নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অনুভবের আলিঙ্গনে!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৪





সুখান্বেষণ করতে করতে, সায়ংকালে তোমার সান্নিধ্য বুঝি পেয়েই গেলাম!

কিন্তু প্রহরীর চোখ ফাঁকি দেই কি করে! পাথুরিয়া মন যে তার!

শক্ত গাঁথুনিতে ঘেরা প্রাচীর - আমি পথ পাইনা খুঁজে

আমার চারপাশে খেলা করে কতশত সোনার জিঞ্জির!

তোমার স্পষ্ট আবেগী আহ্বানে নেমে এসেছিল পাণ্ডুর চাঁদ

মূক সভ্যতায় লেগেছিল মেহেদীর রঙ!



আহা জীবন!

উন্মনা হয়ে খুঁজেছি যারে, তার ছায়া আজ কত সহজেই প্রতিভাসিত

অথচ আমি তার নাগালের বাইরে!

বৈষম্যের টানাপোড়েনে প্রেমের প্রানশিখা বুঝি এভাবেই নিভে যায়!

পরাস্ত নাবিক হয়তবা নোঙ্গর ফেলবেনা আর কোন বন্দরে

রোদের ঝিলিক মিশে যাবে হয়ত খেয়ালি মেঘের আড়ালে!



তাতে কি!

ভালবাসি, ভালবাসি তোমায় স্নিগ্ধ জলের মত

অনুভবের অনুরণনে সুশোভিত করে রেখেছি সাদাকালো মন

নির্মল মরনেও ভাসবে প্রদীপ—ভাসাবো প্রদীপ

শুধু ভালবাসার আলিঙ্গনে -হোকনা মিলনে'র আশা যতই ক্ষীণ!

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ হাসান ভাই নিয়মিত আমার কবিতাগুলো দেখে যান বলে। ভাল থাকবেন।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩

নুরএমডিচৌধূরী বলেছেন:
তাতে কি!
ভালবাসি, ভালবাসি তোমায় স্নিগ্ধ জলের মত
অনুভবের অনুরণনে সুশোভিত করে রেখেছি সাদাকালো মন
নির্মল মরনেও ভাসবে প্রদীপ—ভাসাবো প্রদীপ
শুধু ভালবাসার আলিঙ্গনে -হোকনা মিলনে'র আশা যতই ক্ষীণ!
----------------------

কঠিন তপস্যা
এমনিতো চাই
খুবি সুন্দর লিখেন
তাই অনুসরন করছি
ভাল থাকবেন
অনেক শুভকামনা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। খুব ভাল হয়ত লিখতে পারিনা কিন্তু আপনারা ভালবেসে পড়েন সেটাই আমার প্রাপ্তি।
অনুসরনে আছেন আপনিও আমার।
ভাল থাকবেন।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮

মৃদুল শ্রাবন বলেছেন:
অনেক সময় এমন হয়, সুখের অন্বেষণে পাগলপ্রায় মন সুখের দেখা পেলে হঠাৎ করে কেমন যেন ঝিমিয়ে যায়। তা না হলে কি সেই সুখস্পর্শ শত বাঁধায়ও দুরে থাকে???

কিংবা নাও হতে পারে। হয়তো সত্যিই আপনার 'চারপাশে খেলা করে কতশত সোনার জিঞ্জির!'

তবে না পাওয়ার হতাশা ব্যক্ত না করে, 'অনুভবের অনুরণনে সুশোভিত করে রেখেছি সাদাকালো মন'। এটাই আপনার কবিতার বৈশিষ্ঠ। দুমড়ে যান অথচ ভাঙেন না।

ভালালাগা কবিতার একটি হয়ে থাকবে এটি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

নাসরিন চৌধুরী বলেছেন: কি বলব মৃদুল আপনাকে --কারন আপনার প্রতিটা বিশ্লেষণমূলক মন্তব্যকেই আমি খুব মূল্যায়ন করি কারন পাঠক হিসেবে আপনি একদম লেখকের চিন্তার কাছে চলে যান। হয়ত আপনার বুঝার ক্ষমতা প্রশংসনীয়।

আসলে আমাদের জীবনটাই এমন। চাওয়া, পাওয়া , হতাশা কিন্তু আমি চেষ্টা করি শত বিপদে-কষ্টে যেন জীবনে সামনে এগিয়ে যাওয়ার স্রোতটাকে প্রবাহিত রাখতে। তাই আমার প্রায় কবিতাতেই দেখা যায় জীবনের কাছে হার না মানা কিছু চিত্র , কিছু অনুভূতি।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

নাসরিন চৌধুরী বলেছেন: অনেক সময় এমন হয়, সুখের অন্বেষণে পাগলপ্রায় মন সুখের দেখা পেলে হঠাৎ করে কেমন যেন ঝিমিয়ে যায়। তা না হলে কি সেই সুখস্পর্শ শত বাঁধায়ও দুরে থাকে???

কিংবা নাও হতে পারে। হয়তো সত্যিই আপনার 'চারপাশে খেলা করে কতশত সোনার জিঞ্জির!'


আসলে আমাদের জীবনে সুখের যে চিত্র আমরা দেখি কিন্তু তার নীচে ছাইচাপা অনল কেউ দেখতে পাইনা। নিজেকে যত স্বাধীনই ভাবিনা কেন কিন্তু কোথায় যেন বাঁধা পড়ে থাকে --কোথায় যেন বাঁধা পড়ে যাই।

ধন্যবাদ মৃদুল আপনাকে। সুন্দর হোক আপনার পথচলা। আপনার মন্তব্যটি কেমন জানি ভাবতে বাধ্য করলো। ভাল থাকুন খুব।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০১

সুমন কর বলেছেন: প্রথমে একটু বুঝতে কষ্ট হচ্ছিল, পরে অাস্তে অাস্তে কবিতায় হারিযে গেলাম। ভালো লাগল।

২য় +।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ সুমন লেখাটি পড়ার জন্য। শুভকামনা জানবেন। ভাল থাকুন।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

ডি মুন বলেছেন: ভালবাসি, ভালবাসি তোমায় স্নিগ্ধ জলের মত
অনুভবের অনুরণনে সুশোভিত করে রেখেছি সাদাকালো মন
নির্মল মরনেও ভাসবে প্রদীপ—ভাসাবো প্রদীপ
শুধু ভালবাসার আলিঙ্গনে -হোকনা মিলনে'র আশা যতই ক্ষীণ!


.... বাহ, স্নিগ্ধ কবিতা।

আচ্ছা " সায়ংকালে " মানে কি শয়নকালে? এরকম শব্দ আগে চোখে পড়ে তাই জিজ্ঞাসা!!


শুভ হোক প্রতিটিক্ষণ। শুভেচ্ছা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২

নাসরিন চৌধুরী বলেছেন: সায়ংকালে মানে গোধূলি লগ্নে বা দিনের শেষ সময়ে। আমি এখানে জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলো শেষ হয়ে মানুষের জীবনে যখন শেষের দিকে চলে আসে সেটা বুঝিয়েছি।

ধন্যবাদ আপনাকে --আপনি নিজেই কিন্তু শব্দের কারিগর। শব্দ নিয়ে বেশ খেলেন আপনি।

ভাল থাকবেন--অনেক ভাল।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৬

ডি মুন বলেছেন: যাক, নতুন একটা শব্দ শেখা হলো। :)

কৃতজ্ঞতা রইলো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১২

নাসরিন চৌধুরী বলেছেন: তাই বুঝি !!
আমার লেখা নিয়ে যে কোন প্রশ্ন নিঃসঙ্কোচে করতে পারেন। ভুল ত্রুটি থাকলেও ধরিয়ে দিবেন। আমার ব্লগে সব পাঠকের জন্য বিষয়টা উন্মুক্ত।
শুভকামনা প্রিয় পাঠক ।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৮

বাংলার পাই বলেছেন: আহা জীবন!
উন্মনা হয়ে খুঁজেছি যারে, তার ছায়া আজ কত সহজেই প্রতিভাসিত
অথচ আমি তার নাগালের বাইরে!
বৈষম্যের টানাপোড়েনে প্রেমের প্রানশিখা বুঝি এভাবেই নিভে যায়!
পরাস্ত নাবিক হয়তবা নোঙ্গর ফেলবেনা আর কোন বন্দরে
রোদের ঝিলিক মিশে যাবে হয়ত খেয়ালি মেঘের আড়ালে!
------------------------------------------
জীবন এমনই। যাকে মনপ্রাণ দিয়ে চাওয়া হয় তাকে পাওয়ার পর তার প্রতি আর কোন আকর্ষণ থাকে না। কেমন যেন ছাড়া ছাড়া লাগে।

কবিতা চমৎকার। অনেক অনেক ভালো লাগা রইলো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। লেখাটি পড়ার জন্য সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

লীন প্রহেলিকা বলেছেন: চমত্কার বর্ণনার ছটা। খুব সুন্দর ও সাবলীল ভাবে উপস্থাপন তেমন একটা নজরে আসে না। সালাম জানবেন শ্রদ্ধেয়।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৪

নাসরিন চৌধুরী বলেছেন: বাহ এত সুন্দরভাবে বললেন --সত্যি মুগ্ধ হলাম সাথে কৃতজ্ঞ লেখাটি পড়ে সুন্দর মূল্যায়নের জন্য।
ভাল থাকুন।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৫

কলমের কালি শেষ বলেছেন: অনুভবের আলিঙ্গনে শত বাঁধা উপেক্ষা করে সংগোপনে ভালোবাসাবাসি খেলা ।

চমৎকার আবেদন । অইন্যধরনের অনুভূতির কবিতা । :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে ---ভাল থাকবেন।

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩২

আবু শাকিল বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেন আপনি ।

কথা গুলো ও অর্থবহ ।

"বৈষম্যের টানাপোড়েনে প্রেমের প্রানশিখা বুঝি এভাবেই নিভে যায়! "

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

নাসরিন চৌধুরী বলেছেন: আপনিও খুব সুন্দর করে মন্তব্য করেন শাকিল ভাই। অনুপ্রেরণা পাই।
ধন্যবাদ নিয়মিত ও প্রিয় পাঠক ।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুখান্বেষণ করেছেন, ভালোবাসার অন্বেষণেই কি সেই সুখান্বেষণ ছিল? বড় জানতে ইচ্ছা করছে। নাকি সুখান্বেষণ করতে করতে দূরে সরে যাওয়া ভালোবাসা জীবন সায়হ্নে এসে ধরা পড়েছে জীবন পাকে?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫১

নাসরিন চৌধুরী বলেছেন: ভালবাসার মাঝেই লুকায়িত থাকে সুখ। হয়ত প্রিয় মানুষটিকে ফিরে পাওয়া কিন্তু সেযে হবার নয়। হাত-পা বাঁধা সোনার জিঞ্জিরে।
তাইত বলা মিলনের আশা হয়ত ক্ষীণ--কিন্তু ভালবেসে যাবে স্নিগ্ধ জলের মত।

ভাল থাকুন --আর হাঁ অনেক ধন্যবাদ সুক্ষ দৃষ্টি দিয়ে লেখাটি পড়ার জন্য।

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২০

সোনারতরী বলেছেন: ভালবাসার সঠিক রাস্তা আমি ছিনিনা, কিন্তু ভালবাসতে ইচ্ছা করে
অবার ভয় করে ....... ভাল লাগল, ধন্যবাদ

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৮

নাসরিন চৌধুরী বলেছেন: স্বাগতম আমার ব্লগে। আপনাকে লেখাটি পড়ার জন্য।

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আপু-নি তো বেশ সুন্দর লেখেন! ৩ য় প্লাস।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৩

নাসরিন চৌধুরী বলেছেন: স্বাগতম আমার ব্লগ বাড়িতে। লেখাটি পড়ে সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ জানবেন। ভাল থাকুন সবসময়।

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১০

ফা হিম বলেছেন: ভালো লাগল।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। ভাল থাকুন।

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:



তাতে কি!
ভালবাসি, ভালবাসি তোমায় স্নিগ্ধ জলের মত

আহা!!!

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৫৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ //ধন্যবাদ --আমার কত্তগুলা লেখায় একসাথে এত্ত কমেন্ট দিলেন!!!

ভাল থাকুন/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.