নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| ফাগুন জ্বালা ||

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬



সখী'গো আজ মনের ঘরে
লাগলো বুঝি আগুন,
জ্বলছে অঙ্গ হৃদয় তাপে
যাইব কেমনে ফাগুন!

বল না সখী গাছের শাখায়
কেন'বা দোলে ফুল,
মন কেন'রে উথাল পাথাল
চাইছে করতে ভুল!

ওই'দেখ সখী গাছে গাছে
ফুল পাখিদের খেলা,
বসন্তের এই ফাগুন দিনে
কেমনে কাটাই বেলা!

বল'না সখী এ'কোন অসুখ
ধরলো আমার মনে,
আহার নিদ্রা যাই'গো ভুলে
বাঁচবো কি ফাগুনে!

সখী আজ তোর সঙ্গে কই
মনের গোপন কথা,
উদাস সময় যায়না আমার
বিরহে দারুণ ব্যথা।

গেল বছর ফাল্গুন মাসে
হইল প্রথম দরশন,
বুঝিনি সই প্রেমের নামে
বন্ধুর ছিল প্রহসন।

শিমুল তলায় সাঁজ সকালে
করতো আদর রোজ,
ভাসিয়ে গেল প্রেম দরিয়ায়
আর নিলো না খোঁজ!

সখী আমার উপায় কি বল
ফাগুন জ্বালা'য় পুড়ি,
রসের নেশায় হইল ব্যাকুল
মিলবে কোথায় জুড়ি।


(ছবিটি গুগল থেকে পেয়েছি, সামান্য একটু লিখেছি তারজন্য স্বার্থপর ভাবতেই পারেন)

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫২

নীল আকাশ বলেছেন: গিট্টু লাগিয়ে দিয়েছেন। তাজুল ভাইয়ের চটি কবিতার ছবি দিয়ে দিয়েছেন Click This Link

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্যবাদ ভাই তাজুল ভাইয়ের কথাটা স্মরণ করিয়ে দেয়ার জন্য।
গিট্টু লাগার কিছু নাই ভাই। আমার মোবাইল ডাউনলোড ফাইলে ছবিটি ছিল, আমার ছবিগুলো সবই গুগল সার্চ করেই ডাউনলোড করা। ব্লগের কারো ছবি ডাউনলোড করলে আমি বলে যাই যে ছবিটি নিয়ে গেলাম। আসল কথাটি হলো যে, ছবিটি আমার মোবাইলে অনেকদিন যাবত, কিন্তু পোস্টের সাথে মানানসই হচ্ছিল তাই কোন পোস্টে লাগাতে পারিনি। এখানে সখী শব্দটি ব্যবহার হয়েছে দেখেই ছবিটি সিলেক্ট করেছি। ছবিটির আর্টিস্ট এর নাম জানা ছিল না, ছিল না ওয়েবসাইটের নামটিও জানা, তাই শুধু গুগল সার্চ দিয়ে রেখেছি, তাজুল ভাইয়ের কথা স্মরণ ছিল না, শুধু মনে হয়েছিল ব্লগে কার পোস্টে যেন দেখেছি, মনে থাকলে তাজুল ভাইয়ের পোস্টে পেয়েছি সেটাই লিখতাম হয়তো। যা হেক, ছবিটি সম্ভবত কাইলাস দাসের আর্ট করা ছবি। ইন্ডিয়ান নারীর নাচ তুলে ধরা হয়েছে শিল্পীর তুলিতে।


মন্তব্য রেখে যাওয়ার জন্য কৃতজ্ঞতা রাখছি, কয়েকদিন ব্লগে ঢুকতে পারিনি সেজন্য প্রতিউত্তরে দেরি হলো সেজন্য দুঃখিত।
শুভকামনা জানবেন সবসময়

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৪

বাকপ্রবাস বলেছেন: সখির দেখি বেহাল অবস্থা, বিয়ে না দালি অকান্ড করে বসে থাকবে

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম হাঁচা কথা কইছেন ভাই, সখীর বুঝি আর সয়না দেরি! তারউপর ফাগুনের হাওয়া!!

ভালো লাগলো ভাই আপনার মন্তব্য পেয়ে,

শুভকামনা আপনার জন্য সবসময়

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪২

মাহমুদুর রহমান বলেছেন: এতো সুন্দর কবিতা লিখেন কি করে?
আমাকে একটু শিখাবেন?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই কি সরম দিতে চাইছেন নাকি প্রশংসা করে গেলেন বুঝলামনা পুরোপুরি! যাউকগা, একটাকিছু হইলেই হইল।
দোয়া রাইখেন ভাই আমার এই বেহায়া মনটার জন্য।

শুভকামনা আপনার জন্য ভাই।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


ফাগুন ভয়ংকর তোলপাড় করে দিয়েছে পরিচিত ভুবন!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা একেবারে মিছানা শ্রদ্ধেয়, কয়দিন রাস্তাঘাটে যেভাবে দেখলাম সে তুলনায় অনেক কমই!


মন্তব্য রেখে উৎসাহ দানে কৃতজ্ঞতা জানবেন সুপ্রিয়।
শুভকামনা আপনার জন্য সবসময়।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম সুপ্রিয় ভাই, প্রেরণা হয়ে থাকবেন সামনের দিনে।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৮

নীলপরি বলেছেন: আপনার কবিতা খুব ভালো লাগলো । ++

অনিমিত থাকার কারণে মন্তব্য করতে দেরী হোলো । কিন্তু সামগ্রিকভাবে মন্তব্যে ভাঁটা পড়ছে মনে হচ্ছে । এটা দুঃখজনক ।

শুভকামনা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য রেখে উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি। প্রেরণা হয়ে থাকবেন।


নিয়মিতই যে মন্তব্য রেখে যেতে হবে এর কোনো যৌক্তিক কারণ নাই আমার কাছে। তবে হ্যা- শ্রদ্ধেয় ও প্রিয় লেখক কবিদের মন্তব্যের ঘরে পেলে উৎসাহ আনন্দ'টা যেন দ্বিগুণই মনে হয়। আমিও অনেক অনিয়মিত হয়ে গেছি ব্লগে! অনেক সুন্দর সুন্দর পোস্ট যেমন মিস করছি তেমনি অনেক প্রিয় ব্লগগুলোতে যেতে পারতেছিনা, সেজন্য মাঝেমধ্যে অনেকটা অপরাধবোধে ভুগি মনে মনে।

হা হা হা ভালো বিষয় আপনার নজরে এসেছে, ব্লগে মন্তব্য সংখ্যা অপেক্ষাকৃত অনেক কমই মনে হচ্ছে! অনেকর ব্যস্ততা আবার একুশে বই মেলায় লেখক কবিদের ব্যস্ত থাকতে হচ্ছে আরও হয়তো কোন কারণ থাকতেই পারে মন্তব্য কমে আসার পিছনে। তবে এই মন্তব্য খরা বেশিদিন থাকবেনা বলেই আমার বিশ্বাস। আর মন্তব্য না বাড়লেইবা ক্ষতির কি আছে, দায় সাড়ার মতো বেশি মন্তব্যের চেয়ে, পোস্টের ভালোমন্দ বিশ্লেষণধর্মী দু একটা মন্তব্য পেলেই আমি খুশি এখন, তাতেই লেখার ইচ্ছেয় প্রাণ ফিরে।

শুভকামনা জানবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.