নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বোলতা'র হুলে তুমি কতটা নীল!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬





তোমার অবিস্তীর্ণ প্রাসাদে কি আদৃত হয়েছে কখনও আমার সরল বিসর্জন?

আমি যে জানি, সারশূন্য তোমার হৃদয় নদী!

গণিকা'র বারে কাটে যার ছন্দময় রাত্রি; প্রগাঢ় চুম্বনের রেখা আঁকা থাকে তোমার চোখের দেয়ালে

কোন এক প্রেমিকা পরাস্ত হয়ে যায় উপেক্ষার দাপটে

নিঃসঙ্গ ব্যথায় লুটোপুটি খায় যুগল প্রেমের প্রতিশ্রুত পাণ্ডুলিপি!



জলাদিপ যদি ফেঁপে উঠে কখনো- উঠুক!

কখনো যদি জ্বালামুখ দিয়ে নির্গত হয় লাভা-হোক!

পথভুলো কোন পথিক যদি এসে দাঁড়ায় শিরীষের তলে

আমি শার্সি খুলে দেবো দ্বিধাহীন আবেশে; যদি সে হাত বাড়ায় সায়ন্তের ক্লান্ত ক্ষণে

অমার্জিত পাপ; হয়ত তুমি বা তোমরা বলবে অমার্জিত পাপ!

মিহিন স্নিগ্ধতায় রুয়ে দিয়ে যাব, তোমার বাগিচায় যত সব শোধ-বোধের বীজ!



জেনো, সেদিন কিন্তু বিশ্বাসহন্তা'র কালিমায় লেপ্টে যাবনা আমি

তোমার প্রতিবিম্ব আমি তোমাকেই দেখাবো!

দিনান্তে ঠিকই প্রদীপ জ্বালাবো দেবতার চরণে; জানতে চাইবো শুধু নিবিড় প্রার্থনায়

বোলতা'র হুলে তুমি কতটা নীল হলে!

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

তাজা কলম বলেছেন: সুন্দর।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন তাজা কলম।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮

নুরএমডিচৌধূরী বলেছেন: কোন এক প্রেমিকা পরাস্ত হয়ে যায় উপেক্ষার দাপটে
নিঃসঙ্গ ব্যথায় লুটোপুটি খায় যুগল প্রেমের প্রতিশ্রুত পান্ডুলিপি!
=============================

জলাদিপ যদি ফেঁপে উঠে কখনো- উঠুক!
কখনো যদি জ্বালামুখ দিয়ে নির্গত হয় লাভা-হোক!
পথভুলো কোন পথিক যদি এসে দাঁড়ায় শিরীষের তলে
আমি শার্সি খুলে দেবো দ্বিধাহীন আবেশে; যদি সে হাত বাড়ায় সায়ন্তের ক্লান্ত ক্ষণে
অমার্জিত পাপ; হয়ত তুমি বা তোমরা বলবে অমার্জিত পাপ!
মিহিন স্নিগ্ধতায় রুয়ে দিয়ে যাব, তোমার বাগিচায় যত সব শোধ-বোধের বীজ!
=================================

জেনো, সেদিন কিন্তু বিশ্বাসহন্তা'র কালিমায় লেপ্টে যাবনা আমি
তোমার প্রতিবিম্ব আমি তোমারেই দেখাবো!
দিনান্তে ঠিকই প্রদীপ জ্বালাবো দেবতার চরণে; জানতে চাইবো শুধু নিবিড় প্রার্থনায়
বোলতা'র হুলে তুমি কতটা নীল হলে!

=====================================

Highlight আর কি করব
প্রতিটা চরনই যে Highlight
আপনাকে কিছু বলার আমার ভাষা নেই
আমি শুধু বলবো
আপনাকে অনুসরন করবো
জানি পারবোনা তবুও
পারলে আমায়
Help করবেন
অন্য কিছু নয়
কথার কাব্য দিয়ে
প্রান ভরে দোয়া করছি
ভাল থাকবেন

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮

নাসরিন চৌধুরী বলেছেন: জেনে খুশি হলাম সাথে দোয়া। এমন পথ চলাতেই আনন্দ। আশা করি সামনের দিনগুলোতে সহযোগিতার হাত প্রসারিত হোক, মন্তব্য ও পাঠে ভরে উঠুক ব্লগের আঙ্গিনা।

ভাল থাকবেন। পাশে থাকবেন।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২

মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: জেনো, সেদিন কিন্তু বিশ্বাসহন্তা'র কালিমায় লেপ্টে যাবনা আমি
তোমার প্রতিবিম্ব আমি তোমারেই দেখাবো!—


ভালো লিখেছেন।
আপনার কাব্যভাষা সরল কিন্তু জঠিলতা কেবল অনুভবে। তাই আমাদের একটানা কবিতা পড়ায় কোথায় যেন থামতে হয়! কোথায় যেন আমাদের ভাবনার বাঁধন পড়ে ।
লিখুন দারুন সব কবিতা। শুভকামনা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ বাবলা ভাই আপনার মূল্যবান মতামতের জন্য।
কি জানি কতটা লিখতে পারি ---চেষ্টা থাকবে
দোয়া রাখবেন
ভাল থাকবেন--অনেক ভাল।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫

নুরএমডিচৌধূরী বলেছেন: জেনো, সেদিন কিন্তু বিশ্বাসহন্তা'র কালিমায় লেপ্টে যাবনা আমি
তোমার প্রতিবিম্ব আমি তোমারেই দেখাবো!
===================

নীরব প্রতিশোধে কঃষ্টের হুংকার

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা ঠিক তাই । বুঝে গেছেন কবিতার থিম।
ধন্যবাদ আবারো নুরএমডিচৌধূরী ভাই

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

মাহির মুনিম বলেছেন: সুন্দর।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মাহির মুনিম।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

মামুন রশিদ বলেছেন: দিনান্তে ঠিকই প্রদীপ জ্বালাবো দেবতার চরণে; জানতে চাইবো শুধু নিবিড় প্রার্থনায়
বোলতা'র হুলে তুমি কতটা নীল হলে!

বাহ, খুব সুন্দর । ভালোলাগা জানিয়ে গেলম ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে মামুন ভাই।ভাল থাকবেন।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩১

নুর ইসলাম রফিক বলেছেন: খুব সুন্দর।
আমার ব্লগে ঘুরে আসার অনুরুদ করছি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে । যাব সময় করে আপনার ব্লগ বাড়িতে রফিক ভাই।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: জেনো, সেদিন কিন্তু বিশ্বাসহন্তা'র কালিমায় লেপ্টে যাবনা আমি
তোমার প্রতিবিম্ব আমি তোমারেই দেখাবো!
দিনান্তে ঠিকই প্রদীপ জ্বালাবো দেবতার চরণে; জানতে চাইবো শুধু নিবিড় প্রার্থনায়
বোলতা'র হুলে তুমি কতটা নীল হলে!


পড়তে ভালো লেগেছে !
বোলতা শব্দের মানে কি ?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে অভি।
বোলতা মানে বিষাক্ত হুল ফোটায় যে পতঙ্গ যাকে আমরা মৌমাছি বা বল্লা নামে চিনি।
আমি এখানে শব্দটি রূপক হিসেবে ব্যবহার করেছি ।
ভাল থাকবেন।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার। মুগ্ধ পাঠ।

শুভেচ্ছা জানবেন।।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে দূর্জয়। আশা করি নিয়মিত হব ।
ভাল থাকা হোক।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:০৩

সুপথকামী হাফিজ বলেছেন: আপু, শুধু একটা কথাই বলবো, আপনারা সব মেয়েরাই কি এক?

বলতে লজ্জা নেই, অবহেলা যেমন দেখিয়েছিলাম, তার বদৌলতে আজ ভয়ঙ্করভাবেই নিজের প্রতিবিম্বটা তার মাধ্যমে আমাকেই দেখতে হচ্ছে।
সেও হয়তো আজ জানতে চায় কতটা নীল হলাম, আপু, সত্যি বলতে কী, আমি এখন নীল, সম্পূর্ণ নীল!

আপনার অসাধারণ কবিতার জন্য অনেক ধন্যবাদ!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ হাফিজ ভাইয়া লেখাটি পড়েছেন এবং মন্তব্য করেছেন সেজন্য।

জানিনা সব মেয়েরাই এক কিনা তবে এতটুকু জানি যতটুকু আমরা কাউকে দেই ততটুকুই আমরা তাদের কাছ থেকে পাই। সেটা পজেটিভ এর ক্ষেত্রে যেমন নেগেটিভ এর ক্ষেত্রেও তেমন।
আর আমাকে কেউ যতটা আঘাত দেবে ততটা আঘাত যদি ফিরে তাকে দেয়া না হয় তাহলে সে কোনদিনও বুঝবেনা যে ---তার প্রাপ্ত আঘাতে আমি কতটা নীল হয়েছি।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭

ডি মুন বলেছেন: কোন এক প্রেমিকা পরাস্ত হয়ে যায় উপেক্ষার দাপটে
নিঃসঙ্গ ব্যথায় লুটোপুটি খায় যুগল প্রেমের প্রতিশ্রুত পাণ্ডুলিপি!



প্রেমের প্রতিশ্রুতি এমনি হয়। শেষপর্যন্ত তাকে নিঃসঙ্গ ব্যথায় লুটোপুটি খেতে হয়।

শুভকামনা রইলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে ডি মুন । হুম পরিনতি এমন হয় বা তার উল্টো ও হয়।

ভাল থাকবেন।

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৯

সুপথকামী হাফিজ বলেছেন: আপনি আবার আমারে আপনি বলা শুরু করছেন? :|| :|| :||

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪০

নাসরিন চৌধুরী বলেছেন: তাহলে চেনা মানুষ---সুপথগামী লাগাইসো ক্যান এই জন্য ভাবলাম অন্য কেউ। যাক তা কি খবর?

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১

সুপথকামী হাফিজ বলেছেন: আমি তো এখানে এই নামে আছি, আপনি নিজেও তো অন্য নামে আছেন :(

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩০

নাসরিন চৌধুরী বলেছেন: নাতো আমি সব জায়গায় একই নিকে ,সেটা সব ব্লগেই এবং ফেবুতেও।

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪২

সুপথকামী হাফিজ বলেছেন: আরে ব্লগের নামের কথা বলেছি :/

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

নাসরিন চৌধুরী বলেছেন: ওহ, কিন্তু আমার নিজের নামে ডমেইন পাইনি তাই ধূসর ছায়া নামে নিলাম।

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০১

সুপথকামী হাফিজ বলেছেন: অ্যাড্রেস দ্যান, দেখবো :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৫

নাসরিন চৌধুরী বলেছেন: হুম লিংক দিচ্ছি ফেবুর ইনবক্সে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.