নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন যোগাতে নয় মন জাগাতে

নকিব হাসান আবিদ

কষ্ট পাওয়া খুব সহজ বরং সুখে থাকাটাই অনেক কঠিন

নকিব হাসান আবিদ › বিস্তারিত পোস্টঃ

সেই রাত

১৯ শে মে, ২০১৫ সকাল ৭:৪৯

********সেই রাত********
নকিব আবিদ

সেই রাতে জোৎস্না ছিল ,
আকাশে ছিল পূর্ণ চন্দ্র ।

হঠাৎ কিছু কালো মেঘের আনাগোনা আকাশে,
ক্ষনিকের জন্য আড়াল করে দেয় চাঁদকে ।

জোৎস্নাটা একটু আবছা হয়ে গেলেও আমি ঠিকই তোমায় দেখতে পাচ্ছিলাম ,
আমার কোলেই মাথা রেখে সেই রাতটা কাটিয়ে দিয়েছিলে ।

সেই রাত ,
সন্ধ্যা নদীর তীরের সেই বকুল তলার জোৎস্না রাত ।

কত স্মৃতিময় সেই রাত ।

কতো না কথা হয়েছিল তোমাতে আমাতে ।
সব স্মৃতি হয়ে গেছে আজ ।

এমন হওয়ার কি কথা ছিলো ?
ভেঙে যাওয়ার মত কোন স্বপ্ন কি আমরা দেখেছিলাম ?

কপালে আলতো চুমু খেয়ে বলেছিলে পাশে থাকতে ,
পাশেই তো ছিলাম ।

হাতে হাত রেখে বলেছিলে হারিয়ে না যেতে ,
কথা দিয়েছিলাম যাব না হারিয়ে ।

আরও কত না কথাই সে রাতে বলেছিলে ।

কতশত সাক্ষী ছিল সে রাতে ।

আমি কিন্তু কথা রেখেছি,
হারিয়ে যাইনি ।

এই যে এখনো বসে আছি সে বকুল তলায়,
কিন্তু তুমিই কথা রাখনি ।
তুমি আসোনি আর ।

সেই চাদ আছে,
জোৎস্না আছে,
নদী আছে,
বকুল গাছ আছে ।

শুধু তুমিই নেই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.