নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নির্বাসিত অনুভূতি !

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৮





কতটা নির্লিপ্ত গভীরতায়, কতটা সুনসান মৌনতায় ভাসিয়েছি নির্ভেজাল প্রদীপ

কিন্তু সে প্রদীপের আলোয় উদ্ভাসিত হয়নি কৃষ্ণরজনী!

নির্ভরতার জানালার ফাঁক গলে গলে

কখন যে মেদুর মেঘ সুতীব্র মেজাজে উঁকি দিয়েছে,

আমি সেই রোদন রোমন্থন করতে চাইনা, একটুও চাইনা ---



রুঢ় রৌদ্রে কতটা প্রখর উত্তাপ ছড়িয়েছো তুমি রন্ধ্রে রন্ধ্রে

সে কেবল আমার ঈশ্বর জানে!

অভিসারে অভিসারে অদৃশ্য করেছি বার-বার, সহস্রবার

তোমার যত অনৃত অপলাপ; ক্ষুধিত যত লোভ!

চেয়েছি নিস্পাপ বাতাস ছুঁয়ে যাক আবেগী শিহরণে

সায়ন্তের ক্লান্ত ক্ষণে ক্ষণে- অভিষেক হোক কোন প্রলম্বিত রাত্রি’র!

আদ্র হই আমি স্নিগ্ধ ভালবাসার আবেশে

প্রেম থাকুক – বিশ্বাস থাকুক – বটবৃক্ষের মতো ছায়া থাকুক!



না একটুও বদলাওনি তুমি; তোমার বিদঘুটে ক্ষুধার দাপটে বিভ্রান্ত হই- বিমূঢ় হই

চাইলেই দিয়ে দেবো! এত কি সহজ!

শোন-দুর্গের সীমানা প্রাচীর সুরক্ষিত আজ নিপূণ রঙে

ছুঁতে চাও যদি সুগভীর পরিখার অতলে হারাবে –

ছিন্ন ভিন্ন হয়ে যাবে তুমি অগ্নি ক্রোধে; আর আমি?

আস্তে -আস্তে, স্তরে স্তরে নৈঃশব্দের পর্দা টেনে নেবো

নির্বাসিত হোক তবে আমার সেই অপ্রিয় অনুভূতি!



মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩২

নিলু বলেছেন: লিখে যান

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ। ভাল থাকা হোক।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫১

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার কবিতা।

কবিতায় প্রথম ভালো লাগা রইল।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ প্রিয় পাঠক , ভাল থাকুন।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৬

সুমন কর বলেছেন: ভাল লাগল।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। ভাল থাকুন সবসময়।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৭

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগলো কিভাবে তা বলি !

নিচে আমার লেখা একটি ছোট্ট কবিতা আপনার জন্য উপহার । B-) B-)

আজকে কবিতা লিখতে ইচ্ছে করছে, কোন একটি ক্ষন নিয়ে, যাহা ছিল সুখের মোর্চনে ।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৮

নাসরিন চৌধুরী বলেছেন: মন্তব্যটুকু বুঝলামনা কালি ভাই---
মাথা আউলাইয়া আছে বিশেষ কোন কারনে।

ঘুরাইয়া না বইলা সোজা কইরা বলেন।

লেখাটি আমার প্রথম আলো ব্লগে একবছর আগে প্রকাশিত-- কোন ভুল ত্রুটি পেলে ধরিয়ে দিন খুশি হব।

ধন্যবাদ জানবেন।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~

এত শক্ত ব্যকরনে কবিতা লেখেন বইলাই আমাগো সোজা কতা বুঝেন না । :( :((

বলেছি কবিতা অনেক ভালো লেগেছে । আর নিচে একলাইনের একটা কবিতা উপহার দিয়েছি । B-)

আউলা মাথায় এই কবিতা !!.. B:-) প্লিজ আমারে এক রাত্রির জন্য এই আউলা মাথাটা ধার দেন !

বিঃ দ্রঃ : বিশেষ কোন কারনে মাথা আউলা হয়ে থাকা থেকে মুক্তির জন্য শুভ কামনা থাকলো ।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১১

নাসরিন চৌধুরী বলেছেন: আরে কবিতা কি আউলা মাথায় লিখসি নাকি!!
আগের মন্তব্যে বললাম না প্রথম আলো ব্লগে দিসিলাম একবছর আগে।
আউলা মাথায় কবিতা কি লিখুম আপনার লাষ্ট পোষ্টটা ওপেন কইরা বইসা আছি একলাইন ও মনোযোগ দিতে পারতাসিনা। যে লেখা লেখসেন মাথা ঠাণ্ডা না হইলে পড়া যাইব না।

কবিতা ভাল লাগসে জানলাম না লাগলেও খুশি হইতাম কারন কবিতাটা নিয়ে আমার অনেক খুঁতখুঁতে ভাব আছে। পুরোপুরি সন্তুষ্ট হতে পারছিনা। মানে আগের লেখাগুলো এখন পড়তে গেলেই এই সমস্যা হচ্ছে।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১১

মৃদুল শ্রাবন বলেছেন:

শুধু অসাধারণ বললে ভুল হবে। মনোমুগদ্ধকর একটি কবিতা পড়লাম এই রাতে। আজকে আমাদের আকাশে দারূন একটা চাঁদ উঠেছে। একটু আগে বারান্দায় বসে বসে চাঁদ দেখছিলাম। ফিরে এসে আপনার কবিতা পড়ে আমার ভালোলাগা মনটাকে আরো উৎফুল্ল করে তুললো।

ভালো থাকবেন সবসময়।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৫

নাসরিন চৌধুরী বলেছেন: মুড ভাল তাইলে--জেনে বেশ লাগল।

আর সত্যিই কি কবিতাটি অত ভাল হয়েছে যতটা আপনি বলেছেন?

কি জানি!! -- পজেটিভ মন্তব্য পেয়ে আমার মনটা ও বেশ উৎফুল্ল।

ভাল থাকবেন--

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৩০

মাহমুদ০০৭ বলেছেন: বাহ ! চমৎকার । কবিতার ভেতরের টোন শেষপর্যন্ত বজায় রাখার কারণে
একটা ভাল লাগা ছুঁয়ে গেছে।

ভাল থাকবেন । শুভকামনা রইল ।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই সুন্দর মন্তব্যের জন্য। লেখাটুকু নিয়ে কিছু অতৃপ্তি আছে কিন্তু আপনাদের কমেন্টে কিছুটা তৃপ্তিবোধ ও কাজ করছে।
ভাল থাকবেন।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:২৪

এম এ কাশেম বলেছেন: আগে ও পড়েছি, আজ আবার পড়লাম,

অসাধারণ,
মৌমাছির হুল ফুটে মধুর স্বাদ পেলাম

শুভেচ্ছা নেবেন কবি নাসরীন চৌধুরী।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৭

নাসরিন চৌধুরী বলেছেন: জানিতো আগেও পড়েছেন , আলোতে ছিল।

ধন্যবাদ আবারো। ভাল থাকুন।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩

নেক্সাস বলেছেন: সুন্দর

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ । স্বাগতম আমার ব্লগ বাড়িতে।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

তুষার কাব্য বলেছেন: অপ্রিয় অনুভুতি গুলো নির্বাসিতই থাকুক...অসাধারণ...
শুভকামনা রইল ।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ কাব্য লেখাটি পড়ার জন্য।
ভাল থাকুন

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

নুরএমডিচৌধূরী বলেছেন: কঠিন শব্দ
অত বুঝিনা বাবা
তয়
যতটুকু বুঝেছি
তাতে
ভাললাগার শীর্ষে

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ কবি লেখাটুকু বুঝার চেষ্টা করেছেন।

ভাল থাকবেন।

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৬

ডি মুন বলেছেন: রুঢ় রৌদ্রে কতটা প্রখর উত্তাপ ছড়িয়েছো তুমি রন্ধ্রে রন্ধ্রে
সে কেবল আমার ঈশ্বর জানে!


বাহ, সুন্দর।

কবিতা ভালো লেগেছে। বিষাদময়, স্নিগ্ধ।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মুন
ভাল লেগেছে জেনে ভাল লাগছে।

শুভকামনা রইল। ভাল থাকা হোক।

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৯

আবু শাকিল বলেছেন: নির্বাসিত অনুভূতি !

দারুন শব্দমালা দিয়ে কবিতা গেঁথেছেন ।

ভাল লাগল ।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ শাকিল আপনাকে কবিতাটি পড়ার জন্য।
ভাল থাকবেন।

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
ভাল থাকুন

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: ৪র্থ ভালোলাগা। খুব ভালো লাগলো কবিতাটি +

আপনিও ভালো থাকবেন সবসময় আপু :)

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১০

নাসরিন চৌধুরী বলেছেন: লেখাটি পড়ার জন্য ধন্যবাদ আপনাকে অপূর্ণ ভাই। প্রিয় পাঠকের স্থানটি দখল করে নিচ্ছেন।

ভাল থাকুন খুব খুব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.