নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নিমন্ত্রিত মৃত্যু

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩১







ভুল কতটা ছিল কার? আধেক তোমার, হয়তোবা আধেক আমার!

আঁধিয়ারে লুকায়েছে ফাল্গুনী চাঁদ

অনভিপ্রেত অবসাদে শরীর খোঁজেনা এখন নরোম ওম!

কেঁপে কেঁপে যাই শব্দহীন নীরবতায়

যদিও তুমি পৌরষত্বের দাপটে অস্বীকার করো নিজের যত ভুল!



আমার অসাড় শরীরে আঁচড় কেটে দাও বিষাক্ত নখে

সাঁড়াশি অভিযান চালাও তুমি বুক থেকে ঊরুতে

বিশুদ্ধ কলঙ্কে লেপ্টে যাই আমি!

তোমার গায়ের গন্ধে উগলে ফেলে দিতে পারিনা যত গ্লানি

উফ কি যে অস্বস্তির মালা জপি স্বসংবেদনে!



উপস্থিতি তোমার; আমার মুখটাকে আরো ম্লান করে

নীড়ে ফেরার তাগিদ তাই অনুভব করিনা খুব একটা!

বিস্তীর্ণ আকাশ জড়িয়ে খুঁজে ফিরি প্রিয় মৃত্যুকে --

হাত বাড়িয়েছি আজ; মৃত্যু তুমি আমায় নিবিড় মমতায় একবার ছুঁয়ে দাও

পৌরষত্বের বিজয় সুনিশ্চিত হোক তবে!

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম !
আঁধিয়ারে শব্দের প্রয়োগ টা কেমন জানি ঠেকলো । বুঝতে পারছিনা ঠিক
শুভেচ্ছান্তে

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৭

নাসরিন চৌধুরী বলেছেন: ''আঁধিয়ারে'' আমি আঁধার বা অন্ধকারকে মিন করেছি। যেটা আমাদের জীবনে সুন্দর কিছুকে ছাপিয়ে দেয় তার রং দিয়ে।

ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

২| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৫

কলমের কালি শেষ বলেছেন: :( :( দুঃখনীয় গল্পের কবিতা । সেইরাম হয়েছে ।+++

আপনাকে ব্লগে দেখিনি অনেক দিন । কেমন আছেন ?



০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে , আপনার কলমের কালি ফুরিয়ে যায়নি দেখে ভাল লাগছে।

ভাল আছি। আপাতত একটা জবে ঢুকেছি।
আট-ন'ঘন্টা বাইরে থাকার পর ল্যাপটপ খুলারই তেমন একটা এনার্জি পেতামনা। আর লেখা !!!

রোববার পর্যন্ত বাসায় আছি। সোমবার থেকে আবার শুরু।

দেখি কতটা পারা যায়। আপনি কেমন আছেন?

৩| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেশ ভালো।
ক্ষোভ শেষাবধি খেলা করলো।

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা --জানেন কবিতাটার বয়স কত?
প্রায় বছর।

ধন্যবাদ জানবেন।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৫

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার কবিতা আপু । ২য় ভালোলাগা ++

ভালো থাকবেন সবসময় :)

অটঃ এতো ভালো লেখেন কেম্নে ! :)

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইটাকে লেখাটি পড়ার জন্য।

আপনিও ভাল থাকুন।

আমি বুঝি ভাল লিখি !! আপনি তাইলে তার চেয়েও ভাল লেখেন।

শুভকামন থাকল।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

কলমের কালি শেষ বলেছেন: নতুন জবে কনগ্রেচুলেসান ! :) এখন মিষ্টি খাওয়ান ! :D ;) :P

হুম । কালি পুরাইনি দেখে আলহামদুলিল্লাহ ভালো আছি । B-)

আপনার জন্য শুভকামনা ।:)

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৯

নাসরিন চৌধুরী বলেছেন: মিষ্টি খাবেন!!
দেশে আসি সবার সাথে দেখাও হবে মিষ্টিও খাওয়ানো হবে।
সে পর্যন্ত ভাল ও সুস্থ থাকবেন সে দোয়া রইল।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১০

সকাল হাসান বলেছেন: কবিতার শব্দগুলো বেশ গুরুগম্ভীর ও কঠিন! এমনিতেই কবিতা কম বুঝি, কাঠিনত্যের মধ্যে দিয়ে আরো কম বুঝলাম!

কবিতার কেমন তা বলব না, তবে কবিতা সাজানোর ভঙ্গিমাটা বেশ ভাল এবং পরিপূর্ন একটা ভাবের প্রকাশ!

শুভ কামনা রইলো! :)

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩১

নাসরিন চৌধুরী বলেছেন: মন্তব্য জেনে ভাল লাগল---

ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
ভাল থাকুন।

৭| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:১৩

টুম্পা মনি বলেছেন: চমৎকার লিখেছেন যেমন চমৎকার আপনি বরাবরই লিখেন। শুভ রাত্রী।

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য, আপনি নিজেও কিন্তু বেশ লিখেন।
ভাল থাকবেন।

৮| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৭

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ে মন্তব্য করার জন্য।

৯| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই ।

১০| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩

ডি মুন বলেছেন:

পুরুষের প্রতি এতো ক্ষোভ কেন কবি !!!!!!!!!! B:-)


কবিতা ভালো লেগেছে+++++
শুভকামনা রইলো।

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

নাসরিন চৌধুরী বলেছেন: হুম আমার অনেক ক্ষোভ তবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নয় সামগ্রিক অভিজ্ঞতা থেকে।

পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকুন প্রিয় পাঠক।

১১| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৮

মৃদুল শ্রাবন বলেছেন: গভীর কিছু বুঝলাম। :|

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

নাসরিন চৌধুরী বলেছেন: কি বুঝলেন? মন্তব্যে এত দরিদ্রতা কেন?
কেমন আছেন? ছুটি মনে হয় শেষ হয়ে আসছে তাই ----!

যাই হোক ভাল থাকুন। ধন্যবাদ জানবেন।

১২| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০১

হামিদ আহসান বলেছেন: কবিতা চমৎকার হয়েছে .......................

কোনো অন্যায়কে মেনে নিতে গিয়ে নিজেকে শেষ করে দেওয়া কাম্য নয়, যদিও ................................

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই লেখাটি পড়ার জন্য।
জীবনত এমনই। মেনে নিতে হয়-----
ভাল থাকবেন।

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৩

আবু শাকিল বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পাঠ করলাম।
কেমন আছেন আপু?

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪০

নাসরিন চৌধুরী বলেছেন: হুম আছি ভাল তবে কিছুটা ব্যস্ত নতুন জব নিয়ে। তাই সময় দিতে পারছিনা।

আপনি কেমন আছেন? অনেক দিন পর সবাইকে পেয়ে বেশ ভাল লাগছে।

১৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৮

কয়েস সামী বলেছেন: সা__ধু! সা__ধু!

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৪

নাসরিন চৌধুরী বলেছেন: মানে কি !!!!

১৫| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৫

দ্য ইলিউশনিস্ট বলেছেন: খুব ভাল লাগল।

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:০৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ে মন্তব্য করার জন্য। ভাল থাকুন।

১৬| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আমার অসাড় শরীরে আঁচড় কেটে দাও বিষাক্ত নখে
সাঁড়াশি অভিযান চালাও তুমি বুক থেকে ঊরুতে
বিশুদ্ধ কলঙ্কে লেপ্টে যাই আমি!
তোমার গায়ের গন্ধে উগলে ফেলে দিতে পারিনা যত গ্লানি
উফ কি যে অস্বস্তির মালা জপি স্বসংবেদনে!

চমৎকার লাগলো কবিতা।

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:০৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপু , ভাল থাকুন অনেক

১৭| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

তুষার কাব্য বলেছেন: চমৎকার কবিতা !

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:০৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ার জন্য।

১৮| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২০

আমি তুমি আমরা বলেছেন: 'স্বসংবেদনে' মানে কি?

১৯| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:১৩

নাসরিন চৌধুরী বলেছেন: 'স্বসংবেদনে মানে --আত্মানুভূতি বা নিজের অনুভূতিতে।
ধন্যবাদ জানবেন।

২০| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার কবিতাগুলো'র মাঝে কিন্তু একটি অব্যাক্ত বক্তব্য খুঁজে পাচ্ছি প্রতিটিতেই। এক নারী, যাকে অপ্রিয় ভালোবাসায় দগ্ধ হতে হচ্ছে প্রতিনিয়ত, নিজের ইচ্ছার বিরুদ্ধে। কষ্ট কষ্ট ভালবাসা... মন খারাপ করে দেয়া অনুভুতির শব্দমালা...

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মনোযোগী পাঠক পুরোনো লেখাটুকু পড়ে গেলেন সেজন্য।

জীবন কিন্তু এমনই। আমার না হলে অন্য কেউ --কারোনা কারো জীবনের সাথে মিলে যাবেই । আর জানিনা কষ্টগুলোই আমাকে বেশি টাচ করে।

ভাল থাকবেন ।

২১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৩৮

আলম দীপ্র বলেছেন: ওয়াও ! বেশ লাগল ! +++++++++++++
শুভকামনা নিরন্তর !

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ে মন্তব্য করার জন্য।
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.