নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মুখোমুখি

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৮





অপ্রস্তুত গ্রীবা বাঁকিয়ে কেউ যেন আমায় কিছু বলল---

পৌষালি প্রহরে নৈঃশব্দের মন্ত্রে

আমি কেমন অদ্ভূত নিসাড় হয়ে গিয়েছিলাম।

আবার সেই চেনা কণ্ঠস্বর; চেনা পারফিউমের গন্ধ

বিস্মৃতপ্রায় অনুভূতির অনুরণনে-কি সুতীব্রভাবে কেঁপেছি আমি!



সৌখিন শিস বাজিয়ে প্রতিশ্রুত পথ পাড়ি দেবো

এমনটাইতো কথা ছিল, তাইনা?

আশার ইন্দ্রজাল বিছিয়ে কত ঈপ্সনীয় প্রতীক্ষা

তুমি আসনি সেদিন —

দুর্বিনীত মন'টা প্রচ্ছন্ন বেদনায় কতটা মিইয়ে গিয়েছিলো

তা- হয়ত তোমার উপলব্দি বোধের বাইরে!



ঝুম বৃষ্টিতে ভেজা ভুলে গেছি

নরোম ঘাসে শিশিরে’র মুক্তোদানায় ভেজাইনা পা

হয়ত ভরা পূর্ণিমা’র গন্ধেও আজ আপ্লুত হইনা!

অনাঘ্রাতেই ঝরে গেছে যে ফুল

অহর্নিশ তার বন্দনা এখনতো আমি আর করিনা, একটুও না।

তবে শুভ্র তুষারে নিজেরে মাখি, কেমন যেন শান্ত হই – স্থির হই!

ব্যস্ত নগরীর ঔরসে নুতন করে জন্ম নিয়েছে আবার আমার ধ্রুপদী স্বপ্নগুলো---



অনাকাঙ্খিত মিলনের অভিকম্পনে কেমন যেন অসতর্ক হয়ে গিয়েছিলাম!

আচম্বিতেই কেউ এসে তোমায় বললো,

চল, ''আমাদের ফ্লাইটের সময় হয়ে গিয়েছে'' ---

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২২

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক রোমান্টিক কিন্তু ঠিক শুদ্ধ নয়। মানে যা আমার ছিল তা আজ আমার নয়। তাইতো ঝুম বৃষ্টিতে ভেজা ভুলে গেছি
নরোম ঘাসে শিশিরে’র মুক্তোদানায় ভেজাইনা পা


অনুভুতিটা যে ভেতর পর্যন্ত পৌছে গেল কবি!!!

নিরন্তর শুভকামনা।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৮

নাসরিন চৌধুরী বলেছেন: মানে যা আমার ছিল তা আজ আমার নয়।

ঠিক তাই শ্রাবন ----এক জীবনে আসলে কত কিছুই ঘটে
নিজের যা থাকে বা ছিল কত অবলীলায় অন্যের হয়ে যায়।

লেখায় কোন ভুল পেলে সেটাও ধরিয়ে দেবেন প্রিয় পাঠক।
ভাল থাকবেন। শুভকামনা।

২| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: মুহুর্তেই প্রেমাভূত হয়ে পড়া , অনুভবের সাতকাহন আর শেষ লাইনে এসে সেই বিচ্ছেদই ফিরে আসলো বুঝি !

ভালোলাগা জানবেন !

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ার জন্য। ভাল থাকুন।

৩| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৩

সুমন কর বলেছেন: এত কঠিন কম বুঝি।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৩

নাসরিন চৌধুরী বলেছেন: হুম ভাবনার বিষয়---চেষ্টা থাকবে সহযে। ধন্যবাদ নিন।

৪| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১:২০

সেলিম আনোয়ার বলেছেন: উপলব্দি????

সুন্দর +

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৫

নাসরিন চৌধুরী বলেছেন: হুম উপলব্দি। পড়ার জন্য ধন্যবাদ সেলিম ভাই।

৫| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগা থাকলো।।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকবেন।

৬| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২২

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর +++

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। ভাল থাকা হোক।

৭| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৩

ইমতিয়াজ ১৩ বলেছেন:
ছদ্ম নামে নয় যারা
পোষ্টে আপনার নাম এ্যাড করা হয়েছে, আপনার কোন অপত্তি আছে কি?

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৮

নাসরিন চৌধুরী বলেছেন: আপত্তি থাকবে কেন ভাই_? ধন্যবাদ আপনাকে যে, আমাকে খুঁজে খুঁজে বের করেছেন। কারন সামুতে লক্ষাধিক ব্লগার সেখান থেকে ----যাক আর বলিনা।
ভাল থাকবেন।

৮| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে আপি

১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপি

৯| ১৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: ভালো আছেন ?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১

নাসরিন চৌধুরী বলেছেন: হুম ভাল আছি , আপনি ভাল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.