নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বাসন্তী পূর্ণিমায় নক্ষত্রদল

০২ রা মে, ২০১৪ রাত ৯:৩১





কোথায় আছিস তোরা?

মনে আছে তোদের

সেই বাসন্তী পূর্ণিমা'র উতলা আহ্বানে

এলোমেলো অনুভূতিগুলোর অদ্ভূত আলোড়ন?

জোছনার প্লাবনে ভেসে ভেসে যেতো

দুর্বিনীত নক্ষত্রদলের চন্দ্রভুক খেয়ালী মন।

কি এক অজানা আকর্ষণে স্পষ্টভাবে দাগ কেটে যেত বিবাগী স্বপ্নেরা!



আমি কবিতার খাতা খুলে কি বিপর্যস্তই না হতাম

তোদের সূচালো হাসির দাপটে আমার আর কবি হওয়া হয়নি!

তবে আমার পাঁশুটে মুখখানা দেখে দেখে

কেউ একজন নিপুণ কবি হয়ে গিয়েছিল

মনে আছে তোদের?

অনীপ্সিত ভাবেই আমি সেই কবি'র নির্গলিত প্রেমে

একটু একটু করে ঘনীভূত হচ্ছিলাম!

কিন্তু আচম্বিতে'ই আদৃত হলাম সোনার চাবির গোছায়

নাহ কিছুই হলোনা আমাকে দিয়ে!



সেই থেকেই কোথায় যে ছিটকে গেলো সবাই

কোথায় যে ছিটকে গেলাম আমি!



আজও আমার হৃদয় কপাটে খুব সচেতনভাবে কড়া নাড়িস

বাসন্তী পূর্ণিমাগুলোতে এখনও আমি স্মৃতির প্রদীপ জ্বালাই

খুঁজি ফিরি প্রতিভাসিত সেই প্রিয় নক্ষত্রগুলো'কে

বলতো কোথায় আছিস তোরা?

আমারেও কি এভাবে ভাবিস?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ রাত ১২:৩৯

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: ভালো লাগলো লিখতে থাকুন

০৩ রা মে, ২০১৪ রাত ১:২২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে সময়ের গ্যাঁড়াকল ।

২| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


অসাধারন +++

৩| ০৩ রা মে, ২০১৪ রাত ১০:৩৮

নাসরিন চৌধুরী বলেছেন: আপনাকে ধন্যবাদ কান্ডারী ।ভাল থাকা হোক ।

৪| ০৩ রা মে, ২০১৪ রাত ১০:৪১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

নির্বাসিত জোছনাদল সংগ্রহে আছে। তার মানে আপনার কবিতা আগেও পড়েছি।

ভালো লাগলো।

০৪ ঠা মে, ২০১৪ রাত ৮:৫৩

নাসরিন চৌধুরী বলেছেন: বইটি আপনার সংগ্রহে আছে জেনে ভাল লাগল ।আর কবিতার সাথে পরিচিত সেটা জেনেও বেশ লাগছে ।

ধন্যবাদ জানবেন কবি।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫

এহসান সাবির বলেছেন: মনে পড়ে রুবি রায় পড়ে অন্য লেখা পড়তে চলে আসলাম :)

অনেক ভালো লাগল।

শুভ কামনা রইল।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৩

নাসরিন চৌধুরী বলেছেন: জেনে খুশি হলাম। ভাল থাকবেন। অনেক অনেক ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.