নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন যোগাতে নয় মন জাগাতে

নকিব হাসান আবিদ

কষ্ট পাওয়া খুব সহজ বরং সুখে থাকাটাই অনেক কঠিন

নকিব হাসান আবিদ › বিস্তারিত পোস্টঃ

ঋতুবতী মেঘের দেশের রানী

২৪ শে মে, ২০১৫ সকাল ১১:৫২

বৈশাখেই এসেছ তুমি বৈশাখী ঝড় হয়ে ,
ভেঙেছো হৃদয় ।

চিরস্থায়ী জায়গা করে নিয়েছ অন্তরের অন্তঃস্থলে ।

তপ্ত রোদে ছায়া হয়েছো তুমি ,
তৃঞ্চায় হয়েছো জল ।
কাঠফাটা রোদে চলার সঙ্গী হয়েছ ।

হাতে হাত রেখে চলতে শিখিয়েছ,
চোখের গভীরে হারাতে শিখিয়েছ ।

বুকে মাথা রেখে ঘুমাতে শিখিয়েছ,
চাপা কষ্ট প্রকাশের সাহস দিয়েছো ।

কান্নার অশ্রুকে হাসির অশ্রুতে পরিনত করেছো,
চলার পথে প্রেরনা দিয়েছো ।

মলিন মুখে হাসি ফুটিয়েছো ।

তুমি আমার প্রিয়তমা,

তুমি আমার প্রেয়সী,

তুমিই আমার ঋতুবতী মেঘের দেশের রানী ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.