নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আজ কেন তুমি ঈর্ষায় জ্বলো প্রিয় !

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪







আজ কেন তুমি ঈর্ষায় জ্বলো প্রিয়?

কাজলা মেয়ের করুনিমায় কেঁপে ওঠেনি তোমার অতলস্পর্শ হৃদয়

কি দুর্বোধ জাত্যাভিমান'রে বাবা!

সুলোচনা'র অবগুণ্ঠিত মুখ; গুটিসুটি হয়ে থাকা কতকটা সুখ

তোমার গোঁয়ার নিষ্ঠার কাছে মিইয়ে গিয়ে কতটা বিবস্ত্র হয়েছিল

সবুজ অভিমানে বেহুড়া মন কতটা বিবাগী হয়েছিল সেদিন

তা গ্রীবা বাঁকিয়ে একবারও দ্যাখনি---

তবে আজ কেন তুমি ঈর্ষায় জ্বলো প্রিয়!



কি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললে, ''বেশতো তুমি তাই কর''

আমি ঠিক তাই করেছিলাম

অন্যের খোঁয়াড়ে বসত করে, খেয়ালি মনের ক্যানভাসে তোমারে আঁকিনি কোনদিন আর; অকৃপন ভালবেসে আলগা করে দিয়েছি সকল দাবী

ক্ষোভের অনলে পুড়ে পুড়ে উগলে ফেলে দিয়েছি যত গ্লানি

হাল ধরেছি আজ ''স্বপ্ন নুতনে'র''

বয়কট হয়ে যাওয়া সেই বর্ষণস্নাত বিকেল

আজ আমি আর রোমন্থন করিনা -একটুও না---



আমার চারপাশে আজ সোনাঝরা রোদ্দুর

ঝলসে যাচ্ছ কেন তুমি তার ঝাঁজে প্রিয় !

মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯

সোনারতরী বলেছেন: আমার মত মানুষ এমন বিষয় নিয়ে মন্তব্য করা উচিত নয়

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

নাসরিন চৌধুরী বলেছেন: তা কেন? মন্তব্য পেলে ভাল লাগত কারন লেখার ভুল শুধরে নেয়া যেত।
ভাল থাকুন । শুভ কামনা।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

সুপথকামী হাফিজ বলেছেন: বোলতার হুলে তুমি কতটা নীল'র ছায়া মনে হচ্ছে। তবে আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, আপনার বিভিন্ন কবিতায় ব্যবহৃত আকর্ষণীয় শব্দগুলির অতি ব্যবহার এখানে দেখা যাচ্ছে আর ভাষার ব্যবহার দেখে মনে হচ্ছে এটা আপনি লেখেননি; বরং আপনাকে অনুকরণ করে কেউ লেখার চেষ্টা করেছে:(
ছাড়া ছাড়া আর কিছুটা বেখাপ্পা লেগেছে ভিন্ন ভিন্ন অংশগুলিকে :( সরি আপু! ভুলভাবে ভুল ধরে থাকলে ভুল করে হলেও মাফ করে দিবেন বলেই বিশ্বাস করি :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

নাসরিন চৌধুরী বলেছেন: আরে বোকা কিছু মনে করিনি বরং খুশিই হয়েছি। লেখাটি নিয়ে আমি আরো ভাববো যদি আমার কাছে মনে হয় কোন কিছু বাদ বা এড করতে হবে তাহলে সেটা করবো।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০০

নাসরিন চৌধুরী বলেছেন: লেখক বলেছেন: হা হা হা ভালই বলেছ। এটাও আমার প্রথম আলো ব্লগে পুরোনো একটা লেখা । বোলতার হুল নুতন ছিল। আর বোলতারহুলে নীল সেটায় একটা প্রতিশোধ নেয়ার ব্যপার ছিল। কিন্তু এটাতে প্রতিশোধের কোন ব্যপার নাই। কারন যে ভালবাসার মানুষটিকে ভালবেসেছে সেই মানুষটি তাকে প্রথমে কোন পাত্তাই দেয়নি এবং একদিন বলল, তোমার ভাল পাত্র এলে বিয়ে করে ফেল আমার এখন সে সামর্থ্য নেই। মেয়েটি তাই করেছে --এখন সে বেশ ভাল আছে কিন্তু ছেলেটি এখন আপসোস করছে , কষ্ট পাচ্ছে মেয়েটির সুখ দেখে। আর বোলতার হুলে ছেলেটি পাপ করছে ,ভুল করছে তাকে শিক্ষা দেবার জন্য মেয়েটিও সেইম কাজটিই করছে।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

সুপথকামী হাফিজ বলেছেন: আর হ্যা, আর একটা কথা মনে হচ্ছে, মনে হচ্ছে কী, আমার কবিতার জবাবে ও বোধহয় কবিতাটি লিখেছে :/ যদিও ওর পক্ষে এমন লেখা সম্ভব না আর এখানের সব কথা আমার ক্ষেত্রে খাটবেও না :)
এটা ব্যক্তিগত মন্তব্য, তাও দিলাম বলে ক্ষমা চেয়ে নিচ্ছি :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০১

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা ওর সাথে যোগাযোগ করেছিলামতো , তুমি জাননা বুঝি !!!
:P

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

কওছার বলেছেন: বেশ ভালোই লিখছেন যদিও বুঝতে খুব কষ্ট হয়েছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে , উপরের মন্তব্যে ব্যাখ্যা দিয়েছি। দেখতে পারেন। ভাল থাকবেন।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

সুপথকামী হাফিজ বলেছেন: হুম, পার্থক্য তো আছেই, কিন্তু ছায়াটা এক-ই রকম লাগলো তো! :(

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০২

নাসরিন চৌধুরী বলেছেন: তাতো লাগবেই কারন আমার লেখা যে---স্টাইলটা থেকেই যাবে,
যাই হোক সামনে লিখতে গেলে ভাবব।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৫

সুপথকামী হাফিজ বলেছেন: ইশ! ওরে আপনি পাইবেন কই? জীবনেও পাইবেন না :(
আর আপু, এই কবিতাটারে আর ঠিকঠাক করার লাইগা ভাবার দরকার নাই, বোলতার ওইটা বেস্ট এর উপ্রে বেস্ট, এই ধরণের মধ্যে আপনার আর জীবনে না লিখলেও চলবে :D :D
আমি কবিতা কেমন লেখি তা জানি না, হয়তো খুব খারাপ, কিন্তু আমি মান বিচার কিন্তু ভালোই করতে পারি :D ওইটারে যেহেতু বেস্ট কইছি, আপনি নিশ্চিত থাকেন, বাংলায় অমন ভাবনা মানে মেয়েদের মনের অভিমান আর কী বলে ওইটারে, মানে ওই রাগ বা জীদ নিয়া লেখা যত কবিতাই থাকুক, আপনারটা বেস্ট! চ্যালেঞ্জ!
আর এইটারে আমি আপনার কবিতা বইলা মানি না, মানবোও না :/

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৩

নাসরিন চৌধুরী বলেছেন: না পাইলে আমি কেমনে তোমার কবিতার পাল্টা জবাব দিলাম !!!

আর বিচার ভাল করতে পার আমি জানি । লিখ ভাল সেটাও জানি। আর আমার লেখার একনিষ্ঠ পাঠক তুমি সেটাও জানি। তবে আমার এই লেখাটাকেই আমি বেষ্ট করবো নিশ্চিত থাক।

হা হা হা কবিতা না মান সমস্যা নাই--ডায়রি মান।

ভাল থেকো। পাশে থেকো ভুল ত্রুটি ধরিয়ে দিও।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা আপু +
শেষ দু' লাইনে অনেক প্লাস ।
ভালো থাকবেন :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনাকে লেখাটি পড়ার জন্য। ভাল থাকবেন।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৪

সুপথকামী হাফিজ বলেছেন: আপনারা মেয়েরা আজব জিনিস! আপনাদের কিছুই বলা লাগে না, ক্যামনে যেন আগেই সব বুঝে ফেলেন!! তাতে কারো সাথে যোগাযোগ হওয়া লাগে না :/

আর হ্যা বুঝছি, মনের মাধুরী মিশিয়ে লেখাটাকে মানে কাল্পনিকটাকে বেস্ট মানতে পারছেন না, বাস্তবটাকে উপরে উঠানোর চেষ্টা :D :D

করেন করেন, সবাই-ই হয়তো সেটাই চায়; বাস্তবটাকে শ্রেষ্ঠ স্থানে রাখতে :)
আর কবিতা তো মানছি-ই, সাথে ডায়েরী হিসেবেও মেনে নিলাম। আর পাশে না থেকে কই যাই বলেন? প্রায় চার বছর ধরে ব্লগিং করে মাত্র একজনকে পেয়েছি যার কবিতায় মন খুলে প্রশংসা করা যায়! পাশে তো থাকতেই হবে :)
আর ভুল থাকলে না ধরাবো! শুধু পারবো একটু বেশি সুন্দর করার কাজে সাহায্য করতে :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৬

নাসরিন চৌধুরী বলেছেন: আসলেই মেয়েরা আজব জিনিসই বটে। আমার একটা পড়েছো হয়ত ''তোমায় বুঝিনা মেয়ে''সেটাতে লিখেছি মেয়ে কি জিনিস!!
তুমি আমার লেখায় নিঃসঙ্কোচে ভুল ত্রুটি ধরতে পার।
ব্লগিং এর দিক দিয়ে তুমি আমার বেশ সিনিয়র। আমি মাত্র দেড় বছর ধরে ব্লগিং করছি --সো তোমার অভিজ্ঞতা আমার চেয়েও বেশি।

ভাল থেকো।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

লিমা মেহরিন বলেছেন: যখন ভাবার কথা তখন ভাবো নি।
তোমার অবহেলা আমাকে ভালো থাকার শক্তি যুগিয়েছে।



ঠিক এরকম। তাই না কবি!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২

নাসরিন চৌধুরী বলেছেন: ঠিক তাই আপু ,আপনি বেশ ধরতে পেরেছেন। ধন্যবাদ আপু।
ভাল থাকবেন।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৩

যাযাবর বেদুঈন বলেছেন: অভিমান বলব নাকি সুখে থাকার অভিনয় নাকি বলব শোধ ঠিক বুঝতে পারছিনা!

কাজলা মেয়ের করুনিমায় কেঁপে ওঠেনি যখন কারও অতলস্পর্শ হৃদয়

তখন;

অন্যের খোঁয়াড়ে বসত করে, খেয়ালি মনের ক্যানভাসে তোমারে আঁকিনি কোনদিন আর; অকৃপন ভালবেসে আলগা করে দিয়েছি সকল দাবী

এমনটাই স্বাভাবিক।

আমার চারপাশে আজ সোনাঝরা রোদ্দুর
ঝলসে যাচ্ছ কেন তুমি তার ঝাঁজে প্রিয় !

এটাকে কি শোধ বলা যাবে নাকি অভিমান ?

পুরো কবিতা জুড়েই পুড়ে পুড়ে খাঁটি সোনা হওয়ার প্রতিচ্ছবি।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ে আপনার মূল্যবান প্রদান করার জন্য। আসলে এটা সুখে থাকার অভিনয় কিনা জানিনা তবে সেই মানুষটা বুঝুক যে সে ভাল আছে। কিন্তু যে মানুষটা তাকে প্রত্যাখান করেছে সে মানুষটা এখন তার সুখে জ্বলছে --জ্বলুক !!!!

ভাল থাকবেন ,অনেক ভাল

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০২

সকাল রয় বলেছেন: সুন্দর সুন্দর

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ সকাল লেখাটি পড়ে মন্তব্য করার জন্য। ভাল থাকুন।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩১

আবু শাকিল বলেছেন: "আমার চারপাশে আজ সোনাঝরা রোদ্দুর
ঝলসে যাচ্ছ কেন তুমি তার ঝাঁজে প্রিয় ! "

খুব সুন্দর ।
কথা টা কপি-পেস্ট দিয়ে কাজে লাগাবো।
ধন্যবাদ আপু।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই লেখাটি পড়েছেন এবং সুন্দর মন্তব্য প্রদান করে উৎসাহিত করেছেন।
ভাল থাকবেন।

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার চারপাশে আজ সোনাঝরা রোদ্দুর
ঝলসে যাচ্ছ কেন তুমি তার ঝাঁজে প্রিয় !


সুন্দর !

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে অভি লেখাটি পড়ার জন্য।
ভাল থাকা হোক।

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: মোটামোটি লাগলো

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮

জামান শেখ বলেছেন: আপু, আমার গান এবং সুর খুব ভালো লাগে কিন্তু কবিতা ভালো লাগে না কেন? জবাব চাই। অনেক ট্রাই করেছি, জীবনানন্দের, রবী ঠাকুরের অনেক কবিতার বই আছে, কিন্তু পড়তে ভালো লাগে না। গল্প, প্রবন্ধ এবং বায়োগ্রাফী ভালো লাগে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

নাসরিন চৌধুরী বলেছেন: আমি আপনার কথায় অবাক হইনি। ভাল লাগাটা প্রত্যেকের নিজস্ব ব্যপার। আপনার যেটা ভাল লাগে সেটাই করুন না হয়। যেটা ভাল লাগেনা সেটা জোর করে ভাল লাগাতে গেলেই সমস্যা।
ভাল থাকবেন। শুভকামনা।

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমার চারপাশে আজ সোনাঝরা রোদ্দুর
ঝলসে যাচ্ছ কেন তুমি তার ঝাঁজে প্রিয় +++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন । ভাল থাকা হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.