নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

তোমায় বুঝিনা মেয়ে!

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৯







মৃত্তিকা'র ঘ্রাণ মেখে মেখে তুমি কেমন জানি আবেশ ধরাও

আমি আসক্ত হই; বেভুলো মনে তৃষ্ণার ঝাঁপি খুলে বসি!

নীলকণ্ঠী'র পালক গুঁজে দেই তোমার এলোচুলে

অভিমানী চোখে বেশ শাসন করো

কিন্তু প্রশ্রয়ে'র দরজাটাও দিব্যি খোলা রেখেছো!



মদিরাক্ষী'র বুকে কেটে যায়- যাকনা তবে এই ডানপিঠে রাত

তারা'দের উল্লাসে ভাসুক না'হয় প্রণয় উৎসব!

গাঢ় নিঃশ্বাসের তাপে গলে গলে পড়ুক আবেগী জ্যোৎস্না'র রঙ

সম্মোহনের যাদুতে অভিলাষী হোক আনাড়ি প্রেম-- আহা আনাড়ি প্রেম!



তোমার কাঁচের চুড়ি ভেঙ্গে গেছে বুঝি বে'খেয়ালে

লাল টিপ'টাও খসে গেছে দেখি!

সুখের চাঁদ মুখ লুকিয়েছে আজ তবে নিবিড় মেঘের আড়ালে!

শব্দহীন ক্ষোভে কাঁপছ তুমি--

আমি নির্বাক; তোমার হিমশীতল চোখে দেখেছি আমার পাপ

কি জানি কতটা স্বজ্ঞানে আর কতটাইবা অজ্ঞানে!



নাহ তোমায় বুঝিনা মেয়ে-- কখনোই বুঝিনা!

মন্তব্য ৩৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৭

ডি মুন বলেছেন: বাহ, দারুন কবিতা।

ভালো লাগলো।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ কবি ।পাশে পেয়ে খুশি হলাম। ভাল থাকুন।

২| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: মৃত্তিকা'র ঘ্রাণ মেখে মেখে তুমি কেমন জানি আবেশ ধরাও
আমি আসক্ত হই; বেভুলো মনে তৃষ্ণার ঝাঁপি খুলে বসি!
নীলকণ্ঠী'র পালক গুঁজে দেই তোমার এলোচুলে
অভিমানী চোখে বেশ শাসন করো


শুরুতেই মুগ্ধতা ! বেশ উপভোগ করেছি প্রেমময় কবিতা !
সুন্দর থাকুন !

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে অভি লেখাটি পড়ে সুন্দর মূল্যায়নের জন্য।
আপনিও ভাল থাকুন ===সুন্দরে থাকুন।

৩| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

কবিতা ভালো লেগেছে। নীচের লাইন দুটি আমার খুবই ভালো লাগলোঃ


আমি নির্বাক; তোমার হিমশীতল চোখে দেখেছি আমার পাপ
কি জানি কতটা স্বজ্ঞানে আর কতটাইবা অজ্ঞানে!



তুলনীয়ঃ ‘তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।’


শুভেচ্ছা আপু।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া। লেখাটি পড়েছেন ও মূল্যায়ন করেছেন জেনে কৃতজ্ঞ।
ফেবুতে আপনার লেখালেখির সাথে মোটামুটি পরিচিত ।
ভাল থাকবেন । সামনের দিনগুলোতে পাশে পাব সে প্রত্যাশায়----

৪| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন ।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৯

নাসরিন চৌধুরী বলেছেন: আপনার প্রোফাইলের ছবিটি হুমায়ুন ফরিদীকে মনে করিয়ে দেয়। আপনি যতবারই আমার পোষ্টে কমেন্ট করেছেন আমি বার বারই ভাবছি আপনি ফরিদী টাইপ একজন মানুষ হবেন। যাই হোক ফরিদীর প্রতি শ্রদ্ধা সাথে আপনাকেও । লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই।

৫| ১০ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


সত্যি মেয়ে তোমায় বুঝি না :( :(

১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা ---কেউই বুঝেনা----নিজেও নিজেরে বুঝিনা।
ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

৬| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার লিখেছেন। ভালো লেগেছে।

১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

নাসরিন চৌধুরী বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম ।ধন্যবাদ জানবেন ।

৭| ১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

নুরএমডিচৌধূরী বলেছেন: আমি নির্বাক; তোমার হিমশীতল চোখে দেখেছি আমার পাপ
কি জানি কতটা স্বজ্ঞানে আর কতটাইবা অজ্ঞানে!

নাহ তোমায় বুঝিনা মেয়ে-- কখনোই বুঝিনা!

দারুণ একটা কবিতা যা আমাডের লিখা উচি্ৎ আমরা পারিনি তা আপনি পেরেছেন
অনেক অনেক শূভ কামনা রইল

১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা এভাবে বলে লজ্জা দিচ্ছেন কেন? পড়ার জন্য ধন্যবাদ। পাশে পাব সামনের দিনগুলোতে সে কামনা।

৮| ১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

লেখোয়াড় বলেছেন:
ছবিটা কার ? নাকি সংগৃহীত।

আপনার কবিতায় একটি মায়াবী টান লক্ষ করছি।
কেমন যেন জড়িয়ে ধরতে চায়।

এটা কি নহাৎ ভোগ না প্রেম? শেষের দিকে পাপ বললেন কেন?

১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২২

নাসরিন চৌধুরী বলেছেন: ছবিটি সংগৃহীত--গুগুল। আমার সেটা উল্লেখ করা উচিত ছিল সেজন্য দুঃখিত।

আপনার মন্তব্যে অনুপ্রাণিত ।পাশে পাব সবসময় আশা করি।

১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

নাসরিন চৌধুরী বলেছেন: এটা কি নহাৎ ভোগ না প্রেম? শেষের দিকে পাপ বললেন কেন?
প্রেমই কিন্তু অনেক সময় মৌন সম্মতি থাকে মেয়েদের --মানে সরাসরি না বলেনা আবার সরাসরি হাঁ ও বলেনা কিন্তু যখন আবেগের মোহ কেটে যায় তখন সব দায় প্রেমিকের ঘাড়ে। তখন প্রেমিকার চোখে দেখা দেয় প্রেমিকের অপরাধ---মানে প্রেমিককেই অপরাধী সাব্যস্ত করা।

তাই শেষে প্রেমিক আক্ষেপ করে বলে তোমায় বুঝিনা মেয়ে কখনওই বুঝিনা।

৯| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৪

আরজু মুন জারিন বলেছেন: মদিরাক্ষী'র বুকে কেটে যায়- যাকনা তবে এই ডানপিঠে রাত
তারা'দের উল্লাসে ভাসুক না'হয় প্রণয় উৎসব!
গাঢ় নিঃশ্বাসের তাপে গলে গলে পড়ুক আবেগী জ্যোৎস্না'র রঙ
সম্মোহনের যাদুতে অভিলাষী হোক আনাড়ি প্রেম-- আহা আনাড়ি প্রেম!
X( X( X( X(

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপু লেখাটি পড়ার জন্য। ভাল থাকুন।

১০| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেশ লাগলো।।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। লেখা নিয়ে আসুন দ্রুত।অপেক্ষায়----

১১| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১২

মনসুর আলী বলেছেন: apo kobitar boi ter dorkar chilo

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১২

নাসরিন চৌধুরী বলেছেন: এক রঙ্গা ঘুড়ি প্রকাশনা থেকে বের হয়েছিল।

আমি আপনাকে জানাচ্ছি কার সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে।

১২| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৯

নাসরিন চৌধুরী বলেছেন: নির্বাসিত জোছনাদল

১৩| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৪

নাসরিন চৌধুরী বলেছেন: মনসুর আলী ভাই আপনি আমার উপরের মন্তব্য নির্বাসিত জোছনাদল লেখা লিংটিতে ক্লিক করে বইটি অনলাইনে রকমারি ডটকম থেকে কিনতে পারেন।

১৪| ১৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: কান্ডারি অথর্ব বলেছেন:


সত্যি মেয়ে তোমায় বুঝি না :( :(

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৫

নুরএমডিচৌধূরী বলেছেন: সত্যি মেয়ে তোমায় বুঝি না X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭

নাসরিন চৌধুরী বলেছেন: হুম সবাই তাই বলে --!!

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৭

নুরএমডিচৌধূরী বলেছেন: সম্মোহনের যাদুতে অভিলাষী হোক আনাড়ি প্রেম-- আহা আনাড়ি প্রেম! X( X( X( X( X( X(( X(( X(( X(( X(( X(( :-P :-P :-P :-P :-P :-P :!> :!> :!> :!> :#> :#> :#> :#> :#> X( X( X( X( X(

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

মনসুর আলী বলেছেন: আপু কার সাথে যোগাযোগ করব?

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৪

নাসরিন চৌধুরী বলেছেন: ১২ নাম্বার কমেন্টে নির্বাসিত জোছনাদল লেখাটিতে ক্লিক করেন তাহলে রকমারি ডট কমের পেইজটি চলে আসবে। তখন আপনি অর্ডার করতে পারবেন । নইলে Click This Link এই লিংকে নীল'দার সাথে ফেবুতে যোগাযোগ করতে পারেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.