নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অপ্রাপ্তি'র আকাশে ঈশ্বরের ছায়া খুঁজি!

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪০





অনেক অপ্রাপ্তি'র ডানায় ভর করে পাড়ি দিচ্ছি সহস্র পথ

শূণ্যতা'র বাহুবৃত্তে গ্রাস হতে দেখেছি নিজেকে ক্রমাগত; বল কিইবা ক্ষতি হত সেদিন!

বেলী'র সুবাসেইত সাজতে চেয়েছিলাম কিন্তু তুমি সাজাওনি আমায়

বাতাসের গায়ে দৃশ্যমান হয় আজ মৃত অঙ্গীকারের বিভৎস পাণ্ডুলিপি

আমি আমার স্বত্বা থেকে বেরুতে পারিনা; তোমার মত পারিনা আমি!

বিয়ারের গ্লাসে চুমুক দিয়ে নিষিদ্ধ জমিনে ভালবাসার গন্ধ খোঁজ

সিগারেটের শরীর পুড়িয়ে তুমি নিজেরে পোড়াও

নাহ, পারিনা আমি! তোমার মত করে একটুও পারিনা আমি!



ভাল কি আছি? না তুমি আছ? না আছে অন্য কেউ?

কাশবনের বুক চিরে বহেনা এখন আর ময়ূরাক্ষী'র জল

চাঁদের আহ্বানে লুটোপুটি খায়না এখন কোন চাতক যুগল!

“তিমির বিলাসী”-হুম আমি তিমির বিলাসী

তবে দিনের আলোতে অভিনয়ের আবিরে নিজেরে কি যত্নেইনা মাখি!

বল, একবার শুধু বল; কিইবা ক্ষতি হত সেদিন---

নাহ, পারিনা আমি, সত্যিই পারিনা!



অপ্রাপ্তি'র আকাশ জুড়ে অনন্ত দৃষ্টিতে কেবল ঈশ্বরের ছায়া খুঁজি

সাথে না মেলানো অংকের সমাধান

নাহ, সেও আজ বড় নির্লিপ্ত!

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

এহসান সাবির বলেছেন: অপ্রাপ্তি'র আকাশ জুড়ে অনন্ত দৃষ্টিতে কেবল ঈশ্বরের ছায়া খুঁজি.....


দারুন।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভাল থাকুন।

২| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৩

সকাল রয় বলেছেন:

ভাল কি আছি? না তুমি আছ? না আছে অন্য কেউ?
কাশবনের বুক চিরে বহেনা এখন আর ময়ূরাক্ষী'র জল
চাঁদের আহ্বানে লুটোপুটি খায়না এখন কোন চাতক যুগল!
“তিমির বিলাসী”-হুম আমি তিমির বিলাসী
তবে দিনের আলোতে অভিনয়ের আবিরে নিজেরে কি যত্নেইনা মাখি!
বল, একবার শুধু বল; কিইবা ক্ষতি হত সেদিন---
নাহ, পারিনা আমি, সত্যিই পারিনা!

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকা হোক।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো +

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন কবি। ভাল থাকুন।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৪

আবু শাকিল বলেছেন: দারুন এক্কান কবিতা পড়লাম। :)

ভাল কি আছি? না তুমি আছ? না আছে অন্য কেউ?

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৩

নাসরিন চৌধুরী বলেছেন: তাই বুঝি? ভালবেসে পড়েন সেজন্য কৃতজ্ঞতা জানবেন।
ভাল থাকবেন প্রিয় পাঠক।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৬

সুমন কর বলেছেন: অপ্রাপ্তি'র আকাশ জুড়ে অনন্ত দৃষ্টিতে কেবল ঈশ্বরের ছায়া খুঁজি
সাথে না মেলানো অংকের সমাধান
নাহ, সেও আজ বড় নির্লিপ্ত!

কবিতায় ভালো লাগা রইলো।

সুন্দর !!

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে সুমন কর।
ভাল থাকুন।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৭

মামুন রশিদ বলেছেন: দুর্দান্ত লিখেছেন ।

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৫

নাসরিন চৌধুরী বলেছেন: জেনে ভাল লাগছে ও অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ জানবেন।
ভাল থাকবেন মামুন ভাই।

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৪

মৃদুল শ্রাবন বলেছেন:


চমৎকার চমৎকার কবিতা।



অনেক অপ্রাপ্তি'র ডানায় ভর করে পাড়ি দিচ্ছি সহস্র পথ
শূণ্যতা'র বাহুবৃত্তে গ্রাস হতে দেখেছি নিজেকে ক্রমাগত; বল কিইবা ক্ষতি হত সেদিন!
বেলী'র সুবাসেইত সাজতে চেয়েছিলাম কিন্তু তুমি সাজাবেনা আমায়

শব্দদুটি দেখবেন। সাজাবেনা একটু কালের মিশ্রণ চোখে লাগলো। কবিতায় অতীতের কারণে অপ্রাপ্তিতে পূর্ন বর্তমানের কথা বলেছেন বলে মনে হয়, সেখানে সাজাবেনা তে বর্তমান ও ভবিষ্যৎ বোঝায় নয়কি??

হয়তো অন্য কোন অর্থও থাকতে পারে।

শুভকামনা সবসময়।

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ২:২৩

নাসরিন চৌধুরী বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ শ্রাবন আপনাকে
আপনার মন্তব্য গুরুত্বসহকারে ভাবলাম।
আমি অতীতকেই ব্যাখ্যা করেছি মানে অতীতে কবিতার প্রেমিকাকে প্রেমিক বলেছে --তাকে বেলীর মালায় সাজাতে পারবেনা ।প্রেমিকার চাওয়া এবং প্রেমিকের ভবিষ্যতে তাদের রিলেশান নিয়ে যে চিন্তা, সেটা ব্যাখ্যা করতেই আমি ওই লাইনটিকে ওভাবে রেখেছি।

আপনি যেটা বলেছেন সেটা নিয়েও ভাবা যায়। আমি শব্দটিকে এভাবেও হয়ত বলতে পারতাম ---সাজাওনি আমায়। দেখি আরও ভেবে। সংশোধনের প্রয়োজন মনে হলে ঠিক করে নেবো।

ভাল থাকুন প্রিয় পাঠক।

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ২:১০

স্নিগ্ধ শোভন বলেছেন:





সুন্দর!!!



=======================================
অপ্রাপ্তি'র আকাশ জুড়ে অনন্ত দৃষ্টিতে কেবল ঈশ্বরের ছায়া খুঁজি
সাথে না মেলানো অংকের সমাধান
নাহ, সেও আজ বড় নির্লিপ্ত!
=======================================

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ২:২৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। ভাল থাকুন।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৩৩

ভিটামিন সি বলেছেন: কঠিন ভাষা বুঝি না রে ভাই। আমার জন্য আরো সহজে দুইলাইন কি লেখা যায় না?

কবিতা ভালো হয়েছে বোঝতে পেরেছি এতো এতো কমেন্ট দেখে।

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৮

নাসরিন চৌধুরী বলেছেন: কি বলেন সি ভাই --এর চেয়ে সোজা!!
আমার লেখা কবিতার মধ্যে যে কয়টা সহজ কবিতা আছে এটা তার অন্যতম।

আপনি আর একটু কষ্ট করে পড়ে দেখেন কঠিন ভাষার ব্যবহারটা একদমই নেই যা আমার অন্যান্য কবিতায় থাকে।

খুশি হলাম গঠনমূলক মন্তব্যে। ভাল থাকবেন।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন । ৪র্থ ভালোলাগা +

সুন্দর সুন্দর কবিতা গল্প সবই আপনারা লিখে জায়গা নিয়ে নিলে আমরা লিখব কি ! :)

ভালো থাকবেন সবসময় :)

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪০

নাসরিন চৌধুরী বলেছেন: আরে কি কয়!! নিজে কত্ত ভাল গল্প লিখেন --আর আমারে বলেন!!

পড়েছেন জেনে খুশি হলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

ভাল থাকবেন আপনিও।

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:২২

কলমের কালি শেষ বলেছেন: আহা.. কতশত শূন্যতার হাঁটবাজার । :(

কবিতায় কেমন বিস্বাদ লাগলো ।+++

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪০

নাসরিন চৌধুরী বলেছেন: বিস্বাদের কবিতা কি মিষ্টি লাগবে!!

আপনার জীবনে কি বিস্বাদ নাই? পড়েছেন সেজন্য ধন্যবাদ।

ভাল থাকবেন।

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৩

তুষার কাব্য বলেছেন: অপ্রাপ্তি'র আকাশ জুড়ে অনন্ত দৃষ্টিতে কেবল ঈশ্বরের ছায়া খুঁজি
সাথে না মেলানো অংকের সমাধান
নাহ, সেও আজ বড় নির্লিপ্ত!

দারুন লাগলো অপ্রাপ্তির কথামালা...

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ার জন্য।
ভাল থাকুন/

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন:
অপ্রাপ্তি'র আকাশ জুড়ে অনন্ত দৃষ্টিতে কেবল ঈশ্বরের ছায়া খুঁজি

কবিতায় ভাল লাগা রইলো!

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ে মন্তব্য দেয়ার জন্য।
ভাল থাকুন ।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অদ্ভূত। আপনি দূর্দান্ত লিখে যাচ্ছেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৮

নাসরিন চৌধুরী বলেছেন: কি কন আপ্নে!!!! আপনার মুখে ফুল চন্দন পড়ুক।

ধন্যবাদ জানবেন।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

ডি মুন বলেছেন: ভাল কি আছি? না তুমি আছ? না আছে অন্য কেউ?
কাশবনের বুক চিরে বহেনা এখন আর ময়ূরাক্ষী'র জল
চাঁদের আহ্বানে লুটোপুটি খায়না এখন কোন চাতক যুগল!



একরাশ মুগ্ধতা ।

++++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে মুন লেখাটি পড়ার জন্য।
ভাল থাকা হোক।

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: শিরোনাম টা খুব সুন্দর !
কবিতায় দশে ৭ দিলে , শিরোনামে দিবো ১০ এ ১০ :)

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে অভি সুন্দর মন্তব্যের জন্য।

শিরোনামের জন্য পুরা নাম্বার!!

যাক লেখা স্বার্থক হল--কারন শিরোনামটা নিয়াই তিনদিন ভাবসি

ভাল থাকুন

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১২

দীপংকর চন্দ বলেছেন: সাথে না মেলানো অংকের সমাধান

অনেক ভালো লাগা।

শিরোনাম অসাধারণ!

শুভকামনা জানবেন। সবসময়। অনিঃশেষ।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৮

নাসরিন চৌধুরী বলেছেন: আরে প্রিয় মুখ যে!! কেমন আছেন?

ধন্যবাদ লেখাটি পড়েছেন সেজন্য।

শিরোনাম নিয়ে বেশি ভাবসিলাম তাই হবে হয়ত!!

ভাল থাকুন

১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০০

ডট কম ০০৯ বলেছেন: বল, একবার শুধু বল; কিইবা ক্ষতি হত সেদিন---
নাহ, পারিনা আমি, সত্যিই পারিনা!


সুন্দর লাইন। পড়ে ভাবনার উদ্রোক হয়।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন লেখাটি পড়ার জন্য।
শুভেচ্ছা নিন

১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫১

নেক্সাস বলেছেন: সুন্দর

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। ভাল থাকা হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.