নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

কেমনে মিলবে মাফ

১৭ ই মে, ২০১৯ রাত ৮:১৪



কিসের বড়াই করিস'রে-মন দুনিয়ার উপর,
মরলে কদিন পরে কেউ-তোর নিবেনা খবর!
গড়লো কতই প্রাসাদ মঞ্জিল ধন-ক্ষমতা ব'লে,
রইলো না কেউ দম-ফুরাতেই সবাই গেল চলে।

দালানকোঠা ধনসম্পত্তি ভাবিস-না মন তোর,
অন্ধকারে হারাইবে সব আসবেনা আর ভোর।
সৃষ্টি-সুখের উল্লাসে মাতো বিলাও মানুষে নিজ,
এরচেয়ে বড় হয়না কিছুই ধনসম্পদ কি চিজ।

আমীর ফকির উত্তম অধম এইতো ভবের খেলা,
অনন্ত জীবন মানব প্রেমে গড়িও থাকতে বেলা।
রঙিন নেশায় রঙ্গ রসের দিনগুলো যায় বয়ে,
গুণী যাঁরা সুখ খুঁজে পায় সদা অন্যের জয়ে।

কৃপণ সদা আত্ম-খোরাক খুঁজে অন্যের মাঝে,
হিংসুটে পায় আত্ম-কষ্ট অন্যের ভালো কাজে।
যাদের জন্য অনেক কিছু গড়লে জগৎ জুড়ে,
তারাও হবে ভুলতে ব্যস্ত তিন-হাত মাটি খুঁড়ে।

নিজের বলে যাকিছু মন ভাবো তোমার আপন,
দূরেই রবে সবকিছু তোর পড়বে যেদিন কাফন।
আপন ভেবে আগলে রাখতে করছো কত পাপ,
পরের জন্য কি করলে মন কেমনে মিলবে মাফ।


৪-৫-২০১৯ইং, ঢাকা।

প্রিয় সামহোয়্যারইন ব্লগের শ্রদ্ধেয় প্রিয় সকল ভাই বন্ধু সহব্লগারদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনিয়মিত হওয়ায় সবার মন্তব্যের প্রতিউত্তর সময় মতো দিতে পারিনা বলে। আপনাদের সবার ভালোবাসা ও আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞতা আমার, কারণ আপনাদের মাঝে এসেই আমি দুচার লাইন লিখার মতো একজন হতে পেরেছি, ভালো মন্দ যেটুকু লিখতে পারছি এর সবই সামু ও এখানকার উদারচিন্তার অধিকারী সকল ব্লগারদের আন্তরিক উৎসাহদানেই সম্ভব হয়েছে।
ব্লগে অনিয়মিত হওয়ার জন্য আমার লেখাতেও অনেক ভাটা পড়েছে, বলতে গেলে কিছুই লিখতে পারছি না এখন, তবে এতো প্রিয় প্লাটফর্ম কেমনে ভুলি, কেমনে ভুলে থাকবো আপনাদের আন্তরিক স্নেহ ভালোবাসা! তাই মাঝেমধ্যে এখানে আসি প্রিয় মানুষগুলোর সাথে দুচার কথা বিনিময় করার জন্য, আর এখানে কথা বিনিময়ের মাধ্যম পোস্ট, তাই কিছু একটা লিখে সংযোগ সৃষ্টি করার চেষ্টামাত্র।
আমার বর্তমান সময় অনেকটা ঝামেলাপূর্ণ, তারমধ্য নিজের মানসিক অস্থিরতা তো আছেই, তাই ইচ্ছা থাকার পরও অনেকসময় ব্লগে আসা হয় না, আমার নিজের ঝামেলা অস্থিরতা বিষণ্ণতা ঘেরা সময়ের কথা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে আমার একটন পোস্ট আকারে। দোয়া রাখবেন শ্রদ্ধেয় সকল।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৯ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


মাপ হচ্ছে, চাউলের পরিমাণ, আমের ওজন ইত্যাদির জন্য; আর, মাফ হলো, আল্লাহের কাছে মাফ চাওয়া, বাবার কাছে মাফ চাওয়া।

১৭ ই মে, ২০১৯ রাত ৮:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রাখছি শ্রদ্ধেয় প্রিয়, আসলেই জানা ছিলনা আমার, কৃতজ্ঞ করলেন শ্রদ্ধেয় আন্তরিক ভালোবাসায়।
এখন অনেক জায়গায় এড়িট করতে হবে, লেখাগুলো এড়িট এখনই করছি, ছবিরটি একটু দেরিতেই করতে হবে কারণ সময় একটু কমই হাতে। বাহির যেতে হবে।


শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন শ্রদ্ধেয় প্রিয়

২| ১৭ ই মে, ২০১৯ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:



আপনার এলাকার মানুষের জীবনের উপর লিখুন; আপনি যাদের দেখছেন, যাদের সাথে সমাজ করছেন, তাদের জীবনকে তুলে ধরার চেষ্টা করেন।

১৭ ই মে, ২০১৯ রাত ৯:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা শ্রদ্ধেয়, আজকের পরামর্শ আমাকে অনেক সহজভাবে বুঝতে সহযোগিতা করলো, বুঝতে পারছি শ্রদ্ধেয়, অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন আমার। চারিপাশে ঘটা ঘটনার কথা চেষ্টা করলে লেখতেই পারবো মনে হচ্ছে, দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয়।

৩| ১৭ ই মে, ২০১৯ রাত ৯:৪৬

বলেছেন: লিখতে থাকুন

১৭ ই মে, ২০১৯ রাত ৯:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয় কবিবর, আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা জানবেন শ্রদ্ধেয়

৪| ১৭ ই মে, ২০১৯ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

২০ শে মে, ২০১৯ দুপুর ১২:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম শ্রদ্ধেয় প্রিয় ভাই, আপনার প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন সবসময়

৫| ১৮ ই মে, ২০১৯ রাত ১২:১৫

মেঘ প্রিয় বালক বলেছেন: আপনার ফিরে আসাতে দেখুন,ব্লগে কত সুন্দর একটি কবিতাও চলে এসেছে। ব্লগে না আসলে হয়তো কবিতাটাও আসতো না। শুভেচ্ছা জানিবেন।

২০ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা আর আনন্দ পেলাম ভাই আপনার আন্তরিক উৎসাহদানে, আপনার প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে ভাই সামনের দিনে। দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৬| ১৮ ই মে, ২০১৯ ভোর ৪:৪৮

মাহমুদুর রহমান বলেছেন: গড়লো কতই প্রাসাদ মঞ্জিল ধন-ক্ষমতা ব'লে ,
রইলো না কেউ দম-ফুরাতেই সবাই গেল চলে।

মনোমুগ্ধকর!

আপনি ব্লগে নিয়মিত হোয়ার চেষ্টা করুন।আপনার কবিতা লিখার হাত অনেক ভালো।

২০ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভরসার বাণী রেখে গেছেন শ্রদ্ধেয় প্রিয়, কৃতজ্ঞতা জানবেন আন্তরিক উৎসাহদানে।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।

দোয়া রাখবেন ভাই, চেষ্টা করি তাল মিলিয়ে যেতে, কিন্তু পেরে ওঠি না। মনটার স্থবিরতা পাইলাম না কোথাও!

শুভকামনা জানবেন ভাই সবসময়

৭| ২০ শে মে, ২০১৯ সকাল ৯:৫৮

নীলপরি বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা । চেতনাকে শুদ্ধ করে ।
++
শুভকামনা

২০ শে মে, ২০১৯ দুপুর ১২:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর মন্তব্য রেখে গেছেন আপু, খুবই আনন্দিত হলাম সৃষ্টি সুখে।
দোয়া রাখবেন আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়

৮| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:১৩

নজসু বলেছেন:

২৬ শে জুন, ২০১৯ রাত ৩:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দেরিতে হলেও আপনার শুভেচ্ছা আমাকে ঈদের আনন্দ পাইয়ে দিল শ্রদ্ধেয় প্রিয় কবিবর, ভালো লাগলো শুভেচ্ছা বার্তা।

শুভকামনা জানবেন সবসময়

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১১:৩০

খায়রুল আহসান বলেছেন: নীলপরি বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা । চেতনাকে শুদ্ধ করে - ওনার এই মন্তব্যটা আমার খুব ভাল লেগেছে, কারণ কবিতাটা পড়ার পর আমি নিজেও একটা আত্ম পরিশুদ্ধির তাগিদ অনুভব করেছি।
খুব সুন্দর কবিতা লিখেছেন। + +
অনেক প্রতিমন্তব্যে আপনার বিনয় দেখে মুগ্ধ হলাম।

০৩ রা জুন, ২০২০ রাত ১:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রতি উত্তর দিতে অনেক দেরি হয়ে যাওয়ায় ক্ষমা চেয়ে নিচ্ছি শ্রদ্ধেয় প্রিয় কবিবরএর কাছে, আমার শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন
শ্রদ্ধেয় সুপ্রিয়।

একজন কবি'র কাছে এমন প্রশংসা পাওয়া আমি সৌভাগ্যের মনে করি, শ্রদ্ধায় করি মাথা-নত, আপনার মুগ্ধতা আমার কাছে আশীর্বাদ হয়ে থাকুক জীবনভর। কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয় কবিবর।

অনেকদিন পর আজ মনটা চাইল ব্লগের প্রিয় মানুষ গুলোকে দেখতে, তাই ডুকে পড়লাম ব্লগে। ব্লগে থাকার মতো এতো সময় পাইনা এখন, তাছাড়া পাসওয়ার্ড ভুলে গিয়ে পরিবর্তন করা ঝামেলা মনে করে ঢুকা হয়নি, আজ নতুন পাসওয়ার্ড সেট করে ঢুকতে হলো।

আপনার মন্তব্য আমাকে স্বার্থকতার স্বাদ দিলো......

শুভকামনা জানবেন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.