নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

কষ্টের অশ্রু ফোটা দুই

১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১১



আমি কিন্তু কবি নই...!
মনের কথা আর হারানো স্বপ্নগুলো,
স্মৃতি'র ভেলায় ভেসে সামনে চলে আসে,
সেগুলোই লিখে রাখি কোনরকম, এটুকুই।

আমার কষ্টগুলো যেনো সব অদ্ভুত!
দুঃখ করিনা আর সেগুলো ভেবে,
চাতকের মত চেয়ে থাকি-আসবে যমদূত;
মুহূর্তেই শূন্যে ভাসিয়ে নিয়ে যাবে বহুদূর!
সেই ভাসমান স্বপ্ন-যাত্রার পথ'কে ভাবি, 
হারিয়ে যাওয়া স্বপ্নের কথাগুলোই লেখি-
চাই না কোনভাবে বাকি থাকুক কিছুই।

আমার শৈশব, কিশোর, যৌবনের শুরু,
আহ! ছিলো কতনা মধুুর...!
হাসতাম, খেলতাম, প্রাণখুুুলে গাইতাম, 
মন চাইলে ছুটতাম তোর'ই সন্ধানে- 
দেখবো কখন সেই প্রিয় মুখ;
মন-খেয়ালে থাকতাম রঙিন স্বপ্নে বিভোর।

হারিয়েই তো যাবো কোনো একদিন,
ভেসে যাবো আমি অদৃশ্য শ্রাবণে;
মিশে যাবো বাতাসের সাথে,
ঘুরবো অলিগলি- পথঘাট প্রান্তরে,
ফিরবো আবারও স্বপ্ন হয়ে, সেদিন-
বলবো বেঈমান, প্রতারক, মিথ্যেবাদী,
কেন হইলি এতো স্বার্থপর তুই...?

প্রতিদানহীন ভালোবেসে ছিলাম তোকে, 
ছলনা আর অভিনয়েই ভরে যেত এই বুক!
কতদিন- কতভাবে স্বপ্নের কথা বলতিস, অথচ!
তুই কিনা শুধু অর্থের মাঝেই খুঁজে পেলি সুখ!!

হয়তো- সেদিন আমার অতৃপ্ত নয়নে,
কম্পিত তোর ওই মুখ পানে চেয়ে থাকবো;
অজান্তেই গড়াবে কষ্টের অশ্রু ফোটা দুই।।



পুরনো লেখা একটু এডিট করেছি মাত্র, ছবিটি পিকচার অ্যাপ থেকে নেয়া।
৫ জানুয়ারি ২০১৭'ইং 

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: বিষন্ন মুগ্ধতা !
সুন্দর কথামালা । ++


শুভকামনা ও ভালোবাসা প্রিয় কবিভাইকে ।

১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় লেখক কবিবর এর কাছে প্রশংসিত হয়ে অনেক আনন্দিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন শ্রদ্ধেয়।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা আপনার জন্য সবসময়।
শুভ সন্ধ্যা

২| ১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:১৭

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন,




মনের কথা আর হারানো স্বপ্নগুলো যখন সামনে চলে আসে আর সেগুলোই যখন কলমের আঁচড়ে কাগজে ফুটিয়ে তোলা হয়, তাই-ই কবিতা। এর জন্যে বিধিবদ্ধ কবি হবার দরকার নেই।

১০ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর ভরসার বাণী রেখে গেছেন শ্রদ্ধেয় প্রিয় , আপনার মন্তব্য সবসময় আমাকে অনুপ্রাণিত করে, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয় ।

শুভকামনা জানবেন সবসময়

৩| ১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৯

হাবিব বলেছেন: কবিতায় মুগ্ধতা কবিভাই। পোস্টে +++

১০ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবিবর এর কাছে প্রশংসিত হয়ে অনেক আনন্দিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন শ্রদ্ধেয় প্রিয়।
দোয়া রাখবেন সুপ্রিয় কবিবর।

শুভকামনা জানবেন সবসময়

৪| ১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: মনটা আজ বড্ড অস্থির ছিল। আপনার পোষ্ট পড়ে মন শান্ত হয়েছে।

১০ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন সুপ্রিয় ভাই, দারুণভাবে উৎসাহিত করে গেছেন, অনেক আনন্দিত হলাম শ্রদ্ধেয় প্রিয় ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময় রাখি ভাই।

৫| ১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৮

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগলো খুব।

১০ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জানিয়ে উৎসাহিত করে গেছেন ভাই, এ আমার জন্য অনেক প্রেরণার, অনেক প্রাপ্তির। অনুপ্রাণিত হবো সামনের দিনে।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন ভাই সবসময়

৬| ১০ ই মার্চ, ২০১৯ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


কবিরা শুধু নিজের পৃথিবীতে বিচরণ করেন না, তাঁরা সমাজের সবার পৃথিবীতে বিচরণ করেন।

১০ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা শ্রদ্ধেয় প্রিয়, একদম সত্য এবং শ্রদ্ধা ভরে বিশ্বাস করি আপনার কথায়।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয় আমি যেন সবার ও সবকিছুর কথাই ভাবতে পারি।

শুভকামনা জানবেন সবসময়

৭| ১১ ই মার্চ, ২০১৯ রাত ১:১৯

মুক্তা নীল বলেছেন:
আপনার কবিতা গুলো সুন্দর তবে কষ্টের বহিঃপ্রকাশ থাকে বেশি।
এতো বিরহ ভাবনা কেনো ভাই? সত্যিকারের ভালোবাসার প্রতিদান ক'জনাই পায় বলেন?
শুভকামনা রইলো।

১১ ই মার্চ, ২০১৯ রাত ৮:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম প্রিয় ভাই আপনার এমন আন্তরিক মন্তব্য পেয়ে। কষ্ট দুঃখ বেদনা আমায় ঘিরে রেখেছে চারিদিক থেকে, সুখের চেয়ে দুঃখের ভাগটাই বেশি আমার জীবন জুড়ে। তাই বলতে না চাইলেও এসে যায়।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়

৮| ১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১:২২

আকতার আর হোসাইন বলেছেন: অসম্ভব ভাল লেগেছে। কবি, আপনাকে ফেসবুকে রিকুয়েস্ট পাঠিয়েছি। Akter R Hosaain নাম।

১১ ই মার্চ, ২০১৯ রাত ৮:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম সুপ্রিয় ভাই, অনেক প্রেরণার আপনার মন্তব্য, উৎসাহিত করার জন্য কৃতজ্ঞতা রাখছি ভাই।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

ফেসবুকে ঢুকেই কনফার্ম করছি।

১১ ই মার্চ, ২০১৯ রাত ৮:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কই, পাইলাম না তো, Aktet R Hossain নামে কোন রিকোয়েস্ট পাইলাম না ভাই! আমার একটা পোস্টে কমেন্ট রেখে দিবেন ভাই, আমি রিকোয়েস্ট পাছাবো না হয় কনফার্ম করে নিবো।
ভালোবাসা জানবেন ভাই সবসময়

৯| ১১ ই মার্চ, ২০১৯ রাত ৮:১৮

নজসু বলেছেন:



কবিতার পরতে পরতে বিষন্নতা ছায়া।
হৃদয় আদ্র করার মতো কবিতা।

১১ ই মার্চ, ২০১৯ রাত ৮:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম সুপ্রিয় ভাই, আপনার কাছে প্রশংসিত হয়ে সার্থক লেখাটি, আমি অনুপ্রাণিত হবো।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয় কবিবর।

শুভকামনা জানবেন শ্রদ্ধেয় ভাই

১০| ১১ ই মার্চ, ২০১৯ রাত ৮:২২

মুক্তা নীল বলেছেন:
আবারও ভাই বললেন কেন? আপু বলতে ইচ্ছে করে না?
আপনি আসলেই অনেক সরল মনের মানুষ।

১১ ই মার্চ, ২০১৯ রাত ৮:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ও হ, দুঃখিত আপু, ভুল হয়ে গেছে আবারও।
কন কি আপু, কোন বোন না থাকায়- আমার কাছে আপু ডাকটি কত শ্রদ্ধা ভালোবাসা আর কাঙ্ক্ষিত তা বুঝাতে পারবোনা আপু।

দোয়া রাখবেন আপু, শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সবসময়।

শুভকামনা আপনার জন্য সবসময়

১১| ১৩ ই মার্চ, ২০১৯ রাত ১১:৩৮

নীলপরি বলেছেন: খুব সুন্দর লিখেছেন । ++++

শুভকামনা

১৫ ই মার্চ, ২০১৯ রাত ১২:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম সুপ্রিয় কবি আপু, প্রেরণা হয়ে থাকবেন।
সবসময় আন্তরিক মন্তব্যে আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞতা রাখি সবসময়।
দোয়া রাখবেন আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়

১২| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ১২:২২

বলেছেন: অদ্ভুত সুন্দর কথামালা । খুব ভালো লেগেছে

১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় কবিবর এর কাছে প্রশংসিত হয়ে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন কবিবর।
দোয়া রাখবেন।

শুভকামনা জানবেন সবসময় হে শ্রদ্ধেয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.