নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

পথভ্রান্ত পথিক তুমি ফিরে যাও!

১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৩



আমি নির্বাক, ঠিক গাঢ় তমস্বিনীর ন্যায় নির্বাক
তোমার চোখে খেলা করে যত অন্যায্য দ্যুতি
কতবার যে আমায় অপ্রসন্ন করেছো
অথচ কি সুকৌশলেই না তুমি মেলে ধরো নিজের সুখানুভূতি!
সম্মোহনের যাদুতে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলতে চাও আমায়
কিন্তু নিজেরে আমি বেশ ভালই জানি---

এতটুকু প্রশ্রয় কখনও দেইনিতো তোমায় ; তোমার ভজন, তোমার ভক্তি
উহ্‌ কি নিখুঁত পীড়ায় নিস্প্রভ হয়ে যাই আমি
মেকির ছন্দে ছন্দে বারে বারে নেচে ওঠো তুমি
মনোলোভা হরিণী যদি মুখ লুকায় তোমার লোমশ বুকে
না পুরুষ, না —!

আত্মানুভূতিতে আজও শুদ্ধতার পিদিম জ্বলে
মেদুর মেঘমালায় অভিসারে ঢেকে দাও যদি চাঁদ আমি ঠিকই তাঁরে খুঁজে নেবো
জানালার কাঁচ গলে গলে কি অদ্ভূত জ্যোৎস্না
আজও তাঁরে ভেজায় আমি তাঁর ঘুমন্ত মুখখানা দেখে দেখে,
মুগ্ধতায়, ভালবাসা-খুনসুটির মালা গেঁথে যাই
বিশ্বাসের পাড় ঘেঁষে ঘেঁষে বড্ড গৃহাসক্ত আমি আজ তাঁকে নিয়ে।
পথভ্রান্ত পথিক তুমি ফিরে যাও
শুধরে নাও নিজের যত অমসৃণ অভীপ্সা!

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতায় ভালোলাগা++

১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। ভাল থাকুন।

২| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৯

সুমন কর বলেছেন: চমৎকার কবিতায় অনেক ভাল লাগা।

২য় লাইক।

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন---মন্তব্যেও ভাল লাগা ।
ভাল থাকুন।

৩| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++
অসাধারণ আরও একটি কবিতা আপনার । মনের গভীর ভাবনাগুলো তুলে এনেছেন সুন্দরভাবে । শুদ্ধতার পিদিম যেন এভাবেই জ্বলতে থাকে :)

ভালো থাকবেন অনেক :)

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২১

নাসরিন চৌধুরী বলেছেন: আপনি এত সুন্দর করে বলছেন যে মুগ্ধ না হয়ে পারলাম না আপনার কমেন্টে। অনেক ধন্যবাদ জানবেন।

আপনিও ভাল থাকুন অনেক।

৪| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০৯

হামিদ আহসান বলেছেন: অমসৃণ অভীপ্সাগুলো যত তারাতারি শুধরে নেওয়া যাবে ততই মঙ্গল। কবিতায় ভীষণ ভাল লাগা ..................++++++++++++++

শুভকামনা রইল।

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২২

নাসরিন চৌধুরী বলেছেন: আরে হামিদ ভাই যে! অনেক দিন পর।

কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৫| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৪

মৃদুল শ্রাবন বলেছেন: বেশ কয়েকদিন কবিতা থেকে ছুটি নিয়ে আছি। কিন্তু আপনার কবিতা পড়ে মনে হচ্ছে ছুটি শেষ।

ভালো লাগা রইলো।

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৬

নাসরিন চৌধুরী বলেছেন: আপনি ব্লগে নিয়মিত ছিলেন -কিন্তু অনিয়মিত হলে অনেক মিস করবো। সামুতে যে কজন প্রিয় ব্লগার আছেন আমার তার মধ্যে আপনি অন্যতম।

কবিতা থেকে ছুটি নিলেই কি হবে --আমার কবিতা আপনার ছুটি নষ্ট করে দিল, কি আর করা--নতুন লেখা দিন।

ধন্যবাদ কবি লেখাটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

৬| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১২

তাওহীদ৭১তমাল বলেছেন: সুন্দর কবিতা, শুভেচ্ছা অনেক।

১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

৭| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৪৯

আবু শাকিল বলেছেন: অনেকদিন পর কবিতা নিয়ে ফিরে এলেন।

আশা করছি সবকিছু আগের মত ঠিক হয়ে গেছে।

এখন নিয়মিত কবিতা পড়তে পারব। :)


" এতটুকু প্রশ্রয় কখনও দেইনিতো তোমায় ; তোমার ভজন, তোমার ভক্তি
উহ্‌ কি নিখুঁত পীড়ায় নিস্প্রভ হয়ে যাই আমি
মেকির ছন্দে ছন্দে বারে বারে নেচে ওঠো তুমি
মনোলোভা হরিণী যদি মুখ লুকায় তোমার লোমশ বুকে
না পুরুষ, না —! "

১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৮

নাসরিন চৌধুরী বলেছেন: হুম আছি ভাল যদিও কিছুটা ব্যস্ততা ঘিরে আছে। চেষ্টা করছি---

এমন পাঠক পেলে কার না লিখতে ইচ্ছা করবে!

ভাল লাগল পোষ্টে পেয়ে। ধন্যবাদ জানবেন।

৮| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২১

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ভালো লাগলো । :)

১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়ে মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

৯| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ লাগলো !

১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ অভি আপনাকে ।ভাল থাকুন।

১০| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৪১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব ভালো লাগলো কবিতা।

১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:২৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন কবি।

১১| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তোমার চোখে খেলা করে যত অন্যায্য দ্যুতি
কতবার যে আমায় অপ্রসন্ন করেছো
অথচ কি সুকৌশলেই না তুমি মেলে ধরো নিজের সুখানুভূতি!

এতটুকু প্রশ্রয় কখনও দেইনিতো তোমায় ; তোমার ভজন, তোমার ভক্তি
উহ্‌ কি নিখুঁত পীড়ায় নিস্প্রভ হয়ে যাই আমি

পথভ্রান্ত পথিক তুমি ফিরে যাও
শুধরে নাও নিজের যত অমসৃণ অভীপ্সা!


অসাধারন এক কবিতা। বাস্তবে যারা এমনতর পরিস্থিতি আর সময় অতিক্রম করেছে, তারাই বুঝবে কবিতার অন্তর্নিহিত ভালোলাগা-ভালোবাসা আর চাওয়া-পাওয়ার টানাপোড়নের যন্ত্রণাগুলো।

আমার পঠিত আপনার সেরা কবিতা। একরাশ ভালোলাগা এবং একগুচ্ছ +++++++++

শুভকামনা রইলো।

১২| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৪৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন , লেখাটি পড়েছেন এবং মূল্যায়ন করেছেন সেজন্য কৃতজ্ঞতা। লেখার স্বার্থকতা এখানেই যেখানে পাঠক কোন লেখার এমন বিচার বা বিশ্লেষণ করে। বেশ অনুপ্রাণিত হলাম আপনার মন্তব্যে।

ভাল থাকবেন।

১৩| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৪

নুরএমডিচৌধূরী বলেছেন: আমি আপনার কবিতার এক অন্ধ প্রেমিক

১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন---জেনে খুশি হলাম।
ভাল থাকবেন।

১৪| ২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

আমার আমিত্ব বলেছেন: বিশ্বাসের পাড় ঘেঁষে ঘেঁষে বড্ড গৃহাসক্ত আমি আজ তাঁকে নিয়ে



ভালো লাগল কবিতা।

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ার জন্য। ভাল থাকুন।

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনার কবিতায় সব সময় একটা অভিমানী সুর বেশ মুগ্ধ করে।

যথারীতি চমৎকার কবিতা +++

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪৫

নাসরিন চৌধুরী বলেছেন: জেনে খুশি হলাম--ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.