নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন যোগাতে নয় মন জাগাতে

নকিব হাসান আবিদ

কষ্ট পাওয়া খুব সহজ বরং সুখে থাকাটাই অনেক কঠিন

নকিব হাসান আবিদ › বিস্তারিত পোস্টঃ

কষ্টের সাথী

১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪২

থাকো নিজের মত করে তুমি ,
আর কখনোই বলবোনা আমাকে দেখতে আসার কথা ।

কখনোই বলবোনা ভালবাসবেনা আমায় ?
কোন কষ্ট করতে হবেনা তোমাকে।

আমি বলেইছিলাম তো যে পাবোনা তোমায় জানি,
তাই বলে কি ভালবাসবোনা ।

বাসবো ভাল তোমাকেই,
তবে কখনো কিছু তোমায় বলবোনা, জোড় করার কোন ইচ্ছে বা অধিকার যে আমার নেই ।

আমার জীবনটা এমনই যা চাই তা কখনোই আমার পাওয়া হয়না,
তাই আজকের পর আর কোনদিন কোন কিছুর আশা করবোনা ।

যেমন ইচ্ছে তেমন থাকবো,
কাউকে এই জীবনের সাথে আর জড়াবোনা ।

তুমি চিন্তা করোনা,
একা থাকতে আমার একটুও কষ্ট হবেনা ।

আসলে তোমাকে পাওয়ার মত কোন যোগ্যতাই যে আমার নেই তা ভুলে গেছিলাম,
ভুল করে থাকলে মাফ করে দিয়ো ।

আমি জানি তুমি জীবনে অনেক বড় হবে,
খুব সুখের একটা সংসার হবে তোমার ।

তুমি সুখেই থাকবে,
তোমার সুখে আমি কখনোই বাধা হয়ে দাড়াবো না ।

আমি নাহয় দূর থেকেই ভালবেসে যাব,
সবার সুখী হতে হবে এমন তো কোন কথা নেই ।

আমি না হয় দুঃখেই কাটালাম একটা জীবন,
একটা মানুষের কষ্টে দুনিয়ার কারো কিছুই আসবে যাবেনা ।

ভাল থাক, সুখে থাক ।
আমার ভালবাসা সুখে থাকলেই আমি সুখী ।

মাঝে মাঝে যদি দেখতে ইচ্ছে হয় আইসো,
তবে কখনোই তা নিজের ক্ষতি করে নয় ।

সুখের সাথী তো হতে পারলাম না, কষ্টে নাহয় পাশে রেখ ।

ভালবাসি খুব, অন্তত কষ্ট থেকে বঞ্চিত করোনা আমায় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.