নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বিবর্তন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০০







সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয়

বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই

বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই

স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে!

কিন্তু কতটা পারি বা পেরেছি

কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !



নির্লিপ্ত, লোভিত ও ক্ষুধিত চোখগুলো কি যত্ন করেইনা উপেক্ষা করেছি

পিনপতন নিরবতায় আবৃত ভাবনার আকাশ

ভেদ করে কখনও নেমেছে শ্রাবণের রঙ

কিন্তু আর কত বেঁধে রাখা নিজেরে স্রোতের প্রতিকূলে!



আদিম অনুভূতিগুলো যে বড় আচ্ছন্ন করে রাখে সম্মোহনের যাদুতে

স্তরে স্তরে ওরা সক্রিয়ভাবে সুনিপুণ জাল বুনে যায়

ধরাশায়ী আবেগ আবারও ভুল করে! থেকে থেকে ডেকে যায় সময়ের ঘড়ি

ব্যস্ত নগরী, পাপের কালিমায় ভরে থাকা দেয়ালগুলোতে

আবারও নতুন রঙ তুলির ছোঁয়া লাগে

বদলে যাই - বদলে যায় সবাই!

মন্তব্য ৪৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৪

সুমন কর বলেছেন: কিন্তু কতটা পারি বা পেরেছি
কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

ভাল লাগল। ++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ সুমন ভাই পড়ার জন্য।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩০

প্রবাসী পাঠক বলেছেন: কবিতায় অনেক ভালো লাগা রইল।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫১

নাসরিন চৌধুরী বলেছেন: মন্তব্যেও অনেক ভাল লাগা প্রবাসী পাঠক। ভাল থাকবেন।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আদিম অনুভূতিগুলো যে বড় আচ্ছন্ন করে রাখে সম্মোহনের যাদুতে
স্তরে স্তরে ওরা সক্রিয়ভাবে সুনিপুণ জাল বুনে যায়
+++

এরকম ভাবনা নিয়ে গেল ঈদের রাতে একটা লেখা লিখেছিলাম, তাই শেয়ার করলাম - হৃদয়ের অর্থহীন কথোপকথন :)

শুভকামনা নিরন্তর।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য।
আপনার লিংক দেখে আসি।
ভাল থাকুন।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৯

কলমের কালি শেষ বলেছেন: বদলে যাই - বদলে যায় সবাই! :(

ভাল লাগলো বিবর্তনের কবিতা । :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১২

নাসরিন চৌধুরী বলেছেন: হুম আসলেই বদলে যাই আমরা সময়ের তালে তালে। ভাল থাকবেন।
আর হাঁ ধন্যবাদ না দিলেই নয়----ধন্যবাদ।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৬

ডি মুন বলেছেন: নির্লিপ্ত, লোভিত ও ক্ষুধিত চোখগুলো কি যত্ন করেইনা উপেক্ষা করেছি
পিনপতন নিরবতায় আবৃত ভাবনার আকাশ
ভেদ করে কখনও নেমেছে শ্রাবণের রঙ
কিন্তু আর কত বেঁধে রাখা নিজেরে স্রোতের প্রতিকূলে

---- আর তাই ,

ধরাশায়ী আবেগ আবারও ভুল করে! থেকে থেকে ডেকে যায় সময়ের ঘড়ি
ব্যস্ত নগরী, পাপের কালিমায় ভরে থাকা দেয়ালগুলোতে
আবারও নতুন রঙ তুলির ছোঁয়া লাগে
বদলে যাই - বদলে যায় সবাই!


বেশ সুন্দর কবিতা।
আরো ভালো লিখে চলুন নিরন্তর। শুভকামনা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে মুন আপনার সুন্দর মূল্যায়নের জন্য। আমি আবার ভাবছি সামুর ব্লগাররা বিরক্ত হচ্ছে কিনা কারন প্রতিদিন পোষ্ট দেয়া হচ্ছে তাই!!
উপস্থিতিতে অনুপ্রেরণা পেলাম । ভাল থাকবেন।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৭

হামিদ আহসান বলেছেন: চিত্তার্কষক শব্দের বুননে দারুন একটি কবিতা পড়লাম ++++++++++++

ধন্যবাদ কবিকে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০০

নাসরিন চৌধুরী বলেছেন: বাহ অনেক দিন পর --আপনাকে দেখে প্রথম আলো ব্লগের কথা মনে পড়ে গেল।

ধন্যবাদ হামিদ ভাই , লেখাটি আবারও পড়ার জন্য। ভাল থাকবেন।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৩

ডি মুন বলেছেন: কাব্যে অনেকের অরুচি থাকে কিন্তু আমি ভালো কবিতা ভালোবাসি। আপনার কবিতাটি ভালো লেগেছে। কবিতার বাক্যবুননের ইটের ফাঁকে একটু আধটু বাস্তবতার সিমেন্ট থাকলে - কবিতা ভালো লাগবেই।

আপনার কবিতাটি সেই সিমেন্টটুকু হলো-


" আবারও নতুন রঙ তুলির ছোঁয়া লাগে
বদলে যাই - বদলে যায় সবাই! "

মানুষকে বদলাতেই হয়, প্রয়োজনে কি অপ্রয়োজনে।

শুভেচ্ছা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১০

নাসরিন চৌধুরী বলেছেন: হুম সেটা ঠিক কবিতা অনেকেই পছন্দ করেনা কিন্তু আপনি পছন্দ করেন জেনে খুশি হলাম।

আর 'সিমেন্ট' বেশ সুন্দর নামকরন করেছেন।
ধন্যবাদ অনেক মুন আপনাকে।
ভাল থাকা হোক---শুভকামনা।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২১

লীন প্রহেলিকা বলেছেন: মুগ্ধ পাঠ, আপনার কবিতা আগেও পড়েছি ভাল লাগে পড়তে।



স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে!

বেঁধে রাখা নিজেরে স্রোতের প্রতিকূলে!

উপরের দুটি চরণে "নিজেরে" শব্দটির বদলে "নিজেকে" হলেই মনে হয় পড়তে ভাল লাগে, শ্রুতিমধুর হয়। সামান্য পাঠক হিসেবে অভিব্যক্তি ব্যক্ত করলাম মাত্র শ্রদ্ধেয়া।

শুভ কামনা রইল।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য। নিজেরে শব্দটি আমার অনেক প্রিয়। অনিচ্ছা স্বত্তেও কবিতায় বসাই। কিছুদিন আগে একজন আমার বোলতার হুলে নীল কবিতায় আপনার মতই মন্তব্য করেছিলেন। আমি তোমারেই লিখেছিলাম--ওনি বললেন তোমাকে দিলে আরও ভাল হবে।
সেজন্য আপনার মতকে শ্রদ্ধা জানাই। ভবিষ্যতে খেয়াল রাখব। ভাল থাকবেন।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

লীন প্রহেলিকা বলেছেন: ***সময় করে পড়ে নিব সবই, ভাল থাকুন সবসময়। **** দুঃখিত এই মন্তব্যটি ভুলে আপনার এখানে প্রকাশ করে ফেলেছি।

আমি এই বিষয়ে লেখকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মনে করি, কিন্তু অনেক সময় একটি লেখার মাঝে পাঠক তার নিজেকে খুঁজে পান তখন লেখকের লিখাটি সার্বজনীন হয় বলেই মনে করি। আপনি ভাল লেখেন, ভাল থাকবেন কবি। পরবর্তী কবিতার অপেক্ষায়।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৮

নাসরিন চৌধুরী বলেছেন: উপরের মন্তব্যটি আমি মুছে দিলাম যেটি ভুল করে আমার এখানে করেছিলেন।

আমি আমার চেতনায় লিখেছি কিন্তু পাঠকের মতামতকে আমি উড়িয়ে দেবোনা। আমি চেষ্টা করবো পাঠকের কাছাকাছি যেতে --তাদের মতামতকে গুরুত্ব দিতে। আর আপনার কথাটির সাথে আমি সম্পূর্ণ সহমত। মন্তব্যে অনুপ্রেরণা পেলাম। ভাল থাকবেন--পাশে থাকবেন সে প্রত্যাশা।

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৪

সায়েদা সোহেলী বলেছেন: ধরাশায়ী আবেগ আবারও ভুল করে! থেকে থেকে ডেকে যায় সময়ের ঘড়ি
ব্যস্ত নগরী, পাপের কালিমায় ভরে থাকা দেয়ালগুলোতে
আবারও নতুন রঙ তুলির ছোঁয়া লাগে
বদলে যাই - বদলে যায় সবাই! --------

আমি কিন্তু নাসরিনের ভক্ত অনেক আগে থেকেই :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০০

নাসরিন চৌধুরী বলেছেন: সেটা কিভাবে!! আমিত সামুতে নুতন --লেখা দিচ্ছি এমাস থেকে নিয়মিত। তার আগে দিতাম কিন্তু খুব কম। আপনি কি প্রথম আলো ব্লগে লিখতেন?

জেনে খুশি হলাম। ভাল থাকুন আপু। শুভকামনা জানবেন।

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৮

সুলতানা সাদিয়া বলেছেন: খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা ...পারিনি আজ অবধি। সুন্দর নিখুঁত শব্দবান। শুভকামনা কবি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপু লেখাটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৪

আবু শাকিল বলেছেন: দ্বিতীয় কাব্যগ্রন্থে র ২০১৫ জন্য অগ্রিম বুকিং দিলাম। =p~ =p~ =p~ =p~


নিয়মিত আপনার কবিতা পড়ে যাচ্ছি কারন আমার মাথায় কবিতা আসে না।
পরে কবিতা টবিতা লেখার ইচ্ছা আছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৫

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা বুকিং দিলেন!!

আপনি নিয়মিত আমার লেখাগুলো পড়ছেন সেজন্য কৃতজ্ঞতা জানাই।
আপনি নিজেও বেশ লিখেন কিন্তু বলেন মাথায় আসেনা--এটা কিন্তু ঠিক না।
যাই হোক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ও মন্তব্যের জন্য।
ভাল থাকা হোক।

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: খুবই বাস্তব অনুভব।

আমরা যাই করি বা হই- আদিমতাই সার। তাকে অতিক্রম করে আর কজনা? তাই -

আবারও নতুন রঙ তুলির ছোঁয়া লাগে
বদলে যাই - বদলে যায় সবাই!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৭

নাসরিন চৌধুরী বলেছেন: শ্রদ্ধাসহ ধন্যবাদ জুলিয়ান ভাই লেখাটি পড়ার জন্য।
আদিমতাই সার কিন্তু বদলে যাই আমরা বদলাতে হয়। এইত জীবন।

ভাল থাকবেন।

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন , চতুর্থ ভালোলাগা +
ভালো থাকবেন সবসময় :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ অপূর্ণ আপনাকে --মন্তব্যে অনুপ্রেরণা নিলাম।
ভাল থাকুন আপনিও।

১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ অনেক মাহবুব ভাই। ভাল থাকবেন।

১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪

আমিনুর রহমান বলেছেন:



কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

সুন্দর সব শব্দের গাঁথুনি। চমৎকার +++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে আমিন ভাই লেখাটি পড়ার জন্য।
ভাল থাকবেন।

১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

মৃদুল শ্রাবন বলেছেন: কবিতাটি দুই তিনবার পড়লাম। আপনার অনান্য কবিতার থেকে কিছুটা আলাদা লাগলো। আপনার কবিতায় একটা সুর থাকে। পুরো কবিতা একটা চেইনে বাঁধা থাকে, কিন্তু এটাই যেন সেই সুর বা আবেশ নেই।

হতে পারে ব্যস্ত অথবা অমনযোগী হবার কারনে এমনটি লেগেছে। তবে কবিতার থিমটি অসাধারণ।

"কিন্তু কতটা পারি বা পেরেছি
কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা ! "

প্রশ্নটা আমিও রেখে গেলাম নিজেরই কাছে।

বিরূপ মন্তব্যে মাইন্ড খাইয়েন না :-* :-*


১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮

নাসরিন চৌধুরী বলেছেন: হুম সহমত । কবিতাটি প্রথম আলো ব্লগে ছিল। যেদিন প্রথম আলোতে দিয়েছিলাম অনেকেই বলেছিল এটা আমার ধাঁচের সাথে মিলেনা। তবে লেখাটি আমি কবিতার জন্য লিখিনি। কোন একটা কারনে মন খারাপ ছিল তাই ফেবুতে স্টাটাস দেয়ার জন্য উপরের প্যারাটা লিখেছিলাম। কিন্তু দেখি কি ওমা নীচের আরও দু প্যারা আপনি আপনিই কলমে চলে এল। ভাবলাম দেই কবিতা হিসেবে পোষ্ট করে। হোকনা তবে খুব বেশী ভাবনা ছাড়া একটা কবিতার জন্ম , ক্ষতি কি তাতে! এভাবেই আমার এই কবিতাটির জন্ম হল।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০০

নাসরিন চৌধুরী বলেছেন: মাইন্ড খাব কেন!! জহুরীর চোখ আপনার ।
আমার লেখা যে কিছুটা ব্যতিক্রম একবিতাটিতে সেটা একমাত্র আপনিই ধরতে পেরেছেন। তার মানে আপনি আমার লেখাগুলো মনোযোগ দিয়ে পড়েছেন তানাহলে সেটা ধরতে পারতেননা ।
খুব খুশি হলাম আপনাকে আমার কবিতার একনিষ্ঠ পাঠক হিসেবে পেয়ে। ভাল থাকুন---

১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৩

বাংলার পাই বলেছেন: আদিম অনুভূতিগুলো যে বড় আচ্ছন্ন করে রাখে সম্মোহনের যাদুতে
স্তরে স্তরে ওরা সক্রিয়ভাবে সুনিপুণ জাল বুনে যায়
ধরাশায়ী আবেগ আবারও ভুল করে! থেকে থেকে ডেকে যায় সময়ের ঘড়ি
ব্যস্ত নগরী, পাপের কালিমায় ভরে থাকা দেয়ালগুলোতে
আবারও নতুন রঙ তুলির ছোঁয়া লাগ--------------------এক কথাই অসাধারণ। চমৎকার,। মুগ্ধতা জানিয়ে গেলাম।
++++++++++++++++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে বাংলার পাই। ভাল থাকুন।

১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১০

দুখাই রাজ বলেছেন: বেশ চমৎকার লাগলো লেখাটি । শুভ সকাল ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে দুখাই রাজ লেখাটি পড়ার জন্য।

২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৬

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০১

আমার আমিত্ব বলেছেন: ভালো লাগল লেখাটি।



শুভেচ্ছা নিরন্তর।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভীষণ ভীষণ ভালো লেগেছে ------ শুভকামনা রইল কবি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপ্পি সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকুন

২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন:
নির্লিপ্ত, লোভিত ও ক্ষুধিত চোখগুলো কি যত্ন করেইনা উপেক্ষা করেছি
পিনপতন নিরবতায় আবৃত ভাবনার আকাশ
ভেদ করে কখনও নেমেছে শ্রাবণের রঙ
কিন্তু আর কত বেঁধে রাখা নিজেরে স্রোতের প্রতিকূলে!

চমৎকার লিখেছেন !

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ প্রিয় পাঠক সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

২৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:



আত্মবিশ্বাসী কবিতা ++++

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৫৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ রইল অনেক///

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.