নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

প্রহেলিকা জীবন!

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৬





স্বচ্ছ মনের দেয়ালে শ্যাওলা পড়তে দেইনি একফোঁটাও

তবুও কেন জানি শ্যাওলা'র গন্ধে বুঁদ হয়ে থাকি আমি নিজেই

দীর্ণ পদাঘাতে কেঁপে ওঠে আমার বুকের জমিন!

শুদ্ধতা'র আবির মেখে মেখে যে মৃত্তিকা একদিন আকাশ ছুঁয়েছিল

তোমার আকাশ--

রুঢ় রুদ্রে'র প্রখর উত্তাপে সে মৃত্তিকা আজ ফেটে চৌচির!



নির্মল নগ্নতার ছোবলে আজ তুমি নীল; আরও নীল

নগরী'র শরীর থেকে খসে খসে পড়ে বোধে'র মুক্তোদানা

বিহঙ্গী'দের মেলা বসে নন্দিত নরকে; তুমি নিমগ্ন হও কি অবলীলায়!

ঈশ্বরে'র আরাধনা বড় বেমানান এই পাপের নগরে!

মৃত্যু'রা ও আজ হিমশীতল অনুভূতির আলিঙ্গনে দগ্ধ হয়; নাহ ফেরানো যায়না পথভ্রান্ত পথিক'দের!



শিথিল করে দিয়েছি সম্পর্কের দাবী;

অভিযোগে বা অনুযোগেও আক্রান্ত হইনা খুব একটা

ভাবি, যদি পানকৌড়ি'র জীবন বেছে নিতে পারতাম!

আহা জীবন! “প্রহেলিকা জীবন”

ব্যবচ্ছেদ করা সাধ্য কার!

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০২

লেখোয়াড় বলেছেন:
মানুষের জীবনকে আসলেই মাঝ মাঝে প্রহেলিকা মনে হয়।

মানুষের একটি সময় এসে যায় যখন অনেক কিছুই তাকে আর চালিত বা বিচলিত করতে পারে না। আপনি যেমন বলছেন...........

সম্পর্ক শিথিল করলেও অনুযোগ বা অভিযোগে আক্রান্ত না হওয়ার কথা।

খানিক আগে আপনার একটি কবিতা পড়ে এসেছিলাম।
এখন একটি নতুন কবিতা পড়লাম।

আহা! কি যে সুখ আজ বিকেলটায়!

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫১

নাসরিন চৌধুরী বলেছেন: খানিক আগে আপনার একটি কবিতা পড়ে এসেছিলাম।
এখন একটি নতুন কবিতা পড়লাম।

আহা! কি যে সুখ আজ বিকেলটায়!

বাহ বেশ বলেছেনতো----অনেক অনেক ধন্যবাদ জানবেন লেখোয়াড়।

২| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৯

মি. হুমায়ুন কবির বলেছেন: সুন্দর লিখেছেন, ভাল লাগলো..

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ার জন্য।

৩| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩২

সকাল রয় বলেছেন:
কবিতা পড়ে ভাবতে শুরু করলাম।

অনেক ভাবনার কবিতা

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ সকাল'দা --প্রিয় পাঠকের জায়গাটি দখল করে নিচ্ছেন নিজগুনে।

৪| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পুরো কবিতায় সৌন্দর্য্য খেলা করছে --- এক কথায় অসাধারণ ---

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপু লেখাটি পড়ার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য।
ভাল থাকুন ---

৫| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৯

পার্থ সুমিত ভট্টাচার্য্য বলেছেন: প্রহেলিকা ...... বেঁচে থাকা এভাবেও ভেবে দেখার অবকাশ আছে
ধন্যবাদ ... পড়তে ভাল লেগেছে

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে পার্থ ।
ভাল থাকুন---

৬| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রহেলিকা জীবন ভাল্লাগছে।
দারুন।

৭| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫১

নাসরিন চৌধুরী বলেছেন: জেনে আমারও ভাল্লাগছে দূর্জয়। ধন্যবাদ অনেক।

৮| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন:




শিথিল করে দিয়েছি সম্পর্কের দাবী;
অভিযোগে বা অনুযোগেও আক্রান্ত হইনা খুব একটা
ভাবি, যদি পানকৌড়ি'র জীবন বেছে নিতে পারতাম!
আহা জীবন! “প্রহেলিকা জীবন”
ব্যবচ্ছেদ করা সাধ্য কার!


ফিনিশিং দারুণ হয়েছে।
ভালো লাগা রেখে গেলাম।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৮

নাসরিন চৌধুরী বলেছেন: আপানাকে অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন লেখাটি পড়ার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

৯| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৩:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার লেখনি প্রশংসনীয়। দারুণ লেখেন আপনি।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৯

নাসরিন চৌধুরী বলেছেন: জেনে খুশি হলাম কান্ডারি অথর্ব । ধন্যবাদ নিন।

১০| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন:
ভাবি, যদি পানকৌড়ি'র জীবন বেছে নিতে পারতাম!
আহা জীবন! “প্রহেলিকা জীবন”
ব্যবচ্ছেদ করা সাধ্য কার!


খুবই ভালো লাগলো! মুগ্ধপাঠ! সামনে আরো কবিতা পড়ার অপেক্ষায় রইলাম!

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক । ভাল থাকুন--পাশে থাকুন।

১১| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩১

ডি মুন বলেছেন: শিথিল করে দিয়েছি সম্পর্কের দাবী;
অভিযোগে বা অনুযোগেও আক্রান্ত হইনা খুব একটা
ভাবি, যদি পানকৌড়ি'র জীবন বেছে নিতে পারতাম!
আহা জীবন! “প্রহেলিকা জীবন”
ব্যবচ্ছেদ করা সাধ্য কার!


বাহ, চমৎকার।

লিখে চলুন নিরন্তর।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে ডি মুন। আপনিও কিন্তু বেশ লিখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.