নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আশাহত পাখি মুক্তির স্বাদ নিয়েছিল

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯



আশাহত পাখিটা ডানা ঝাঁপটায়

মুক্ত আকাশে উড়বে বলে

পিঞ্জরে পড়েছে বাঁধা

পায়না খুঁজে কোন চোরাগলি !



চাপা আর্তনাদ আর দীর্ঘ-নিঃশ্বাস

নিয়তির যাতাকলে পিষ্ট

দুমড়ে-মুচড়ে একাকার ।

গুমরে মরা কান্নার শব্দ

কারো কর্ণকুহুরে প্রবেশ করেনা

সভ্য সমাজ,সভ্য মানুষ !



অমানবিক,বড্ড বেশি অমানবিক

সোনার পিঞ্জরে পোষা পাখি

তার আবার মুক্ত বিহঙ্গের মতো

নীলিমার নীলে একাকার হওয়ার দুর্লভ শখ

না সেটা তার জন্য নয় ।



নিয়তির নির্মম পরিহাস

নইলে কেন জন্ম তার

সোনাঝরা রূপ নিয়ে সোনার পাখি হয়ে।

সে তো বিক্রি হয়ে যাওয়া বিক্রেতার কাছে

নতশিরে শুধু হুকুমের দাস

প্রাণ খুলে নিঃশ্বাস নেবার স্বপ্নে বিভোর

স্বপ্ন বিলীন আজ।



প্রাণপনে পাখিটা ডানা ঝাঁপটায়,আরও ঝাঁপটায়

মুক্তির স্বাদ নিতে আপ্রান চেষ্টা চালায়

ঔদ্যত ভাষায় সে প্রতিবাদ জানায়

কিন্তু হায়

পাখিটা আজ আর ডানা ঝাঁপটায় না !



নিথর দেহটা পড়ে আছে তার

সোনার খাঁচার ভেতর

চুঁয়ে চুঁয়ে পড়ছে

ধরণীর বুকে রক্তিম আলতা

রাঙ্গিয়েছে তার পুরো শরীর

আরও রাঙ্গিয়েছে পা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.