নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

আমি\'তো ওপারের যাত্রী

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৮




কোন কোন রাত্রি-
সহস্র রাতের চেয়েও বড় হয়ে উঠে,
থমকে দাঁড়ায়- যেন আর হবেইনা শেষ!
নিঃস্ব একা জীবনের অনুভবে যখন শূন্যতা-
নিঃসঙ্গতা ঘিরে থাকে এই মন অন্তর,
প্রতিটি মুহূর্ত আমার হয়ে ওঠে একেকটি বছর।
ভালোবাসার গল্পটিও ভরে যায় বিষণ্ণতায়-
ছন্দ হারিয়ে কবিতা'রা সব হয়ে যায় গদ্যময়,
থাকেনা উচ্ছ্বাস- অনুভূতি হয়ে যায় নিষ্প্রাণ,
সহসা চোখ দুটো তখন হয়ে ওঠে শ্রাবণের নদী।

নীরবে, নিভৃতে একা বুঝাই কতভাবে-
বুঝে না, কিছুতেই বুঝে না এই বেহায়া মন!
হারিয়েছি যা-পাবো না ফিরে তা-
কি আছে তাতে ভাববার!
নিজেকে নিয়ে থাক না পড়ে মন-
কাঁদিস'না আর বারবার!
কাঁদবে না সে কখনও তোর জন্য-
দিবেনা কভু আর দু'ফোটা অশ্রু'র বিসর্জন,  
জেনেসিস কতভাবে কতদিন তবুও হয়না বোধ!
দেখেছিস'তো নিজেরই চোখে-
ভালোবাসা ভরা জীবনের চারিদিকে সুখ তার।
বুঝে'নে রে মন কিইবা সুখ পাবি নিজেকে পুড়ে?
কত আগুন জ্বলছে তোর বুকের ভিতর-
সে কি'করে সেই জ্বালা বুঝবে!
সুখের তরীতে ভেসে ভেসে দুঃখের হিসেব-
কে'বা আর করেছিল বল কবে!

নিঃসঙ্গ জীবনের অবেলায় কতো কিছুই ভাবি,
মুহূর্তে স্তব্ধ হয়ে যাই-পৃথিবী গ্রাস করে অন্ধকার;
ফেটে চৌচির বুক-চৈত্র খরায় পুড়ে হৃদয়-ভূমি।
নির্ঘুম চোখদুটো বড্ড শুষ্ক মনে হয় আজকাল,
পাথর এই হৃদয়ে আর জাগে'না কোন অনুভূতি;
অবিশ্বাসের আগুনে পুড়ি দুনিয়া-যত মায়াজাল!
মনের যতো ঘৃণা- ঝরে আমার মুখ থেকে;
আমার প্রণয়কাব্যে-
কোথাও থাকবেনা লিখা ওই নাম;
যে নামের মায়ায় প্রতিদিন-
খুশি ভরা জীবনের ইতি টানছিলাম!

আমার স্বপ্নগুলো প্রতিদিন-প্রতিরাতে-
এভাবেই হারিয়ে যায় কষ্টের দীর্ঘশ্বাসে,
নিঝুম রাত্রির নীরবতায় মিশে-
মিলিয়ে যায় হৃদয়ের যতো সাধ-ইচ্ছে!

ভালোবাসায় ঘোষণা যেন একেবারেই অনর্থক-
প্রিয় মানুষটির কাছে অভিমান পায়না স্থায়িত্ব।
মনের মানুষ পর হলেও জ্বালায় বিরহ আগুনে-
দেখলেই বরফ-শীতল মুহূর্তে ভরে ওঠে অন্তর-মন;
প্রিয়জনেই চায়'যে ফিরতে সদা প্রেমিক হৃদয়।
বড়ই ব্যাকুলতা মনে- বলবো কখন মিশে ও'বুকে
মনের ভিতর জমে থাকা কথাগুলো সব নির্ভয়ে।

লক্ষ কোটি তারার মেলায় খোঁজ পাবেনা,
নাইবা পেলে স্বর্ণ ঝরা জোছনা মাঝে;
হৃদয় তোমার পেখম মেলে-
যৌবন ঢলে- নাচুক সদা;
অষ্ট-প্রহর রই যেন'গো ইচ্ছে নদীর বাঁকে বাঁকে।

তুমি থাকবে,
সে, তারা সবাই থাকবে-
থাকবে এই সুন্দর পৃথিবী;
আকাশের দিকে চেয়ে রবে-স্তব্ধ মনে,
সেদিন কেবল থাকবো'না আমি।
ভালো থেকো তোমরা সবাই,
বাঁচো হাজার বছর ঘিরে থাক সুখসমৃদ্ধি;
নাইবা জানলে আর আমার খবর-
হে বন্ধু স্বজন- আমি'তো ওপারের যাত্রী।

___
৩১-১২-২০১৮'ইং

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনিন্দিত হলাম ভাই, প্রেরণাদানে কৃতজ্ঞতা আমার।

শুভকামনা আপনার জন্য সবসময়

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৪

হাবিব বলেছেন:



"কোন এক রাত্রি-
সহস্র রাতের চেয়েও বড় হয়ে উঠে,
থমকে দাড়ায়- যেন আর হবেই না শেষ!"

-- ভালো লাগলো কথাগুলো....

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত করলেন শ্রদ্ধেয় প্রিয়, প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই পৃথিবী থাকার যায়গা নয় সবাইকে চলে যেতে হবে। জীবন বোধের কবিতায় ছেড়ে যাওয়ার আকুতি বড়ই বিষাদময়। তারপরও সবাইকে যখন এই পথেই যেতে হয় কেউ আগে কেউ পরে তবে সময়ের আগে স্মরণে রাখা ভালো। কবিতায় ভালো লাগা নয়ন ভাই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কথাগুলো বলে গেছেন ভাই, খুবই গুরুত্বপূর্ণ। ভালো লাগলো ভাই আপনার মন্তব্য পেয়ে।
দোয়া রাখবেন সুপ্রিয়।

শুভকামনা জানবেন সবসময়,
শুভ সন্ধ্যা

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০৪

প্রামানিক বলেছেন: সুন্দর জীবন বোধের কবিতা। ধন্যবাদ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো সুপ্রিয় কবির কাছে প্রশংসিত হয়ে, প্রেরণা হয়ে থাকবেন শ্রদ্ধেয় কবিবর।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়
শুভ সন্ধ্যা

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১২

নীলপরি বলেছেন: মনকে ভিজিয়ে দিল আপনার কবিতা । খুব সুন্দর লিখেছেন ।
++++++
শুভকামনা

০২ রা মার্চ, ২০১৯ রাত ৮:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যি খুব আনন্দ করে যখন আমার কোন লেখায় আপনার মতো সুপ্রিয় গুণী লেখক কবিদের মন্তব্য পাই, আর সামান্য প্রশংসা আমাকে দিয়ে যায় অনেক প্রেরণা, যা আমাকে চেষ্টায় উৎসাহিত করে সবসময়।
দোয়া রাখবেন কবি আপু।

শুভকামনা আপনার জন্য সবসময় রাখি

৬| ০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ২:৫৪

খায়রুল আহসান বলেছেন: খুব কষ্টের আর অনুভূতির কথা ব্যক্ত হয়েছে কবিতায়। তবে আশার কথা, মানুষের জীবনে কোন দুঃখ-কষ্টই চিরস্থায়ী নয়।
"প্রতিটি কষ্টের পর স্বস্তি রয়েছে, নিশ্চয়ই প্রতিটি কষ্টের পর স্বস্তি রয়েছে রয়েছে।" (সূরা আল ইনশিরাহঃ ০৫-০৬) - এটা আল্লাহ রাব্বুল 'আ-লামীন এর কথা, কোনক্রমেই ভুল হতে পারেনা!
শুভকামনা এবং পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা.....

২৬ শে জুন, ২০১৯ রাত ২:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবিবর এর মন্তব্য পেয়ে অনেক আনন্দিত হলাম, কৃতজ্ঞতা রাখছি সঙ্গে প্রতিউত্তরে দেরি করে ফেললাম সেজন্য অনেকটা অনুতপ্ত আমার মন।

হ্যা শ্রদ্ধেয়, কষ্টের পরে যেমন সুখ আসে, তেমনি বিষণ্ণতা শেষে আমার মনটাও এখন অনেকটা স্থবিরতায় ভরে উঠছে।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয় কবিবর।

শুভকামনা আপনার জন্য সবসময়, সুস্থ সুন্দর হোক আপনার প্রতিটি দিন-ক্ষণ।

ঈদ মোবারক (যদিও পুরনো হয়ে গেছে অনেক) শুভেচ্ছা ঈদ-উল-আযহা'র অগ্রীম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.