নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সবুজের বুকে স্বাধীনতা খুঁজি

২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫২



স্বাধীনতার স্বাদ আজও কেন নিতে পারিনা

রক্তে রঞ্জিত আজ মা তোমার মাটি

হায়েনার হিংস্র থাবা

আর শকুনের ক্ষুধার্ত দৃষ্টি ।

সবুজের বুকে মা

আজও স্বাধীনতা খুঁজি।



অন্ন দেবতাও আজ বিমাতা

বিলাসের ঘরে বসত করে

কেঁদে মরে শিশু মায়ের কোলে

স্বেচ্ছায় বিকায় মা সম্ভ্রম

একমুঠো অন্নের আশায় ।।



রক্তচোষা ভ্যাম্পায়ারে ভরে গেছে দেশটা

সভা সমাবেশ ,আর বড় বড় ফাঁকা বুলি

মুখোশের আড়ালে দানব

প্রতিনিয়ত ধোঁকা

বেঁচে থাকার আপ্রান চেষ্টা

তবুও দুচোখে আঁধার দেখা।



কলমের ভাষা ভুলে অস্ত্রের ভাষা

বিভ্রান্ত যুবক

পথ খুঁজে

তলিয়ে যায় অন্ধকারের অতল গহ্বরে

রাজনীতিবিদরা বিড়াল দিয়েই

তাদের থলে ভরে



ধর্ষণের কালিমায় মুখ লুকায় কিশোরী

এসিডে ঝলসে‍ যাওয়া

ক্ষত-বিক্ষত দ্গ্ধ শরীর

যৌতুকের বলি হয়ে

শিরোণাম হয় ওরা খবরের পাতায় ।



এরই নাম কি স্বাধীনতা

যা এসেছিল একাত্তরে

আজও আমি মা

সবুজের বুকে

সেই স্বাধীনতাটাকে খুঁজে ফিরি।॥।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.