নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

মনের মানুষ পাইলাম না-রে (গান)

২৬ শে জুন, ২০১৯ রাত ২:৫৫



আমার-
মনের মানুষ-পাইলাম না-রে ঘুরেও আজীবন।।
কতো ঘাটে বাঁধলাম তরী।।
জুটলো না তবু- একটি মন।
মনের মানুষ-পাইলাম না-রে ঘুরেও আজীবন।।

যৌবনের শুরুতেই আমি-করছিলাম যে ভুল,
সারাজীবন চোখের জলে-দিলাম সে মাশুল।।
ভুল মানুষের মিথ্যে প্রেমে।।
মিথ্যে হইল সব স্বপন...।
মনের মানুষ-পাইলাম না রে ঘুরেও আজীবন।।

বলছে কতোই তোমায় ছাড়া যাবো গো মরে,
মনের যতো বিশ্বাস তাকে দেই উজাড় করে।
বিশ্বাসের ঘর করলো চুরি।।
করলো আমার প্রেম দাফন।
মনের মানুষ পাইলাম না রে ঘুরেও আজীবন।।

ব্যথায় ভরা এই অন্তরে-নাইরে কোথাও সুখ,
শূন্য জীবন একলা একা-কেঁদে ভাসা-ই বুক।।
নিত্য আমি বুঝলাম শুধু।।
বুঝলাম মৃত্যুর স্বাদ কেমন।
মনের মানুষ-পাইলাম না রে ঘুরেও আজীবন।।





সুপ্রিয় শ্রদ্ধেয়-গণ আমি কথা দিয়েছিলাম গতকাল সন্ধ্যার মধ্যে গানটি শোনাবো, কিন্তু গতকাল রেকর্ড করতে পারিনি, সময় সুযোগ হয়ে উঠেনি, সেজন্য দুঃখিত আমি। আজ সন্ধ্যায় গানটি রেকর্ড করেছি, তারপর ইউটিউবে আপলোড করে এখানে রেখে গেলাম। আমি কোন গায়ক নই, শুধুমাত্র নিজের লেখা গানগুলোর সুরের জানান দিতেই কোনরকম গেয়ে রাখি নিজের মতো করে। যদি সামান্য ভালো লাগে কারো সেটাই আমার সার্থকতা, অনুপ্রেরণা।

মন্তব্য ৪৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৯ রাত ৩:১৫

চাঁদগাজী বলেছেন:


গান পোষ্ট করেছেন, সেটা ভালো! কিন্তু আমরা তো নিরাশ হয়ে যেতে পারি!

২৬ শে জুন, ২০১৯ রাত ৩:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেন নিরাশ হবেন শ্রদ্ধেয়!!! গানের সুরটা আগামীকালই জানান দেয়ার চেষ্টা করবো।

তারপর কিভাবে নিরাশ হওয়ার কারণ হতে পারি যদি একটু বলতেন তো চেষ্টা করতে পারতাম নিজেকে শুধরে নেয়ার।

আপনার মন্তব্য পেয়ে আনন্দিত হলাম শ্রদ্ধেয় প্রিয়

২| ২৬ শে জুন, ২০১৯ রাত ৩:৫১

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লিখেছেন,
মৃত্যুর দোয়ার হতে উঠে আসলে কেমন লাগে
তা গানটি শুনলে বুঝা যাবে ।
তাই তারা তারি গেয়ে ফেলুন
শুনি আমরা পড়ান খুলে ।

অনেক দিন পরে পোষ্ট দিলেন দেখে ভাল লাগল ।

শুভেচ্ছা রইল

২৬ শে জুন, ২০১৯ ভোর ৪:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার প্রশংসা আমার জন্য অনেক প্রেরণার, অনেক আনন্দের ও উৎসাহের সবসময়। দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয়, আজই শুনাবো ইনশাআল্লাহ।

হ্যা শ্রদ্ধেয়, অনেক দিন ব্লগে আসতে পারিনি, আসলে আমার নতুন পোস্টিং হয়ে ঢাকায় আসার পর থেকে ব্লগ ফেসবুক কোথাও সময় দিতে পারিনি, মনের ভিতর অস্থিরতার বসতি ছিল, কিছু লিখতেও মন চাইছিল না। তবে আজ থেকে ভাবছি প্রতিদিন ব্লগে আসতে থাকবো যতই বিষণ্ণতা আর ব্যস্ততা ঘিরে রাখুক আমাকে। দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয়।

শুভকামনা জানবেনসবসময়, আপনার সুস্থতা কামনায়

৩| ২৬ শে জুন, ২০১৯ ভোর ৫:৩৩

বলেছেন: রেকর্ডের অপেক্ষায় রইলুম।।

চমৎকার লিখেছেন কিন্তু +++

২৬ শে জুন, ২০১৯ ভোর ৬:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক, প্লাসগুলো অনুপ্রেরণা হয়ে উৎসাহিত করবে সামনের দিনে।

অবশ্যই আজকের মধ্যে শুনাবো ভাই, দোয়া রাখবেন।
শুভকামনা জানবেন সবসময়।
শুভ সকাল

৪| ২৬ শে জুন, ২০১৯ ভোর ৫:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঠিক মতো খুঁজলে অবশ্য তাকে পাবেন।

সুন্দর গানের কথাগুলো।
শুনতে চাই।

২৬ শে জুন, ২০১৯ ভোর ৬:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নাগো ভাই, মনের মানুষ আর আসবেনা কোনদিন, সে সুখেই থাকুক যেখানে আছে।

কথাগুলোর প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে,
আজকে শোনাবো ভাই, দোয়া রাখবেন

শুভকামনা জানবেন সবসময়,
শুভ সকাল

৫| ২৬ শে জুন, ২০১৯ সকাল ৭:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: কথাতেই চমৎকার লাগলো। সুরের অপেক্ষায় রইলাম। ++
শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৬ শে জুন, ২০১৯ সকাল ৭:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার মতো গুণী লেখকের কাছে প্রশংসিত হয়ে ধন্য আমার লেখা, অনেক আনন্দিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন শ্রদ্ধেয় প্রিয়।
দোয়া রাখবেন ভাই, আজই শুনাবো ইনশাআল্লাহ।

শুভকামনা আপনার জন্য সবসময়
শুভ সকাল

৬| ২৬ শে জুন, ২০১৯ সকাল ৮:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয় নয়ন ভাই,


প্রতিমন্তব্যে আবার আসা। ব্লগে আপনার গান বা কবিতা আমার অন্যতম আকর্ষণীয় একটি বিষয়। ক্রান্তি জনিত সমস্যার কারণে দীর্ঘদিন আপনাকে না পেয়ে মিস করেছি বারে বারে।

পোস্ট প্রসঙ্গে, আমার 5 নম্বর কমেন্টের প্রতিমন্তব্য হিসেবে আপনি যেভাবে আমার মত একজন হাতুড়ে লেখককে গুনি বলে সম্বোধন করলেন তাতে যারপরনাই আমি লজ্জিত বিব্রতও। প্লিজ এই বিশেষণগুলো না দেওয়ার অনুরোধ করবো।

ভালোবাসা সতত।

২৬ শে জুন, ২০১৯ সকাল ১০:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলে বড় ও মহৎ মানুষের মনও বড়ই হযে থাকে সে প্রমাণ আবারও একবার পেলাম। কৃতজ্ঞতা রাখছি আবারও মন্তব্যে এসে আন্তরিক উৎসাহদানে। যাক, আপনাকে বিব্রত করার কোন ইচ্ছে আমার ছিলো না, আমি মোটেও বেশি বলিনি, শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন। দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয় ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়

৭| ২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:০৩

আহা রুবন বলেছেন: গীতি-কবিতা ভাল লাগল। সুর করে তাকে একটু শোনানোর ব্যবস্থা করেন, মন গলতে তো পারে।

২৬ শে জুন, ২০১৯ সকাল ১০:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে অনেক আনন্দিত হলাম সুপ্রিয়, প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন ভাই।

হ্যা ভাই আজই শুনাবো গানটি, আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন আমার।

শুভকামনা জানবেন সবসময়

৮| ২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল আপাতত পড়ে ।শোনার পরে আরো বিস্তারিত বলা যাবে । :)

২৬ শে জুন, ২০১৯ সকাল ১০:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত করলেন ভাই ভালো লাগা জানিয়ে গিয়ে, প্রেরণা হয়ে থাকবেন আমার সামনের দিনে। আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।

হ্যা ভাই আজই গানটি শুনাবো ইনশাআল্লাহ, দোয়া রাখবেন।
সুরটা কেমন হয়েছে তার ভালো মন্দ কিছু পরামর্শ পাবো এই আশা রাখলাম।

শুভকামনা জানবেন সবসময়

৯| ২৬ শে জুন, ২০১৯ দুপুর ১২:০০

নজসু বলেছেন:




সুললিত সুরের অপেক্ষায় রইলাম প্রিয়জনেসু।

আপনার গানের কথাগুলো পড়ে আরেকটা গানের কথা মনে পড়লো আমার।
গানটা খুঁজে কপি পেস্ট করে দিলাম এখানে।

মনের মানুষ পাইলাম রে-- এ,
মনের মানুষ পাইলাম রে,
বহু দিনের পরে,
ভালবাইসা বুকের ভিতর
রাখিবো তোমারে,
আমি ভালবাইসা বুকের ভিতর
রাখিবো তোমারে,
মনের মানুষ পাইলাম-- রে ও,
মনের,মানুষ পাইলাম রে,
বন্ধু এত দিনে,
আদর,দিয়া সোহাগ দিয়া,
রাখিবো যতনে,
আমি,আদর দিয়া সোহাগ দিয়া,
রাখিবো যতনে,

২৬ শে জুন, ২০১৯ দুপুর ১২:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত হলাম আপনার মন্তব্য পেয়ে, আপনার অপেক্ষার অবসান ঘটাবো আজই, গানটি রেকর্ড করার সুযোগ খুঁজতেছি, সুযোগ পেলেই শোনার ব্যবস্থা করে দেবো ভাই, দোয়া রাখবেন।

হুম, এই গানটিও শুনেছি, তবে আমারটা এর উল্টো, সুরও অন্যরকম, কোন মিল নেই।

শুভকামনা জানবেন ভাই সবসময়

১০| ২৬ শে জুন, ২০১৯ দুপুর ১২:২৫

মুক্তা নীল বলেছেন:
কেমন আছেন ? এবারে অনেকদিন পর এলেন ।
গানের কথাগুলো খুব ভালো এবং সুন্দর হয়েছে +++

২৬ শে জুন, ২০১৯ দুপুর ১২:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলহামদুলিল্লাহ, ভালো আছি আপু আপনাদের দোয়া আল্লাহর রহমতে।
আমার সময়গুলো খুবই অস্থিরতা আর ব্যস্ততায় ভরে গেছে, তাই অনলাইনে বেশিক্ষণ থাকতে পারিনা। গতকাল থেকে ছুটি কাটাচ্ছি তাই ব্লগে আসতে পারছি, তাছাড়া মানসিক অস্থিরতা অনেকটাই কমে আসছে, তাই ভাবছি এখন প্রতিদিন ব্লগে আসবো ভাবছি।

গানটির প্রশংসা আমাকে আনন্দিত ও উৎসাহিত করে গেল, প্রেরণা হয়ে অনুপ্রাণিত করবে সামনের দিনে।
দোয়া রাখবেন আপু।

শুভকামনা জানবেন সবসময়

১১| ২৬ শে জুন, ২০১৯ দুপুর ১২:২৭

স্বচ্ছ দর্পন বলেছেন: পড়ে তৃপ্তি পেলাম,
তবে আমরা একটু বেশিই চাই। সুরদানের অপেক্ষায় থাকলাম।

২৬ শে জুন, ২০১৯ দুপুর ১২:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক প্রশংসা রেখে গেছেন ভাই, আনন্দিত হলাম মন্তব্য পেয়ে।
আমিও যেন গানটি তাড়াতাড়ি শুনাতে পারলে মানসিক চাপমুক্ত হতে পারি। গানটি গতরাতে লিখেছি, একটা সুরে সেটও করেছি, তবে গাওয়ার সময় সুযোগ হচ্ছে না, আব্বা বাসায় তাই গাইতে পারতেছি না, ভাবছি বিকেলদিকে স্কুলের বারান্দায় বসে গানটি রেকর্ড করবো। দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন ভাই সবসময়

১২| ২৬ শে জুন, ২০১৯ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: শুধু গান লিখলেই হবে না।
গাইবেন। ইউটিউবে ছাড়বেন। আমরা শুনবো।

২৬ শে জুন, ২০১৯ বিকাল ৩:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম ভাই আপনার মন্তব্য পেয়ে, দোয়া রাখবেন ভাই।

আজই ইউটিউবে আপলোড করে ব্লগে রাখবো,

শুভকামনা জানবেন ভাই সবসময়

১৩| ২৬ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২১

নীলপরি বলেছেন: অনেক দিন পর আপনার পোষ্ট পড়ে ভালো লাগলো । খুব সুন্দর লিখেছেন ।
++
শুভকামনা

২৬ শে জুন, ২০১৯ রাত ১০:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার প্রশংসাটুকু আমার জন্য অনেক প্রেরণার, অনেক উৎসাহের। প্লাসগুলো অনুপ্রাণিত করবে আমাকে।

শুভকামনা আপনার জন্য সবসময়

১৪| ২৬ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন,




গানটি যে মরমী ঢংয়ে লেখা তাতে যদি সুরটিও তেমন হয় তবে মনে হয় তা হৃদয় ছুয়ে যাবে।

" প্রেম দাফন" এর কথা শুনে প্রাসঙ্গিক একটা শের মনে পড়লো ---
মেরা জানাজা নিকলা,
জানাজাকা পিছে পুরা জামানা নিকলা।
লেকিন যিসকে লিয়ে মেরা জানাজা নিকলা,
ও নেহি নিকলা।

২৬ শে জুন, ২০১৯ রাত ১০:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ বলেছেন শ্রদ্ধেয় প্রিয়, সে আর আসবেনা ফিরে জানি, তবুও....

আপনার প্রশংসা আমার জন্য অনেক প্রেরণার, অনেক উৎসাহের। আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয়।

সুরটা শুনাতে চেয়েছিলাম আজ, কিন্তু গানটি রেকর্ড করতে পারিনি আজ, আসলে গানটি গাওয়ার মতো জায়গা পেলাম না, তারপর বৃষ্টি এসেই বন্দী করে দিল ঘরে। আগামীকাল আবারও চেষ্টা করবো।

শুভকামনা জানবেন সবসময়, আপনার সুস্থতা কামনায়

১৫| ২৬ শে জুন, ২০১৯ রাত ৮:০০

মাহমুদুর রহমান বলেছেন: মুগ্ধকর!

২৬ শে জুন, ২০১৯ রাত ১০:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা। মন্তব্য পেয়ে আনন্দিত।

শুভকামনা আপনার জন্য সবসময়

১৬| ২৬ শে জুন, ২০১৯ রাত ৯:০৪

রাকু হাসান বলেছেন:

অনেক দিন পর আপনার পোস্ট পেলাম । নাকি আমিই মিস করলাম । গান ভালো লা গছে । একটু গেয়ে দিলে ভালোই হতো । আপনার আগরে গানগুলো ভালো লেগেছে আমার । এটিও । শুভকামনা আপনার জন্য ।

২৬ শে জুন, ২০১৯ রাত ১০:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দরভাবে উৎসাহিত করলেন ভাই, মন্তব্যে আন্তরিকতার ছাপ স্পষ্ট।
দোয়া রাখবেন ভাই।

না ভাই, আমিই অনেকদিন পর গতরাতে লগইন হয়েছিলাম ব্লগে, ব্যস্ততা আর মানসিক অস্থিরতা অনলাইন থেকে দূরে রেখেছিল আমাকে। তবে এখন থেকে ভাবছি প্রতিদিন ব্লগে আসবো।

গানটি আজ রেকর্ড করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না, আগামীকাল আবারও চেষ্টা করবো ভাই।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

১৭| ২৬ শে জুন, ২০১৯ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক আনন্দিত হলাম ভাই আপনার মন্তব্য পেয়ে, দোয়া রাখবেন ভাই।
আজই ইউটিউবে আপলোড করে ব্লগে রাখবো,
শুভকামনা জানবেন ভাই সবসময়

আমাদের ব্লগার শায়মা আপু কিন্তু ভালো গান গায়। উনার হান ইউটিউবে আছে।
উনি কিন্তু দারুন ছবিও আঁকেন।

২৬ শে জুন, ২০১৯ রাত ১১:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানটি ভাই আজ গাওয়ার মতো জায়গা সুযোগ হইলো না, তাই দুঃখিত ভাই আমি আজ শুনাতে পারলাম না বলে।

শায়মা আপু যে অনেকগুলো গুণে গুণবতী তা আমার মতো ব্লগের সবাই জানেন।


শুভকামনা রইল ভাই আপনার জন্য, ভালোবাসা নিরন্তর

১৮| ২৭ শে জুন, ২০১৯ রাত ১১:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
গতকাল গানটি আপলোড করে শুনাবো কথাছিল, কিন্তু গতকাল রেকর্ড করতে পারিনি, সময় সুযোগ ছিল না, সেজন্য দুঃখিত আমি। আজ গানটি আপলোড করেই ব্লগে রেখে গেলাম। আমি কোন শিল্পী নই, নিজের লেখা গানগুলো নিজের মতো করে গেয়ে রাখি গানগুলোর সুরের জানান দিতেই। কারো কাছে সামান্য ভালো লাগলে আমার জন্য আনন্দের, প্রেরণা, সার্থকতা।


মনের মানুষ পাইলাম না-রে

১৯| ০৬ ই জুন, ২০২০ রাত ৮:৪৮

রাকু হাসান বলেছেন:

কোথায় ,জানি না ,পেশাগত কারণে কেমন আছেন । মিস করছি । ফিরে আসুন । শুভকামনা করি ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এখন ঢাকায় আছি ভাই দুই বছর হলো, বর্তমান পোস্টিং একটু ব্যতিক্রম, দীর্ঘ আট ঘন্টা টেলিফোন আর কম্পিউটার অপেন করে বসে থাকার পর ব্যারাকে ফিরে মোবাইল স্কিনে চোখ রাখা কেমন যেন ভালো লাগে না ভাই। এখন তো ফেসবুকের পাতায়ও যাই না তেমন।
আর এখানে তো একটু বেশি সময় না হলে মন্তব্য করা যায় না, পোস্ট না পড়ে মন্তব্য করা আমার খুব খারাপ লাগে, অপরাধী মনে হয় নিজেকে, তাই এখানে আসা হয় না। সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি প্রায় বছর পেরিয়ে যাচ্ছে নতুন কিছুই লিখতে পারিনি, কিছুই লিখতে মনে ধরে না আমার, সবই কেমন যেন বিষাদে ভরে গেছে আমার।


আপনার মন্তব্য আমার হৃদয়ে সাড়া জাগিয়ে গেল, মনে হচ্ছে কিছু সময় প্রিয় ব্লগটায় প্রিয় মানুষদের সাথে কাটানো উচিৎ আমার, চেষ্টা করবো ভাই নিয়মিত হতে। দোয়া রাখবেন ভাই।

ভালোবাসা জানবেন সবসময়
শুভকামনা রইল

২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:



দেড় বছর পর আপনাকে ব্লগে দেখলাম, ভালো থাকুন।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সুপ্রিয়।

আসলে এখন আট ঘন্টা টেলিফোন আর কম্পিউটার অপেন করে বসে থাকার পর মোবাইলে তেমন সময় দিতে ভালো লাগেনা। তাছাড়া বিভিন্ন চিন্তাভাবনা টেনশনে অনেকদিন কিছুই লিখতে পারিনি, আবার মোবাইল গেমিং নেশায় অনলাইনে থাকা হয়নি আমার। পাসওয়ার্ড ভুলে ঝামেলা পেরিয়ে কিছুদিন আগে এখানে লগইন হয়েছিলাম।

আপার সাক্ষাৎ পাওয়া আমার জন্য অনেক আনন্দের, ভালো লাগলো আমাকে মনে ধরে রেখেছেন বুঝতে পেরে।

চেষ্টা করবো, দেখি নিয়মিত হতে পারি কি না।

২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২২

মিরোরডডল বলেছেন:



নয়নকে অনেকদিন পর দেখে ভালো লাগলো ।
এই গানটার কথাগুলো খুব সুন্দর ।
লিংকটা কাজ করছে না, তাই গানটা শোনা হলোনা ।

২২| ২০ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৫৩

খায়রুল আহসান বলেছেন: গানটির কথাগুলো খুব সুন্দর! বিরহের গান, ব্যথার গান, কষ্টের গানটি ঙ্কথা দিয়েই মন ছুঁয়ে গেছে। সুরারোপিত হয়ে আপনার সুকন্ঠে গীত হলে নিশ্চয়ই তা আরও মনোমুগ্ধকর হতো।

আপনি কোথায় উধাও হয়ে গেলেন, বলুন তো? এ ব্লগটি আপনার পুরনো জায়গা, পরিচিত জায়গা। এ ব্লগে আপনার অনেক শুভাকাঙ্খী রয়েছে, তা হয়তো আপনি ভালো করেই জানেন। তাই ফিরে আসুন ব্লগে, নতুন কোন লেখা নিয়ে, তাড়াতাড়ি। নতুন লেখা না এলে অন্যের লেখা পড়ে মন্তব্যের মাধ্যমে আপনার উপস্থিতি মাঝে মাঝে জানান দিয়ে যান।

পোস্টে অষ্টম ভাললাগা। + +

২৩| ২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: বহুকাল হয়ে গেল এ তল্লাটে কবির পা পড়ে না। খুব মিস করছি কবি।

২৪| ০৭ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের প্রিয় কবি আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

২৫| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২৫

ডঃ এম এ আলী বলেছেন:



ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিধাতার অমোঘ বিধান কেও খন্ডাতে পারেনা
একথা চির সত্য যে প্রতিটি মানুষকেই মৃত্যু
বরণ করতে হবে । তারপরেও তোমার প্রয়ানে
মনটা বেথায় ভরে গেছে, কন্ঠ বাকরুদ্ধ ,
হাত চলছেনা কিছু লিখতে, প্রিয়জনকে
হারানোর বেদনা সে যে বড়ই করুন ।
এমনভাবে অকালে ঝড়ে যাবে তা
গুণাক্ষরেও বুঝতে পারিনি ।
জগতকে তোমার অনেক কিছুই দেয়ার ছিল
সে প্রতিভাও তোমার ছিল , এই স্বল্প সময়ের
ভিতরে বাংলার কাব্যভুবনে যে রত্ন সম্ভার
তুমি রেখে গেছ তার রেশ বইবে চিরকাল ।
দোয়া করি আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসী
করেন ।

২৬| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৪

খায়রুল আহসান বলেছেন: প্রিয় নয়ন,

তোমার এ পোস্টে আমি আগেও মন্তব্য করেছি (২২ নং)। তুমি হয়তো সেটা সময়াভাবে দেখ নাই। আর কোনদিন দেখতেও পারবে না। আজ আবার এলাম সামু ব্লগে লেখা তোমার সর্বশেষ এ পোস্টটিতে, তোমাকে কৃতজ্ঞতা জানাতে। এটাও তুমি কোনদিন দেখবে না।

তুমি আমার অনেক পোস্টে আন্তরিকতার সাথে মন্তব্য করে গেছ। তোমার ব্লগীয় জীবনের সর্বশেষ মন্তব্যটিও তুমি আমার অণু কবিতাঃ শব্দহীন শব্দ পোস্টটিতেই করে গেছ। এটা তোমার আমার ব্লগীয় আর্কাইভে একটি মাইলফলক হিসেবে রয়ে যাবে, হয়তো একটি ইতিহাস হিসেবেও।

সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল 'আ-লামীন এর নিকট তোমার মাগফিরাত কামনা করছি। চিরশান্তিতে থাকো তুমি পরলোকে!

খায়রুল আহসান

২৭| ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এভাবে সব ছেড়ে চলে গেলেন, ওপারে ভাল থাকবেন নয়ন ভাই।

২৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৭

নতুন নকিব বলেছেন:



প্রিয় নাঈম জাহাঙ্গীর নয়ন,

একটা সময়ে আমার অধিকাংশ পোস্টে আপনার আন্তরিক মন্তব্য থাকতো। সেই দিনগুলো আজ শুধুই স্মৃতি। আপনার চলে যাওয়ার পূর্বে বহু দিন আপনাকে ব্লগে পাইনি। পেশাগত কারণে আপনার ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণেই হয়তো আপনি ব্লগে নিয়মিত আসার সুযোগ পেতেন না। সেই সুযোগ আর কখনও পাওয়ার সম্ভাবনাও নেই। কারণ, আপনি চলে গেছেন না ফেরার দেশে। পৃথিবীর সকল মায়ার বন্ধন ছিন্ন করে একে একে আমাদের সকলকেই পর্যায়ক্রমে যেতে হবে যেখানে।

প্রিয় নয়ন, জানি, এই কমেন্ট আপনার দেখার সুযোগ হবে না কখনো। আর কোনো দিন আপনি ফিরে আসবেন না আমাদের মাঝে। ব্লগের মায়াময় এই জগতে। পরপারে আপনার আত্মা শান্তিলাভ করুক, সেই দোআ করি।

মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার কাছে কায়োমনোবাক্যে এই দোআও করি, তিনি যেন আপনাকে ক্ষমা করে তাঁর জান্নাতে স্থান দান করেন। আপনার রেখে যাওয়া সন্তান সন্তুতি ও পরিবার পরিজনদের তাঁর রহমতের ছায়ায় আগলে রাখেন।

২৯| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ৯:২৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাবতেই বেশ কষ্ট লাকছে। এভাবে নয়ন ভাই বিদায় নিবেন, বুঝতে পারিনি কখনো।

আল্লাহ তায়ালা ওনার ওপর রহমত করুন। সমস্ত ভুল মাফ করে দিন। আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.