নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সবুজ ব্যথা

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৯



 

এদ্দিন- একটি বারের জন্য ও বাড়ির পথটা মাড়াইনি

অসূর্যম্পশ্যার গায়ে যদি এতটুকু অপ্রিয় আঁচড় লাগে!

বিলুপ্ত ব্যসনে বৈরাগ্য জীবন- অভ্যস্ত হয়েছি সেও প্রায় বছর খানেক হবে

ধূলি-তাপে গড়াগড়ি খাই মার্জিত পাপে

গলাধঃকরণ করেছি যত অনীপ্সিত নীল ব্যথা-লাল ব্যথা-হলুদ ব্যথা !

কুহেলিকায় ঢেকেছো তুমি নিজের মুখ; কি লজ্জা! সে যে কি ভীষণ লজ্জা!

কারে বলি! কিভাবে বলি!

এত সহজেই কি সংক্রামিত হয় জীবনের যত পাপ? কি জানি হয়তোবা হয়--



আমাদের কিন্তু একটা হিরন্ময় অধ্যায় ছিল

অধশ্চৌর যে সিঁধ কেটেছে অবেলায়! লোভিত শৈলীতে লীন হয়েছো, হতে পেরেছো! কেটে গেছে হয়তো মদিরাক্ষীর বুকে প্রণয়ের মদির রাত!

কি অভিধায় বলো অর্চনা করি তোমায়? বিমূঢ় হই, মিইয়ে যাই অবিমৃষ্য অভিসন্তাপে। সে কি নির্ভেজাল ক্ষোভে ক্ষোভে-

যবনিকা টেনেছিলাম আমাদের হিরন্ময় অধ্যায়ের!



তোমার আঙ্গিনা আবার সুশোভিত আজ; নীল বাতি-লাল বাতি –হলুদ বাতি

কেন জানি ওরা আমায় জিভ দেখায়!

বুকের ভেতর সেই নীল ব্যথা –লাল ব্যথা –হলুদ ব্যথা

অজান্তেই আবার সবুজ হয়ে ওঠল!





মন্তব্য ৫১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২

কলমের কালি শেষ বলেছেন: অসূর্যম্পশ্যার, অধশ্চৌর, মদিরাক্ষীর ? :D

তোমার আঙ্গিনা আবার সুশোভিত আজ; নীল বাতি-লাল বাতি –হলুদ বাতি
কেন জানি ওরা আমায় জিভ দেখায়!
বুকের ভেতর সেই নীল ব্যথা –লাল ব্যথা –হলুদ ব্যথা
অজান্তেই আবার সবুজ হয়ে ওঠল!

এই প্যারাটি বেশী চমৎকার লাগলো ।

চমৎকার কবিতায় চমৎকার ভাললাগা রইল । :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা লেখাটি পড়ার জন্য। ভাল থাকবেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

নাসরিন চৌধুরী বলেছেন: লেখক বলেছেন:
অসূর্যম্পশ্যা --অন্তঃপুরবাসীনি বা যে নারী সূর্যের মুখ দেখেনি, আমি রূপক অর্থে ব্যবহার করেছি যে মেয়েটির সাথে বিচ্ছেদের পর মেয়েটির আর তার দৃষ্টগোচর হচ্ছেনা ।

অধশ্চৌর--সিঁদেল চোর

মদিরাক্ষী--যে নারীর চোখ কামনা জাগায় বা মত্তনয়না বা সুলোচনা।


২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কিছু শব্দে দারুন কবিতায় ভাললাগা জানিয়ে গেলাম ।+

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

নাসরিন চৌধুরী বলেছেন: আমি গেলাম আপনার বাড়ি আর আপনি এই ফাঁকে এলেন আমার বাড়ি!! যাক বেড়ানো হল --লেখাটি পড়েছেন সেজন্য ধন্যবাদ সেলিম ভাই। ভাল থাকবেন।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ লাগলো +++++++++

ভুল অধ্যায়ে অনেক কিছুই লেখা হয়ে যায় । গল্পের চরিত্ররা তা ভুলেও যায় । কিন্তু লেখক কি ভুলতে পারে !

শুভেচ্ছা নিরন্তর :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন অপূর্ণ নিয়মিত আমার পাতাগুলোতে চোখ বুলিয়ে যাবার জন্য।

হুম আসলে চারপাশের জিনিসগুলো এমনভাবে গেঁথে যায় যে চাইলেও ভুলতে পারিনা---যা চলে আসে কলমে।

ভাল থাকবেন।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী ভাললাগা ++++++++++

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ে মন্তব্য দেবার জন্য। ভাল থাকবেন।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

একজন ঘূণপোকা বলেছেন:
দারুন সুন্দর


+++++++++++++

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৮

নাসরিন চৌধুরী বলেছেন: মন্তব্যে অনুপ্রেরনা । ভাল থাকুন ।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৯

ডি মুন বলেছেন: বাহ, কবিতা ভালো লাগলো +++

ধূলি-তাপে গড়াগড়ি খাই মার্জিত পাপে

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে মুন লেখাটি পড়ার জন্য। ভাল থাকবেন/

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৩

লীন প্রহেলিকা বলেছেন: কোথাও কোথাও আরোপিত মনে হলেও, শব্দখনি বেশ সমৃদ্ধ তা বুঝা যায়, শব্দচয়নে অসাধারণ কবিতা, কবিতার বোধটি সবচেয়ে বেশি ভাল লেগেছে কবি। শুভচ্ছা জানবেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লীন প্রহেলিকা লেখাটি পড়ে তার বোধটুকু উপলব্দি করার জন্য।
ভাল থাকা হোক।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন এবং দূর্দান্ত লেগেছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন । মন্তব্যে অনুপ্রেরণা।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১২

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: গলাধঃকরণ করেছি যত অনীপ্সিত নীল ব্যথা-লাল ব্যথা-হলুদ ব্যথা !
কুহেলিকায় ঢেকেছো তুমি নিজের মুখ; কি লজ্জা! সে যে কি ভীষণ লজ্জা!
কারে বলি! কিভাবে বলি!



সবই তো আমার কথাগুলো বলে দিলেন ভাই.....!


অপূর্ব :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৬

নাসরিন চৌধুরী বলেছেন: সবই তো আমার কথাগুলো বলে দিলেন ভাই.....!

তাই বুঝি!!!

আসলে কিছু কিছু বিষয়ে আমাদের অনেকেরই ভাবনাগুলো মিলে যায়। স্বাগতম আমার ব্লগে।

ভাল থাকবেন/

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এত সহজেই কি সংক্রামিত হয় জীবনের যত পাপ?

কখনো নয়, আর তাইতো নিজ পাপে দহন ঘটে প্রতিনিয়ত।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৮

নাসরিন চৌধুরী বলেছেন: এত সহজেই কি সংক্রামিত হয় জীবনের যত পাপ?

কখনো নয়, আর তাইতো নিজ পাপে দহন ঘটে প্রতিনিয়ত
হয়তবা হয় , হয়তবা নয়। কি জানি নিজেও বুঝিনা -----

ধন্যবাদ জানবেন প্রিয় পাঠক । ভাল থাকবেন।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৪

দুখাই রাজ বলেছেন: তোমার আঙ্গিনা আবার সুশোভিত আজ; নীল বাতি-লাল বাতি –হলুদ বাতি
কেন জানি ওরা আমায় জিভ দেখায়!
বুকের ভেতর সেই নীল ব্যথা –লাল ব্যথা –হলুদ ব্যথা
অজান্তেই আবার সবুজ হয়ে ওঠল!++++++++

অনেক ভালো লাগলো । শুভ সকাল ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন । শুভ সকাল আপনার জন্যও । ভাল থাকা হোক।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বুকের ভেতর সেই নীল ব্যথা –লাল ব্যথা –হলুদ ব্যথা
অজান্তেই আবার সবুজ হয়ে ওঠল! ------------- দারুন লাগলো এই দুটি লাইন

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপুনি লেখাটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৪

মামুন রশিদ বলেছেন: হারানোর ব্যথা ভরা সুর টুংটাং করে বাজলো হৃদয়ে ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

নাসরিন চৌধুরী বলেছেন: হারানোর ব্যথা ভরা সুর টুংটাং করে বাজলো হৃদয়ে ।

তাই বুঝি!
ধন্যবাদ জানবেন । ভাল থাকুন। শুভেচ্ছা

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯

টুম্পা মনি বলেছেন: আমাদের কিন্তু একটা হিরন্ময় অধ্যায় ছিল
অধশ্চৌর যে সিঁধ কেটেছে অবেলায়! লোভিত শৈলীতে লীন হয়েছো, হতে পেরেছো! কেটে গেছে হয়তো মদিরাক্ষীর বুকে প্রণয়ের মদির রাত!

-চমৎকার। আপনি সব সময়ই চমৎকার লিখেন।

অফটপিকঃ আপু আপনি কি প্রথম আলো ব্লগের ব্লগার ছিলেন? নামটা চেনা চেনা মনে হল। ভালো থাকবেন। :D :D :D

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপু ।আপনার কমেন্টে সকালটা আরও মিষ্টি মনে হচ্ছে।
হুম আমি প্রথম আলোতে বেশ নিয়মিত ছিলাম। আপনি ও কি ওখানে ছিলেন? ভাল থাকুন আপনিও।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫

টুম্পা মনি বলেছেন: আমিও ওখানে অনেকদিন ছিলাম। ওখানে আমার একঝাঁক প্রিয় ব্লগার আছে। আপনিও ভালো থাকুন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯

নাসরিন চৌধুরী বলেছেন: তাই বুঝি ! হুম আমারও ঠিক তাই। কিন্তু সেইসব ব্লগারদের একসাথে কোথাও পাব কিনা জানিনা কিন্তু মিস করব সবাইকে এবং করছি ও।
ধন্যবাদ আবারো ঘুরে যাবার জন্য।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: বুকের ভেতর সেই নীল ব্যথা –লাল ব্যথা –হলুদ ব্যথা !!

ভালো লেগেছে !

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন । ভাল থাকুন

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৫

আমিনুর রহমান বলেছেন:



পাঠে মুগ্ধতা ও শব্দের গাঁথুনি চমৎকার +++

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আমিন ভাই লেখাটি পড়ার জন্য ও মন্তব্যের জন্য।

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

ইজাজআহমেদ বলেছেন: 'এত সহজেই কি সংক্রামিত হয় জীবনের যত পাপ?' কবিতা ভাল লেগেছে। তবে, মাফ করবেন লেখিকা, এই লাইনটির মানে একেবারেই বুঝি নাই বিশেষকরে বৈরাগ্যের সাথে এর সম্পর্কের বিষয়টি। উন্নত শব্দ ব্যাবহার করেছেন যা বর্তমানে খুব কম লেখকই ব্যাবহার করেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ ইজাজ ভাই লেখাটি পড়ার জন্য।

বৈরাগ্য জীবন বলতে এখানে বুঝানো হয়েছে ছন্নছাড়া জীবন --যে জীবনে সম্পর্কগুলো অচেনা হয়ে গেছে ,ভালবাসার রঙ মলিন হয়ে গেছে এখন শরীরে কামনা জাগেনা , কাউকে ভালবাসতে ইচ্ছে করেনা । যে মানুষটির জন্য নিজের এমন নিয়তি সে মানুষটি যখন অন্য কারো সাথে আবার তার জীবনটা গুছিয়ে নেয় তখন নিঃশেষ হয়ে যাওয়া ভালবাসা চোখে ভাসে ---তার সুখটাকে মেনে নিতে প্রেমিক মনের বেশ কষ্টই হয়।

শব্দের অর্থ ধরে ধরে কবিতার ভাষা ব্যবহার করা যায়না --অনেক শব্দ রূপক অর্থেও ব্যবহার হয়।

ভাল থাকবেন। মন্তব্য পেয়ে খুশি হলাম।

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৯

সুমন কর বলেছেন: পড়তে ভালই লাগল কিন্তু বুঝি কম !!

বুকের ভেতর সেই নীল ব্যথা –লাল ব্যথা –হলুদ ব্যথা
অজান্তেই আবার সবুজ হয়ে ওঠল!!

ভাল লাগল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। ভাল থাকুন।

২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

নুরএমডিচৌধূরী বলেছেন: লজ্জা!
কারে বলি! কিভাবে বলি!
এত সহজেই কি সংক্রামিত হয় জীবনের যত পাপ? কি জানি হয়তোবা হয়-


দারুন......
++++++++++++++++

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৭

নাসরিন চৌধুরী বলেছেন: উত্তর দিতে দেরী হল বলে দুঃখিত। ধন্যবাদ লেখাটি পড়ার জন্য। ভাল থাকবেন।

২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৯

আবু শাকিল বলেছেন: কবিতায় আপনি নানা পদের শব্দ ব্যাবহার করেন।ঠিক আমি তুমি কবিতা টাইপ না।একটু অন্য টাইপের। আপনি যে কবিতা লেখিকা তা আপনার কবিতা পড়েই বোঝা যায়।

পড়তে ভাল লাগে। :) :)

শুভ কামনা রইল।



২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৮

নাসরিন চৌধুরী বলেছেন: উত্তর দিতে দেরী হল বলে দুঃখিত । পড়তে ভাল লাগে জেনে খুশি হলাম।
ধন্যবাদ প্রিয় পাঠক ।

২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৪

দ্য ইলিউশনিস্ট বলেছেন: চমৎকার! খুব ভাল লাগলো।

২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন।

২৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯

একলা ফড়িং বলেছেন: আমাদের কিন্তু একটা হিরন্ময় অধ্যায় ছিল...!


হিরন্ময় অধ্যায়গুলো থাকে না কেন চিরদিন? :| :|


কবিতায় প্লাস :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩২

নাসরিন চৌধুরী বলেছেন: হিরন্ময় অধ্যায়গুলো থাকে না কেন চিরদিন?

কি জানি ! মাঝে মাঝে আমিও ভাবি ---
ধন্যবাদ এবং স্বাগতম আমার ব্লগ বাড়িতে।

২৫| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩২

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০৯ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

নাসরিন চৌধুরী বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা।

২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


অসাধারণ +++

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ প্রিয় পাঠক--

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.