নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মেঘের আঁচলে মুখ লুকায় মেঘ বালিকা!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৮



(উৎসর্গ- পৃথিবীর সকল বীরাঙ্গনা ও তাদের সন্তানদের। আমার এই লেখাটি সম্পূর্ণ কাল্পনিক, যদি কারো জীবনের সাথে মিলে যায় সেটা হবে কাকতালীয়)



তুমি শুনছো পৃথিবী ? শোনো, কান পেতে শোনো কি অঝোর ধারায় বয়ে যায় কষ্টের জলপ্রপাত! জন্ম হয়েছিল সেদিন সবুজ পতাকার তলে; স্বাগত জানাওনি সেদিন অনাকাঙ্খিত নবজাতকটিকে! আমার মা, আমার সেই বীরাঙ্গনা মা আমার জন্মের দায় চুকাতে চুকাতে অন্তর্লীন হয়ে গেছে ওই মেঘ সমাচ্ছন্ন আকাশে। কোথায় সেই জন্মদাতা আমি জানিনা; জানতেও চাইনা। শুধু জেনেছি, এই সমাজ আমার মা'কে খেতাবের মালায় ঘটা করে তার যন্ত্রণার অনলে লু-হাওয়া দিয়েছে। আর সেই লু-হাওয়ায় আমার দুঃখিনী মা, আমার সবুজ স্বপ্ন দেখার সেই মা, জ্বলে-পুড়ে অঙ্গার হয়ে গেছে।



অভিমানী মা আমাকে ছেড়ে গেছে সেই কবে, সে চলে গিয়ে মুক্তি পেয়েছে কিন্তু আমি! আর কত! পথের ধূ্লোয় গড়াগড়ি খেয়ে রাতে'রে চিনেছি- দিনে'রে চিনেছি আমি। আমার বীরাঙ্গনা মা'র জায়গা হয়নি তোমার সবুজের বুকে অথচ আমি সেই পথের গলিতে দেখেছি কি অনায়াসে বিক্রি হয়ে যায় সম্ভ্রম! দামী পারফিউমের গন্ধে অবলীলায় মুছে যায় বীর্যের দাগ! রাতের আঁধারের পাপ ধুয়ে দিনে কি সুশীল ওরা! নাহ- কেউ কিছু বলেনা, কেউ কিছু জানেনা, আমিও কিছু জানিনা বলেই পা বাড়াই স্বপ্নকাতর জীবনের সন্ধানে---।



পেটের ক্ষুধা, সে যে কি ক্ষুধা আমি উপলব্দি করেছি তবুও বিক্রি হতে চাইনি কোন মূল্যে। ভেবেছি ঘাম বিক্রি করে যদি পেটের ক্ষুধা নিবারণ করা যায় আর নিজেরে যদি কিছুটা নিরাপদ রাখা যায়! কারন খোলা আকাশ, পেটের গঞ্জনা, বার বছরের একটা বালিকা, এই ত্রয়ের মিশ্রণে নিজেরে বেশ অসহায় ও বিপদজনকই মনে হয়েছে। আর ''বীরাঙ্গনার সন্তান'' মানেই ''অবাঞ্চিত'' উপাধিটা আমার কপালে লেপ্টে আছে সেই জন্মলগ্ন থেকেই। যতই পথ হেঁটেছি আমায় তাড়া করেছে সেই উপাধি। জানিনা পৃথিবী, তোমার বুকের জমিনে কেন এত ঝাঁঝালো গন্ধ!



ঠিকানা হয়েছিল সুশীল সমাজের ভদ্র ঘরে। ''ভরপেটে এতটুকু সুখের নিদ্রা'' যেন কতকালের আকুতি! ভালই যাচ্ছিল দিন কিন্তু সেখানেও বাঁধ সাধে বুঝি নিয়তি! মাঝ রাতে কারো পায়ের শব্দে যেন চমকে উঠি, আমি চিৎকার করি, আরো চিৎকার কিন্তু হায়েনার দুটো হাত খাবলে ধরে নিষ্পেষিত করে আমায়। আমি দেখি সে গৃহকর্তা আমায় শাসিয়ে বলছে, ''খবরদার যদি কাউকে বলিস!''



তুমি কি বলতে পারো পৃথিবী, কতটুকু পার্থক্য সেই সবুজ স্বপ্ন দেখা বীরাঙ্গনা মা আর এই সবুজের বুকে বাস করা বীরাঙ্গনা'র কন্যা'র মধ্যে ? কতটুকু পার্থক্য সেই একাত্তরের হায়েনা আর সুশীলের মুখোশে ভদ্রবেশী হায়েনার মধ্যে ? তুমি কি বলতে পারো পৃথিবী, আমার জন্মের দায় যেভাবে চুকাতে হয়েছে আমার মা'কে, সেই আমাকেও আমার অনাগত সন্তানের জন্মের দায় সেভাবে চুকাতে হবে ?



তুমি তোমার বুকে আবাদ করোনা কেন সেই মনুষ্যত্বের বীজ ? অনাকাঙ্খিতভাবে আর কত খসে যাবে স্বপ্নভুক প্রাণ! আমার মা, স্বস্তির নিঃশ্বাস নিতে পারেনি; আমিও পারিনা। এক বুক দীর্ঘশ্বাস নিয়ে, চেতন- অবচেতনে মুখ লুকাই আজ ঘন মেঘের আঁচলে! হেরে যাই; হেরে গেছি পশুত্বের কাছে তাইতো,



সন্তর্পণে একদিন

আপন ইচ্ছায় প্রমোদ তরী ভাসাই আবার অতীতের জীবনে

সেই পেটের গঞ্জনা, সেই খোলা আকাশ

ওখানেও ক্ষুধার্ত কুকুরগুলো আজকাল বড় যন্ত্রণা দেয় !

বিস্তর ব্যবধানের প্রাচীর খাঁড়া করে

"সুশৃঙ্খলিত সমাজ" নামকরনের যথার্থতা খুঁজি আমি মেঘ বালিকা-------।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৭

বাংলার পাই বলেছেন: সন্তর্পণে একদিন
আপন ইচ্ছায় প্রমোদ তরী ভাসাই আবার অতীতের জীবনে
সেই পেটের গঞ্জনা, সেই খোলা আকাশ
ওখানেও ক্ষুধার্ত কুকুরগুলো আজকাল বড় যন্ত্রণা দেয় !
বিস্তর ব্যবধানের প্রাচীর খাঁড়া করে
"সুশৃঙ্খলিত সমাজ" নামকরনের যথার্থতা খুঁজি আমি মেঘ বালিকা---------------------------চমৎকার লাগলো।

চরম আবেগপূর্ণ মুক্তগদ্য সাবলীল বর্ণনায় ফুটে উঠেছে।
অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম। শুভেচ্ছা নিবেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য। ভাল থাকবেন।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পড়লাম। অসম্ভব ভাল লাগলো --- অসাধারণ বলতেই হবে

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৪

নাসরিন চৌধুরী বলেছেন: বাহ মন্তব্যে অনুপ্রেরণা নিলাম আপু। ভাল থাকুন অনেক।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০১

মামুন রশিদ বলেছেন: খুব ভালো লাগলো ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মামুন ভাই লেখাটি পড়ার জন্য।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২০

অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা । 'উৎসর্গ' লেখাটা ছবির নিচে দিলে ছবিটা প্রথম পাতায় দেখা যাবে ।
শুভ রাত্রি ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে । হুম আপনার কথামত এডিট করলাম। পরামর্শের জন্য কৃতজ্ঞতা। ভাল থাকবেন অনেক।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৪

জাফরুল মবীন বলেছেন: বেশ ভালো লাগলো ...

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মবীন ভাই লেখাটি পড়ার জন্য। ভাল থাকবেন।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসম্ভব ভাল হয়েছে!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে কাল্পনিক ভালবাসা। মন্তব্যে অনুপ্রেরণা নিলাম। ভাল থাকবেন।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সুন্দর! চালিয়ে যাও নাসরিন। সামু ব্লগ ইতিমধ্যেই তোমাকে আপন করে নিতে শুরু করেছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ হেনা ভাই। আপনি যেটা বলেছেন সেটা আমি নিজেও উপলব্দি করতে পারছি। আমার মনে হয় কি জানেন ভালবাসা দিলে ভালবাসা মিলে। আমিও চেষ্টা করছি সহব্লগারদের কাছাকাছি যাবার জন্য।
দোয়া রাখবেন/।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই লেখাটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকবেন /

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২

কলমের কালি শেষ বলেছেন: সাংঘর্ষিকতা খুব ভাল হয়েছে । ৭১ এ বাস করা আর সুশীল সমাজে বাস করা একই কথাই তো হল । বড় মর্মান্তিক ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার লেখাটি পড়ার জন্য। মন্তব্য দেয়ার জন্য কৃতজ্ঞতা । ভাল থাকুন।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

সেলিম আনোয়ার বলেছেন: মন ছুঁয়ে গেল ।+

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। ভাল থাকা হোক।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৭

যাযাবর বেদুঈন বলেছেন: অভিমানী মা আমাকে ছেড়ে গেছে সেই কবে, সে চলে গিয়ে মুক্তি পেয়েছে কিন্তু আমি! আর কত! পথের ধূ্লোয় গড়াগড়ি খেয়ে রাতে'রে চিনেছি- দিনে'রে চিনেছি আমি। আমার বীরাঙ্গনা মা'র জায়গা হয়নি তোমার সবুজের বুকে অথচ আমি সেই পথের গলিতে দেখেছি কি অনায়াসে বিক্রি হয়ে যায় সম্ভ্রম! দামী পারফিউমের গন্ধে অবলীলায় মুছে যায় বীর্যের দাগ! রাতের আঁধারের পাপ ধুয়ে দিনে কি সুশীল ওরা! নাহ- কেউ কিছু বলেনা, কেউ কিছু জানেনা, আমিও কিছু জানিনা বলেই পা বাড়াই স্বপ্নকাতর জীবনের সন্ধানে---।

কঠিন কিছু বাস্তবতা... এইখানে আসলে কোন কিছু আর নতুন করে বলার চলেনা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়ার জন্য। ভাল থাকা হোক ।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

সকাল রয় বলেছেন:

খুব ভালো লাগলো_____

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.