নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এ'বেলায় তোমায় জাগাবোনা আর!

১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫১





পরখ করতে চাও? করো তবে

এ'বেলায় তোমায় জাগাবোনা আর!

চিরতার বীজ বুনে দিয়ে যেও সবুজ উর্বর জমিতে

তিক্ত স্বাদে –স্বাদে বুঝে নেবো আমি

ভালবাসা -আহ্ সে যে কি অমৃত!



কেটে যাক প্রিয় যত পৌষালি প্রহর

আবেগী ঝাঁজে ঝাঁজে কাঁপবো না একটু ও আমি

মৌন আকাশ এত দুর্বল ভাবো কি?

গেড়ে বসে পূজবো বুঝি তোমার চরণ!

না,কখনোই না ।

অসম্ভবের পাড় ঘেঁষে ঘেঁষে উদলা পায়ে পৃথিবী'রে চিনেছি আমি

অসাধ্যের পাহাড় ডিঙ্গিয়েছি একলা, একাকী --।

বুঝেছো কি? বা বুজতে চেয়েছো কি ?

ঈর্ষায় জ্বলতে চাও? জ্বলো তবে

এ'বেলায় তোমায় জাগাবোনা আর!



এত দ্বিধা! এত সতেজ দ্বিধা প্রোথিত তোমার বুকে?

নীল নরকে ছড়াও উত্তাপ, আরও ছড়াও ----

লু-হাওয়ায় ভেসে যাবে তুমি নিজেই

এ'বেলায় তোমায় কিন্তু জাগাবোনা আর!



নস্টালজিয়া’য় আক্রান্ত হয়ে আমি স্থির হবো

অনেকটা স্থির –সেই স্রোতহীন নদীটা’র মতো!

তারপর ---?

তারপর আবার নিজস্ব শৈলীতে নিজেরে ঠিক ততবার রাঙ্গাবো

যতবার তুমি আমায় পরখ করতে চাও!

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১২

ইমতিয়াজ ১৩ বলেছেন:






তারপর আবার নিজস্ব শৈলীতে নিজেরে ঠিক ততবার রাঙ্গাবো
যতবার তুমি আমায় পরখ করতে চাও!



লাইন দু'টি অসাম......................



শুভ কামানা

১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন ইমতিয়াজ ভাই।
ভাল লেগেছে জেনে ভাল লাগল।

ভাল থাকবেন অনেক অনেক।

২| ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

লেখোয়াড় বলেছেন:
বেশ কিছুদিন হলো আমি কবিতা থেকে বাইরে আছি। তাই মনের ভিতর ভাব, ভাবাবেগ এগুলো স্থান দিচ্ছি না, এটার সঙ্গত কিছু কারণ আছে। কিন্তু এই মুহূর্তগুলোতে আমি যাদি আগের মতো কবিতার মধ্যে ডুবে থাকতাম তো আপনার কবিতাগুলোতে শব্দের ঝড় বয়ে যেত, বিশেষ করে এমন কবিতা লিখলে।

কয়েক দিন ধরে প্রত্যেকদিন আপনার একটি করে নতুন কবিতা পড়ছি, কিন্তু অনেক কষ্ট করে ফিরে যাচ্ছি দু-একটি কথা বলে, সে দায় আমার নিজের।

আজকে শুধু বলি, এমন ধরনের কবিতা পড়লে মাঝে মাঝে সহ্য করা কঠিন হয়ে পড়ে, তা কি বুঝেন, কবি??

মনের মধ্যে এক উদ্বেলিত ঝর নিয়ে আজকেও ফিরে গেলাম, শুধু ভাললাগা আর ধন্যবাদ জানিয়ে, এরপর আপনার কলম কোথায় গিয়ে হৃদয় ছিন্নভিন্ন করবে জানিনা।

ভাল থাকুন।

১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

নাসরিন চৌধুরী বলেছেন: মন্তব্যে অনুপ্রেরণা নিলাম ।
সামুতে পোষ্ট কিন্তু খুব ভয়ে ভয়ে দেয়া শুরু করলাম ---কারন এখানে আমি সম্পূর্ণ আনাড়ি। পাঠক কিভাবে নেবে আমার লেখাগুলো সেটাও একটা বিবেচ্য বিষয় ছিল। আপনাদের ক'জনের নিয়মিত উপস্থিতিতে আমার সে ভয়টা কেটে গেছে।

আপনাকে আমি বরাবরই একজন সুহৃদ্য পাঠক হিসেবে পেয়েছি। প্রায় প্রতিটি পোষ্টেই আপনার মূল্যবান মতামত আমাকে নিয়মিত হতে সহায়তা করছে।

বেশ ভাল লাগল আপনার সরব উপস্থিতি ও আবেগী মন্তব্য।

৩| ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

লেখোয়াড় বলেছেন:
শব্দটি "ঝড়" হবে।

১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

নাসরিন চৌধুরী বলেছেন: কোন সমস্যা নাই ,আমি বুঝে নিয়েছি।

৪| ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

নাসরিন চৌধুরী বলেছেন: আজকে শুধু বলি, এমন ধরনের কবিতা পড়লে মাঝে মাঝে সহ্য করা কঠিন হয়ে পড়ে, তা কি বুঝেন, কবি??

মনের মধ্যে এক উদ্বেলিত ঝর নিয়ে আজকেও ফিরে গেলাম, শুধু ভাললাগা আর ধন্যবাদ জানিয়ে, এরপর আপনার কলম কোথায় গিয়ে হৃদয় ছিন্নভিন্ন করবে জানিনা।


বুঝতে পারছি লেখাটি আপনাকে নস্টালজিক করে দিয়েছে। কিন্তু আমার লেখায় হৃদয় যদি ছিন্নভিন্ন হয়ে যায় তাহলে কষ্ট পাব প্রিয় লেখোয়াড়।

আপনার জন্য মন থেকে অনেক ধন্যবাদ--শুভকামনা।
ভাল থাকবেন নিরন্তর ।

৫| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শব্দের বৈচিত্র কবিতাকে ভিন্নতা দিচ্ছে। আর কবিতার টোন বরাবরই রেশ রেখে যায় আপনার কবিতায়। ভালো লাগে। এই কবিতাও বেশ লাগলো।

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫২

নাসরিন চৌধুরী বলেছেন: কবির কাছ থেকে এমন মন্তব্য পেয়ে ভালই লাগছে,
আমার পোষ্টগুলো নিয়মিত ভিজিট করার জন্য কৃতজ্ঞতা রইল।

অনেক ধন্যবাদ আপনাকে ।

৬| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১০

ডি মুন বলেছেন: বাহ, স্নিগ্ধ

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন ডি মুন।

৭| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৫

সেলিম আনোয়ার বলেছেন: নবীশ কবির পক্ষ থেকে +

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

৮| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫০

মৃদুল শ্রাবন বলেছেন: প্রথমে বিরহের সুর তারপর আত্মবিশ্বাসী মন
অসম্ভবের পাড় ঘেঁষে ঘেঁষে উদলা পায়ে পৃথিবী'রে চিনেছি আমি
অসাধ্যের পাহাড় ডিঙ্গিয়েছি একলা, একাকী --।
বুঝেছো কি? বা বুজতে চেয়েছো কি ?
ঈর্ষায় জ্বলতে চাও? জ্বলো তবে
এ'বেলায় তোমায় জাগাবোনা আর!


একই সুর পেয়েছিলাম আগের কবিতায় ''প্রধূমিতা'' ক্ষান্ত হয়না জেনো আজ প্রবোধের প্রলেপে
অভিসন্তাপেও পোড়ে না এখন এই বিবাগী মন !


এই দুটি কবিতা ছাড়া আগের আরো কয়েকটিতে দেখেছি আপনার ভেঙে না পড়া হৃদয়ের উচ্ছ্বাস কিংবা আত্মবিশ্বাস !!

তবে আজকের কবিতা সম্পর্কে যেটি বলতেই হয়, যে সুর আছে এটিতে তা একেবারে হৃদয়ের ভেতরে গিয়ে লাগে।

অনেক ভালো লাগা রইলো।

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৫

নাসরিন চৌধুরী বলেছেন: বাহ ধ্রুপদী মন্তব্য---আপনি ঠিকই বলেছেন।
আমাদের জীবনে কষ্ট বেদনা আসবেই , আমাদের আত্মবিশ্বাস দিয়ে সামনে এগুতে হবে।
আমার লেখাগুলোতে আমি সে জিনিসটা রাখতে চেষ্টা করি।

ধন্যবাদ শ্রাবন ভাই

৯| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৬

নাহিদ শামস্‌ ইমু বলেছেন: অসম্ভবের পাড় ঘেঁষে ঘেঁষে উদলা পায়ে পৃথিবী'রে চিনেছি আমি
অসাধ্যের পাহাড় ডিঙ্গিয়েছি একলা, একাকী --।
বুঝেছো কি? বা বুজতে চেয়েছো কি ?
ঈর্ষায় জ্বলতে চাও? জ্বলো তবে
এ'বেলায় তোমায় জাগাবোনা আর!

সুন্দর, সত্যিই খুব সুন্দর।
সামু ব্লগে আপনাকে স্বাগতম কবি...

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে ইমু আমার লেখাটি পড়ার জন্য।

ভাল থাকা হোক ।

১০| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: এ'বেলায় তোমায় কিন্তু জাগাবোনা আর!
তবে কেউ ঈর্ষায় জ্বলে পুড়ে , লু হাওয়ায় ভেসে বেড়াবে তারপর আবার ফিরে এসে সেই স্থিরতার পরীক্ষাই নেবে !
এ বেলায় আর না জাগানোই ভালো তবে !

ভালোলাগা জানবেন !

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ অভি আপনাকে লেখাটি পড়ে মূল্যবান মন্তব্য করার জন্য।

ভাল থাকবেন।

১১| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


পরখ করতে চাও? করো তবে
এ'বেলায় তোমায় জাগাবোনা আর!
চিরতার বীজ বুনে দিয়ে যেও সবুজ উর্বর জমিতে
তিক্ত স্বাদে –স্বাদে বুঝে নেবো আমি
ভালবাসা -আহ্ সে যে কি অমৃত!



মনের ভেতর রেখাপাত করে গেল ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩

নাসরিন চৌধুরী বলেছেন: উত্তর দিতে দেরী হবার জন্য দুঃখিত। ল্যাপটপে সমস্যা ছিল।
লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কান্ডারি অথর্ব।

১২| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৫

আরজু মুন জারিন বলেছেন: কেটে যাক প্রিয় যত পৌষালি প্রহর
আবেগী ঝাঁজে ঝাঁজে কাঁপবো না একটু ও আমি
মৌন আকাশ এত দুর্বল ভাবো কি?
গেড়ে বসে পূজবো বুঝি তোমার চরণ!

************************

ভাল লেগেছে পড়তে। মানুষ ও ভাল। পরখ করার দরকার নাই। অনেক শুভেচ্ছা ভালবাসা কবি নাসরিন। ভাল থেক সবসময়।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪

নাসরিন চৌধুরী বলেছেন: উত্তর দিতে দেরী হবার জন্য দুঃখিত। ল্যাপটপে সমস্যা ছিল।
ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

১৩| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়তে ভালা লাগছে, সাবলীল

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪

নাসরিন চৌধুরী বলেছেন: উত্তর দিতে দেরী হবার জন্য দুঃখিত। ল্যাপটপে সমস্যা ছিল
ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৯

নাজনীন পলি বলেছেন: ভাল লাগলো আপু , অনেক শুভেচ্ছা ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ নাজনীন লেখাটি পড়ার জন্য,
ভাল থাকা হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.