নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন যোগাতে নয় মন জাগাতে

নকিব হাসান আবিদ

কষ্ট পাওয়া খুব সহজ বরং সুখে থাকাটাই অনেক কঠিন

নকিব হাসান আবিদ › বিস্তারিত পোস্টঃ

মৃন্ময়ীর প্রত্যাবর্তন

১১ ই জুন, ২০১৫ রাত ১২:৩৭

....... মৃন্ময়ীর প্রত্যাবর্তন........

দেখেছো মৃন্ময়ী বৃষ্টি নেমেছে,
সেদিনও বৃষ্টি ছিল মনে আছে তোমার ?

যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা ।

ঝুম বৃষ্টি থেকে বাঁচতে তুমি দৌড়ে এসেছিলে টঙ দোকানটায়,
হাতের সিগারেটটা মাত্রই ধরিয়েছিলাম ।

তুমি এসে পাশে দাড়াতেই সিগারেটের বাড়তি দামের কথা ভুলে গিয়ে ছুড়ে ফেলে দিয়েছিলাম ।
পরীর মত একটা মেয়ের পাশে দাড়িয়ে সিগারেটের দুর্গন্ধ ছড়ানোটা মনে হয়েছিল বেয়াদবি ।

শুন্য হাতে বোকার মত হা করে তাকিয়ে ছিলাম তোমার মুখপানে,
কথা বলার সাহস ছিল না ।

তুমিই আমায় হকচকিয়ে দিয়ে বলে উঠলে একটু সাহায্য করবেন ভাইয়া,
আমি নির্বিকারের মত হ্যা বলে দিলাম ।

তোমায় পৌছে দিলাম তোমার গন্তব্যে।

খুব ব্যস্ততা ছিল তোমার,
শুধু নামটাই বলেছিলে,
ধন্যবাদ দেয়ার সময়ও তোমার ছিল না ।

না আমি এর জন্য কষ্ট পাইনি মৃন্ময়ী ।

এরপর অনেক খুজেছি তোমায় ।

আজ আবার আমি সেই জায়গায় দাড়ানো,
৬ বছর গত হয়ে গেছে সেই দিনটি, তবু ভুলিনি তোমায় ।

আজও আবার সেদিনের মতই বৃষ্টি হচ্ছে,
আশায় আছি তোমার প্রত্যাবর্তনের ।

জানি হয়তো আর দেখা হবেনা,
তবু অপেক্ষা করতে,
স্বপ্ন দেখতে দোষ কোথায় বল ?

১০ জুন, ২০১৫ ।
টিএসসি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.