নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মুক্তি

১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৪







নৈঃশব্দে'র মন্ত্রে আমি গিলে ফেলি আজ

নীলাভ যত যাতনা ।

বিকৃত বাসনার দাবী নিয়ে প্রস্ফূটিত ওরা

ওদের লাল টক-টক জিভ দেখে

আমি ভয়ে গুটিসুটি হয়ে থাকি ,

ভীষণ গুটিসুটি ।

কেঁপে কেঁপে আমি বুকের ওড়না টানি !!



থমথমে গলি ,আমি সন্তর্পণে পা ফেলি

এই বুঝি নর্দমার কীটগুলো সজাগ হলো!

বিদঘুটে মনোরঞ্জনে ওদের কাল থাবা ওত পেতে থাকে

ত্রস্ত হরিনীর মতো শিকারীর গন্ধে আমি

নিরুপায় হয়ে কাঁদি

ভীষণ কাঁদি !



আমার অসাড় শরীরে দাগ কেটে যায় ওরা বিষাক্ত নখে

নির্বোধ সমাজ হাত বাড়ায় প্রবোধের প্রলেপে

আমি বাধ্য হয়েই হাসি --আবারো হাসি !



মুক্তি চেয়েছি --বাঞ্চিত মুক্তি ,

হুম মুক্তি !

হিমঘরে আজ হিমায়িত অনুভূতি

জাতীয় দৈনিকগুলোতেও শিরোনাম হয়েছি ।



এভাবেই কিছুদিন –কিছু মাস

কিছু বছর –কিছু যুগ

যুগ থেকে যুগ ----------।



মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪২

ইভার নীল বলেছেন: কবিতা ভালো। নামে এত বিচিত্রতা কেন?

২| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ নীল কবিতা পড়েছেন বলে ।তবে কোন নামে বিচিত্রতার কথা বলেছেন বুঝলামনা ।

৩| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: ব্যাপক ভাল লাগলো........।

০১ লা মে, ২০১৪ রাত ৮:২৩

নাসরিন চৌধুরী বলেছেন: দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত ।লেখাটি পড়ার জন্য ধন্যবাদ আজাদ ভাই।

৪| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

পড়লাম নাসরীন চৌধুরীর কবিতা...
কবি এবং কবিতার স্টাইল - উভয়কেই পরিচিত লাগছে
শুভেচ্ছা .... :)

০১ লা মে, ২০১৪ রাত ৮:২৫

নাসরিন চৌধুরী বলেছেন: দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত ।লেখাটি পড়ার জন্য ধন্যবাদ মাইনুল ভাই ।

আর হা আমরা মনে হয় একে অপরের লেখা লেখির সাথে পরিচিত আগে থেকেই ।আপনাদের দেখেই চলে এলাম এখানে ।

পেয়ে ভাল লাগছে ।সাহস ও পাচ্ছি ।

৫| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার !

০১ লা মে, ২০১৪ রাত ৮:২৩

নাসরিন চৌধুরী বলেছেন: দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত ।লেখাটি পড়ার জন্য ধন্যবাদ অভি ।

৬| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: বাহ !! দারুণ !!!

++++++

০১ লা মে, ২০১৪ রাত ৮:২২

নাসরিন চৌধুরী বলেছেন: দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত ।লেখাটি পড়ার জন্য ধন্যবাদ কাগজের নৌকা (রাসেল হোসেন)।

৭| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩১

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: ভাল লাগলো।

০১ লা মে, ২০১৪ রাত ৮:২১

নাসরিন চৌধুরী বলেছেন: দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত ।লেখাটি পড়ার জন্য ধন্যবাদ জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র ।

৮| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩০

আবু শাকিল বলেছেন: কবিতা পড়তে ভাল লেগেছে।
ফডু দুইটা ঠ্যাং এর মাইনে বুঝি নাই ??

০১ লা মে, ২০১৪ রাত ৮:১৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ কবিতা পড়ার জন্য শাকিল ।ঠ্যাং দুটোর মানে হল ''লাশ কাটা ঘরে পড়ে থাকা সেই লাঞ্ছিত যুবতীর লাশ'' যার পা দুটি দৃশ্যমান ।

০১ লা মে, ২০১৪ রাত ৮:২০

নাসরিন চৌধুরী বলেছেন: দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত ।লেখাটি পড়ার জন্য ধন্যবাদ ।

৯| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৯

অপ্রকাশিত কাব্য বলেছেন: কবিতা পড়েছি,খুব ভালো লিখছেন,কবিতার সাথে কবির সাদৃশ্য আছে কি?

১০| ০১ লা মে, ২০১৪ রাত ৮:১১

নাসরিন চৌধুরী বলেছেন: উত্তর দিতে দেরী হওয়ার জন্য ক্ষমা চাচ্ছি ।কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ অপ্রকাশিত কাব্য ।না এই কবিতার সাথে কবির কোন সাদৃশ্য নাই ।তবে এমন ঘটনা আমাদের সমাজের নিত্যনৈমেত্তিক ঘটনা ,আমি চেষ্টা করেছি বিষয়টাকে আমার লেখায় তুলে ধরতে ।
ভাল থাকুন ।

১১| ০৮ ই জুন, ২০১৪ রাত ৮:৫৩

অপ্রকাশিত কাব্য বলেছেন: সমাজের ঘটনাগুলো নিজ কবিতায় স্থান দেয়া নিঃসন্দেহে মহত্ত্বের লক্ষন

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে অপ্রকাশিত কাব্য। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.