নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ভ্রান্তিবিলাস!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৭





আমি একফোঁটাও ভালবাসা খুঁজে পাইনা তোমার চোখে

এতটুকু বুঝি কামাতুর চোখে কেন ভালবাসার নদী উথলে ওঠে!

আমার সংস্পর্শ তোমার শরীরে কি ভীষণ উত্তাপ ছড়ায়, সেটা বেশ উপলব্দি করি! প্রজাপতি স্বপ্নগুলো আমার, ধূসর হয়ে যায় মদির আলোয়!

অথচ কি ভ্রান্তিবিলাসেই'না ছিলাম আমি!



পালক ছড়িয়েছি তোমার কন্টকাকীর্ণ পথের গলিতে

তপস্যার মালা জপে উদগ্র হয়ে অন্বেষণ করেছি ভালবাসার আলোড়ন

ধূপের মত জ্বলেছি নিশিদিন; বড্ড গৃহাসক্ত হতে চেয়েছিলাম বলে!

ভেবেছিলাম 'ভালবাসা ও খুনসুটি' এমন একটি কাব্য রচিত হবে

কিন্তু হয়নি আমাদের, কখনোই হয়নি!

অথচ কি ভ্রান্তিবিলাসেই'না ছিলাম আমি!



তোমার মত করে তুমি সুখ খুঁজে নাও; একলা আকাশ কাঁদে যদি কাঁদুক

নিয়ন বাতির আলোয় মুছে যায় যদি জ্যোৎস্নার দাগ, যাক

ঝুম বৃষ্টিতেই একাকার হয়ে যাক নাহয় চোখের নদী

মিহিন ক্ষিপ্রতায়, সমাপ্তিহীন অপূর্ণতায়

আমি তোমার বলয় থেকে যোজন যোজন দূরে সরে যাব

ফেলে যাব শুধু আমার শরীরী কায়া

অথচ কি ভ্রান্তিবিলাসেই'না ছিলাম একদিন আমি!

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

অর্বাচীন পথিক বলেছেন: খুব-ই ভাল লেগেছে আমার
তবে ২টা শব্দের অর্থ আমি জানতে চাই কৌতুহল আর কি "কামাতুর, মদির আলোয়"

ভাল থাকবেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপু লেখাটি পড়ার জন্য। আর ভাল লেগেছে জেনে ভাল লাগছে।
'কামাতুর চোখ' বলতে বুঝিয়েছি যে চোখে শারিরীক ভালবাসার আবেদন থাকে। আর 'মদির আলো' বলতে বুঝিয়েছি মত্ততা সৃষ্টি করে এমন আলো।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

নুরএমডিচৌধূরী বলেছেন: খুব-ই ভাল লেগেছে আমারও
খুব সুনদর হয়েছে

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। ভাল লেগেছে জেনে খুশি হলাম। ভাল থাকা হোক।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

ইমতিয়াজ ১৩ বলেছেন:




পালক ছড়িয়েছি তোমার কন্টকাকীর্ণ পথের গলিতে
তপস্যার মালা জপে উদগ্র হয়ে অন্বেষণ করেছি ভালবাসার আলোড়ন
ধূপের মত জ্বলেছি নিশিদিন; বড্ড গৃহাসক্ত হতে চেয়েছিলাম বলে!



আরেকটু সহজ ভাষায় কি কবিতা লেখা যায় না?




সুন্দর হয়েছে আপনার কবিতা।


আরো অনেক অনেক সুন্দর কবিতার অপেক্ষায়........

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই কষ্ট করে লেখাটি পড়ার জন্য।
হুম আমি বেশ চেষ্টা করেছি কাঠিন্য কমানোর জন্য, এবং কমিয়েছিও।
আর কমাতে পারিনি।
পরামর্শের জন্য কৃতজ্ঞতা।
ভাল থাকবেন।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা +

ভালো থাকবেন :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩২

নাসরিন চৌধুরী বলেছেন: আপনাকে ধন্যবাদ অপূর্ণ লেখাটি পড়ার জন্য।
ভাল থাকবেন আপনিও।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৫

সায়েদা সোহেলী বলেছেন: অথচ কি ভ্রান্তিবিলাসেই'না ছিলাম একদিন আমি!---------- +++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়ার জন্য, ভাল থাকা হোক।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৫

বাংলার পাই বলেছেন: পালক ছড়িয়েছি তোমার কন্টকাকীর্ণ পথের গলিতে
তপস্যার মালা জপে উদগ্র হয়ে অন্বেষণ করেছি ভালবাসার আলোড়ন
ধূপের মত জ্বলেছি নিশিদিন; বড্ড গৃহাসক্ত হতে চেয়েছিলাম বলে!



তোমার মত করে তুমি সুখ খুঁজে নাও; একলা আকাশ কাঁদে যদি কাঁদুক
নিয়ন বাতির আলোয় মুছে যায় যদি জ্যোৎস্নার দাগ, যাক
ঝুম বৃষ্টিতেই একাকার হয়ে যাক নাহয় চোখের নদী
মিহিন ক্ষিপ্রতায়, সমাপ্তিহীন অপূর্ণতায়
আমি তোমার বলয় থেকে যোজন যোজন দূরে সরে যাব
ফেলে যাব শুধু আমার শরীরী কায়া ------------------এক কথাই অসাধারণ। +++++++++++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৪

নাসরিন চৌধুরী বলেছেন: আপনার মন্তব্য পেয়ে উৎসাহিতবোধ করছি।
ধন্যবাদ জানবেন। ভাল থাকবেন খুব ।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৭

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। ভাল থাকুন।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২২

আবু শাকিল বলেছেন: কবিতায় ভয়ঙ্কর ভাললাগা =p~ =p~

আপু কি প্রতিদিন কবিতা লেখেন?
না মানে বলছিলাম প্রতিদিন কি এত সুন্দর কথা মালা মস্তিষ্কে আসে। :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই অনুপ্রেরণা দেবার জন্য।
না আমি প্রতিদিন কবিতা লিখিনা , আর সেটা সম্ভবও না। আজকের কবিতাটি গতকাল লিখেছি। বোলতার হুলে নীল কবিতাটি গত সপ্তাহে লিখেছি।

আর বেশিরভাগ কবিতাই আমার প্রথম আলো ব্লগে পোষ্ট করেছিলাম। সেখান থেকেই কপি করে দিচ্ছি। কারন সামুর পাঠকরা আমার লেখার সাথে তেমন পরিচিত না। তাই লেখাগুলো শেয়ার করা। ভাল থাকবেন - অনেক ভাল।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৭

কলমের কালি শেষ বলেছেন: বড় চরনের উপভোগ্য কবিতা । পড়ে অনেকটা অন্যরকম ভাললাগার অনুভূতি হলো।

কবির কাব্যিক মস্তিষ্ককে থ্যাংকস । :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ পাশে থাকার জন্য এবং আমার লেখাগুলো পড়ে সুন্দর মন্তব্যের জন্য।
ভাল থাকুন। শুভেচ্ছা জানবেন।

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আহা ! ভ্রান্তি বিলাস !
খুব সুন্দর !

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। ভাল থাকা হোক।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন লাগল ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু।

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারণ কবিতা +++++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩

নাসরিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২২

সুমন কর বলেছেন: অাপনার চমৎকার কবিতা পড়ে, অামিই ভ্রান্তিবিলাসেই হারিয়ে গেলাম।

অনেক সুন্দর হয়েছে।

৩য় লাইক।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ সুমন ভাই, আপনার মন্তব্যে অনুপ্রেরণা নিলাম।
ভাল থাকবেন।

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৫

অর্বাচীন পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে উত্তর দেবার জন্য

ভাল থাকবেন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৪

নাসরিন চৌধুরী বলেছেন: কোন ব্যাপারনা আপু। প্রশ্ন আসলে অনায়াসে করবেন। আমার ভাল লাগবে। আপনিও ভাল থাকবেন।

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পালক ছড়িয়েছি তোমার কন্টকাকীর্ণ পথের গলিতে
তপস্যার মালা জপে উদগ্র হয়ে অন্বেষণ করেছি ভালবাসার আলোড়ন
ধূপের মত জ্বলেছি নিশিদিন
+++

এমন কাউকে পেলে জীবন বর্তে যাবে, যে এমনতর ভালবাসতে জানে। ভালোবাসায় এতো সেক্রিফাইসের পরেও কেন বিরহের তীরে বিদ্ধ হয় হৃদয়। বিরহের কাব্য ভালো লেগেছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য। কিন্তু জানেন সেক্রিফাইস যারা করে তাদের জীবনে মনে হয় কষ্ট বেশি।
জীবন বর্তে যাবে বলেছেন তার মানে আপনি স্পেশাল ---

ভালবাসার মানুষের জন্য ভালবাসা রাখুন হাত ভরে।
ভাল থাকবেন।

১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

হাসান মাহবুব বলেছেন: এইসব ভ্রান্তিবিলাস আর অপূর্ণ স্বপ্ন...

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫১

নাসরিন চৌধুরী বলেছেন: হুম মাহবুব ভাই --অপূর্ণ স্বপ্নই
ধন্যবাদ ভাল থাকবেন।

১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১০

মহামহোপাধ্যায় বলেছেন: কবিতা চমৎকার লাগল। ভ্রান্তিবিলাস নামটা খুব পরিচিত লাগছিল, পরে মনে পড়ল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২২

নাসরিন চৌধুরী বলেছেন: স্বাগতম আমার ব্লগবাড়িতে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার লেখাটি পড়ার জন্য ।ভাল থাকবেন।

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:




সুন্দর +++

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৫৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ নিন । ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.