নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

সকল পোস্টঃ

কতনা সহস্র প্রতীক্ষিত

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২০



আমি আজ করেছি পণ- দেখবোই প্রভাত-সূর্য,
হাল্কা কোঁয়াশায় ঢাকা নির্মল বাতাসের স্রোতে
নিঃশব্দে আসবে স্বর্ণকুমারী হয়ে স্বর্ণাভ\'সকাল,
কতনা সহস্র প্রতীক্ষিত মুহূর্ত পাবে মুক্তি-পূর্ণত্ব।
দূরের বা কাছের মসজিদ থেকে ভেসে আসবে
রাত্রির...

মন্তব্য১২ টি রেটিং+৪

স্বজন হারানো কষ্ট...

১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯



আমার প্রহর গুলো সব আজ
বেদনার স্রোতে ভেসে ভেসে বড্ড ক্লান্ত।
আহ! কি যে কষ্ট এই বুকটার ভিতর....!
নয়ন সাগর দুটিতে যেন সুনামির বাঁধভাঙা ঢেউ,
বারবার তীর ছাপিয়ে হৃদয়ের চারণভূমি...

মন্তব্য২৬ টি রেটিং+৫

হারিয়ে যাওয়া মানুষ গুলোকে আবার আমি খুঁজছি (গান)

১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১



হারিয়ে যাওয়া মানুষ গুলোকে
আবার আমি খুজছি,
হারিয়ে যাওয়ার ব্যাথাটাকে
আবার আমি বুঝছি।।
যে হারিয়ে যায়-
সে তো আর আসে না ফিরে।।
জীবনের পদচারনায় সেতো শূন্য,
সেতো শূন্য- সেতো শূন্যই থেকে...

মন্তব্য৪৩ টি রেটিং+১০

|| নিঃশেষ ||

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৭



কত স্বপ্ন পূর্ণতা পাওয়ার আগেই ভেঙে যায়...!
কত চাওয়া প্রকাশের আগেই থেকে যায় অপূর্ণ,
কত সাধ মনের ঘরে থেকে যায় হয়ে অসাধ্য,
কত ইচ্ছে নীরবে ভেসে যায় দুঃসহ বেদনায়...!
কতনা শ্রাবণধারা প্রমাণ...

মন্তব্য৭৩ টি রেটিং+১২

জাগবে প্রভাত সূর্য (আবৃতিসহ)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৪



ক্লান্ত পৃথিবী যখন গভীর ঘুমে নীরব-স্তব্ধ,
ঝিঁঝিঁপোকা\'রা চারিদিক গেয়ে যায় গান;
মনে হয় যেন সুনসান নিঝুম রাত্রির সাথে
কতো সহস্র বছরের বন্ধুত্ব আমার-
কতনা মায়ার বাঁধনে জড়ানো এ\'জীবন!
পাশাপাশি...

মন্তব্য৫২ টি রেটিং+১০

জীবনে প্রথম কবিতা আবৃতি করলাম

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১২


আমি কার
     _নাঈম জাহাঙ্গীর নয়ন 

একটি প্রশ্ন, আমার জীবনকে তুলছে বিষিয়ে;
বারবার আমার হৃদয় দোয়ারে নাড়ছে কড়া। 
চাইছে উত্তর সমাধান, করছে আত্ম চিৎকার;
বড়ই বিস্মিত আমি শুনে এ প্রশ্ন \'আমি কার\'?

নির্বাক...

মন্তব্য২৬ টি রেটিং+৬

ভ্রমরের ডানা ভাইয়ের জলকাব্য-২৩ গানে রূপান্তর

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫০



ও এমন যাদু\'রে তোর- স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
এমন যাদু\'রে তোর- 
স্বপন আঁকে যখন!!
ভ্রমর ডানা- জুড়ে দেখি- তোরই নেশা...!
ও\'তোর রূপের আগুন-
মনে জাগায় ফাগুন!!
এই আগুনে- পুড়ে...

মন্তব্য৩৭ টি রেটিং+৮

কোন কাজে মন বসে না (গান)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৮



কোন কাজে মন বসে\'না একলা একা ঘরে,
বন্ধু আমার না বুঝিয়া রইল দূরে দূরে!!হায়রে 

কত সুখের স্বপ্ন আঁকি নিত্য আমার চোখে,
হৃদয় জুড়ে তার বিচরণ বুঝেও না বোঝে!
স্বপনে আসিয়া...

মন্তব্য৩৬ টি রেটিং+৭

ছবিগুলো থাকুক হাওড় নদী এলাকার স্মৃতি হয়ে (ছবিব্লগ)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪২


নদীতে মাছ আছে প্রচুর। এই এলাকার দরিদ্র পরিবারের বেঁচে থাকার জীবিকা এই নদী ও হাওড় থেকে মাছ ধরেই হয়। আশপাশে কলকারখানা বলতে কিছু নেই। এই এলাকায় বছরে একবার ফসল হয়...

মন্তব্য৫৪ টি রেটিং+১৪

শূন্যময় - তোমার মোহনায়

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১০


শূন্যময়

ভেঙে যাওয়ার ভয়ে আমি আর
স্বপ্ন দেখিনা! সে\'অনেকদিন হয়েছে বন্ধু- 
নতুন কোন স্বপন 
এখন আর আমাকে বাঁধতে\'ই পারেনা! 
অনেকদিন বেঁধে রেখেছিলাম মনটাকে,
বলেছি মিথ্যে কথন, 
আমার ভালোবাসা কখনো হারাবে না।
তাই তো মনটা আমাকে উপহাস করে
বলে,...

মন্তব্য২৪ টি রেটিং+৫

তুমি থাকবে

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩২



তোমার উচ্ছ্বল মনে খেলা করে কত যৌবনা হরিণী চঞ্চলা,
যতবার দেখি মুগ্ধ ততবার কি দারুণ দেখতে তুমি সুনয়না।

তোমার জন্য অনন্তকাল পথিক হয়েও পারি থাকতে,
তোমার মেঘ-কালো কেশ দেখে চৈতি...

মন্তব্য৫২ টি রেটিং+৮

তুমি এসেছিলে সেদিন

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০১



তুমি এসেছিলে সেদিন! মেঘালয় মন-আকাশে
বহুবছর পর জেগে উঠেছিল যেন পূর্ণিমারচাঁদ!
জানো, তোমাকে হারিয়ে বড় অসহায়ের মতই
কাটিয়েছি কতদিন...! কতো সহস্র নির্ঘুম রাত,
নীরবে ঝরিয়েছি কতো- চোখেরজল!
সকাল দুপুর সন্ধ্যা...

মন্তব্য৪২ টি রেটিং+১৩

পুড়ে ঘর অন্তর

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:১৭



চোখ বুজিতেই ভেসে ওঠে প্রিয়ার সেমুখ,
নিয়ম করেই প্রতি রাতে ঘুমানোর আগে।
বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে,
মনের অজান্তেই বেরোয় কথাগুলো খুব।

কর্মব্যস্ত জীবনের ক্লান্ত প্রহর আমার
বিষাদগম্ভীর, অতৃপ্ত,...

মন্তব্য১৮ টি রেটিং+৪

তোমার ঠোঁটে

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫



মিষ্টি হাসির রেশ যখন দেখি তোমার ঠোঁটে,
এই মনের ভেতর তখন প্রেম শিহরণ জাগে।
অবাক হয়ে মুগ্ধ চোখে তোমায় শুধু দেখি,
মনের সুখে স্বপ্ন বুনে কল্পনাতে উঁড়ি।
গড়বো বাসর মেঘের...

মন্তব্য৫৩ টি রেটিং+৮

বলি শুনরে আমার মন (গান)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১



বলি শুনরে আমার মন
চিন্তা ভাবনা না করিয়া
কেমনে দিলি মন।।
আপন করে ভাবলি যারে
হইল কই আপন
ওরে আমার পাগল মন।

কত আশা ভালোবাসা
সাজাইলাম এই বুকে,
কোনদিনও ভাবিনি হায়
মরবো ধুকে...

মন্তব্য৪৭ টি রেটিং+৮

১০১১১২১৩>> ›

full version

©somewhere in net ltd.