নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন যোগাতে নয় মন জাগাতে

নকিব হাসান আবিদ

কষ্ট পাওয়া খুব সহজ বরং সুখে থাকাটাই অনেক কঠিন

নকিব হাসান আবিদ › বিস্তারিত পোস্টঃ

কাটা

১৬ ই জুন, ২০১৫ রাত ১২:০৭

যে পথে তুমি হেটেছিলে সেই পথে ছড়িয়ে রেখেছি সব কষ্ট,
জানিনা তুমি এই পথে আবার হাটবে কিনা ।

যদি হাটো তবে আমার কষ্টগুলো মাড়িয়েই তোমায় এগিয়ে যেতে হবে ।

একদিন ঠিকই অনুভব করবে তোমার পায়ের এক কোনায় কষ্টের ছোট্ট একটি কাটা বিধেছে ।

নাহ এই কাটায় তোমার পা থেকে এক ফোটাও রক্ত ঝড়বে না,
তবে আমি জানি,
রক্তের বন্যা বইবে তোমার হৃদমাঝারে ।

কষ্টের নদীতে হাতরে বেড়াবে কিছুদিন,
তারপর মুক্তি চাইবে ।

কিন্তু কার কাছে মুক্তি চাইবে ?
সেই মুক্তি চাওয়া মানুষের খোজ করবে দীর্ঘদিন ।

তুমি খুবই বোকা,
এতকিছুর পরেও তোমার বুঝতে সময় লাগবে যে কার কষ্টের কাটা তোমার বুকে বেধেছে ।

খুজতে খুজতে হয়তো মনে পড়বে আমায়,
কিন্তু তখন কি আর আমায় খুজে পাবে ?
আমি যে কবেই হারিয়ে গেছি অতল জলে ।

আমাকে হারাতে বাধ্য করেছো তুমি ।

হারিয়ে যাওয়া মানুষ কি কাউকে মুক্তি দিতে পারে ?
যদি পারে তবে আমি তোমায় মুক্তি দিবো ।
কথা দিলাম ।

ভালবাসার মানুষের উপর কি রাগ করে থাকা যায় ?
যায় না ।
কষ্ট দেয়া যায় ?
যায় না ।

ভালবাসি যে তোমায়,
মৃত্যুর আগে ও পরে ।
কি করে কষ্ট দেই তোমায় বল ???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.