নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন যোগাতে নয় মন জাগাতে

নকিব হাসান আবিদ

কষ্ট পাওয়া খুব সহজ বরং সুখে থাকাটাই অনেক কঠিন

নকিব হাসান আবিদ › বিস্তারিত পোস্টঃ

কষ্টের ভালবাসা

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৪

তোমার প্রতি কেমন জানি একটা মায়ায় পরে গেছি,
জানিনা এটাকে ভালবাসা বলে কিনা ।

যদি ভালবাসা বলে হ্যা ভালবেসে ফেলেছি,
তুমি কেমন করে যেন এই দুদিনেই আমাকে খুব করে কাছে টেনে নিয়েছো ।

ভালবাসতে কি লাগে আমার জানা নেই,
ভালবাসতে একটা মানুষকে কতটুকু জানতে হয় তা আমার জানা নেই ।

শুধু জানি আমি প্রেমে পরে গেছি,
একটা লক্ষী মেয়ের ।

আমার কেন জানি মনে হয় এই মেয়েটা আমায় মাধবীলতার মত করে ভালবাসতে পারবে,
যেটা আমার কাম্য ছিল সারাজীবন ।
তবে আমি কখনোই তোমাকে জোড় করতে পারবোনা বা করবোনা,
কারন জোড় করার মত কিছুই আমার নেই ।

আমার মত ছন্নছাড়া একটা মানুষের সাথে তোমায় জোড় করে জড়িয়ে তোমায় কষ্টে রাখতে চাইনা,
কারন আমি সারাজীবন নিম্নমধ্যবিত্ত হয়েই হয়তো কাটিয়ে দিবো,
তাই যাকে ভালবাসি তাকে এই জীবনের সাথে ডেকে এনে জড়াতে চাইনা ।

ভালবেসে ফেলেছি ,
কি আর করা,
কখনো তোমায় তো পাওয়া হবেনা জানি তাই দূর থেকেই না হয় ভালবেসে যাব ।

ভুল করে থাকলে ক্ষমা করে দিয়ো,
তবে ভালবাসি এটা সত্যি ।

তোমায় কখনোই বলবোনা ভালবাসো আমায়,
এটা তোমার স্বাধীনতা ।

পাবোনা জেনেও ভালবেসেছি,
কষ্ট তো একসময় হয়তো পাবোই,
সেই কষ্টটা নাহয় ভালবেসেই পেলাম ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.