নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অস্তিত্ব ও আমি

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬







মনোরঞ্জনে বেলা গেলো; কত বেলা ?

তাবৎ নিষ্ঠার ভারে নুয়ে নুয়ে নিভৃতে ঝরেছে শ্রাবণে’র রঙ

দেখেছে কি কেহ অনুরাগে আলতো ছুঁয়ে ?

নাকি দেখেছে কেহ সন্তর্পণে বাতায়ন খুলে!



ধ্রুপদী স্বপ্নেরা কি চঞ্চলভাবেই না একদিন ডানা মেলেছিল অসীমে

ভালবেসে পাললিক মন, থরে থরে উচ্ছ্বাসে সেজেছিল

পুরুষ তুমি, হুম তুমি সিঁধ কেটেছো অদ্ভূত আলোড়নে

নিংড়ে নিংড়ে নিয়েছো ত্রপিতা’র শরীরের যত অবিমিশ্র ঘ্রাণ!

প্রোথিত হয়ে গেছে আমার প্রতিশ্রুত পথ

সমর্পিত কি আড়ষ্টভাবে তোমার বাহুডোরে!



খেতাবের গালিচায় মেলে দিয়েছি আঁচল

কোন অভিধায় বলো আজ অর্চনা করি নিজেরে!

পুরুষ তুমি দেখো, কি অনভিপ্রেতভাবেই না আমি লীন হয়েছি তোমার রঙে!

নিজেরে আমি খুঁজি স্বসংবেদনে; নাহ, কোথাও আমি নাই

আমার আমি’রে কোথাও আমি খুঁজে পাইনা!

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেশ লাগলো। প্রথম প্লাস।।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ দূর্জয়। প্রথম প্লাস মানে কি? অনেকেই ব্লগে এটা করেন

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১১

যমুনার চোরাবালি বলেছেন:
আমার আমিকে খুঁজে পেতে হলে প্রথমে নিজেকে ভালোভাবে চেনাটা মনেহয় জরুরি। পড়লাম, ভালো লেগেছে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

নাসরিন চৌধুরী বলেছেন: কিন্তু আমাদের নারী জীবনের অলিগলিগুলো যদি খোঁজ করেন তাহলে এমন দীর্ঘশ্বাষ প্রায় প্রতিটি নারীর ভেতরেই উপলব্দি করবেন।
কারন আসলে যেকোন পাত্রেই ঢালেই নারী তার সমস্ত স্বত্ত্বা দিয়ে নিজেরে রাঙিয়ে দেয় সবার রঙে।

এত এত সম্পর্কের দাবী মেটাতে গিয়ে দেখে আসলে নিজের অস্তিত্ত্ব নিজের ঠিকানা ---কিছুই নেই।

তাই আক্ষেপ করে বলা ---আমার যে আমি স্বত্ত্বা বলে কিছু একটা আছে সেটাকে সে কোথাও খুঁজে পায়না।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

নাসরিন চৌধুরী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য । ভাল থাকবেন।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

যাযাবর বেদুঈন বলেছেন: ধ্রুপদী স্বপ্নেরা কি চঞ্চলভাবেই না একদিন ডানা মেলেছিল অসীমে
ভালবেসে পাললিক মন, থরে থরে উচ্ছ্বাসে সেজেছিল

অভিমান, বিরহ বিচ্ছেদ...

খেতাবের গালিচায় মেলে দিয়েছি আঁচল
কোন অভিধায় বলো আজ অর্চনা করি নিজেরে!
পুরুষ তুমি দেখো, কি অনভিপ্রেতভাবেই না আমি লীন হয়েছি তোমার রঙে!

শেষটায় আবার অভিমানের সুরেই পূর্ণতার প্রকাশ।

প্রাপ্তি, অপ্রাপ্তি, অভিমান, বিচ্ছেদ তারপরেও ফিরে পেতে চাওয়ার করুণ আকুতি সবকিছু মিলে ভাল লাগল কবিতাটা। তবে এখানে আসলে একক কোন স্বত্বা নয় পুরো সামগ্রিকতাকেই বোঝানোর এই প্রয়াসটা বেশি ভাল লাগল।

আমার আমি’রে কোথাও আমি খুঁজে পাইনা!

এই নাওয়া পাওয়ার মাঝেই নিশ্চয় সাধনা আর সার্থকতা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯

নাসরিন চৌধুরী বলেছেন: আপনার মত করে প্রথম আলো ব্লগে ঘাসফুল ভাই আমার কবিতায় এমন কমেন্ট করতেন। অবশ্য সবার লেখাতেই করতেন।

আপনার মন্তব্য পেয়ে বেশ ভাল লাগছে।

আপনি ঠিকই ধরেছেন --সামগ্রিক স্বত্ত্বাকেই বুঝানো হয়েছে।

ভাল থাকবেন অনেক।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪

টুম্পা মনি বলেছেন: সুন্দর লিখেছেন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপু---আপনার নামটি অনেক কিউট। ভাল থাকবেন।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কবিতায় অনেক ভালোলাগা ।

ভালো থাকবেন :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে অপূর্ণ লেখাটি পড়ার জন্য । ভাল থাকবেন।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩

জাফরুল মবীন বলেছেন: সুন্দর একটি কবিতা উপহার দেওয়ায় কবিকে অভিনন্দন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মবীন ভাই। ভাল থাকা হোক সবসময়।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবি !! এত সুন্দর লেখা !! মনে দাগ কাটলো যে !! শুভকামনা রইল

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৫

নাসরিন চৌধুরী বলেছেন: আপনার মন্তব্য পেয়ে উৎসাহিতবোধ করছি আপু।
পাশে থাকবেন।
লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার! আমার আমিরে খুঁজে পাওয়া সত্যিই কঠিন।

ধন্যবাদ, নাসরিন। খুব ভালো লিখেছ। নিয়মিত লিখে যাও বোন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪২

নাসরিন চৌধুরী বলেছেন: আরে হেনা ভাই যে। কেমন আছেন? প্রথম আলো বিদায় লগ্নে ওখানে লগ ইন হতেই কেমন জানি ভয় লাগে। তাই আপনাদের অনেকের সাথেই যোগাযোগ হচ্ছেনা ।
ধন্যবাদ হেনা ভাই, লেখাটি পড়ার জন্য।
ভাল থাকবেন অনেক।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৩

মামুন রশিদ বলেছেন: ভালো লাগলো ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। ভাল থাকুন সদা।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৭

একজন ঘূণপোকা বলেছেন:

অনেক সুন্দর একটা কবিতা।

বেশ লাগলো

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোলাগা জানবেন !

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে অভি। ভাল থাকা হোক অবিরত।

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



//খেতাবের গালিচায় মেলে দিয়েছি আঁচল
কোন অভিধায় বলো আজ অর্চনা করি নিজেরে!//

-দারুণ! :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মাঈনউদ্দিন ভাই লেখাটি পড়ে সুন্দর একটি বাক্য দিয়ে অনুপ্রানিত করার জন্য।

ভাল থাকবেন।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৬

বাংলার পাই বলেছেন: ধ্রুপদী স্বপ্নেরা কি চঞ্চলভাবেই না একদিন ডানা মেলেছিল অসীমে
ভালবেসে পাললিক মন, থরে থরে উচ্ছ্বাসে সেজেছিল
পুরুষ তুমি, হুম তুমি সিঁধ কেটেছো অদ্ভূত আলোড়নে
নিংড়ে নিংড়ে নিয়েছো ত্রপিতা’র শরীরের যত অবিমিশ্র ঘ্রাণ!
প্রোথিত হয়ে গেছে আমার প্রতিশ্রুত পথ
সমর্পিত কি আড়ষ্টভাবে তোমার বাহুডোরে-------------------চমৎকার।

নিজেরে আমি খুঁজি স্বসংবেদনে; নাহ, কোথাও আমি নাই
আমার আমি’রে কোথাও আমি খুঁজে পাইনা! -----------------আমাদের দেশের সমাজব্যবস্থাই এটাই নিয়ম হয়ে গেছে। কবে যে এর থেকে আমরা বেরিয়ে আসতে পারব তা ভেবে পাই না।

কবিতা চমৎকার।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে বাংলার পাই যথার্থ মন্তব্য করার জন্য। অনুপ্রেরণা নিলাম।

হুম কিইবা বলার আছে ----চলে আসছে সেই আদি কাল থেকে , এভাবেই চলবে।

ভাল থাকবেন অনেক ।

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫১

ডি মুন বলেছেন: " খেতাবের গালিচায় মেলে দিয়েছি আঁচল
কোন অভিধায় বলো আজ অর্চনা করি নিজেরে!
পুরুষ তুমি দেখো, কি অনভিপ্রেতভাবেই না আমি লীন হয়েছি তোমার রঙে!
নিজেরে আমি খুঁজি স্বসংবেদনে; নাহ, কোথাও আমি নাই
আমার আমি’রে কোথাও আমি খুঁজে পাইনা! "


নিজেকে প্রিয় মানুষের অনুভবে হারিয়ে ফেলার মধ্যেই তো ভালোবাসার আনন্দ ও পূর্ণতা।

কবিতায় ভালোলাগা রেখে গেলাম। শুভকামনা সতত।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮

নাসরিন চৌধুরী বলেছেন: নিজেকে প্রিয় মানুষের অনুভবে হারিয়ে ফেলার মধ্যেই তো ভালোবাসার আনন্দ ও পূর্ণতা।------

আরে কয়কি !!!! অন্যরে বিলিয়ে দিতে দিতে যে নিজের অস্তিত্ত্বটাই বিলীন হয়ে যায়-----আমার আমি বলে কিছু থাকে!!! আমরা কি দেবতা যে আমাদের কোন কষ্ট নাই , চাওয়া বা পাওয়া কিছুই নাই!!!

ধন্যবাদ মুন আপনাকে কবিতাটি পড়ে নিজস্ব মতামত প্রদান করার জন্য।
ভাল থাকা হোক তবে।

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৭

আবু শাকিল বলেছেন: আবৃতি সহকারে পড়ে গেলাম।
খুব সুন্দর কবিতা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯

নাসরিন চৌধুরী বলেছেন: জেনে ধন্য হলাম শাকিল ভাই। আপনাকে অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৪

কালো যাদুকর বলেছেন: কেন এত আক্ষেপ? ভাল লাগল।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪১

নাসরিন চৌধুরী বলেছেন: হুম মাঝে মাঝে খুব আক্ষেপ হয় ---সবই আছে , সবাই আছে কিন্তু নিজের আমি স্বত্ত্বাটা নাই----সেটা প্রায় সব নারীর ক্ষেত্রে একই অনুভূতি।

লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫২

ডি মুন বলেছেন: শুদ্ধ ভালোবাসায় নিজস্ব অস্তিত্ব বলে কি আর কিছু থাকে না থাকা উচিত !!!

দুই অস্তিত্ব মিলেমিশে একটা না হলে তো কনফ্লিক্ট অনিবার্য :-B :-B



ভালো থাকা হোক। শুভকামনা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৭

নাসরিন চৌধুরী বলেছেন: হুম কিন্তু নারী স্বত্ত্বাগুলোর কিভাবে তিলে তিলে নিঃশেষ হয় সেটা আমরা নারীরাই ভাল জানি। ভালবাসা আছে ভালবাসার জায়গায়, সুখ আছে সুখের জায়গায় কিন্তু এসবের মধ্যে ছেলেরা অনায়াসে আমি স্বত্ত্বাটাকে খুঁজে পায় কিন্তু মেয়েরা পায়না। আমি সামগ্রিক চেতনাকেই বুঝিয়েছি।

ধন্যবাদ মুন আবারও ঘুরে যাবার জন্য । ভাল থাকবেন খুব ভাল।

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ার জন্য।

১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে

২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৭

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লিখেছেন ৷

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ার জন্য। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.