নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কতটা আঁধার - কতটা আলো !

০১ লা মে, ২০১৪ রাত ৮:০০









পিঙ্গল অনুভূতি’র রঙ মেখে অদ্ভূত শিথিল হয়ে গিয়েছিলাম

তোমার মনে কি আছে

সবুজ অভিমান কতটা বিবস্ত্র হয়েছিলো সেদিন ?

কি ভীষণ রুক্ষতার বীজ রোয়ে গিয়েছিলে

মৃত্তিকা’র নরোম বুকে !

গভীরে তার কতটা আঁচড় লেগেছে বা লাগেনি

আজ তার হিসেব করতে চাইনে –।



ফাল্গুনী চাঁদ কিন্তু আজও অভিসারে অভিলাষী হয়

বিশুদ্ধ অনুরাগে মুছে ফেলে যত কলঙ্ক !

সুখের নিচোল ভাসে আগুন ঝরা জোছনায়

স্বপ্নে বিভোর নীল প্রজাপতি’রে

কেউ ছুঁয়ে দেয়

গভীর উষ্ণতায় – মিহিন মমতায় ।



হীম কুয়াশা’র চাদরে

যতই আড়াল করো সন্তর্পণে নিজেরে

আজ কতটা এলোমেলো, কতটা বিধ্বস্ত তুমি

তা আমি জানি, বেশ ভালই জানি ।

ঘোর অমাবস্যা’র পরতে পরতে খোঁজ তুমি নীল আদর

অশ্লীল স্পর্শে অপসৃত করো নিজের যত ক্লেদ !



খুব সামান্যই চেয়েছিলাম

শুদ্ধতায় -শুভ্রতায় -সুনসান মৌনতায়,

কিন্তু বেঁকে বসলে তুমি !

আলো আঁধারের দুটি গলিতে

দুজনা’র বাউণ্ডুলে সুখগুলো বিভক্তির রাহুগ্রাসে সমর্পিত আজ ।

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৪ রাত ৮:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চমৎকার।

শুভ কামনা রইল।

০২ রা মে, ২০১৪ রাত ৯:০৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে আলাউদ্দিন আহমেদ ।ভাল থাকা হোক অবিরত।

২| ০১ লা মে, ২০১৪ রাত ৮:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সু্ন্দর । ভাল লাগা রইল।

০২ রা মে, ২০১৪ রাত ৯:০৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন সুজন ভাই ।

৩| ০১ লা মে, ২০১৪ রাত ৮:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার!

০২ রা মে, ২০১৪ রাত ৯:০৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে কাল্পনিক ভালবাসা ।

৪| ০১ লা মে, ২০১৪ রাত ৮:৫৬

মেঘপিয়ন বলেছেন: হীম কুয়াশা’র চাদরে
যতই আড়াল করো সন্তর্পণে নিজেরে
আজ কতটা এলোমেলো, কতটা বিধ্বস্ত তুমি
তা আমি জানি, বেশ ভালই জানি ।
ঘোর অমাবস্যা’র পরতে পরতে খোঁজ তুমি নীল আদর
অশ্লীল স্পর্শে অপসৃত করো নিজের যত ক্লেদ !

খুব সামান্যই চেয়েছিলাম
শুদ্ধতায় -শুভ্রতায় -সুনসান মৌনতায়,



কেমন আছ নাসরিন ? :)

০২ রা মে, ২০১৪ রাত ৯:০৬

নাসরিন চৌধুরী বলেছেন: আরে আপু যে ! কত্তদিন পর ।পেয়ে ভাল লাগছে ।কেমন আছেন আপু ?

০২ রা মে, ২০১৪ রাত ৯:০৭

নাসরিন চৌধুরী বলেছেন: লেখাটি পড়ার জন্য ধন্যবাদ আপু ।ভাল থাকবেন ।

৫| ০১ লা মে, ২০১৪ রাত ১০:৪০

সকাল রয় বলেছেন:

খুব সামান্যই চেয়েছিলাম
শুদ্ধতায় -শুভ্রতায় -সুনসান মৌনতায়,
কিন্তু বেঁকে বসলে তুমি !
আলো আঁধারের দুটি গলিতে
দুজনা’র বাউণ্ডুলে সুখগুলো বিভক্তির রাহুগ্রাসে সমর্পিত আজ ।

_____________________________
অনেক কিছু বলে গেলেন কথায় কাব্যে____অনেক খানি নাড়া দিয়ে গেলেন

ধন্যবাদ কবি

০২ রা মে, ২০১৪ রাত ৯:০৯

নাসরিন চৌধুরী বলেছেন: যাক পরিচিত মানুষগুলোকে পেয়ে ভরসা পাচ্ছি ।লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় সকাল ।
ভাল থাকুন সেই কামনা ।

৬| ০১ লা মে, ২০১৪ রাত ১০:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন:


সুন্দর লিখেছেন । অনেক ভালো লাগলো।

০২ রা মে, ২০১৪ রাত ৯:০৯

নাসরিন চৌধুরী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ।

৭| ০১ লা মে, ২০১৪ রাত ১১:১৮

শুঁটকি মাছ বলেছেন:
হীম কুয়াশা’র চাদরে
যতই আড়াল করো সন্তর্পণে নিজেরে
আজ কতটা এলোমেলো, কতটা বিধ্বস্ত তুমি
তা আমি জানি, বেশ ভালই জানি

দারুন!!!!!!!!!!!!

০২ রা মে, ২০১৪ রাত ৯:১৪

নাসরিন চৌধুরী বলেছেন: আপনার নিকটি কিন্তু বেশ ।
লেখাটি পড়েছেন সেজন্য ধন্যবাদ রইল।
ভাল থাকুন।

৮| ০১ লা মে, ২০১৪ রাত ১১:২৬

এহসান সাবির বলেছেন: দারুন কবিতা।

০২ রা মে, ২০১৪ রাত ৯:১৩

নাসরিন চৌধুরী বলেছেন: আপনাকে ধন্যবাদ সাবির ।

৯| ০২ রা মে, ২০১৪ রাত ১২:২৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: খুব সামান্যই চেয়েছিলাম
শুদ্ধতায় -শুভ্রতায় -সুনসান মৌনতায়,
কিন্তু বেঁকে বসলে তুমি

অনেক সুন্দর উপস্থাপন :)

০২ রা মে, ২০১৪ রাত ৯:১২

নাসরিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন নাজমুল হাসান ভাই ।

১০| ০২ রা মে, ২০১৪ রাত ১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


কবিতায় একরাশ মুগ্ধতা ++++

০২ রা মে, ২০১৪ রাত ৯:১৩

নাসরিন চৌধুরী বলেছেন: জেনে ধন্য হলাম কান্ডারি অথর্ব ।অনেক ধন্যবাদ নিন/।

১১| ০২ রা মে, ২০১৪ সকাল ১০:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ভালো লাগা রেখে গেলাম

০২ রা মে, ২০১৪ রাত ৯:১০

নাসরিন চৌধুরী বলেছেন: হুম পরিচিত লাগছে প্রোফাইল ছবিটি ।কামাল ভাই ।
ধন্যবাদ জানবেন ।
ভাল থাকবেন।

১২| ০৩ রা মে, ২০১৪ রাত ১:৩৫

বাংলার পাই বলেছেন: খুব সামান্যই চেয়েছিলাম
শুদ্ধতায় -শুভ্রতায় -সুনসান মৌনতায়,
কিন্তু বেঁকে বসলে তুমি !
আলো আঁধারের দুটি গলিতে
দুজনা’র বাউণ্ডুলে সুখগুলো বিভক্তির রাহুগ্রাসে সমর্পিত আজ ।--------খুব খুব ভালো লাগলো। শুভেচ্ছা জানবেন।

০৩ রা মে, ২০১৪ রাত ১:৫২

নাসরিন চৌধুরী বলেছেন: আপনার মন্তব্য পেয়ে বেশ ভাল লাগছে বাংলার পাই ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে লেখাটি পড়েছেন বলে ।
ভাল থাকবেন ।আপনার জন্যও শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.