নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বিবাগী!

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২০





নীল জোছনার দহনে পুড়েছিল সেদিন এই আবেগী নদী

“পরিযায়ীপাখি” তুই চন্দ্রাহত হয়ে মুখ গুঁজেছিলি আমার খোলা চুলে!

সতেজ দ্বিধা'য় কতবার আন্দোলিত বুকের জমিন;

সাদা মেঘের পাপড়ি মেখে পেখম মেলেছিল পরিণত প্রেম; আহা আমার সেই পরিণত প্রেম! সেই থেকেই আমি বিবাগী, পরিযায়ী তোর প্রলম্বিত আহ্বানে!



কেইবা জানে পরিযায়ীসুখ বিস্ফোরিত হবে ব্যসন ব্যঞ্জনায়

বিবর্ণ ছায়াও আজ মুখ লুকায় সীমাহীন লজ্জায়!

প্রতি কুহকী পূর্ণিমায় প্রহেলিকা'র খেয়া'য় ঘুড়ে বেড়াস তুই;

খুঁজিস সুকৌশলে মনোলোভা নীল প্রজাপতি

দ্যাখনা “পরিযায়ী”

দেয়ালের ওপাশটায় সবুজ অভিমানে আজ কতটা পুড়ি!

খুঁজেছি যে বেভুলো মনে শুধু ভালবাসার নুড়ি।

আমি যে বিবাগী, পরিযায়ী তোর প্রলম্বিত আহ্বানে!



জোয়ার থেমে গেছে; ফিরেছিস ঘরে তুই সাথে চাঁপা বকুলের ঘ্রাণ

পদাঘাতে'র চিহ্ন ফেলে গেছিস নরোম মৃত্তিকায়; আহত গাঙচিল আজও ডানা ঝাঁপটায়! ফিরতে পারিনি ঘরে আমি, আজও ফিরি নাই;

প্রতীক্ষার মালা জপে জপে সুর তুলি আজও বিরহী তানপুরায়!

আমি যে বিবাগী, পরিযায়ী তোর প্রলম্বিত আহ্বানে!

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩০

সকাল রয় বলেছেন:
মুগ্ধতা!


ভালো লাগা কবিতা।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ।

২| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৫

সুমন কর বলেছেন: শেষের দিকে ভাল লাগল।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০১

নাসরিন চৌধুরী বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগল। ধন্যবাদ আপনাকে।

৩| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।
পরিয়াযী পাখির ভ্রমন যেন!

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৪

নাসরিন চৌধুরী বলেছেন: যাক শুনে খুশি হলাম। ভয়ে ভয়ে ছিলাম লেখাটি নিয়ে। গতকাল থেকেই অনেক এডিট করেছি।
ধন্যবাদ ---দূর্জয়।"

৪| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৪

ডার্ক বলেছেন: অন্ধকারে কাঁদিছে উর্বশী,
কান পেতে শোন বন্ধু শ্মশানচারিণী,
মৃত্যু অভিসারিকার গান।

আপনার শিরোনাম দেখে কবিতার লাইনগুলো মনে পরে গেলো।

আপনার কবিতাটা সুখপাঠ্য। ভালভাবে বোঝার জন্য আরও কয়েকবার পড়তে হবে। তবে, একটা শব্দ নিয়ে একটু খটকা লাগছে।

বেভুলোমনে কথাটার মানে কি?

৫| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে । আমার শব্দদুটো এক হয়ে গেছে। এডিট করেছি। বেভুলো মনে। বেভুল----ভুল বা ভ্রান্তি।

৬| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন ।

প্রেম! সেই থেকেই আমি বিবাগী, পরিযায়ী তোর প্রলম্বিত আহ্বানে! :)

৭| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ কবি

৮| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


দুর্দান্ত +++

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ কবি। জেনে ভাল লাগল।

৯| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর ! পরিযায়ী পাখি বাসা বাঁধে খোঁপায় !

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৪

নাসরিন চৌধুরী বলেছেন: বেশ সুন্দর বলেছেনতো---পরিযায়ী পাখি বাসা বাঁধে খোঁপায় ! ধন্যবাদ আপনাকে স্বপ্নবাজ।

১০| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:২৩

আরজু মুন জারিন বলেছেন: আমি, আজও ফিরি নাই;
প্রতীক্ষার মালা জপে জপে সুর তুলি আজও বিরহী তানপুরায়!
আমি যে বিবাগী, পরিযায়ী তোর প্রলম্বিত আহ্বানে! X(( X(( X((

ভাল লাগল নাসরিন কবিতাটি পড়ে।বেশ একটা সুরের দোলা লাগল যেন মনে।

অনেক শুভেচ্ছা রইল।

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপু----যাক এখানেও পেলাম আপনাকে।ভাল থাকা হোক।

১১| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৭

লেখোয়াড় বলেছেন:
কবিতাটি পড়তে খুব ভাল লাগল।
অনেক শব্দের সমাহার আপনার ভিতর কবি।

কি একটা হতাশা, কি একটা না পাওয়া, কি একটা চাপা যন্ত্রণা সমগ্র কবিতায় প্রবাহমান। এই ভাবটাই কবিতা আমাকে কাছে টেনেছে বেশি।

ভাল থাকুন।

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৩

নাসরিন চৌধুরী বলেছেন: জেনে ভাল লাগল ----কবিতাটি পড়েছেন সেজন্য ধন্যবাদ লেখোয়াড় ।
ভাল থাকবেন।

১২| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৭

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা নাসরিন।
কবিতা গতকাল পড়েছিলাম। আজ এলাম মন্তব্য করতে।

ভালো লাগা রইলো।
বেশ লিখেছো।

সুন্দর থেকো।

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ নীল'দা। পড়েছেন জেনেই খুশি----তারপরও মন্তব্য দিতে এলেন দেখে কৃতজ্ঞতা।
আপনিও ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.