নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন যোগাতে নয় মন জাগাতে

নকিব হাসান আবিদ

কষ্ট পাওয়া খুব সহজ বরং সুখে থাকাটাই অনেক কঠিন

নকিব হাসান আবিদ › বিস্তারিত পোস্টঃ

প্রথম চুম্বন

১১ ই জুন, ২০১৫ বিকাল ৪:৩৯

.........প্রথম চুম্বন..........

প্রথম চুম্বনের দ্বিতীয় বর্ষপুর্তি আজ,
হ্যা তোমার ঠোটই ছিল আমার পাওয়া নারীর প্রথম ঠোট ।

তোমায় চুমু খাওয়ার সাহস আমার কখনোই ছিলনা,
আমি না বললেও তুমি বুঝেছিলে ।

তাই তুমিই নিজ থেকে দিয়েছিলে সেই প্রথম চুম্বন ।

শরীরে সেদিন তুমি যে কি শিহরন জাগ্রত করেছিলে তা আমি কখনোই ভাষায় প্রকাশ করতে পারবোনা ।

পাশাপাশি দাড়িয়ে ছিলাম সেদিন,
কথা বলতেই লজ্জা লাগছিলো ।

সেদিন ছিল আমাদের দ্বিতীয় বারের দেখা,
তুমি লজ্জায় আমার চোখের দিকে তাকাতে পারছিলে না মনে আছে ?

কিন্তু হঠাৎ সেই তুমিই কোথা থেকে এত সাহস পেয়েছিলে জানিনা,
বিদ্যুত বেগে হাতটা ধরে একটা ঝড়গতির চুমু দিয়ে অন্যদিকে ঘুরে গেলে ।

আমি হাবার মত হাতের দিকে তাকিয়ে রইলাম মিনিট পাচেক ।

সাহস করে আমিই তারপর তোমার হাত ধরে এক ঝটিকায় আমার বুকের মাঝে নিয়ে এলাম ।

এরপর.........
এরপর ঠোটের সাথে ঠোটের প্রথম মিলন ।

কিছু মুহুর্তের জন্য দুজনে দুজনার মাঝে হারিয়ে গিয়েছিলাম,
ভুলে গিয়েছিলাম এই পৃথিবীর সব রীতিনীতি ।

শেষের দিকে তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে খামচে ধরেছিলে আমায়,
ব্যাথা পাইনি একটুও জানো ।

ছাড়তে ইচ্ছে করছিল না,
কিন্তু কি করবো বল,
এই গাধার যে শ্বাস বন্ধ হয়ে আসছিল উত্তেজনায় ।

ছাড়তে না চাইলেও ছাড়তে হল ,
ছাড়ার সংজ্ঞে সংজ্ঞে তুমি মুখ ঢেকে উল্টা দৌড় দিলে একটা কথাও না বলে ।

তোমার সেদিনের সেই সাহস আর লজ্জা মিশ্রিত মুখ আমি এখনো ভুলিনি,
দেহে যতদিন প্রান আছে হয়তো ভুলতে পারবোনা ।

প্রথম চুম্বনের কথা কি কেউ ভুলতে পারে ???

জানো আমি আজ সেই জায়গায় দাড়িয়ে আছি,
তবে একা ।

এমন হবার কি কথা ছিল ?
কেন এমন হল ?

কথারা কেন কথা রাখেনা বলতে পারো ?

১০ জুন, ২০১৫
টিএসসি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.