নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

পূর্ণতা আর শূণ্যতার দোলাচলে জীবন

৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:২১



শরৎ এর আকাশের মেঘগুলো সরে গিয়ে

ভরা পূর্ণিমা তার উপস্থিতি জানান দিয়েছিলো

মাতাল করা জ্যোৎস্নার মায়াবী শিহরণ

নিঃশব্দে ভেসে চলে পরীরা ।



কাশফুলের পাপড়িগুলো দিয়ে রাঙ্গাবে

স্বপ্নকাতর মন---

কবে একটা পরী নামবে।



ধ্যানমগ্ন যুবকের অন্তহীন তপস্যা

চাঁদের বুড়ির সাথে অন্তরঙ্গতা

অপ্সরা জোনাকিরা ভিড় করে

অন্তঃপুরের অন্দর মহলে ক্ষীণ আশা জাগে।

আবেগে আপ্লুত মন

পরী পোষার সুপ্ত বাসনাটি মাথা চাড়া দিয়ে ওঠে।



শিশির সিক্ত সবুজের গালিচায়

নিমগ্ন চিত্ত পরীর প্রার্থনায়

সাড়া দিয়েছিল একটি পরী।

এঁকেছিল ভালবাসার চুম্বন

তপ্ত হয়েছিল অধর।

মেঘের আড়ালে চাঁদটা কিঞ্চিৎ সরে গিয়েছিল

মুখ টিপে হেসেছিল লজ্জায় ।



ঝিঝি পোকাগুলোর একঘেঁয়ে উম্মাদনা

ধ্যান মগ্ন যুবকের ধ্যান ভঙ্গ হয়।

অভিশাপের বাণী বর্ষিত হয়নি বলে

পোকাগুলো ক্রমাগত ডেকে যায়।



ডানা খসার ভয়ে আতংকিত

ধরণীর বাতাস-বড্ড বিষাক্ত মনে হয়

আলেয়ার আলোর মত মিলেয়ে যায় পরী

ঝিঝি পোকাগুলো উল্লাসে ক্রমাগত উলঙ্গ নৃত্য করে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:২৮

আমিনুর রহমান বলেছেন:




সুন্দর +++

২| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে আমিন ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.