ে বলছে-
পেয়েছি আমি,
আমি পেয়েছি ভালোবাসা...!
বুঝেছি ভালোবাসার কভু হয়না মরণ।
প্রিয় মুখটির দিকে তাকিয়ে বলে-
সুখে থেকো, সমৃদ্ধি ঘিরে থাকুক তোমার সময়গুলো...।
বলেই আবারও পথের দিকে পা বাড়ালো কবি।

যতদূর দেখা যায় কবির ধীর পায়ে হেঁটে যাওয়া-
প্রিয়তম তার অপলক দেখছিল অশ্রুসজল চোখে.....

___[হুদাই, আনমনে আবুল তাবুল বক বক করা মাত্র ]

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



এক অন্য ও বিশেষ অনুধাবন

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে, আসলে কি লিখতে চেয়েছি আর কি হয়েছে তা আমি বুঝতেই পারিনি।
দোয়া রাখবেন শ্রদ্ধেয়।

ফাল্গুনী শুভেচ্ছা আপনাকে,
শুভ বসন্ত

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৫

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন,




ভালোবাসার জন্যে এক কবির পথচলা। বুকে তার সাত সাগরের হাহাকার, চোখে তার নিশীথ রাতের অন্ধকার! তবুও ভালোবাসা পেয়েও কবির সংসারী হওয়া হয়না। জন্মেই যে কবির আজন্ম পাপ....................

ভালোবাসায় ভেজা আবেগী লেখা।সুন্দর।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কিছু কথা বলে গেছেন শ্রদ্ধেয়, কতগুলো লেখাকে দুই লাইনে করে গেছেন পূর্ণ। একেবারেই সত্য মনে হয় আমার।
কষ্ট ব্যথার সাথে যুদ্ধ করে বেঁচে থাকবার জন্যই জন্ম হয় কবিদের, বড্ড অভাগা এরা, এদের যেন পূর্ণতা নেই কোথাও!!


তবুও ভালোবাসেন কবিরা, ভালোবেসেই পার করে দিতে চান জীবন নামের মহাসমুদ্র।

আপনার প্রশংসা আমার জন্য অনেক উৎসাহের, অনেক প্রেরণার, আমার লেখায় প্রাপ্তির তৃপ্তি।

ফাল্গুনী শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় প্রিয় কবিবর।
শুভ বসন্ত

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৫

বেঙ্গল রিপন বলেছেন: ভালোই লিখেছেন। কিন্তু আপনি জানেন কি ১৪ ফেব্রুয়ারী -
আমাদের দেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন?
ভালবাসার উচ্ছাসে মেতে থাকা তরুণ তরুণীদের
ক’জনই বা জানেন সেই দিনের ঘটনা!?
১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারীতে একটু
ফিরে যেতে চাই। কি ঘটেছিল সেদিন?
এই লিংকে ক্লিক করে বিস্তারিত পড়ুন

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: লেখার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে, উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি, সঙ্গে বাংলার সাহসী ছাত্রসমাজের বীরত্বের ইতিহাস সম্বলিত লিঙ্ক দিয়ে স্মরণ করিয়ে দেয়ার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা রইল।

আমার জন্মসাল ১৯৮২, আমি কি করে '৮৩ সালের ১৪'ই জানুয়ারিতে বাংলার সাহসী বীর ছাত্রসমাজের বীরত্বের কাহিনি জানবো পুরোপুরি! তবুও নেটে ঘুরাঘুরি করার সুবাদে আমি বছর কয়েক আগের এক ১৪'ই ফেব্রুয়ারি'তে একটা পোস্ট লিখেছিলাম ফেসবুকে। সেই জানায় আরও কিছু যোগ করতে পারলাম আপনার লিঙ্ক থেকে। তবে হ্যা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ ও বাঙালি জাতির গৌরবময় বীরত্বের ইতিহাস তুলে ধরা আপনাদের দায়িত্বের মধ্যেই পড়ে, সেজন্য অনেক আনন্দিত হলাম।

শুভকামনা আপনার জন্য সবসময়।
ফাল্গুনী শুভেচ্ছা রইল, শুভ বসন্ত।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: একটিও গোলাপ সুরভীকে কিনে দেইনি, তার মানে এই না যে আমি তাকে ভালোবাসি না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা অবশ্যই ভালোবাসেন, এবং প্রচুর ভালোবাসেন আমি জানি বিশ্বাস সহকারে।

ভালোবাসার জায়গা গোলাপের ভিতর নয়, ভালোবাসার জায়গা হৃদয়ের অন্তস্থলে, ভালোবাসা'কে হৃদয়েই রাখতে হয় সযতনে।


ফাল্গুনী শুভেচ্ছা জানবেন ভাই, ফাল্গুনী রঙে রঙ্গিন হোক আপনার আগামী।
শুভ বসন্ত।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

ভুয়া মফিজ বলেছেন: গদ্য দেখে পড়া শুরু করেছিলাম। তিনদিনের চেষ্টায় আজ শেষ করলাম, খুব কঠিন!

তবে ভালোবাসা পেয়েও না নেয়ার কারন বুঝলাম না। এমন অকাম সম্ভবতঃ কবিদের দ্বারাই সম্ভব!! :(

এবার একটা সহজ-সরল ভাষায় গল্প লিখে ফেলেন; একটু আরাম করে পড়ি! :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তিনদিন!!! যাক, তবুও তো শেষ হয়েছে, এই অধ্যবসায়ের জন্য কৃতজ্ঞতা রাখছি ভাই।


আপনার মন্তব্য আমাকে অনেক আনন্দিত ও উৎসাহিত করে গেল ভাই। অনেক প্রেরণার আপনার মন্তব্য।
দোয়া রাখবেন ভাই। চেষ্টা করবো, দেখি গল্পের মতো কিছু একটা পোস্ট করতে পারি কিনা।

শুভকামনা ভাই আপনার জন্য সবসময়,
শুভ সকাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.