নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

প্রভাতের আলোয় উদ্ভাসিত আমি !

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৪







হৃদ্য,

তেপান্তরের মাঠ পেরিয়ে অর্বাচীন সুখটুকু কিনেছিলাম আমি। তুমি খেঁয়ালি মনের ঝাঁপি খুলে দিয়েছিলে। আমি বলেছিলাম, “ওমা সেকি! তুমি কিভাবে জানতে আমি কড়া নাড়বো ?” তুমি মুখ টিপে হেসে বলেছিলে , “হুম আমি সব জানি; আমার যে জহুরী'র চোখ।” সত্যিই কি তুমি সব জানতে হৃদ্য ? চালতা বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, শালিকগুলো কিচির মিচির করে ডাকছিল; মনে হচ্ছিল ওরা আমাদের স্বাগত জানাচ্ছে। তুমি বললে “প্রকৃতি এতটা গোঁয়ার হতে পারে জানা ছিল না; দেখো লজ্জাবতী কিভাবে নুয়ে পড়েছে অথচ তার ধার কত, উফ আমার পা'টা কেটে গেলো !” আমি তোমাকে আলতো ছুঁয়ে বলেছিলাম, “কাঁটা দেখোনা সোনা--সবুজটা দেখো। জীবনের বাঁকে বাঁকে ছড়িয়ে থাকবে হাজারো কাঁটা, তুমি জীবনের সুন্দর রঙটাকে দেখো, জীবনের বোধটাকে দেখো তাহলে কাঁটার ব্যথা ভুলে যাবে। প্রকৃতির সবুজে বিলীন হয়ে যাও- লজ্জাবতীর আঘাত তুচ্ছ মনে হবে।” তুমি আমার কথাগুলো শুনে তন্ময় হয়ে আমার দিকে তাকিয়ে ছিলে-------।



হঠাৎই কান্নাস্বর, একটা নবজাতকের চিৎকার। আমরা থমকে গেলাম। হেলেঞ্চার ঝোপে বসা প্রজাপতিগুলো ভীত হয়ে আঁচল ভাসাল বৈকালী আকাশে । শিমুল গাছের ফুলগুলো খসে পড়ল বোঁটা থেকে। নেতিয়ে পড়ল সেই লজ্জাবতী। আকাশের চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। লোকালয় ছেড়ে প্রকৃতির শরণে এসেছি শৌখিন শীষ বাজাবো বলে কিন্তু সংক্রামিত হলাম কিসের মায়ায় জানিনা ! নিজের প্রদমিত করতে পারিনি, আমি সামনে এগিয়ে গেলাম।



তুমি আমাকে বললে, “নিজের হাতে চিরতার বীজ বুনতে যেওনা তাহলে জীবনটা তিক্ততায় ভরে যাবে।”

আমি তোমার কথায় কর্ণপাত করিনি। আমি দু'হাত দিয়ে কচি প্রাণটাকে বুকে তুলে নিলাম। সে আজ থেকে আমার- একান্তই আমার। আমি তাকে ভোরের আলো দেখাবো; আমি তাকে দুপুরের রোদের তেজ দেখাবো; গোধূলির মায়া দেখাবো; রাতের কষ্ট দেখাবো। আমি তোমায় স্পষ্ট করে বলেছিলাম, তুমি যদি সাড়া দাও ভাল, যদি সাড়া না দিলে আমার কিছুই করার নেই। আমি তুলতুলে সোনা বাচ্চাটা'র “মা” হব। আমি আমার আলো তার ভেতর- বাহির সব জায়গায় ছড়িয়ে দেবো।



না তোমাকে রাজি করানো যায়নি হৃদ্য। তুমি পরাজিত সৈনিকের মত ময়দান পরিত্যাগ করলে। আমার কষ্ট হয়েছে খুব তোমার জন্য কিন্তু আপসোস হয়নি। কারন আমি জীবন থেকে পালাবোনা। তুমি জান, আমি সেই সোনা বাচ্চাটার নাম রেখেছি 'প্রভাত' ; আজ সে অনেক বড় হয়েছে। আমাকে সে গলা জড়িয়ে 'মা' বলে ডাকে। আমি সকল কষ্ট ভুলে যাই তার এই ডাক'টিতে। তাকে আমি ভালবাসা শিখিয়েছি, কাঁটার আঘাত ভুলে থাকার মন্ত্র শিখিয়েছি। সে জানে- সে ভালবাসতে জানে, কিন্তু আঘাত দিতে জানেনা। সে ঝড়ের প্রতিকূলে শক্ত হাতে জীবনের হাল ধরতে জানে। আমি আজ বড্ড নিশ্চিত হৃদ্য।

তোমার প্রতি আমার কোন অনুযোগ বা অভিযোগ কিছুই নেই।



তুমি জানতে চেয়েছিলে আমি কেমন আছি- তাই আমি জানালাম। তুমিও তোমার সংসার নিয়ে ভাল আছ জেনে ভাল লাগল। ভাল থেকো- পাশের মানুষটিকে ভাল রেখো।



অতসী



(ছবি কৃতজ্ঞ্রতা--গুগুল)

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৪

মৃদুল শ্রাবন বলেছেন: গল্প কাব্যে একসাথে অনেক কিছু অনুভব হল। সুন্দর বর্ননায় পরিচয়, ভালোবাসা, এবং ছেড়ে যাওয়া। প্রভাত কে কাছে টেনে নিয়ে মায়ের পরিচয় দেয়াটা কাব্যটাকে অন্যরুপে দাড় করিয়েছে। ভেতর থেকে ধিক্কার আসছে প্রভাতকে ফেলে যাওয়া মায়ের ওপর।

অনেক অনেক ভালো লাগলো।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মৃদুল শ্রাবণ লেখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।

আসলে আমাদের জীবনের বাঁকে বাঁকে এমন অনেক ঘটনা জড়িয়ে থাকে ---তারই একটা রূপ দিতে চেষ্টা করেছি মাত্র।

ভাল থাকবেন।

২| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ফেবু ধরে এলাম। ভালো লিখেছেন, নাসরিন আপুনি :)

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৮

নাসরিন চৌধুরী বলেছেন: Laptop hang hoye ache.tai cell phone theke answer korar jonno sorry.likha ta prothom alo te chithi protijogitay chilo.thokhono porechilen. Jak shosor bari modhor hari vallo vabe i sesh kore alen. Thanks likha abaro kosto kore porar jonno.

৩| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৯

নাসরিন চৌধুরী বলেছেন: Thanks salim vhai

৪| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১১

ডি মুন বলেছেন: বাহ, সুন্দর কাব্যিক লেখা।

প্রথম ভালোলাগা +++++++

লিখে চলুন নিরন্তর।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৩

নাসরিন চৌধুরী বলেছেন: Thanks apnake onak likha ti pore comment korar jonno.vallo thakben

৫| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৬

আরজু মুন জারিন বলেছেন: আমি তোমাকে আলতো ছুঁয়ে বলেছিলাম, “কাঁটা দেখোনা সোনা--সবুজটা দেখো। জীবনের বাঁকে বাঁকে ছড়িয়ে থাকবে হাজারো কাঁটা, তুমি জীবনের সুন্দর রঙটাকে দেখো, জীবনের বোধটাকে দেখো তাহলে কাঁটার ব্যথা ভুলে যাবে। প্রকৃতির সবুজে বিলীন হয়ে যাও- লজ্জাবতীর আঘাত তুচ্ছ মনে হবে।” তুমি আমার কথাগুলো শুনে তন্ময় হয়ে আমার দিকে তাকিয়ে ছিলে-------। X( X( X(

চমত্কার চিঠি ,চমত্কার একটি লেখা। অনেক ভালবাসা নাসরিন। তার সাথে শুভেচ্ছা রইল। ভাল থাকবে কেমন।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপু লেখাটি পড়ে কমেন্টের জন্য।
আপনিও ভাল থাকুন ।
শুভকামনা।

৬| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৯

মামুনূর রহমান বলেছেন: সেই কবে থেকে গোধূলীতে এসে থেমে আছি আমি । যাই হোক, সুন্দর লাগলো ।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২১

নাসরিন চৌধুরী বলেছেন: সেই কবে থেকে গোধূলীতে এসে থেমে আছি আমি । --কেন থেমে আছেন জানিনা তবে জীবন এমনই।
ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

৭| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার লেখা ...
শুভকামনা রইলো ...

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন ।আপনার জন্যও শুভকামনা।

৮| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


অসাধারন +++

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ কান্ডারি লেখাটি পড়ার জন্য।

৯| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ২:১৯

প্রবাসী পাঠক বলেছেন: অনেক ভালো হয়েছে লেখা। পোস্টে ++++

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ প্রবাসী পাঠক । ভাল থাকা হোক।

১০| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৭

লেখোয়াড় বলেছেন:
সকালেই একটি মুগ্ধকর লেখা পড়ে গেলাম।
শুভ সকাল।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০১

নাসরিন চৌধুরী বলেছেন: জেনে খুশি হলাম প্রিয় লেখোয়াড়। আপনাকেও শুভ সকাল।

১১| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত লাগলো।
শুভকামনা, কবি।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ কবি আপনাকেও , ভাল থাকুন

১২| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০১

সুমন কর বলেছেন: অনেক সুন্দর লেখা। হৃদয় ছুঁয়ে গেল।

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ সুমন কর আপনাকে লেখাটি পড়ার জন্য।

১৩| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৪

লেখোয়াড় বলেছেন:
আপনি যখন প্রতিউত্তর করলেন তখন তো সকাল নয়, বিকাল।

শুভ বিকেল ।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩২

নাসরিন চৌধুরী বলেছেন: বলেছেন: হা হা হা জার্মানীতে তখন সকাল। আপনি চোখ খুলে আমার লেখা পড়লেন আর আমি চোখ খুলেই আপনাদের কমেন্টের উত্তর দিলাম।----লেখোয়াড়


আমাদের এখানে এখন দুপুর ১;৩০ বাজে।

১৪| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৮

সকাল রয় বলেছেন:
মনে হচ্ছিল কেউ যেন আমাকে বলে যাচ্ছিল। অনেক সুন্দর শব্দ মধূর কথাগুলো। দারুন একটা মুক্ত গদ্য হয়েছে।
অনেক ধন্যবাদ কবিকে।
অনুভবে আছি..............

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২২

নাসরিন চৌধুরী বলেছেন: বাহ আপনার কমেন্ট পেয়ে আমার বিকেলটা অর্থবহ হয়ে উঠল।
আপনার কাছে আমার কিছু টিপস নিতে হবে---পরে সময় বুঝে নক করবো ফেবুতে।

ভাল থাকবেন সকাল'দা। ধন্যবাদও দিলাম কিন্তু।

১৫| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০১

লেখোয়াড় বলেছেন:
তার মানে আপনি জার্মানিতে?

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৮

নাসরিন চৌধুরী বলেছেন: হুম --বার্লিনে আছি।

১৬| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৯

নীলসাধু বলেছেন: চমৎকার পোষ্ট!


ভালো লাগা রইল।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ নীল'দা লেখাটি পড়ার জন্য। আগেও পড়েছেন। আপনাদের চিঠি প্রতিযোগিতার জন্য দেয়া হয়েছিল।
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.