নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

আমি করবোই জয়

০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭



হাজার বছর বাঁচবো আমি-
জয় যদি করতে পারি- দেশ-জনগণের হৃদয়!
ডরি না'ক কভু দুর্বৃত্তের গুলি,
ঘাতকের আঘাতেও কভু করিনা তো ভয়।
নির্ভীক আমি- সত্য উন্মেষী,
আমি মনে করি খোদা বুঝি-
এখানেই রয়।।

আমি শোষিতের, সত্যের কাণ্ডারি,
সত্যকে বুকে ধারণ করে-
হোক না যদি মরণ হয়!
লক্ষ্য নির্দিষ্ট, চেতনায় তেজস্বী-
দৃঢ় বিশ্বাস মনে-
অন্যায়'কে পিষিয়া সত্যের করবো জয়।
গড়ল ধ্বসিয়া কেবল সরল'কে পুষি,
নয়'তো সাধু-সন্ন্যাসী আমি-
সাধারণে খুঁজি প্রত্যয়।
দু'আশা'কে আমি গলাটিপে মারি,
ভালোবাসা আর বিশ্বাসে গড়িয়া পৃথিবী-
হবো মৃত্যুঞ্জয়।।

আমি পারবোই, আমি পারি,
বিধাতার সন্তুষ্টি বুঝি-
শোষকের রক্তচক্ষুর করিনা ভয়,
নিঃস্ব দুঃখী শোষিত'কে ডরি;
কাঙ্গালের ফরিয়াদ জানি-
দ্রুতই খোদা'র আরশে পৌঁছয়।
হায়েনা'র পশুত্বে আমি বিধ্বংসী,
দেশ-মানুষের কল্যাণে যদি আসি-
করিনা তবে মৃত্যুর ভয়।
দ্বিধা-দ্বন্দ্ব'কে কভু নাহি পূঁজি,
সাহসী, সংগ্রাম আর দৃঢ় প্রত্যয়ে গড়া-
আমি দুর্জ্জয়;
মৃত্যুকে- আমি করবোই জয়!

___
২০১৬'তে প্রকাশ করেছিলাম সামুতে, একটু এডিট করেছি মাত্র।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


খোদা লিখতে গিয়ে খোঁদা লিখেছেন?

০২ রা মার্চ, ২০১৯ রাত ৮:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানবেন ভুল শুধরানোর সুযোগ করে দেয়ার জন্য। ঠিক করেই প্রতিউত্তর লিখতে আসলাম শ্রদ্ধেয়।

শ্রদ্ধা ভালোবাসা আর সুস্থতা কামনায় সবসময়

২| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৮:০২

রাজীব নুর বলেছেন: দারুন আত্মবিশ্বাসী কবিতা।

০২ রা মার্চ, ২০১৯ রাত ৮:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম সুপ্রিয় ভাই, প্রেরণাদানে কৃতজ্ঞ আমি,
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময় আমার

৩| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৮:০৮

হাবিব বলেছেন: আপনার আশা পূর্ণ হোক

০২ রা মার্চ, ২০১৯ রাত ৮:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় কবিবর এর উপস্থিতি আমার জন্য অনেক প্রেরণার, মন্তব্য রেখে উৎসাহদানে কৃতজ্ঞতা আমার।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয় ভাই।

শুভকামনা জানবেন ভাই সবসময়

৪| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক আনন্দিত হলাম সুপ্রিয় ভাই, প্রেরণাদানে কৃতজ্ঞ আমি,
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময় আমার


ভালো থাকুন।

০২ রা মার্চ, ২০১৯ রাত ৯:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যগুলো সবসময় আপনার সুন্দর মনের সাক্ষ্য রেখে যায়, খুব সুন্দর একটা মনের অধিকারী আপনি। যে মনের মায়ামমতা আর আন্তরিকতায় আমার শ্রদ্ধা ও ভালোবাসা রাখি সবসময়। কৃতজ্ঞ করলেন ভাই আবারও।

শুভকামনা আপনার জন্যও সবসময়।

৫| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৯:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার কবিতা পড়লে আত্মবিশ্বাস বেড়ে যায়। দারুণ ছোঁয়াচে।

০২ রা মার্চ, ২০১৯ রাত ১০:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যি আনন্দিত হয়েছি অনেক প্রিয় শাইয়্যান ভাই আমার মন্তব্যের ঘরে এসেছেন দেখে, অনেক প্রেরণা রেখে গেছেন ভাই মন্তব্যে, যা আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে সামনের দিনে। মন্তব্য পেয়ে কৃতজ্ঞতা আমার।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন ভাই সবসময়

৬| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ১০:০৫

নীলপরি বলেছেন: খুবই দৃঢ় কবিতা । ভালো লাগলো । ++++

শুভকামনা

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১২:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সবসময় আন্তরিক মন্তব্য রেখে উৎসাহ প্রেরণাদানে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি, এই প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে সবসময়। দোয়া রাখবেন কবি আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়

৭| ০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ১০:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আত্মবিশ্বাসে স্যালুট আর কবিতায় ভালো লাগা ++

০৫ ই মার্চ, ২০১৯ রাত ৯:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক মন্তব্য রেখে গিয়েছেন সুপ্রিয় ভাই, এমন উৎসাহমূলকউৎসাহ মূলক প্রশংসা প্রতিটি লেখকের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, আমি অনেক আনন্দিত হলাম সৃষ্টিসুখে, কৃতজ্ঞতা রাখছি ভাই।
দোয়া রাখবেন সুপ্রিয়।


শুভকামনা জানবেন ভাই সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.