নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

“তুমি বড্ড গোঁয়ার” জেনো হে পুরুষ!

২৭ শে জুন, ২০১৪ বিকাল ৫:০০





এ্যাই! তুমি কি মৃত্তিকা'র কোলে নির্ভয়ে সবুজ স্বপ্নের আবাদ করতে পারোনা?

পারোনা কি তুমি তার চোখের গভীরে প্রশান্তির নদী খুঁজে নিতে? কেন শীতল হওনা তুমি সুখের নোনাজলে? “চন্দ্ররাত”-- কত চন্দ্ররাত কেটে গেছে তন্দ্রাহীন- স্পর্শহীন- নির্বাক!

বুকের উষ্ণতায় গলেনি এতটুকুও বরফের পাহাড়!

“তুমি গোঁয়ার, বড্ড গোঁয়ার” জেনো হে পুরুষ!



চোখের কাজল ধুয়ে যায় তোমার অবহেলার বৃষ্টিতে

মুহ্যমান হয়ে পড়ে এই মৃত্তিকা তোমার রূঢ় দৃষ্টিতে; অহৃদ্য আঁচড়ে তবুও অভিষেক করি সোনেলা রোদ্দুর! হুলিয়া জারি করতে চাও? করো তবে---

আত্মমুগ্ধ অহংকারে বেশ সংক্রামিত হও---জীবাণু ছড়িয়ে দাও মৃত্তিকার নরোমে!

তুমি গোঁয়ার, বড্ড গোঁয়ার” জেনো হে পুরুষ!



নির্মল মৃত্যুর ছায়া ঘন হয়ে আসে

শাল-পিয়ালে'র বনে ভাসে পাতাদের ফিসফাস; ডানা ভাঙ্গা গাংচিল স্বরলিপি তোলে হলুদ নদীটি'র পাড়ে! কাশফুলের পাপড়িগুলো খসে খসে পড়ে বিষাদে! হেলেঞ্চা'র ঝোপে জোনাক মেলা বসেছে। “আজ চন্দ্ররাত”

কুয়াশার চাদর জড়িয়ে একটু ওম খুঁজছিলাম—নরোমওম।

কিন্তু তুমি নিরুত্তাপ; তুমি বড্ড গোঁয়ার, জেনো হে পুরুষ!













মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪৫

মৃদুল শ্রাবন বলেছেন: সুন্দর কাব্য উপস্থাপনা।

নির্মল মৃত্যুর ছায়া যখন ঘন হয়ে আসে তখন প্রকৃতির যে বর্ননা দিয়েছেন
"শাল-পিয়ালে'র বনে ভাসে মৌমাছিদের ফিসফাস; ডানা ভাঙ্গা গাংচিল স্বরলিপি তোলে হলুদ নদীটি'র পাড়ে! কাশফুলের পাপড়িগুলো খসে খসে পড়ে বিষাদে! হেলেঞ্চা'র ঝোপে জোনাক মেলা বসেছে"। তবু সে পুরুষ
বড্ড গোঁয়ার। আসলেই প্যাথেটিক ব্যপার।

২| ২৭ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫৭

নাসরিন চৌধুরী বলেছেন: হুম ঠিক তাই ।

ধন্যবাদ জানবেন শ্রাবন।
ভাল থাকা হোক সবসময় ।

৩| ২৭ শে জুন, ২০১৪ রাত ৮:১৪

মি. হুমায়ুন কবির বলেছেন: কবিতার কথাগুলো অনেক সুন্দর। ভাল লাগলো........। শুভকামনা

২৭ শে জুন, ২০১৪ রাত ৮:৫৩

নাসরিন চৌধুরী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ও মন্তব্যের জন্য ।

৪| ২৭ শে জুন, ২০১৪ রাত ১০:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর ।
মুগ্ধপাঠ্য ।

২৭ শে জুন, ২০১৪ রাত ১১:০৬

নাসরিন চৌধুরী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ স্বপ্নবাজ অভি

৫| ২৭ শে জুন, ২০১৪ রাত ১১:২৯

আরাফ করিম বলেছেন: ভালো লাগলো।

২৮ শে জুন, ২০১৪ রাত ১২:০৭

নাসরিন চৌধুরী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আরাফ করিম

৬| ২৭ শে জুন, ২০১৪ রাত ১১:৫৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব ভালো লাগলো।

২৮ শে জুন, ২০১৪ রাত ১২:০৮

নাসরিন চৌধুরী বলেছেন: প্রত্যাশার আর প্রাপ্তির মিলন ঘটলে ভালই লাগে। আজ পোষ্ট দিবো দিবো ভাবছিলাম সাথে আপনাকেও খুজছিলাম।
ধন্যবাদ প্রিয় কবি।

৭| ২৮ শে জুন, ২০১৪ রাত ১:৩১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: নির্মল মৃত্যুর ছায়া ঘন হয়ে আসে
শাল-পিয়ালে'র বনে ভাসে পাতাদের ফিসফাস; ডানা ভাঙ্গা গাংচিল স্বরলিপি তোলে হলুদ নদীটি'র পাড়ে! কাশফুলের পাপড়িগুলো খসে খসে পড়ে বিষাদে! হেলেঞ্চা'র ঝোপে জোনাক মেলা বসেছে। “আজ চন্দ্ররাত”
কুয়াশার চাদর জড়িয়ে একটু ওম খুঁজছিলাম—নরোমওম
-এটুকু কোট করতেই হলো ... দারুণ মননশীল শব্দচয়ন ...

সৌখিন উপস্থাপনায় ভালোলাগা এবং বর্ণ বিন্যাসে সাধুবাদ ...

শুভকামনা রইলো ...

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫০

নাসরিন চৌধুরী বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগছে । ধন্যবাদ সহ শুভকামনা জানবেন।

৮| ২৮ শে জুন, ২০১৪ সকাল ১০:৩২

চন্দ্রমানব বলেছেন: পড়লাম, অনবদ্য মনে হয়েছে। ধন্যবাদ।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৯

নাসরিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ চন্দ্রমানব।

৯| ২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: তুমি বড্ড গোঁয়ার, জেনো হে পুরুষ!

অনবদ্য কবিতা+++

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন বঙ্গভূমির রঙ্গমেলায়।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন বঙ্গভূমির রঙ্গমেলায়।

১০| ২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: তুমি বড্ড গোঁয়ার, জেনো হে পুরুষ!

অনবদ্য কবিতা+++

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন বঙ্গভূমির রঙ্গমেলায়।

১১| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১:৪০

শুঁটকি মাছ বলেছেন: সুন্দর কবিতা!!!

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে শুঁটকি মাছ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.